• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
তারেককে ত্যাগ করতে না পারলে বিএনপির ধ্বংস অনিবার্য : পাটমন্ত্রী
তারেক রহমানকে ত্যাগ করতে না পারলে বিএনপির ধ্বংস অনিবার্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।  বুধবার (২০ মার্চ) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ভবনে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।  আওয়ামী লীগ বিএনপিকে ভাঙার চেষ্টা করছে- দলটির নেতাদের এমন বক্তব্যের জবাবে নানক বলেন, কোন দল ভাঙে? যেটা আস্ত থাকে সেটা ভাঙা যায়! যে দলটি (বিএনপি) ভাঙা ট্রেনে উঠে গিয়েছে, সে দল নিয়ে আওয়ামী লীগ কেন, বাংলার জনগণেরও কোনো মাথাব্যথা নেই। কত রাজনৈতিক দল ভুল রাজনীতির কারণে বিলীন হয়ে গিয়েছে। স্বাধীনতা পরবর্তীতে এমন নজিরও রয়েছে। বিএনপিও সেদিকে যাচ্ছে। যারা নির্বাচন ত্যাগ করেছে, যারা জনগণের রায় মেনে নেয়নি তাদের রাজনৈতিক অবশিষ্ট অংশটুকু বিলীন হয়ে যায়। বিএনপি নেতাদের উদ্দেশে মন্ত্রী এরপর বলেন, আপনাদের নেতৃত্বের ব্যর্থতা, কাপুরুষতা ঢাকার চেষ্টা করছেন। এসব বলে লন্ডনে বসে থাকা পলাতক কুলাঙ্গার তারেক রহমানের ব্যর্থতা ঢেকে রাখতে পারবেন না। লন্ডনের সুতা পরিহার করতে না পারলে বিএনপি দেশের রাজনীতিতে কোনো ভূমিকা রাখতে পারবে না, বিএনপির ধ্বংস অনিবার্য। এ দেশের রাজনীতিতে নিজেদের টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগকে নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বরং বিএনপিকে সুষ্ঠু ধারার রাজনীতিতে আসতে হবে। একতরফা নির্বাচনের কারণে এ সরকার টিকবে না- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে নানক বলেন, ৭ জানুয়ারি জনগণের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অধিকাংশ রাজনৈতিক দল দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে। কেন্দ্রে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিয়েছে। এতেই প্রমাণ হয় মির্জা ফখরুলের বক্তব্যের কোনো যুক্তি নেই। বরং সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার সরকার গঠন করে বিশ্বে অনন্য দৃষ্টি স্থাপন করেছেন। স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ম. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সংগঠনের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, আব্দুল আলীম বেপারী, আনোয়ারুল আজিম সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, শাহ্ জালাল মুকুল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম মিন্টু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তারিক সাঈদ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম প্রমুখ। এ সময় সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের বিভিন্ন থানা ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।  
২০ মার্চ ২০২৪, ২০:০৮

যুদ্ধবিরতির আলোচনায় থাকা হামাস দলের কায়রো ত্যাগ
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিনিধিদল কায়রো ত্যাগ করেছে। তারা বলেছে, তাদের প্রতিনিধি দল মিশর ত্যাগ করেছে, কিন্তু ইসরাইলের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আলোচনা আগামী সপ্তাহে অব্যাহত থাকবে। ফিলিস্তিনি গোষ্ঠীটির জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি আলজাজিরাকে বলেছেন, মিশরের রাজধানী কায়রোতে চার দিনের আলোচনায় কাতার ও মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কারণ, ইসরায়েল গাজায় আক্রমণ বন্ধ, তাদের বাহিনী প্রত্যাহার, ত্রাণের প্রবেশের স্বাধীনতা নিশ্চিত করা এবং বাস্তুচ্যুত লোকদের প্রত্যাবর্তনের দাবি প্রত্যাখ্যান করেছে। সামি আবু জুহরি বলেন, একটি চুক্তিতে পৌঁছানোর জন্য মধ্যস্থতাকারীদের সব প্রচেষ্টা ইসরায়েল ‘নস্যাৎ’ করে দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রমজানের আগে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য সব পক্ষের মধ্যে আলোচনা চলছে। উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলায় অন্তত ১ হাজার ১৩৯ জন নিহত ও প্রায় ২৫০ জনকে বন্দি করা হয়। নভেম্বরে এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির সময় ১০০ জনেরও বেশি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল। এদিকে গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার (৭ মার্চ) জানিয়েছে, ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় মৃতের সংখ্যা ৩০ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। যাদের অধিকাংশ নারী ও শিশু। 
০৭ মার্চ ২০২৪, ২২:২৮

