• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
জ্বালানি তেলের দোকানে আগুন, মালিক দম্পতি দগ্ধ
বগুড়ার ধুনটের নিমগাছি ইউনিয়নের সোনাহাটা বাজারে জ্বালানি তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক নিরব হোসেন (৩০) ও স্ত্রী মিথিলা খাতুন (২৫) দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) বিকেল ৫টার দিকে অগ্নিকাণ্ডের দোকানে মজুত তেল, ৩টি ট্রাকটর, তেল ভর্তি ২টি ট্রাক ও সিএনজি মেরামতের একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।  উপজেলার নিমগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সনিতা নাছরিন এ তথ্য নিশ্চিত করে বলেন, তেলের দোকানের মালিক নিরব হোসেনের বাড়ি পাবনার নগর বাড়ি এলাকায়। তিনি প্রায় ৫ বছর ধরে সোনাহাটা বাজার এলাকায় জ্বালানি তেলের ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। বিকেল ৫টার দিকে হঠাৎ করে তেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমান জানা যায়নি।  ফায়ার সাভির্সের ২টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিকে অগ্নিকাণ্ডে দগ্ধ দোকানের মালিক নিরব হোসেন ও তার স্ত্রী মিথিলাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল ইসলাম বলেন, নিরব ফিলিং স্টেশন নামে ওই দোকানে ডিজেল, পেট্রোল, মবিল ও কেরোসিন বিক্রি করা হয়। ওই দোকনে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
১৩ মার্চ ২০২৪, ০১:২৩

ফের বইমেলা থেকে বিতাড়িত হয়ে ডিবি কার্যালয়ে মুশতাক-তিশা দম্পতি
বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত দম্পতি মুশতাক-তিশা। বইমেলার নবম দিনে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ‘তিশার ভালোবাসা’ বইয়ের লেখক মুশতাক আহমেদকে ও তার স্ত্রী তিশাকে ‘ভুয়া ভুয়া’ ‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে বাধ্য করেন মেলায় আসা শতাধিক দর্শনার্থী। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেট দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে সাহায্য করেন। এদিকে সোমবার বিকেলে ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট দিয়ে ফের বইমেলায় প্রবেশ করেন এই দম্পতি। সেখানে গিয়ে কিছুক্ষন অবস্থান করার পরেই একদল মানুষ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। এরপর নিরাপত্তাকর্মীদের সহায়তা নিয়ে মেলা থেকে বের হয়ে আসেন খন্দকার মুশতাক ও তিশা।  বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা। একদল মনে করছেন, মুশতাক-তিশার সঙ্গে যা ঘটেছে, এটা তারা প্রাপ্য ছিলেন। আবার একদলের মত, এমন এক ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না।
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৪

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দম্পতি নিহত
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অরেঞ্জ কাউন্টিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের ছেলে ও মেয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাফিজ ও সাকি আহমেদ।  জানা গেছে, শুক্রবার রাতে বিন হ্যাম্পটন থেকে ফেরার পথে তারা সপরিবারে এ দুর্ঘটনার শিকার হন। নিউইয়র্কের অরেঞ্জ কাউন্টিতে একটি দুষ্কৃতকারীদের গাড়ি ধাওয়া করছিল পুলিশ। এ সময় তাদের গাড়ির সঙ্গে হাফিজ দম্পতির গাড়ির ধাক্কা লাগলে ঘটনাস্থলেই নিহত হন তারা।    পুলিশ জানিয়েছে ময়নাতদন্ত শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৭

