• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo
দক্ষিণ চট্টগ্রামের অর্ধশত গ্রামে পালিত হচ্ছে ঈদ 
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী, বোয়ালখালী, আনোয়ারাসহ ৬০ গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা।  সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা দীর্ঘ ২০০ বছর ধরে রুইয়াতিল হেলাল বিষয়ক ফতোয়ার ভিত্তিতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর এবং চন্দ্রোদয় নির্ভর ইসলামী সব ইবাদত ও অনুশাসন পালন করে আসছেন।   এরই ধারাবাহিকতায় বুধবার (১০ এপ্রিল) সকাল ১০টায় চন্দনাইশ কাঞ্চননগর জাঁহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ ময়দানে দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা শাহ সূফি মুহাম্মদ আলী শাহ্ এর ইমামতিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।  এর আগে বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদ অভিমুখে ছুটে যান। মসজিদের ইমাম নামাজের আগে পবিত্র ঈদুল ফিতরের তাৎপর্য তুলে ধরে খুতবা পাঠ করেন। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।  এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা উপস্থিত ছিলেন।
১০ এপ্রিল ২০২৪, ১৪:৩৫

ব্রাজিলে বাণিজ্য মানে দক্ষিণ আমেরিকার বাজারে ঢোকার সুযোগ
তৈরি পোশাক ও পাট রপ্তানির জন্য ব্রাজিলে ডিউটি ফ্রি অ্যাকসেস অর্থাৎ শুল্কমুক্ত সুবিধা চেয়েছে বাংলাদেশ। এখন ৩০-৩৫ শতাংশ শুল্ক দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক ব্রাজিলের বাজারে যেতে হয়। তবে বিশ্লেষক, কর্মকর্তা ও অর্থনীতিবিদরা মনে করেন, এই দুটি বিষয়ে বাংলাদেশের বাণিজ্য সম্ভাবনা অনেক বেশি। তারা বলছেন, ব্রাজিলের মার্কেটে ঢোকা মানে দক্ষিণ আমেরিকার অন্য বাজারে ঢোকার সুযোগ তৈরি হওয়া। গত অর্থবছরে বাংলাদেশ ব্রাজিল থেকে ২ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। আর রফতানি করেছে মাত্র ১৭৮ মিলিয়ন ডলারের পণ্য। এর মধ্যে ব্রাজিল থেকে তুলা আমদানিতে বাংলাদেশের অবস্থান চতুর্থ।  রোববার (৭ এপ্রিল) সন্ধ্যায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ  জানিয়েছেন, বৈঠকে তিনি তুলা আমদানি বাড়ানো ছাড়াও ব্রাজিলে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমানোর কথা বলেছেন। এছাড়া স্পেশাল ইকনোমিক জোনে ব্রাজিলের বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে আহবান জানিয়েছেন। প্রসঙ্গত, এখন ৩০-৩৫ শতাংশ শুল্ক দিয়ে বাংলাদেশের তৈরি পোশাককে ব্রাজিলের বাজারে যেতে হয়। ঢাকা সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরোর সাথে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর বৈঠকে হয়েছে। ব্রাজিল বাংলাদেশে গরুর মাংস রপ্তানিতে আগ্রহী হলেও বাংলাদেশ চাইছে জীবন্ত গরু আমদানির সুযোগ। পাশাপাশি ব্রাজিল যেন তাদের বাজারে তৈরি পোশাক ও পাটের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা দেয়, বাংলাদেশ সেই দাবিও জানিয়েছে। ব্রাজিল আগে থেকেই বাংলাদেশে স্বল্পমূল্যে মাংসজাত পণ্য, বিশেষ করে গরুর মাংস রপ্তানির জন্য আগ্রহ প্রকাশ করে আসছিল। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‌‘ব্রাজিল কম দামে মাংস উৎপাদন ও রপ্তানি করতে পারে। সে বিষয়ে তারা বলেছে। কোরবানি সামনে রেখে আমি বলেছি সস্তা হলে লাইভ ক্যাটল (জীবন্ত গরু) আনার ব্যবস্থা করা যায় কি না। তারা দেখবে বলেছে।’ ব্রাজিলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করা গেলে দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের বাজারে বাংলাদেশ প্রবেশের সুযোগ পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ব্রাজিলে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত জুলফিকার রহমান বলেন,  ‘ব্রাজিল অনেক বড় অর্থনীতির দেশ এবং এর বিশাল বাজারে ঢোকার সুযোগ পেলে বাংলাদেশ লাভবানই হবে। এটি এতদিন উপেক্ষিতই ছিলো।’ আর অর্থনীতিবিদ ড. মোস্তাফিজুর রহমান বলছেন, ‘দূরত্বজনিত কারণে বাণিজ্যে খরচ বৃদ্ধিসহ কিছু চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ব্রাজিলের বাজারের মাধ্যমে দক্ষিণ আমেরিকার অন্য বাজারগুলোতেও যেতে পারবে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশে সরকার যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করছে সেখানে ব্রাজিল বিনিয়োগ করলে দূরত্ব জনিত পরিবহন খরচ অনেকাংশ কমিয়ে আনা সম্ভব হবে।’ ব্রাজিল-সহ দক্ষিণ আমেরিকার আরও কয়েকটি দেশের সাথে বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদন করতে আগ্রহী এবং এটি হলে বাংলাদেশের জন্য ভালো হবে বলে মনে করছেন অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘ব্রাজিলে কিছু পণ্যের ওপর ট্যারিফ বিধিনিষেধ আছে। প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করা গেলে শুল্ক সমস্যার সমাধান হবে। আর মনে রাখতে হবে যে ব্রাজিলের মার্কেটে ঢোকা মানে দক্ষিণ আমেরিকার অন্য বাজারে ঢোকার সুযোগ তৈরি হওয়া।’
০৮ এপ্রিল ২০২৪, ১৩:৪৯

দক্ষিণ গাজা থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল
যুদ্ধবিধ্বস্ত গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনুস থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। ওই অঞ্চলে এরইমধ্যে স্থানীয়রা ফিরতে শুরু করেছে। ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এ তথ্য জাননিয়েছে। সেনাদের শারীরিক ক্লান্তি ও অসুস্থতা থেকে পুনরুদ্ধার করতে এবং ভবিষ্যৎ অভিযানের জন্য প্রস্তুত করতেই সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। এদিকে, দক্ষিণ গাজা থেকে সেনা প্রত্যাহার করলেও রাফাহ নগরীতে অভিযান চালানোর বিষয়ে বদ্ধপরিকর ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত জানান, রাফাহে অভিযান পরিচালনার বিষয়ে ভাবছে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি। উল্লেখ্য, গত ৭ অক্টোবর গাজার ইরেজ সীমান্ত দিয়ে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জন মানুষকে হত্যা করে হামাস। পাশপাশি জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় ২৪২ জনকে। এরপর গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। দখলদারদের এমন হামলায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে নারী ও শিশুর সংখ্যাই ২৪ হাজারের বেশি। বাস্তুচ্যুত হয়েছেন ২০ লাখ মানুষ। ২২৯টি মসজিদ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। সূত্র : আল-জাজিরা  
০৮ এপ্রিল ২০২৪, ১০:৩৪

দক্ষিণ কোরিয়ার নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন সিইসি
