• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
রমজানের শুরুতে বৃষ্টি-তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
সৌদি আরবের আকাশে রোববার (১০ মার্চ) চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে সোমবার (১১ মার্চ) থেকে শুরু হবে পবিত্র রমজান। বাংলাদেশের আকাশে আগামীকাল (সোমবার) চাঁদ দেখা গেলে মঙ্গলবার (১২ মার্চ) থেকে রোজা শুরু হবে। এ সময়টাতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে বৃষ্টিরও সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর। রোববার (১০ মার্চ) সন্ধ্যায় দেয়া পূর্বাভাসে জানানো হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় সোমবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আর মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, আর রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত। আর বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ সময়ের শেষের দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
১০ মার্চ ২০২৪, ২৩:৫৬

দপ্তর কমলো প্রধানমন্ত্রীর
মন্ত্রিসভার নতুন ৭ প্রতিমন্ত্রীকে দায়িত্ব দেওয়ার পর দপ্তর কমেছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এতোদিন তিনি ৬টি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, এখন সেটি কমে চারটি হয়েছে। শুক্রবার (১ মার্চ) দপ্তর বন্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। দ্বাদশ সংসদ নির্বাচনের পর টানা চতুর্থ মেয়াদে মন্ত্রিসভা গঠনের সময় ওই চারটি মন্ত্রণালয়সহ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিজের অধিনে রেখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন মন্ত্রণালয় দুটিতে নতুন দুইজন প্রতিমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী নতুন ৭ প্রতিমন্ত্রীর মধ্যে মো. শহীদুজ্জামান সরকারকে পরিকল্পনা মন্ত্রণালয়, মো. আব্দুল ওয়াদুদকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, নজরুল ইসলাম চৌধুরীকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বেগম রোকেয়া সুলতানাকে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়, বেগম শামসুন নাহারকে শিক্ষা মন্ত্রণালয়, বেগম ওয়াসিকা আয়শা খানকে অর্থ মন্ত্রণালয় এবং বেগম নাহিদ ইজাহার খানকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে, বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। এরপর গত ১১ জানুয়ারি বঙ্গভবনে শপথ নেন প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার ৩৭ সদস্য। এর মধ্যে পূর্ণ মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১৮ জন।
০১ মার্চ ২০২৪, ২৩:১১

ড. ইউনূস ও ভিসা নীতি প্রসঙ্গে যা জানাল মার্কিন পররাষ্ট্র দপ্তর
মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, বাংলাদেশ সরকারকে ড. ইউনূসের জন্য ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে উৎসাহিত করব, যুক্তরাষ্ট্র এটাই আশা করে। কারণ, এই মামলায় আপিল প্রক্রিয়া চলমান থাকবে। সোমবার (৫ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ‘ড. মুহাম্মদ ইউনূসকে বিদেশ ভ্রমণে যেতে আদালতের অনুমতি নিতে হবে’ হাইকোর্টের এই আদেশের প্রেক্ষিতে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মুহাম্মদ ইউনূসের বিচারিক হয়রানির বিষয়ে ১২৫ জন নোবেলজয়ীসহ ২৪৩ জন বিশ্ব নেতাদের একটি জোটের উদ্বেগ প্রকাশ, সিনেটর ডিক ডারবিনের নেতৃত্বে ১২ মার্কিন সিনেটর আহ্বান। এসব স্টেট ডিপার্টমেন্ট কীভাবে দেখছে? জবাবে বেদান্ত প্যাটেল বলেন, যুক্তরাষ্ট্র অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মাধ্যমে উদ্বেগ প্রকাশ করছে যে, ড. ইউনূসের বিরুদ্ধে এই মামলাগুলো বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহারের প্রতিনিধিত্ব করতে পারে।  গত ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে সাম্প্রতিক নির্বাচন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো হয়নি বলে উদ্বেগ রয়েছে। ভিসা নীতি নিয়ে প্যাটেল বলেন, ভিসা নীতি নিয়ে আপডেট কিছু নেই। তবে ভিসা নীতির কোনো পরিবর্তন ঘটেনি।
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০২

তিন উপসচিবের দপ্তর বদল
প্রশাসনে কর্মরত উপসচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। বদলি করা কর্মকর্তারা হলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. হুমায়ুন কবীর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ মিকাইল ও স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মুহাম্মদ শাহাদাত খন্দকার। এরমধ্যে উপসচিব হুমায়ুন কবীরকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে, মোহাম্মদ মিকাইলকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে এবং শাহাদাত খন্দকারকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে উল্লেখিত পদে বদলিপূর্বক নিয়োগ করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। বদলি করা কর্মকর্তাদের তালিকা দেখতে ক্লিক করুন। প্রজ্ঞাপন-১, প্রজ্ঞাপন-২, প্রজ্ঞাপন-৩।
২৬ জানুয়ারি ২০২৪, ০৫:০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়