ভ্রাম্যমাণ আদালত দেখে পালিয়ে গেলেন চিকিৎসক দম্পতি
চাঁদপুরের হাজীগঞ্জে ৫ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারসহ একটি ডেন্টাল কেয়ারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এদিকে হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখে চেম্বার ও রোগী রেখে পালিয়েছে চিকিৎসক দম্পতি। বুধবার (২৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাজীগঞ্জ বাজার এলাকায় ৪ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে পৃথকভাবে নগদ মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় এবং একটি ডেন্টাল কেয়ার সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক দীর্ঘক্ষণ বসে থেকে চেম্বারটি সিলগালার নির্দেশনা দেন।  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক জানান, নিবন্ধন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ, মেডিসিন কিটের নিম্নমান, প্রয়োজনীয় সংখ্যক সেবিকা (নার্স) না থাকা, মেডিসিনের বর্জ্য ব্যবস্থাপনা সঠিক না থাকা, রেজিস্ট্রার ও সেবার মূল্য মান সঠিকভাবে না থাকাসহ বিভিন্ন কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ৪টি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে।  জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হল, হাজীগঞ্জ বাজারস্থ পপুলার ল্যাব এন্ড জেনারেল হাসপাতালে ৫০ হাজার, ভিআইপি হসপিটালে ৪০ হাজার, আল রাজি ডায়াগনস্টিক সেন্টারে ৫০ হাজার, নিশাত হাসাপাতালে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।  অপর দিকে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ডেন্টাল কেয়ার নামক একটি দন্ত চিকিৎসা প্রতিষ্ঠানে রোগী ও স্বজন, মেডিকেল প্রমোশন অফিসারদের বসিয়ে রেখে চেম্বার থেকে পালিয়ে যান চিকিৎসক দম্পতি। তারা হলেন ডা. মো. বিল্লাল হোসেন ও ডা. পেয়ারা বিল্লাল। তারা চিকিৎসক না হয়েও নামের আগে ডাক্তার ব্যবহার এবং প্যাড ব্যবহার করে দীর্ঘদিন দাঁতের চিকিৎসা দিয়ে আসছেন। পরে পদধারী ডা. মো. বিল্লাল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি অসংলগ্ন কথা বলেন এবং চেম্বারে আসছেন বলে আসেন নি। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক দীর্ঘক্ষণ বসে থেকে চেম্বারটি সিলগালার নির্দেশনা দেন। এদিকে ডেন্টাল কেয়ারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখে হাজীগঞ্জ বাজারের অন্যান্য দন্ত চিকিৎসার প্রতিষ্ঠানগুলোর সাটারে তালা দিয়ে পালিয়ে যায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নঈম, জুনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন) ডা. মো. আবু সাঈদ মোস্তফা, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. শামছুল ইসলাম রমিজ, মো. জসিম উদ্দিন ও হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এস আই) মো. আসাদুল কবিরসহ সঙ্গীয় ফোর্স ও অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৪ জানুয়ারি ২০২৪, ২৩:১৩

সাংবাদিক দম্পতির বাসায় দিনদুপুরে চুরি
রাজধানীর ভাটারা থানার সোলমাইদ এলাকায় সাংবাদিক দম্পতির বাসায় প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় স্বর্ণালংকার, ল্যাপটপ ও নগদ অর্থসহ প্রায় ৩ লাখ ২৫ হাজার টাকার মালামাল খোয়া গেছে। ভুক্তভোগী ওই দুই সাংবাদিক নিউজ টোয়েন্টিফোরের সাব-এডিটর মরিয়ম রিমু এবং একটি জাতীয় দৈনিকের অ্যাসিসট্যান্ট ম্যানেজার (ডিজিটাল মিডিয়া) টিপু সুলতান। ঘটনার দিন রাতেই ভুক্তভোগী সাংবাদিক টিপু সুলতান বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন।   মামলার এজাহারে বলা হয়, ভাটারা থানার সোলমাইদ এলাকার সিদ্দিকের বাড়ির নিচ তলার একটি ফ্ল্যাটে দুই বছর ধরে ভাড়া থাকেন বাদী। গত ১১ জানুয়ারি তিনি ও তার স্ত্রী দুপুর ১২টার দিকে বাসা তালাবদ্ধ করে বাইরে বের হন। সন্ধ্যায় বাসায় ফিরে দেখতে পান মেইন দরজার তালা নেই এবং দরজা খোলা। স্ত্রীসহ বাসার ভেতরে প্রবেশ করে বাসার রুমের তালাভাঙা এবং সবকিছু ছড়ানো ছিটানো দেখতে পান তিনি। এ সময় তার স্ত্রীর এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের চেইন, নাকফুল, স্বর্ণের আংটি খোয়া যায়; যার মূল্য এক লাখ টাকার বেশি।   এজাহারে বাদি বলেন, এ ছাড়া ডেল ব্র্যান্ডের ল্যাপটপ, স্যামসাং নোটবুক, নগদ টাকা সেভেন জেনারেশনের কোরাই-৫ সিপিইউ খোয়া যায়।  সব মিলিয়ে আমার তিন লাখ ২৫ হাজার টাকার মালামাল খোয় যায়। তিনি ধারণা করেন, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে।   সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ভুক্তভোগী আরও জানান, যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও ঘটনার ৩ দিনেও চুরির মালামাল উদ্ধার কিংবা জড়িতরা কেউ ধরা পড়েনি।   মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার এসআই পুলক কুমার দাস মজুমদার বলেন, তদন্ত চলছে। দ্রুতই আমরা অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি।
১৬ জানুয়ারি ২০২৪, ১৭:৫৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়