• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
ভারত সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
চলতি মাসেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় নারী ক্রিকেট দল। সিরিজটির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১৬ এপ্রিল) ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। সিরিজটির জন্য নতুন করে দলে ডাক পেয়েছেন হাবিবা ইসলাম পিংকি। সিলেটে অনুষ্ঠিত সিরিজটি খেলতে আগামী ২৩ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছাবে ভারত দল। এরপর ২৮ এপ্রিল প্রথম টি-টোয়েন্টি দিয়ে লড়াই শুরু হবে। সিরিজের প্রথম দুটি ও শেষ ম্যাচটি দিবারাত্রির হলেও  তৃতীয় ও চতুর্থ ম্যাচ দুটি বেলা ২টায় শুরু হবে। বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মারুফা আক্তার, মর্শিদা খাতুন, সোবহানা মুস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, সুলতানা আক্তার, রাবেয়া খান, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, রুবায়া হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিংকি। অতিরিক্ত– সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার।  
১৬ এপ্রিল ২০২৪, ২১:৫২

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা ভারতের
বাংলাদেশের মাটিতে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই ঢাকায় আসছে ভারতীয় নারী দল। এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যেখানে নতুন মুখ হিসেবে আছেন আশা সোবহানা ও সানজানা সাজিভান।     ২৩ এপ্রিল সিরিজ খেলতে ঢাকায় আসবে ভারতীয় নারী দল। প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২৮ এপ্রিল। একদিন বিরতি দিয়ে একই সময়ে ৩০ এপ্রিল হবে দ্বিতীয় টি-টুয়েন্টি। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২, ৬ ও ৯ মে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেটে। প্রথম দুটি ম্যাচ ও শেষ ম্যাচটি হবে দিবা-রাত্রির। ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। মাঝের ম্যাচ দুটো অনুষ্ঠিত হবে বেলা ২ টায়। ভারত স্কোয়াড : হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, দায়ালান হেমালাথা, সানজানা সাজিভান, রিচা ঘোষ, ইয়াস্তিকা ভাটিয়া, রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা ভাস্ত্রেকার, আমানজত কৌর, শ্রেয়ানকা পাটিল, সাইকা ইশাক, আশা সোবহানা, রেনুকা সিং ঠাকুর ও তিতাস সাধু।
১৬ এপ্রিল ২০২৪, ১২:৩৫

মাজা ভাঙা দল বিএনপি : হানিফ 
মাজা ভাঙা দল বিএনপি বলেই ঘরে উঠে গেছে এমন মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। সোমবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বিএনপি নেতা কর্নেল (অব.) অলি আহমেদ নিজেই এক জনসভায় বলেছিলেন, খালেদা জিয়া ও তারেক জিয়া মা-বেটা মিলেই দেশটারে গিলে খাইলো। এবং বলেছিলেন এই দুজনই দেশ ধ্বংসের মূল কারণ। যেখানে তাদের দলের একসময়ের নেতা ও ঘনিষ্ঠজনরাই এসব কথা বলেন। সেখানে মির্জা ফখরুল ইসলামরা নতুন করে সাধু সেজে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এটা করে কোনো লাভ নেই।  এ সময় তিনি আরও বলেন, কোথাও যুদ্ধ হোক এটা আমরা সমর্থন করি না। আমরা চাই গোটা পৃথিবীই শান্তিপূর্ণ থাকুক। ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলারও আমরা প্রতিবাদ করেছি। ইউক্রেন-রাশিয়া যুদ্ধেরও আমরা বিপক্ষে ছিলাম। আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই।  এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১৫ এপ্রিল ২০২৪, ১৫:২৭

