• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
মুজিবনগর দিবসে উপজেলায় ছুটি, থাকছে নানা কর্মসূচি
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে আজ বুধবার (১৭ এপ্রিল) মেহেরপুরের মুজিবনগর উপজেলায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে পালিত হবে নানা কর্মসূচি।  মঙ্গলবার (১৬ এপ্রিল) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ এপ্রিল মেহেরপুর জেলার মুজিবনগরের মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হবে। মুজিবনগরের মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে সকাল ৯টায় পুষ্পস্তবক অর্পণ করা হবে। মুজিবনগরের আম্রকাননে বীর মুক্তিযোদ্ধা, বিজিবি, পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, স্কাউটস ও গার্লস গাইড ও স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের গার্ড অব অনার প্রদান এবং বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। মুজিবনগরে গীতিনাট্য ‘সোনালী স্বপ্নের দেশ’ প্রদর্শিত হবে সকাল ১০টায়।  মুজিবনগরের শেখ হাসিনা মঞ্চে এ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বেলা পৌনে ১১টায়।  এছাড়া সন্ধ্যা সাড়ে ৬টায় মুজিবনগর-মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অনুষ্ঠান শেষে আতশবাজি ও লেজার শো দেখানো হবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আরও জানিয়েছে, ঢাকা ও মুজিবনগরে দিবসটি উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভবনে আলোকসজ্জা এবং সড়কদ্বীপ জাতীয় পতাকায় সজ্জিত করা হবে।  বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা এবং মোনাজাত ও প্রার্থনা করা হবে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও দিবসের তাৎপর্য তুলে ধরে কর্মসূচি পালন করা হবে। দিবসটি উপলক্ষ্যে বেতার ও ইলেকট্রনিক মিডিয়া বিশেষ বিশেষ অনুষ্ঠান প্রচার করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১৭ এপ্রিল ২০২৪, ০৪:৫১

এসএমসি এন্টারপ্রাইজে নিয়োগ, থাকছে নানান সুবিধা
স্বাস্থ্য, ভোক্তা ও ওষুধ বিক্রয়ে সুনামধন্য প্রতিষ্ঠান এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের স্টোর বিভাগে অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম : এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড পদের নাম : অফিসার, স্টোর আবেদনের বয়সসীমা : সর্বোচ্চ ৩৫ বছর পদসংখ্যা : ১টি কর্মস্থল : গাজীপুর বেতন : আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা : কমপক্ষে ৩ বছর বোনাস : ৩টি কর্মঘণ্টা : ফুল টাইম প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/সম্মান অন্যান্য যোগ্যতা : পিজিডিএসসিএম সার্টিফিকেটধারীরা অগ্রাধিকার পাবেন। আবেদনকারীকে এমএস অফিস স্যুট, স্টোর ম্যানেজমেন্ট, ইনভেন্টরি সফটওয়্যার অপারেশন (এসএপি/ইআরপি) সম্পর্কে জ্ঞান থাকতে হবে। অন্যান্য সুবিধা : পারফরমেন্স বোনাস, লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, গ্র্যাচুইটি, দুপুরের খাবারসহ স্বাস্থ্যসেবার সুবিধা। ঠিকানা : এসএমসি টাওয়ার, ৩৩ বনানী সি/এ, ঢাকা-১২১৩ যেভাবে আবেদন : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ : ২০ এপ্রিল, ২০২৪ পর্যন্ত।
০৪ এপ্রিল ২০২৪, ১০:১২

নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, থাকছে না বয়সসীমা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘আইটি/আইএস অডিটর (অফিসার-সিনিয়র এক্সিকিউটিভ অফিসার)’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বিভাগের নাম: ইন্টারনাল কন্ট্রোল কমপ্লায়েন্স ডিভিশন পদের নাম: আইটি/আইএস অডিটর (অফিসার-সিনিয়র এক্সিকিউটিভ অফিসার) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (সিএস/আইটি/ইঞ্জিনিয়ারিং)/এমবিএ/স্নাতকোত্তর অভিজ্ঞতা: ৪ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: নির্ধারিত নয় কর্মস্থল: ঢাকা আবেদনের নিয়ম: আগ্রহীরা Bengal Commercial Bank PLC এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৪ পর্যন্ত।
০২ এপ্রিল ২০২৪, ১৫:৫১

