• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
ঈদে তোমার শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পরেছি মা : শুভ
চলতি বছর জানুয়ারিতে মাকে হারিয়েছেন চিত্রনায়ক আরেফিন শুভ। অভিনেতার মা-ই ছিলেন তার সব। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সময়ই মাকে নিয়ে ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করতেন শুভ। এবারের ঈদ মাকে ছাড়াই পালন করছেন তিনি।   তাই ঈদের দিন মাকে স্মরণ করে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছেন শুভ। ঈদের আনন্দের মাঝে মায়ের শূন্যতা অনুভব করছেন এই অভিনেতা। তাই নিজের ফেসবুকে মাকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন শুভ।   পাঠকদের সুবিধার জন্য শুভর পোস্টটি হুবহু তুলে ধরা হলো— স্ট্যাটাসে শুভ লিখেছেন, ‘যখন অনেক কিছু বলার থাকে তখন হয়তো কিছুই বলা যায় না। মা, দেখতে দেখতে তোমার যাবার প্রায় ৩ মাস, এখনও বোঝার চেষ্টা করছি যে কি হলো আসলে, আমি কী ঘুম থেকে উঠে দেখব তুমি পাশের রুমটাতেই আছো। সব কিছু কেমন যেনো হয়ে গেল। পেশায় অভিনয় শিল্পী হয়েও ‘আমি ঠিক আছি’নামক অভিনয়টা হচ্ছে না একেবারেই, চেষ্টা চলছে।   তোমার শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পরেছি এবারের ঈদে মা, আজকে যখন তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছি নিচে গার্ডরা বলল এটা আন্টির শাড়ি না স্যার? ভালো লাগল এই ভেবে বিল্ডিংয়ের গার্ডরাও তোমাকে এই ৮-৯ বছর নোটিশ করেছে। এবার তোমার গলার চেইনটা নিজেই পড়লাম, কিন্তু আমাদের ঐ কমেডিটা করা আর হলো না যে আমি চাইব আর তুমি বলবে নে, কিন্তু খুলে দেবে না। তোমার সঙ্গে কত গল্প করা হলো না, আর হবে না। ঈদ মোবারাক মা। পৃথিবীর সকল মাকে ঈদ মোবারাক।’  
১১ এপ্রিল ২০২৪, ১৫:১৭

আরটিভিতে আজ যা দেখবেন
বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫ ফাল্গুন ১৪৩০। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন- সন্ধ্যা ৬টা ৫মিনিটে চায়না কালচার নিয়ে অনুষ্ঠান ‘চায়না ফোকাস’। সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে ‘সন্ধ্যার সংবাদ’।  সন্ধ্যা ৭টা ৩০মিনিটে কালজয়ী গানের বৈঠকি আসর ‘সংগীতানুষ্ঠান এই রাত তোমার আমার’।  রাত ৮টায় ‘নির্বাচিত নাটক’।   রাত ৯টা ২০মিনিটে প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ধারাবাহিক নাটক- ‘গোলমাল’।  পরিচালনা- কায়সার আহমেদ ও আল হাজেন।   অভিনয় করেছেন- আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রওনক হাসান, নাদিয়া আহমেদ, সালহা খানম নাদিয়া, প্রাণ রায়, মুনিরা ইউসুফ মেমী, আজিজুল হাকিম প্রমুখ।    রাত ১০টায় প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতিবার ধারাবাহিক নাটক- ‘জাদুনগর’।   রচনা- আহমেদ শাহাবুদ্দীন ও পরিচালনা- কাওসার আহমেদ।  অভিনয় করেছেন- মীর সাব্বীর, নাদিয়া আফরীর মীম, জয়রাজ ওবিদ রেহান, শায়েদ আলী, ড: এজাজ, ওলিউল হক রুমি, বিনয় ভদ্র প্রমুখ।  রাত ১০টা ৪৫মিনিটে  ‘রাতের সংবাদ।  রাত ১১টা ২০মিনিটে লাইভ ‘গোলটেবিল’।  রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।   