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠন নিয়ে যা জানালেন সুজন
চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর অনুষ্ঠিত হবে। ক্রিকেট বিশ্বকাপের এ ফরমেটে ইতিহাসের সবচেয়ে বেশি ২০টি দল অংশগ্রহণ করবে এ আসরে। তাই এরই মধ্যে বিশ্বকাপের পরিকল্পনা শুরু করেছে বাংলাদেশ দল।  রোববার (১৪ এপ্রিল) বিসিবির পরিচালক ও ঢাকা আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন বাংলাদেশের বিশ্বকাপের দল গঠন নিয়ে কথা বলেছেন।  তিনি বলেন, যারা বিশ্বকাপে খেলবে। যাদের সিলেক্টর, কোচ, অধিনায়ক ও ম্যানেজমেন্ট বিশ্বাস করবে তাদের আসলে জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু করা উচিত। কারণ হাতে তো বেশি সময় নেই, এরকম না যে দুইটা ম্যাচ এ খেললো, দুইটা ম্যাচ ও খেললো, আবার দুজনেই ফেইল করলো।  বিসিবির পরিচালক বলেন, তখন পাঁচ নাম্বার ম্যাচে কাকে নিয়ে খেলবেন আসলে। আপনি কনফিডেন্স নষ্ট করলেন দুইটা ছেলের। ওরকম না করে, একটা ছেলেকেই চারটা ম্যাচেই খেলান। যদি দুই ম্যাচে ফেইলও করে, তারপরও সুযোগ থাকবে তৃতীয়-চতুর্থ ম্যাচের রান করে কনফিডেন্স বিল্ডআপ করার। ঈদের ছুটি শেষে সোমবার (১৫ এপ্রিল) থেকে মাঠে গড়াচ্ছে ডিপিএল। এদিন মুখোমুখি হবে আবাহনী-প্রাইম ব্যাংক।  সুজন বলেন, বিপিএলে যখন সালাউদ্দিনের মুখোমুখি হই, তখন আমার কাছে মনে হয় যে আমি মনে হয় ওর কাছাকাছিও না। এটা তো একটা টিমের ওপর ডিপেন্ড করে। আমি যখন ঢাকা টিম নিয়ে খেলি, তারপরও আমি কুমিল্লাকে হারিয়েছিলাম। ঐ সময় মনে হয় যে একটা পার্থক্য থাকে। কিন্তু প্রিমিয়ার লিগে এসে আমরা কাছাকাছি। সালাউদ্দিনের কোচিংয়ের ধরণ একরকম আমার একরকম। ও যে বাংলাদেশের অনত্যম সেরা কোচ এটা অস্বীকার করার উপায় নেই। বিপিএলে ওর টিম অনেক স্ট্রং থাকে তাই কথা বলার মতো সুযোগই থাকে না কিন্তু প্রিমিয়ার লিগে গত কয়েক বছরে ও আমার সাথে পেরে উঠছে না।  
১৫ এপ্রিল ২০২৪, ০৭:০৩

‘বিশ্বে মেয়েদের গানের দল হিসেবে হয়তো আমরাই প্রথম’
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা লোকগানের দল ‘মাদল’। পহেলা বৈশাখের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসেছে বাংলাদেশে। কাজসহ নানা বিষয় নিয়ে দলটি মুখোমুখি হয়েছিল আরটিভি অনলাইনের। ‘মাদল’-এর প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান দলনেতা শিখা ভট্টাচার্য্য বলেন, ঋষিজ শিল্পী গোষ্ঠী আয়োজিত ‘বর্ষবরণ উৎসব ১৪৩১’ দেখতে এসেছি। কিন্তু দুঃখের বিষয় হলো অন্যান্যবার এলে কিংবদন্তি গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর ভাইকে পাই। এবার এসে তাকে পেলাম না। তিনি আমাদের মাঝে আর নেই। তবে খুব মনে পড়ছে, তার সাথে কাটানো মুহূর্তের কথা। আমাদেরকে বোনের মতো স্নেহ করার কথা। এমন মনে হতো যে, আমরা যেন বাপের বাড়িতে বেড়াতে এসেছি। আর তিনি ভাই হয়ে আমাদের দেখভাল করছেন। কী খাব, কী পরব, কী করলে আমাদের ভালো লাগবে, সবই ছিল তার মূল কাজ। এখন তার স্ত্রীও তার মতো করে আমাদের খোঁজখবর নিচ্ছেন। অনুষ্ঠানে আসবার  জন্য আমন্ত্রণও জানিয়েছেন। তাইতো এসেছি প্রিয় বাংলাদেশে। তিনি আরও বলেন, বিশ্বে মেয়েদের গানের দল হিসেবে হয়তো আমরাই প্রথম। কারণ, অনেক দল হয়েছে। কিন্তু টিকে থাকেনি। আমরা সেই ২০০২ থেকে এখন অবধি আছি। কাজ করে যাচ্ছি। সবার ভালোবাসা পাচ্ছি। লোকগান পরিবেশনের পাশাপাশি বাংলাদেশে নতুন গান করার ইচ্ছাও পোষণ করলেন তিনি। বললেন, বাংলাদেশ লোকসঙ্গীতের রত্নভাণ্ডার। এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে লোকগানের পাশাপাশি বাংলাদেশে কেউ যদি মনে করে, আমাদের দিয়ে, মাদলকে দিয়ে কোনো গান করাবে, তবে অবশ্যই আমরা সেই সুযোগটা নেব। এ ক্ষেত্রে আমাদের একটা চাওয়া, গানের কথা-সুর অবশ্যই পছন্দের হতে হবে। বাংলাদেশের আতিথেয়তায় আপ্লুত মন্তব্য করে শিখা ভট্টাচার্য্য বলেন, বাংলাদেশে আসার কথা উঠলেই দিন গুনতে থাকি কবে যাব। কারণ, এখানে এলে মনে হয় বাড়িতেই আছি। দারুণ আতিথেয়তা, দারুণ! ভাষায় প্রকাশ করে যার সবটুকু বোঝানো যাবে না।  শিখা ভট্টাচার্য্য ছাড়াও দলে রয়েছেন আরও ৫ জন নারী সদস্য। যারা হলেন শর্মিষ্ঠা চ্যাটার্জী, মালা চক্রবর্তী, টুপসী চ্যাটার্জী, পলাশপ্রিয়া ভট্টাচার্য্য ও সোনিয়া ঘোষ সেন। এ ছাড়াও রয়েছেন ৬ জন যন্ত্রশিল্পী। 
১৪ এপ্রিল ২০২৪, ০৭:৫৬