নিয়োগ দেবে বে গ্রুপ, থাকছে না বয়সসীমা
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বে গ্রুপ। প্রতিষ্ঠানটির ফিনিশিং সেকশন বিভাগ লেদার টেকনিশিয়ান পদে একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: বে গ্রুপ পদের নাম: লেদার টেকনিশিয়ান বিভাগ: ফিনিশিং সেকশন পদসংখ্যা: ৩টি  শিক্ষাগত যোগ্যতা:  ডিপ্লোমা (লেদার টেকনোলজি)/এইচএসসি অন্যান্য যোগ্যতা: ট্যানারি শিল্পে কাজের দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর  চাকরির ধরন: ফুলটাইম  কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) কর্মস্থল: ঢাকা (সাভার)  বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী  আবেদন যেভাবে: আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ১০ এপ্রিল ২০২৪ পর্যন্ত।
২৮ মার্চ ২০২৪, ১১:৫৬

লালন স্মরণোৎসব আজ, থাকছে না মেলা
রমজানের পবিত্রতা রক্ষায় এবার লালন স্মরণোৎসব শুধুমাত্র একদিনের আলোচনা সভা ও লালন ফকিরের রীতি পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। প্রতিবছর উৎসব তিন দিনব্যাপী চললেও এবার হবে এই এক দিন। বাউল মেলা ও সঙ্গীতানুষ্ঠান বাদ দেওয়া হয়েছে।  রোববার (২৪ মার্চ) বিকেল ৩টায় ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ীর অডিটোরিয়ামে লালন ফকিরের জীবন ও কর্ম নিয়ে এ আলোচনা সভা হবে। প্রায় দু’শ বছর আগে বাউল সম্রাট ফকির লালন সাঁই তার জীবদ্দশায় প্রতি বছর চৈত্রের দৌলপূর্নিমা তীথিতে বাউলদের নিয়ে সাধু সঙ্গ করতেন। খাটি করে গড়ে তুলতে নানা আনুষ্ঠানিকতায় শিষ্যদের জ্ঞান দিয়ে মহাগুরু লালন। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক তার দেহত্যাগের পরও এ উৎসব চলে আসছে।  জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি এহেতেশাম রেজা বলেন, এবার দৌলপূর্নিমা তীথি রমজান মাসে পড়ায় রমজানের পবিত্রতা রক্ষায় লালন স্মরণোৎসব শুধুমাত্র আলোচনা সভাতেই শেষ করা হচ্ছে। সেখানে প্রধান অতিথি থাকবেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এছাড়াও বিশিষ্ট লালন গবেষকরা আলোচনায় অংশ নেবেন।  অন্যদিকে লালন অনুসারী ভক্তরা তাদের সাইঁজীর রীতি অনুযায়ী অডিটোরিয়ামের নিচে সাধু সঙ্গ করবেন। ইতিমধ্যেই নিজেদেরকে খাটি করতে কিছু লালন অনুসারী, ভক্তরা আখড়াবাড়িতে অবস্থান নিয়েছেন। তারা বলছেন, লালন ফকির মানুষের পক্ষে, শান্তির পক্ষে। তাই তারাও শান্তির পক্ষে। স্বল্প পরিসরে তারা লালনের বাণী প্রচার করছেন। আগামী উৎসবে এসে সাইজির ভবের হাটে মানবতার মুক্তির উৎসব করবেন বলে প্রত্যাশা তাদের।  
২৪ মার্চ ২০২৪, ১১:৫১

