• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
দক্ষিণের যে ৫ সিনেমার অপেক্ষায় দর্শক
গল্প, অভিনয় ও সুন্দর নির্মাণশৈলীর কারণে ভারতের দক্ষিণী সিনেমার নাম এখন বিশ্বজোড়া। দর্শকও আগ্রহভরে দেখে এসব সিনেমা। চলতি বছর এ ইন্ডাস্ট্রি থেকে মুক্তি পেতে যাচ্ছে বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা। তার মধ্য থেকে পাঁচটি সিনেমা নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। দ্য গ্রেটেস্ট অব অল টাইম  ৬০০ কোটি রুপি বাজেটের সিনেমা ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’। ভেঙ্কট প্রভু পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন তারকা অভিনেতা থালাপাতি বিজয়। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন মীনাক্ষি চৌধুরী, প্রভু দেবা, স্নেহার মতো শিল্পীরা। সিনেমাটি আগামী ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। কল্কি ২৮৯৮ এডি নাগ অশ্বিন পরিচালিত সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। দক্ষিণী এ সিনেমায় অভিনয় করেছেন তারকা অভিনেতা প্রভাস। এতে সহশিল্পী হিসেবে রয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানির মতো শিল্পীরা। সবকিছু ঠিক থাকলে ৬০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুক্তি পাবে আগামী ৯ মে। পুষ্পা টু ভারতের সিনেমা দেখেন, অথচ ‘পুষ্পা: দ্য রাইজ’ দেখেননি, এমন মানুষ পাওয়া দুষ্কর। সিনেমাটিতে আল্লু অর্জুনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন রাশমিকা মান্দানা। আকাশচুম্বী সফলতার পর পরিচালক সুকুমার সিনেমাটির দ্বিতীয় সিক্যুয়াল ‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’ নির্মাণ করেছেন। এতেও একসঙ্গে অভিনয় করেছেন আল্লু-রাশমিকা। সব ঠিক থাকলে ৫০০ কোটি রুপি বাজেটের সিনেমাটি আগামী ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।  গেম চেঞ্জার ৪৫০ কোটি রুপি বাজেটের সিনেমা ‘গেম চেঞ্জার’। দক্ষিণী এই সিনেমায় অভিনয় করছেন মেগাস্টার রাম চরণ। তার বিপরীতে রয়েছেন কিয়ারা আদভানি। এস. শংকর নির্মিত এ সিনেমায় রাম চরণ-কিয়ারা ছাড়াও অঞ্জলি, জয়রাম, সুনীল, শ্রীকান্ত, নবীন চন্দ্র প্রমুখ অভিনয় করছেন। আশা করা যাচ্ছে, আগামী সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তি পাবে। দেবারা ‘জনতা গ্যারেজ’ সিনেমা নির্মাণের অর্ধ যুগ পর ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জুনিয়র এনটিআরকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করেছেন পরিচালক কোরাতলা শিবা। নাম ‘দেবারা’। এতে জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করছেন প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। ৩০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আগামী ১০ অক্টোবর মুক্তি পাবে।  
১৩ এপ্রিল ২০২৪, ১৯:৫৫

বাংলাদেশে দর্শক মাতাতে আসছেন আতিফ আসলাম
বাংলাদেশে আসছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন এই গায়ক নিজেই। এদিন বিকেলে ফেসবুকে ১২ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন আতিফ। যেখানে তার ছবি, মিউজিকের সঙ্গে লেখা ছিল- বাংলাদেশ, চলো একসঙ্গে সংগীত উপভোগ করি।  মুহূর্তের মধ্যেই আতিফের এই পোস্ট ঝড় তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আতিফকে বাংলাদেশে দেখতে উদগ্রীব হয়ে আছেন তার ভক্তরা, সেই মন্তব্যে ভরে ওঠে কমেন্টবক্স। যদিও সেই পোস্টে বিস্তারিত কোনো তথ্য জানাননি এই তারকা। কবে বাংলাদেশে আসছেন, কী প্রোগ্রামে আসছেন সেসবও পরিষ্কার করেননি। তবে আতিফের পোস্টের পর থেকেই এটা নিশ্চিত, খুব শিগগিরই বাংলাদেশে পা রাখছেন বলিউডের জনপ্রিয় এই সংগীতশিল্পী।  এর আগে মাসখানেক আগে আতিফ আসলামের বাংলাদেশে আসার গুঞ্জন শোনা গিয়েছিল। সে সময় স্টার বক্স এজেন্সি নামে একটি প্রতিষ্ঠান জানায়- ২০২৪ সালে কনসার্ট করতে বাংলাদেশে আসবেন আতিফ আসলাম।  এর আগে ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় এসেছিলেন আতিফ আসলাম। দীর্ঘ ১১ বছর পর আবারও ঢাকায় পা রাখতে পারেন জনপ্রিয় এই তারকা।  প্রসঙ্গত, চলতি বছরেই সংগীত ক্যারিয়ারের ২০ বছর পূর্ণ করবেন আতিফ আসলাম। তার জনপ্রিয় কিছু গানের মধ্যে উল্লেখযোগ্য ‘আদাত’, ‘ওহ লামহে ও বাতেইন’, ‘তেরে বিন’, ‘পেহলি নাজার মে’। 
২৮ মার্চ ২০২৪, ১৯:২৮

গানে গানে দর্শক মাতাতে আসছে ‘জোকার টু’
হলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘জোকার’। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি দারুণ সাড়া ফেলে দর্শকদের মাঝে। এবার গানে গানেই দর্শক মাতাতে আসছে এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পার্ট ‘জোকার : ফোলি এ ডিউক্স’। ‘জোকার’ ক্রাইম থ্রিলারধর্মী হলেও এর সিক্যুয়েলটি মূলত মিউজিক্যাল ঘরানার সাইকোলজিক্যাল থ্রিলার হতে যাচ্ছে। সিনেমাটিতে মোট ১৫টি গান অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।  যুক্তরাষ্ট্রের একটি ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, টড ফিলিপসের দীর্ঘ প্রতীক্ষিত ফলোআপ ‘জোকার : ফোলি এ ডিউক্স’ চলচ্চিত্রে ‘জুকবক্স মিউজিক্যাল’র সুপরিচিত ট্র্যাকগুলো নতুন করে আনতে যাচ্ছে পর্দায়। যা গানপ্রিয় দর্শকদের জন্য সেরা উপহার হতে যাচ্ছে। ১৯৫৩ সালের মিউজিক্যাল ‘দ্য ব্যান্ড ওয়াগন’ থেকে ‘ইটস এন্টারটেইনমেন্ট’র মতো গানও থাকছে ‘জোকার টু’ সিনেমায়।  জোকার : ফোলি এ ডিউক্স’ সিনেমায় হার্লিন কুইঞ্জেলের চরিত্রে অভিনয় করেছেন লেডি গাগা। অন্যদিকে আর্থার ফ্লেক ওরফে ‘দ্য জোকার’ হিসেবে সিক্যুয়েলে ফিরে এসেছেন হোয়াকিন ফিনিক্স।   জানা গেছে, হার্লিন কুইঞ্জেল গোথাম সিটির আরখাম অ্যাসাইলামের একজন মনোরোগ বিশেষজ্ঞ যিনি জোকারের প্রেমে পড়ার পরে হার্লে কুইন নামে পরিচিত হয়ে ওঠেন। প্রসঙ্গত, ২০১৯ সালে ‘জোকার’ মুক্তির পর আলোড়ন সৃষ্টি করেছিল বক্সঅফিসে। সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল এক বিলিয়ন ডলার। শুধু তাই নয়, ১১টি অস্কারের মনোনয়ন পায় সিনেমাটি। পাশাপাশি আর্থার ফ্লেক চরিত্রে অভিনয়ের জন্য হোয়াকিন ফিনিক্স সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতে নেন  ।  সূত্র : ভ্যারাইটি   
২৪ মার্চ ২০২৪, ১৯:১৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়