ফ্রান্সের উদ্দেশ্যে স্পিকারের ঢাকা ত্যাগ
ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।  প্যারিসে ‘উইমেন স্পিকার্স সামিটে’ যোগ দিতে মঙ্গলবার (৫ মার্চ) দিনগত রাত ১টার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।  শিরীন শারমিনের সফরসঙ্গী হিসেবে রয়েছেন সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও সার্জেন্ট অ্যাট আর্মস সাব্বির আহমেদ খান। এ ছাড়া স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনও নিজ খরচে তার সফরসঙ্গী হয়েছেন।  ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলির আয়োজনে আজ (বুধবার) থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী সামিটে অংশ নেবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ফ্রান্স সফর শেষে স্পিকার ও তার সফরসঙ্গীরা লন্ডনে যাবেন। সেখানে আগামী ১০ থেকে ১২ মার্চ ‘কমনওয়েলথ ৭৫ স্পেশাল সেলিব্রেশন’ শীর্ষক সম্মেলনে অংশ নেবেন। ভ্রমণ শেষে আগামী ১৫ মার্চ স্পিকারের দেশে ফিরে আসার কথা রয়েছে।  
০৬ মার্চ ২০২৪, ১০:৩৬

প্রেমিকের জন্য মাকে ত্যাগ অভিনেত্রীর
পশ্চিমবঙ্গের বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত। গত এক বছর ধরে তার মায়ের সঙ্গে কথা হয় না এই অভিনেত্রীর। মায়ের সঙ্গে অহনার ব্যক্তিগত সমস্যা সবারই জানা।  প্রায় এক বছর হলো প্রেমিকের জন্য মায়ের বাড়ি ছেড়েছেন অহনা। বলা চলে, প্রেমিক দীপঙ্কর দে এখন অভিনেত্রীর জগত। মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সময় কাটানোর মুহূর্ত শেয়ার করেন তিনি।  জানা গেছে, অহনা-দীপঙ্করের সম্পর্ক মেনে নেননি অভিনেত্রীর মা। মূলত এরপরেই প্রেমিকের জন্য মা এবং বাড়ি ছেড়ে চলে আসার সিদ্ধান্ত নেন তিনি। তবে মায়ের সঙ্গে যতই মতবিরোধ হোক না কেন, তবু নিশ্চয়ই পুরনো কথা মনে পড়ে অহনার। যদিও বর্তমানে তার সব শূন্যস্থানই পূরণ করছেন দীপঙ্কর।  সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দিয়ে সেই অনুভূতিই জানিয়েছেন অহনা।     ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, খুব কম দিনেই আমি ১০০তম শো অতিক্রম করলাম। কিন্তু আমার সঙ্গে প্রত্যেকটা শোতেই যে মানুষটা যায়, সে আমার একমাত্র ভালোবাসার মানুষ। যখন ওকে বললাম যে, আমি ঠিক পারব আমাকে ছেড়ে দাও। তখন ও বলে, একটা দায়িত্ব আছে তো নাকি!  অহনা আরও লেখেন, হয়তো মায়ের সঙ্গে থাকলে মাও তাই করত। কিন্তু তুমি তো আমায় জন্ম দাওনি। তাহলে প্রথম দিন থেকে এত নিঃস্বার্থ হলে কীভাবে! যে নিজের জীবনের পুরো নিয়মই পাল্টে ফেললে।    ওই ছবিতে দেখা যায়, গাড়িতে বসে রয়েছেন অহনা। কোলে একটি বালিশ রাখা। আর সেই বালিশে মাথা রেখে শুয়ে আছেন দীপঙ্কর।  অভিনেত্রী জানান, সাধারণত শো থেকে ফেরার পথে দৃশ্যটা উল্টো হয়। এক বছরের অভিনয় জীবন তার। এর মধ্যেই ১০০টা শো অতিক্রম করলেন তিনি। প্রতিদিনের শুটিংয়ের পর বিভিন্ন অঞ্চলে অভিনেত্রীকে শো করার উৎসাহের জোগান দেন দীপঙ্করই।  উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই দীপঙ্করের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অহনা। মায়ের এই সম্পর্ক নিয়ে আপত্তি থাকায় বিষয়টি নিয়ে নানান বিতর্কও হয়। তবে ভালোবাসা যে মানে না কোনো বাঁধা। সে কথা আবারও জানান দিলেন অহনা। আর তাই তো প্রেমিকের জন্য নিজের মা আর বাড়ি ছাড়তেও পিছপা হননি এই অভিনেত্রী।       সূত্র : আনন্দবাজার   
২৭ জানুয়ারি ২০২৪, ১২:০৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়