ভিসিটি গেম চেঞ্জার্স এসএ’র ফাইনালে বাংলাদেশের নারী ই-স্পোর্টস দল
বিভিন্ন কোয়ালিফায়ারে দক্ষিণ এশিয়ার একাধিক দলকে হারিয়ে ভিসিটি গেম চেঞ্জার্স সাউথ এশিয়ার ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের নারী ই-স্পোর্টস দল ‘টিম হেক্সাগন’। আগামী ৬ এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল শুরু হবে। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দলটি বলেছে, এটি একটি অসাধারণ অর্জন যা দলের দক্ষতা এবং দৃঢ়তা প্রদর্শন করে। টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার সাথে সাথে আমরা দুর্দান্ত পারফরম্যান্স বজায় রাখব। টিম হেক্সাগনের সদস্যরা হলেন- তাসনিয়া নয়না, সাবরিনা ইসলাম, সিদরাতিল নুরান, জারিন সাইয়ারা, জান্নাতুল ফেরদৌস ও কায়ানাত কায়সার। ভিসিটি গেম চেঞ্জার্স সাউথ এশিয়া টুর্নামেন্টটির আয়োজক নডউইন গেমিং। এই প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, নেপাল, ভারত, ভুটান ও শ্রীলঙ্কার নারী দলগুলো অংশ নেয়। মূলত ভিসিটি গেম চেঞ্জার্স এসএ প্রতিযোগিতাটি ভ্যালোর‍্যান্টের মূল ইস্পোর্টস চ্যাম্পিয়নশিপ ভ্যালোর‍্যান্ট চ্যাম্পিয়নশিপ ট্যুর (ভিসিটি) এর অংশ। এখান থেকে চ্যাম্পিয়ন নারী দল পরবর্তীতে ভ্যালোর‍্যান্ট গেম চেঞ্জার্স এর প্যাসিফিক ল্যানের জন্য জায়গা করে নেবে।
০৩ এপ্রিল ২০২৪, ২৩:১৯

ডানপন্থী রাজনৈতিক দল নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে না : গণপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ছাড়া ডানপন্থী কোনো রাজনৈতিক দল নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে না। শনিবার (৩০ মার্চ) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের সূর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ মিলনায়তনে ১৬০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ল্যাপটপ বিতরণকালে এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, নারী হচ্ছে সকল শক্তির উৎস। নারীদেরকে শক্তির আধাঁর হিসেবে বিবেচনা করে নারী শক্তির উত্থানে বর্তমান সরকার কাজ করছে। তিনি আরও বলেন, সেই সমাজই এগিয়ে যায় যে সমাজে নারী এবং পুরুষ সমানতলে এগিয়ে যায়। জেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এস.এম শান্তুনু চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ, হার পাওয়ার প্রকল্পের উপপ্রকল্প পরিচালক নিলুফা ইয়াছমিন। পরে অতিথিবৃন্দ উদ্যোক্তাদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন।
৩০ মার্চ ২০২৪, ১৮:৫১