দক্ষিণ কোরিয়ার (রিপাবলিক অব কোরিয়া) জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে দেশটিতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সেখানে ৪ থেকে ১২ এপ্রিল দক্ষিণ কোরিয়ার নির্বাচন পর্যবেক্ষণ করবেন তিনি। তার সঙ্গে থাকবেন ইসি সচিব মো. জাহাংহীর আলম ও সিইসির একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন।    নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহ আলম এ-সংক্রান্ত চিঠি এরই মধ্যে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের কাছে পাঠিয়েছেন। জানা গেছে, রিপাবলিক অব কোরিয়ার ন্যাশনাল ইলেকশন কমিশন (এনইসি) দেশটির ২২তম ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচন দেখার জন্য আমন্ত্রণ জানানোয় তারা দেশটিতে যাচ্ছেন। এ ক্ষেত্রে আন্তর্জাতিক বিমান ভাড়া, থাকা-খাওয়া, স্থানীয় যাতায়াতের ব্যয় বহন করবে এনইসি। আর অন্যান্য ব্যয় বহন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন। আগামী ৩ এপ্রিল তারা দক্ষিণ কোরিয়ার পথে রওয়ানা হবেন এবং ফিরবেন ১৩ এপ্রিল। দক্ষিণ কোরিয়ার নির্বাচন কমিশনের খরচে বাংলাদেশ নির্বাচন কমিশন এর আগেও দেশটির নির্বাচন দেখতে যায়। এদেশের নির্বাচন দেখতেও এনইসিকে আমন্ত্রণ জানায় বাংলাদেশ নির্বাচন কমিশন।   
৩১ মার্চ ২০২৪, ১৯:৪৫

দক্ষিণ কোরিয়ায় যেতে ইচ্ছুকদের জন্য সুসংবাদ
সরকারি রিক্রুটিং এজেন্সি-বোয়েসেলের মাধ্যমে চলতি বছর ১০ হাজার বাংলাদেশি কর্মী নেবে দক্ষিণ কোরিয়া। প্রথমবারের মতো দেশটির মৎস্য, উৎপাদন ও জাহাজ নির্মাণশিল্পে কাজের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। শনিবার (৩০ মার্চ) এ তথ্য জানিয়েছে দেশের একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি-বোয়েসেল। জানা গেছে, ২০২৩ সালে বাংলাদেশি কর্মীদের জন্য ৭ হাজার কোটা নির্ধারিত থাকলেও দক্ষ কর্মীর অভাবে ৫ হাজার কর্মী গেছে দেশটিতে। ফাঁকা থেকেছে ২ হাজার। এ বছর কোটা বেড়ে ১০ হাজারে দাঁড়িয়েছে। প্রথমবারের মতো দেশটির মৎস্য, উৎপাদন ও জাহাজ নির্মাণ শিল্পে কাজের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। আর দেশটিতে যেতে বাংলাদেশি কর্মীদের প্রথমে কোরিয়ান ভাষা শিখে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয়। এরপর কাঙ্ক্ষিত কাজের দক্ষতা অর্জন করে বোয়েসেলে আবেদনের মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হলেই মিলবে কাজের সুযোগ। এ বিষয়ে দক্ষিণ কোরিয়ায় যেতে সবধাপে উত্তীর্ণ হারুণ অর রশিদ বলেন, সর্বপ্রথম পরীক্ষায় ভালো নম্বর পেতে হয়, এরপর রোস্টারভুক্ত হতে হয়। দেশটিতে যেতে পারলে মাসিক ১ লাখ ৮০ হাজার টাকা বেতন পাওয়া যাবে। সরকারি রিক্রুটিং এজেন্সি-বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন বলেন, দক্ষিণ কোরিয়ায় কোটা ধরে রাখার দায়িত্ব কর্মীদের। কারণ, কোন কর্মী যদি ১ বছর এক কোম্পানিতে চাকরির পর মালিকের অনুমতি নিয়ে অন্য কোম্পানিতে যায়, তাহলে সেই প্রতিষ্ঠান লোক নেবে। কিন্তু একজন কর্মী যদি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ বা মামলা করে কর্মস্থল ত্যাগ করে তাহলে সেই কোম্পানি আর লোক নেবে না। এদিকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বিদেশে কর্মী পাঠানোয় দক্ষতার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, আমরা দক্ষ শ্রমিক গড়ে তুলতে কাজ করছি। যেসব প্রতিষ্ঠানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এগুলো সুসংগঠিত করে গতি আরও বাড়ানো হবে।
৩১ মার্চ ২০২৪, ১০:৪০