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৪

আরটিভিতে আজ যা দেখবেন
বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪, ৮ ফাল্গুন ১৪৩০ । একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন- সন্ধ্যা ৬টা ৫মিনিটে চায়না কালচার নিয়ে অনুষ্ঠান ‘চায়না ফোকাস’। সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে ‘সন্ধ্যার সংবাদ’। সন্ধ্যা ৭টা ৩০মিনিটে কালজয়ী গানের বৈঠকি আসর ‘সংগীতানুষ্ঠান এই  রাত তোমার আমার’। রাত ৮টায় দেখবেন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ নাটক ‘র্বণ’।   রচনা- শফিকুর রহমান শান্তনুর ও পরচিালনা- ইমরাউল রাফাত।   অভিনয় করেছেন- ফরহান আহমেদ জোভান, পারসা ইভানা ও শাহতাজ মনিরা হাশেম প্রমুখ।      রাত ৯টা ২০ মিনিটে প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দেখবেন ধারাবাহিক নাটক- ‘গোলমাল’।   পরিচালনা- কায়সার আহমেদ ও আল হাজেন।   অভিনয় করেছেন- আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রওনক হাসান, নাদিয়া আহমেদ, সালহা খানম নাদিয়া, প্রাণ রায়, মুনিরা ইউসুফ মেমী, আজিজুল হাকিম প্রমুখ।   রাত ১০টায় প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতিবার দেখবেন ধারাবাহিক নাটক- ‘জাদুনগর’।   রচনা- আহমেদ শাহাবুদ্দীন ও পরিচালনা- কাওসার আহমেদ।  অভিনয় করেছেন- মীর সাব্বীর, নাদিয়া আফরীর মীম, জয়রাজ ওবিদ রেহান, শায়েদ আলী, ড: এজাজ, ওলিউৃল হক রুমি, বিনয় ভদ্র প্রমুখ।  রাত ১০টা ৪৫মিনিটে ‘রাতের সংবাদ’।    রাত ১১টা ২০মিনিটে লাইভ- ‘গোলটেবিল’।  রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।  
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৮

আরটিভিতে আজ যা দেখবেন
বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১ ফাল্গুন ১৪৩০। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন- সন্ধ্যা ৬টা ৫মিনিটে চায়না কালচার নিয়ে অনুষ্ঠান ‘চায়না ফোকাস’। সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে ‘সন্ধ্যার সংবাদ’। সন্ধ্যা ৭টা ৩০মিনিটে কালজয়ী গানের বৈঠকি আসর ‘সংগীতানুষ্ঠান এই রাত তোমার আমার’। রাত ৮টায় ‘নির্বাচিত নাটক’। রাত ৯টা ২০মিনিটে প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ধারাবাহিক- ‘গোলমাল’। পরিচালনা- কায়সার আহমেদ ও আল হাজেন। অভিনয় করেছেন: আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রওনক হাসান, নাদিয়া আহমেদ, সালহা খানম নাদিয়া, প্রাণ রায়, মুনিরা ইউসুফ মেমী, আজিজুল হাকিম প্রমুখ। রাত ১০টায় প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতিবার ধারাবাহিক নাটক- ‘জাদুনগর’। রচনা- আহমেদ শাহাবুদ্দীন ও পরিচালনা- কাওসার আহমেদ। অভিনয় করেছেন- মীর সাব্বীর, নাদিয়া আফরীর মীম, জয়রাজ ওবিদ রেহান, শায়েদ আলী, ড: এজাজ, ওলিউল হক রুমি, বিনয় ভদ্র প্রমুখ। রাত ১০টা ৪৫মিনিটে ‘রাতের সংবাদ’। রাত ১১টা ২০মিনিটে লাইভ ‘গোলটেবিল’। রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৮

কবি বঙ্গ রাখালের দুটি কবিতার বই ‘কে বলে দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়’ ও ‘জন্মান্ধ ঘোড়া’ 
এবারে বইমেলায় প্রকাশ পেয়েছে কবি বঙ্গ রাখালের দুটি নতুন কবিতার বই ‘কে বলে দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়’ ও ‘জন্মান্ধ ঘোড়া।’  ‘কে বলে দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়’ কবিতার বইটি প্রকাশ করেছে চন্দ্রবিন্দু প্রকাশন। প্রচ্ছদ করেছেন প্রচ্ছদশিল্পী মঈন ফারুক। অমর একুশে গ্রন্থমেলায় বইটি পাওয়া যাচ্ছে ২৩৯ নম্বর স্টলে।  ‘জন্মান্ধ ঘোড়া’ কবিতার বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন। প্রচ্ছদ করেছেন প্রচ্ছদশিল্পী তৌহিন হাসান। অমর একুশে গ্রন্থমেলায় বইটি পাওয়া যাচ্ছে অনুপ্রাণন প্রকাশনীর ৮৫-৮৬ নম্বর স্টলে।  কবি বঙ্গ রাখালের কবিতা সম্পর্কে কবি ও গবেষক সুমন শামস বলেন, কলহমোহনীয় কোনো উর্বশীর মতো ঠোঁটকাটা সুন্দর তার কবিতা। জোয়ানী রোদে পেশি ফুলিয়ে অক্ষর জ্বেলে তারা বাঁচে। স্বঘোষিত মহারাজার মতো তার কবিতার মাস্তান হয়ে ওঠেন তিনি নিজেই। যখন বলেন, ‘আমি আসলে ঝিনাইদহের ছেলে। বিশাল পৃথিবীর এককোণে ঝুলে থাকে ঝিনাইদহ–মুখের ওপর বলতে পারি না। মেজাজটা আজ খারাপ তাই কাউকে কুত্তা-মাগীর ছা বলতেও ছাড়ি না।’ অক্ষরের শরীরহীন মুণ্ডু হাতে নিয়ে তিনি লেখেন শ্বাপদ ঠেঙানো কবিতা। রাজনীতি আর স্তনফোলা ক্ষমতার মাঝখানে শতাব্দীর ধারালো চাকু বসিয়ে দেন তিনি। নির্মোহ নির্দয় এ ক্ষেত্রে তার কবিতার স্বরাট। প্রেম বিলাসেও খুব সন্তর্পণে তিনি ক্ষমতা ও রাজনীতিকে প্রাসঙ্গিক করে তোলেন।  পাঠে একটা সুখদায়ক আরামের অনুভূতি থাকে তার কবিতায়। খুব অবলীলায় প্রান্তিক ভাষাকে তিনি জুড়ে দেন কবিতার সাহেবিআনার সাথে। তাতে কবিতার ভাষা মধ্যবিত্ত অহমিকায় নিটোল দাঁড়িয়ে থাকে। সহজের ভেতরে একটা কী যেন অনির্বচনীয়তা ঠুকে দিতে পারেন তিনি। তখন তার কবিতাকে মনে হয় প্রিয়তমার অপার্থিব মুখ। কোনো মোনালিসা নয়; রাজিয়া, রোজিনা অথবা আফরোজা; কিংবা বিনিদিতা তারা। কবি বঙ্গ রাখালের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে, সংস্কৃতির দিকে ফেরা (প্রবন্ধ, ২০১৫), লোক মানুষের গান ও আত্ম অন্বেষণ (গবেষণা, ২০১৬), মানবতাবাদী লালন জীবন অন্বেষণ (প্রবন্ধ, ২০১৭), হাওয়াই ডাঙ্গার ট্রেন (কবিতা, ২০১৮), মনীষা বীক্ষণ ও অন্যান্য (প্রবন্ধ, ২০১৮), অগ্রন্থিত রফিক আজাদ (সম্পাদনা, ২০১৯), পাগলা কানাই ও তাঁর তত্ত দর্শন (সম্পাদনা, ২০১৯), লণ্ঠনের গ্রাম (কবিতা-২০১৯), যৈবতী কন্যা ইশকুলে (কবিতা, ২০২০), কবিতার করতলে (প্রবন্ধ, ২০২০), অন্ধ যাজক (কবিতা-২০২১), ছোটবোয়ালিয়া-জয়ন্তীনগর-বসন্তপুর গণহত্যা (অভিসন্দর্ভ-২০২১), জন্মান্ধ ঘোড়া-২০২৩। তিনি প্রবন্ধে পেয়েছেন আবুল মনসুর আহমদ পুরস্কার (প্রবন্ধ-২০২০), ডেইলী স্টার, ঢাকা। জলধি সাহিত্য সম্মাননা (কবিতা-২০২১), ঢাকা। সাহিত্য সম্মাননা-২০২২ (মুক্তিযুদ্ধ গবেষণা) শেরপুর সংস্কৃতি পরিষদ, শেরপুর, বগুড়া। নিহারণ, শঙ্খধ্বনি, শব্দকুঠি, দোতারাসহ সম্পাদনা করেছেন বেশকিছু ছোট কাগজ। বুক রিভিউ, সাহিত্য সমালোচনা, মতামত এবং নবীন-প্রবীণদের নতুন বই সম্পর্কে লেখা পাঠাতে ইমেইল করুন- [email protected]]
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১১

নতুন বছরে আরটিভির সব নাটক ট্রেন্ডিংয়ে, ২৪ ঘণ্টায় ভাইরাল ‘আমার হয়ে থেকো’
ইউটিউব ও ওটিটির দৌড়ে মানসম্মত টেলিভিশন নাটক খুব একটা দেখা যায় না। হাজার হাজার নাটকের ভিড়ে মানসম্পন্ন নাটক যেন হারিয়ে ফেলেছে তার চেনা পথ। তবে ব্যতিক্রম দেখা যাচ্ছে দেশের জনপ্রিয় টিভি চ্যানেল আরটিভিতে প্রচারিত নাটকের ক্ষেত্রে। একের পর এক মানসম্মত ও জনপ্রিয় নাটক উপহার দিয়ে জয় করে নিয়েছে অগনিত দর্শকের হৃদয়। চলতি বছরে আরটিভিতে প্রচারিত সব কয়টি নাটকই ট্রেন্ডিংয়ে আছে।  বিগত বছরগুলোয় নাটকের বাজারে বড়সড় ধাক্কা লেগেছিল। তারপরও থেমে থাকেনি আরটিভি। নতুন উদ্যামে মানসম্মত নাটক উপহার দিয়ে যাচ্ছে দর্শকদের। আরটিভিতে সদ্য প্রচারিত হওয়া ‘আমার হয়ে থেকো’ নাটকের সাড়াই সেটা প্রমাণ করে। স্বল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়েছে মুশফিক ফারহান এবং সাদিয়া আয়মান অভিনীত নাটকটি।  মিষ্টি প্রেমের গল্পে নির্মিত এই নাটকের শুরুতেই দেখা যায়, ফারহান-সাদিয়াকে পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয় এবং তাদের প্রেম বিয়ের পর দিন থেকেই শুরু হয়। নাটকটি মন ছুঁয়ে গেছে কোটি দর্শকের। মুশফিক ও সাদিয়া আয়মান জুটি নতুন হলেও দর্শক তাদের দারুণভাবে গ্রহণ করেছে।   গেল ২৬ জানুয়ারি রাত ৮টায় আরটিভিতে সম্প্রচারিত হয় আমার হয়ে থেকো নাটকটি। পরবর্তীতে ২৯ জানুয়ারি আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। যা এখন নাটকের মধ্যে ট্রেন্ডিং-এ ৪ নাম্বারে আছে।  