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বিসিবির
ঘরের মাঠে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। চরম ব্যাটিং বিপর্যয়ে এই সিরিজের সবকটি ম্যাচই হয়েছে একপেশে।  সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৯৭ ও ৯৫ রানে গুটিয়ে যাওয়ার পর তৃতীয় ও শেষটিতে মাত্র ৮৯ রানেই থামে বাংলাদেশের ইনিংস। ফলে সিরিজজুড়ে অজিদের সহজ জয়ে ৩-১ ব্যবধানে ধবলধোলাই হওয়ার ‘প্রথম’ অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। সীমিত ওভারের ফরম্যাট শেষে টাইগ্রেসদের সামনে এবার টি-টোয়েন্টি সিরিজ। ২০ ওভারের ফরম্যাটের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজে সবশেষ ওয়ানডে স্কোয়াডে থাকা তিন ক্রিকেটার ফারজানা হক পিংকি, দিশা বিশ্বাস এবং নিশিতা আক্তার নিশির জায়গা হয়নি। তাদের বদলে অজিদের বিপক্ষে টি-টোয়েন্টিতে ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন এবং দিলারা আক্তার দোলা নতুন করে ডাক পেয়েছেন। আগামী ৩১ মার্চ, ২ ও ৪ এপ্রিল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। দুপুর ১২টা থেকে টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে। বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, সুমাইয়া আক্তার, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারজানা আক্তার লিসা, ফারিহা ইসলাম, শরিফা খাতুন, দিলারা আক্তার দোলা। স্ট্যান্ড বাই : লতা মণ্ডল, নিশিতা আক্তার নিশি।  
২৮ মার্চ ২০২৪, ১৩:৪৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়ে যা জানালেন তামিম
আগামী জুনে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সম্প্রতি ২০ ওভারের ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ। নিজেদের সবশেষ পাঁচ সিরিজের তিনটিতেই জয় পেয়েছে টাইগাররা। অন্যদিকে একটি সিরিজে ড্র বিপরীতে পরাজয় দেখেছে কেবল একটি সিরিজে।  এদিকে নিজেদের সবশেষ ১৩টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ৯টিতেই জিতেছে সাকিব-শান্তরা। এমন দুর্দান্ত পরিসংখ্যান মাথায় নিয়েই মাঠে নামবে লাল-সবুজেরা। তবে আসন্ন এই বৈশ্বিক আসরে কেমন হতে পারে বাংলাদেশের স্কোয়াড, তা নিয়ে এখন থেকেই নানান আলোচনা-গুঞ্জন রয়েছে। এ প্রসঙ্গে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের বিশ্বাস, নিজেদের স্বাভাবিক খেলাটা বাংলাদেশ খেলতে পারলে পরের রাউন্ডে যেতে পারবে। সাবেক এই অধিনায়কের ভাষ্যমতে, বাংলাদেশ কঠিন গ্রুপে রয়েছে। আমার কাছে মনে হয়, তারা পরের রাউন্ডে যাওয়ার সক্ষমতা রাখে। দক্ষিণ আফ্রিকা কিংবা শ্রীলঙ্কাকে হারাতে হবে। নেদারল্যান্ডস এবং নেপালকে হারাতে হবে।  তামিম বলেন, আসন্ন বিশ্বকাপে কিছু ভেন্যুতে খেলা হবে, যেগুলো সম্পর্কে কারোই তেমন ধারণা নেই। উইকেট কেমন হবে, সেটাও অজানা। বাংলাদেশ যদি নিজেদের শক্তিমত্তা ও দুর্বলতা নিয়েই চিন্তা করে তাহলে এটাই ভালো হবে।
২৪ মার্চ ২০২৪, ১৪:৪৮

দ্য হানড্রেড টুর্নামেন্টে সাকিব-তামিমসহ দল পাননি যেসব ক্রিকেটার
আগামী ২৩ জুলাই ইংল্যান্ডে শুরু হবে দ্য হানড্রেড টুর্নামেন্ট। জমকালো এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে আগ্রহ দেখিয়ে ড্রাফটে নাম দিয়েছিলেন সাকিব-তামিম ইকবালসহ ১৬ বাংলাদেশি ক্রিকেটার। ব্রিটিশ এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল পাননি বাংলাদেশের কোনো খেলোয়াড়।  বুধবার (২১ মার্চ) রাতে লন্ডনে হয়ে যাওয়া নিলামে সাকিব-তামিম ছাড়াও নাম উঠেছিল ১৪ বাংলাদেশির। যার মধ্যে রয়েছে, ছিলেন লিটন দাস, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, জাকের আলী, তানজিদ তামিম, আফিফ হোসেন, শামীম হোসেন, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও রনি তালুকদার। এ ছাড়া একমাত্র বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে নাম দিয়েছিলেন জাহানারা আলম। এদিকে পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের দল পাওয়ায় অবাক হয়েছেন সকলেই। দল পেয়েছেন কেবল দুই পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। শাহিন শাহ আফ্রিদি খেলবেন ওয়েলশ ফায়ারের হয়ে, বার্মিংহাম ফোনিক্সের হয়ে খেলবেন নাসিম শাহ। আফগানিস্তানের ফজলহক ফারুকি ও জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজ খেলবেন ম্যানচেস্টার অরিজিনালের হয়ে। এ ছাড়াও দল না পাওয়ার তালিকায় আছেন মার্ক উড ও জেসন রয়, ডেভিড ওয়ার্নার, টিম ডেভিডদের মতো বড় বড় তারকা ক্রিকেটাররা। 
২১ মার্চ ২০২৪, ১৯:১৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়