অ্যাপেক্সে চাকরির সুযোগ, থাকছে ডে-কেয়ার সুবিধা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। প্রতিষ্ঠানটি ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর/ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যা যা  প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড পদের নাম: ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর/ম্যানেজার শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি অন্যান্য যোগ্যতা: ডাটা মডেলিং/ফিজিক্যাল ডাটাবেজ ডিজাইনে ভালো জ্ঞান, অন্যান্য ডাটাবেজ সিস্টেমে ভালো দক্ষতা।  অভিজ্ঞতা: ৮ থেকে ১৫ বছর  চাকরির ধরন: ফুলটাইম  কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: ৩১ থেকে ৪০ বছর  কর্মস্থল: ঢাকা (গুলশান ১) বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: গ্র্যাচুইটি, প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরের খাবারের সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, জীবন বীমা, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড়, পিক অ্যান্ড ড্রপ সুবিধা, ডে কেয়ার পরিষেবা, এপেক্স পণ্যে ফ্যামিলি ডিসকাউন্ট।  আবেদন যেভাবে: আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ১৯ এপ্রিল ২০২৪ পর্যন্ত।
২৪ মার্চ ২০২৪, ০৮:৫০

এবারের আইপিএলে থাকছে যেসব নতুন নিয়ম
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর আজ (২২ মার্চ) থেকে শুরু হচ্ছে। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দিয়ে বিভিন্ন দেশের অনেক ক্রিকেটারই আগামী জুনে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সাড়বে। আইপিএলের উদ্বোধনী দিনে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেন্নাইয়ের মাঠে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।  উদ্বোধনী ম্যাচের আগে বরাবরের মতোই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে আইপিএল কর্তৃপক্ষ। তবে এবারের আইপিএলে মোট চারটি নতুন নিয়ম চালু করা হচ্ছে। যেগুলোর আইসিসির আন্তর্জাতিক ক্রিকেট এবং প্রথম শ্রেণির ক্রিকেটের সঙ্গে কোনো মিল নেই। ওভারে দুই বাউন্সার : আন্তর্জাতিক ক্রিকেটে সাদা বলের ফরম্যাটে সাধারণত একটি বাউন্সারই দিতে পারেন বোলাররা। তবে ভারতের জনপ্রিয় এই টুর্নামেন্টে সেই নিয়ম বদল করা হয়েছে। এখন থেকে আইপিএলে প্রতি ওভারে দুটি বাউন্সার দেওয়া যাবে। বোলারদের অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্যই এই নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এর আগে, ভারতের সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে এই নিয়ম চালু হয়েছিল। এবার তা আইপিএলে দেখা যাবে। রিভিউের নিয়মে বদল : আন্তর্জাতিক নিয়মে ফিল্ডিং দল স্ট্যাম্প আউটের জন্য রিভিউ নিলে তা শুধু তৃতীয় আম্পায়ারই বিবেচনা করবেন। এক্ষেত্রে বল আগে ব্যাটে লেগেছে কি না, তা খতিয়ে দেখা হয় না। এজন্য নিতে হয় আলাদা রিভিউ। তবে এবার থেকে আইপিএলে স্ট্যাম্প আউটের জন্য রিভিউ নেওয়া হলে ব্যাটার ক্যাচ আউট হয়েছেন কি না, তা দেখা হবে। স্টপ ক্লক নিয়ম বন্ধ : আন্তর্জাতিক ক্রিকেটে স্টপ ক্লক নিয়ম রয়েছে। ওভার শেষ হওয়ার পর ৬০ সেকেন্ডের মধ্যে পরের ওভার শুরু করতে হয়। সেটির দিকে আম্পায়ারও নজর রাখেন। তবে এবারের আইপিএলে দুটি ওভারের মধ্যে সময়সীমা থাকছে না। স্মার্ট রিপ্লে সিস্টেম : চলতি আইপিএলে দ্রুত রিভিউ দেখার জন্য এই সিস্টেম চালু করা হচ্ছে। তাড়াতাড়ি দেখার জন্য তৃতীয় আম্পায়ারের পাশে দুজন বিশেষজ্ঞ থাকবেন। এজন্য মাঠের চারদিকে আরও বেশি উচ্চমানের ক্যামেরা লাগানো থাকবে। এতে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যাবে রিভিউ।
২২ মার্চ ২০২৪, ১০:৪৯