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মো. এমরাজ হোসেন সুমন (২৮) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বাংলাদেশ সময় শুক্রবার (২৯ মার্চ) বেলা ১১টায় আফ্রিকার বেস্ট এরিয়ার ফালগুজ এলাকায় এ ঘটনা ঘটে। এমরাজ হোসেন ফেনীর দাগনভূঞা পৌরসভার জগৎপুর গ্রামের আবুল খায়েরের ছেলে। নিহতের স্বজনরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, শুক্রবার সকালে সুমনের দোকানে টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক এমরাজ হোসেন সুমনকে মৃত ঘোষণা করেন। স্বজনরা আরও জানান, ১০ বছর আগে এমরাজ জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন। সেখানে বেস্ট এরিয়ার ফালগুজ এলাকায় একটি স্টেশনারি ও মুদিদোকানে কাজ করতেন তিনি। পরিবারে তার ৫ মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে। তার মৃত্যুতে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  এ বিষয়ে দাগনভূঞা উপজেলার ইউএনও নিবেদিতা চাকমা বলেন, নিহতের মরদেহ দেশে আনার জন্য সার্বিক সহায়তা করা হবে। এ ছাড়া পরিবারের জন্য সরকার নির্ধারিত সহযোগিতা যেন খুব দ্রুত পাওয়া যায় সেই ব্যবস্থা করা হবে।
২৯ মার্চ ২০২৪, ১৯:৪১

সেতু থেকে খাদে পড়ে ৪৫ বাসযাত্রীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু 
দক্ষিণ আফ্রিকায় সেতু পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ১৬৫ ফুট গভীর খাদে পড়ে গেছে যাত্রীবাহী একটি বাস। ৪৫ জনের প্রাণহানি হয়েছে এতে। তবে ভয়াবহ এই দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছে একটি শিশু। খবর বিবিসির।  শুক্রবার (২৯ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকায় একটি বাস সেতু থেকে প্রায় ৫০ মিটার (১৬৫ ফুট) গভীর খাদে পড়ে যাওয়ার পর ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। অবশ্য বৃহস্পতিবারের এ ঘটনায় আট বছর বয়সী এক মেয়ে শিশুকে একমাত্র জীবিত অবস্থায় পাওয়া গেছে এবং গুরুতর আহত অবস্থায় পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার উত্তর-পূর্ব লিম্পোপো প্রদেশে। জোহানেসবার্গের প্রায় ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত ঘটনাস্থলটি। দুর্ঘটনার শিকার সবাই ছিলেন তীর্থযাত্রী এবং তারা বতসোয়ানার রাজধানী গ্যাবোরোন থেকে মোরিয়া শহরে ইস্টার সার্ভিসে যাচ্ছিলেন।  জানা গেছে, বাসটি পথিমধ্যে জোহানেসবার্গের প্রায় ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) উত্তরে মোকোপানে এবং মার্কেনের মধ্যে অবস্থিত মামামতলাকালা পর্বত গিরিপথের একটি সেতু পার হওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এ অবস্থায় সেতুর ব্যারিয়ারে ধাক্কা দিয়ে ছিটকে ১৬৫ ফুট গভীর খাদে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। খাদে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে আগুনও ধরে যায় বাসটিতে।  খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন দেশটির পরিবহন মন্ত্রী সিন্দিসিওয়ে চিকুঙ্গা। একই সঙ্গে মর্মান্তিক এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, দক্ষিণ আফ্রিকার সরকার মৃতদেহ ফিরিয়ে আনতে সাহায্য করবে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পূর্ণ তদন্ত করবে। এ সময় ইস্টার উইকএন্ড উপলক্ষে রাস্তায় মানুষের ভিড় বৃদ্ধি পাওয়ায় আরও বেশি সতর্কতার সঙ্গে দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর জন্য অনুরোধ করেন মন্ত্রী।
২৯ মার্চ ২০২৪, ১২:৩১

দক্ষিণ কোরিয়া চলচ্চিত্র উৎসবে জাজের ‘ময়না’
জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমা ‘ময়না’। আলিম উল্লাহ খোকনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ। এরই মধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এবার সিনেমাটি দক্ষিণ কোরিয়ার ২১ তম আপোরিয়া আন্তর্জাতিক ভিলেজ চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে। আয়োজকরা ২৬ মার্চ ই-মেইল বার্তায় সিনেমার পরিচালক মনজুরুল ইসলাম মেঘকে বিষয়টি নিশ্চিত করেন। মেঘ জানান, আগামী ৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত ১৫ দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবটি গত ২১ বছর যাবৎ বিশ্ব চলচ্চিত্রের অলিম্পিক হিসেবে বিশ্বব্যাপী মর্যাদা পেয়েছে। পরিচালক মনজুরুল ইসলাম মেঘ বলেন, ‘আপোরিয়া আন্তর্জাতিক ভিলেজ চলচ্চিত্র উৎসব নির্মাতাদের কাছে একটি স্বপ্নের উৎসব। সারা পৃথিবীর বড় বড় পরিচালক এ উৎসবে অংশগ্রহণ করার জন্য অপেক্ষায় থাকেন। উৎসব কর্তৃপক্ষ একটি দেশ থেকে একটি চলচ্চিত্রকে মনোনয়ন দিয়ে থাকে। আমার জানা মতে, বাংলাদেশ থেকে ময়নাই প্রথম সিলেকশন পেল।’ মনজুরুল আরো জানান, ২০টি দেশের ২০ জন পরিচালক এ উৎসবে অংশগ্রণের জন্য চূড়ান্ত হয়েছেন। এর আগে লন্ডনের ২৫তম ইএমএমএএস ‘বিবিসি ফেস্টিভ্যাল অব মাল্টিকালচারাল ২০২৩’-এ ‘ময়না’ সেরা ফিল্ম প্রোডাকশন পুরস্কার বিজয়ী হয়েছে। ইতালির কলিজিয়াম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩ এবং ভারতের মুম্বাইয়ে গোল্ডেন জুরি চলচ্চিত্র উৎসব ২০২৩-এ সেমিফাইনালিস্ট হিসেবে বিশেষ পুরস্কার পেয়েছে। এ ছাড়া ইউরোপ, আমেরিকা, আফ্রিকা মহাদেশের কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ময়না অফিসিয়াল সিলেকশন পেয়েছে। ময়না সিনেমার প্রযোজক মো. আলিম উল্লাহ খোকন বলেন, ময়না একটি বাস্তব গল্পের সিনেমা। প্রযোজক হিসেবে আমি নির্মাতার সিনেমায় সন্তুষ্ট। সিনেমাটি নিয়ে দেশে-বিদেশে আলোচনা হচ্ছে, এটা আমাকে আনন্দ দিচ্ছে। আমার উদ্দেশ্য এটাই ছিল যে, ভালো মানের একটি সিনেমা বানাবো। ময়না সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন নবাগতা নায়িকা রাজ রিপা। এ ছাড়া অভিনয় করেছেন চিত্রনায়ক কায়েস আরজু, আমান রেজা, আফফান মিতুল, জিলানী, শিশির, মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, সুচনা, খলিলুর রহমান কাদরী, আনোয়ার, সীমান্ত, জারা, তাহমিনা মোনা, বিশেষ চরিত্রে আপন, শিশুশিল্পী জান্নাতুল ভোর।
২৮ মার্চ ২০২৪, ১৬:৫২

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
দক্ষিণ আফ্রিকায় ইকবাল হোসেন (৪২) নামের এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় রোববার (১০ মার্চ) সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) ডারবান শহরে নিজ দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় গ্রামের শফি উল্যাহর ছেলে।  ডারবান শহরের একই এলাকায় বসবাসকারী স্বজনদের মাধ্যমে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারেন। নিহত ইকবাল হোসেনের শ্যালক মো. বিপ্লব বলেন, প্রায় ৭ বছর আগে তার ভগ্নিপতি জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। বাড়িতে তার ২ ছেলে ও স্ত্রী রয়েছেন। গতকাল স্থানীয় সময় আনুমানিক ৭টার দিকে তার ভগ্নিপতি দোকান বন্ধ করেন। এরপর দোকানের সামনে স্থানীয় একদল অস্ত্রধারী সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইকবাল হোসেনের শ্যালক আরও জানান, কয়েক মাস আগে ওই দোকানে চুরি করেছিল দুর্বৃত্তরা। তখন অনেক টাকার মালামাল লুট হয়। এবার দুর্বৃত্তরা তার ভগ্নিপতিকেই চিরতরে শেষ করে দিলো। