• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে লিবিয়া ও থাই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুত্তালিব এস সুলাইমান ও থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর। সোমবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে লিবিয়ার পুনর্গঠনে বাংলাদেশ পাশে থাকবে বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় লিবিয়ায় বাংলাদেশি চিকিৎসক, নার্স, প্রকোশলী, কৃষিবিদসহ দক্ষ পেশাজীবী ও জনশক্তি এবং ঠিকাদার প্রতিষ্ঠানের কাজের সুযোগের বিষয়ে দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ করেন তিনি। অন্যদিকে, থাই রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট, চট্টগ্রাম-ইয়াঙ্গুন কোস্টাল শিপিং, ওষুধ, চামড়াজাত ও পাটজাত পণ্য রপ্তানি, এলএনজি আমদানি বিষয়ে আলোচনা করেন ড. হাছান মাহমুদ।
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়