স্কয়ার গ্রুপে নিয়োগ, থাকছে বিদেশ ভ্রমণের সুবিধা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্প্রতি স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটির অ্যাগ্রোভেট বিভাগ সেলস প্রমোশন অফিসার পদে সারাদেশে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি পদের নাম: সেলস প্রমোশন অফিসার  বিভাগ: অ্যাগ্রোভেট পদসংখ্যা: নির্ধারিত নয়  শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক (এইচএসসি পর্যন্ত বিজ্ঞান) ডিগ্রি  অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলা উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা, কঠোর পরিশ্রমী।  অভিজ্ঞতা: প্রয়োজন নেই  চাকরির ধরন: ফুলটাইম  কর্মক্ষেত্র: মার্কেটিং  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর  কর্মস্থল: দেশের যেকোনো স্থানে  বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ ইন্স্যুরেন্স, সেলস ইনসেনটিভ, বিদেশ ট্যুর, বোনাস, লাভ শেয়ারসহ আরো সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।  আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ১৫ মার্চ ২০২৪ পর্যন্ত।
১২ মার্চ ২০২৪, ০৯:৫৫

ওয়ার্ল্ড ভিশনে একাধিক লোকবল নিয়োগ, থাকছে বিভিন্ন সুযোগ-সুবিধা
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। প্রতিষ্ঠানটি নার্স পদে একাধিক লোকবল নেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম : ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পদের নাম : নার্স পদের সংখ্যা : একাধিক শিক্ষাগত যোগ্যতা : নার্সিংয়ে ডিপ্লোমা অন্যান্য যোগ্যতা : ইংরেজিতে কথা বলার দক্ষতা, এমএস এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ইত্যাদিতে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা : কমপক্ষে ৩ বছর চাকরির ধরন : চুক্তিভিত্তিক কর্মস্থল : রোহিঙ্গা ক্যাম্পে প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) বয়সসীমা : ২৭ থেকে ৩৫ বছর কর্মস্থল : কক্সবাজার (উখিয়া) বেতন : আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা : মোবাইল বিল, চিকিৎসা ভাতা, সাপ্তাহিক ২ দিন ছুটি, বীমা, বছরে ১টি উৎসব বোনাস। আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।  আবেদনের শেষ সময় : ১০ মার্চ ২০২৪ পর্যন্ত।
১০ মার্চ ২০২৪, ০৯:২৪

আশুগঞ্জ পাওয়ার স্টেশনে চাকরি, থাকছে বাড়ি-গাড়ির সুবিধা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল)। কোম্পানিটি প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর পদসংখ্যা: ১ শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা এর উচ্চ পদে অন্তত ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র ম্যানেজমেন্ট পদে (এসই/ডিজিএম/সমপদ) অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো পাওয়ার প্ল্যান্টে পাওয়ার প্ল্যান্ট কনস্ট্রাকশন প্রোজেক্ট/প্ল্যানিং অ্যান্ড ডিজাইন/প্রকিউরমেন্ট/অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্সে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির ধরন: প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক। ৬২ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য। বয়সসীমা: ২০২৪ সালের ১৮ মার্চ পর্যন্ত সর্বোচ্চ ৬০ বছর। বেতন:  ১,৪৯,০০০ টাকা। অন্যান্য সুবিধা: আবাসন সুবিধা, পাওয়ার স্টেশন ভাতা, মেডিকেল সাপোর্ট, বিমা, অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট এবং চালকসহ সার্বক্ষণিক গাড়ির সুবিধা আছে। আবেদন যেভাবে: এপিএসসিএলের ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: কোম্পানি সেক্রেটারি, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, নাভানা রহিম আরডেন্ট (লেভেল-৮), ১৮৫ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, পল্টন, ঢাকা-১০০০। আবেদনের শেষ সময়: ১৮ মার্চ ২০২৪  
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়