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে তার বোন ও দুই সন্তান চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তার ভগ্নিপতি দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পর থেকে আর বাংলাদেশে আসতে পারেননি। ১৫ মার্চ তিনি দেশে ফেরার জন্য উড়োজাহাজের টিকিটও কেটেছিলেন। সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ জানান, দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে সেনবাগের কেশারপাড় গ্রামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনাটি তিনি শুনেছেন। মরদেহ বাংলাদেশে আনার বিষয়ে সংশ্লিষ্ট পরিবারকে সহযোগিতা করা হবে। এর আগে ৩ মার্চ রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে‌ বাংলাদেশি দম্পতিকে গুলি চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- সেনবাগের অর্জুনতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মানিকপুর গ্রামের মো. হোসেন ভূঁইয়ার ছেলে মো. মহিন ভূঁইয়া (৩২) ও তার স্ত্রী রুনা আক্তার (২২)।
১১ মার্চ ২০২৪, ১৬:৩৭

দক্ষিণ আফ্রিকায় গুলিতে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ মহিন নামে এক বাংলাদেশি প্রবাসীকে খুন করেছে সন্ত্রাসীরা। রোববার (৩ মার্চ) স্থানীয় সময় সাড়ে ৯টায় জোহান্সবার্গের পার্শ্ববর্তী শহর জুলিস্ট্রিটে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মাহিন একজন ব্যবসায়ী।  নিহতরা হলেন, মো.মহিন ভূঞা (৩২) উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মানিকপুর গ্রামের ইসলাম পাটোয়ারী বাড়ির মো. হোসেন ভূঞার ছেলে ও তার স্ত্রী রুনা আক্তার (২২)। সে একই উপজেলার কেশারপাড় ইউনিয়নেরে জমাদার বাড়ির মো. লিটনের মেয়ে।    এসব তথ্য নিশ্চিত করেন অর্জুনতলা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আব্দুর জব্বার। তিনি বলেন, গতকাল সন্ধ্যার দিকে অস্ত্রধারী সন্ত্রাসীরা আফ্রিকার জোহানের্সবাগ স্ট্রেটে মহিন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে গুলি করে। ওই সময় তারা স্বামী-স্ত্রী ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। তখন ভাগ্যক্রমে তাদের সঙ্গে থাকা তাদের দুই সন্তান বেঁচে যায়। রোববার দিবাগত রাত ২টার দিকে আফ্রিকায় থাকা নিহতের ছোট দুইভাই বিষয়টি দেশের বাড়িতে জানায়। প্রাথমিকভাবে এর থেকে বেশি কিছু আমরা এখনো জানতে পারেনি। ধারণা করা হচ্ছে পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটেছে।        নিহতের ছোট ভাই মো. মফিজ ভূঞা বলেন, জীবিকার সন্ধানে আমার বড় ভাই মহিন ২০০৮ সালে প্রথম দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। এরপর ছয় বছর আগে তার স্ত্রীকে নিয়ে যায়। আমার ভাবি ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিল।  সন্ত্রাসীরা ভাবিসহ আমার বড় ভাইকে গুলি করে হত্যা করেছে।  ইউপি সদস্য আব্দুর জব্বার আরও বলেন, নিহত প্রবাসীর গ্রামের বাড়ির মসজিদের মাইকে তাদের মৃত্যু সংবাদ এলাকাবাসীকে জানানো হয়েছে। এতে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার তাদের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।      
০৪ মার্চ ২০২৪, ১৩:১৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়