ইতোমধ্যে ইউটিউবে ৩ মিলয়নের বেশিবার দেখা হয়েছে নাটকটি। শুধু তাই নয়, রীতিমতো ঝড় উঠেছে কমেন্টস বক্সেও। একজন দর্শক লিখেছেন, মুসফিক আর ফারহান বস ও সাদিয়া আয়মান নতুন জুটি নাটক দারুণ লেগেছে আরো নাটক দেখতে চাই তাদের। আরেকজন মন্তব্য করেছেন, মিষ্টি প্রেমের অসাধারণ একটি নাটক। ফারহান ভাইয়া আর সাদিয়া আপুর নতুন জুটি ভালো মানিয়েছে। ছোট ছোট মুহূর্তের মাধ্যমে দুজনের মধ্যে প্রেম গড়ে ওঠার গল্পটা মন ছুঁয়ে গেছে। গানটাও দারুন  নাটকটি প্রসঙ্গে  ফারহান জানান, সাদিয়া দারুণ অভিনেত্রী। তার সঙ্গে কাজ করে ভালো লেগেছে। দর্শক আমাদের জুটিকে এতো ভালোবাসা দিয়েছে দেখে খুব আনন্দ লাগছে। নিজের প্রতিক্রিয়া জানিয়ে সাদিয়া বলেন, ফারহান ভাইয়ার সঙ্গে আমার এবারই প্রথম কাজ। সহশিল্পী হিসেবে তিনি বেশ ভালো, সাপোর্টিভ। দর্শক যে আমাদের সুন্দরভাবে গ্রহণ করেছে এটা ভাবতেই খুশি লাগছে।  এদিকে, আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রচারিত বিশেষ নাটক ‘শুধু তোমার জন্য’ও ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল। এখন পর্যন্ত নাটকটির ভিউয়ার সংখ্যা ছাড়িয়েছে ১২ মিলিয়নের বেশি। ভাইরাল নাটক দুটি এখনো দেখে না থাকলে ইউটিউবে আরটিভি ড্রামা পেজে দেখে নিতে পারেন ‘আমার হয়ে থেকো’ এবং ‘শুধু তোমার জন্য।’ এ ছাড়া নতুন কী নাটক আসছে, জানতে চোখ রাখনু আরটিভির পর্দায়।   
৩১ জানুয়ারি ২০২৪, ১৪:৩৪

সাড়া ফেলছে ফারহান-পায়েলের ‘শুধু তোমার জন্য’ (ভিডিও)
এই সময়ের আলোচিত জুটি মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। অল্প সময়েই নিজেদের অভিনয় নৈপুণ্যে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন।  এরই মধ্যে বেশ কয়েকটি নাটকে জুটি বেঁধে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তারা। এবার শাহ মোহাম্মদ রাকিবের ‘শুধু তোমার জন্য’ নাটকে কাজ করে ব্যাপক সাড়া ফেলছেন ফারহান-কেয়া।  আরটিভির এ নাটকটি এরই মধ্যে দর্শক সমাদৃত হয়েছে। বিশেষ করে প্রবাসীরা যেন এই নাটকে নিজেদের অস্তিত্ব খুঁজে পেয়েছেন। রাকায়েত রাব্বির রচনা এবং রাজা রাজের গল্পে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা গেছে ফারহান-কেয়াকে। নাটকে নিজেদের চরিত্রে প্রবাসীদের জীবনধারা ফুটিয়ে তুলেছেন এই জুটি। মূলত প্রবাসীদের জীবন নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। যারা মাথার ঘাম পায়ে ফেলে পরিবারের জন্য পরিশ্রম করেন বিদেশের মাটিতে। কিন্তু তবুও যেন পরিবারের মন পান না তারা। দিনের পর দিন দূরে থেকে কাজ করে যায় পরিবারের জন্য। বাবা-মা, ভাই-বোন, স্ত্রী-সন্তান কিংবা আত্মীয়স্বজনদের আবদার মেটাতে গিয়ে নিজের সব শখই যেন ভুলে যান প্রবাসীরা। তবুও পরিবারের মানুষদের মুখে হাসি ফোটাতে পারেন না তারা। সেই বাস্তবিকতাই তুলে ধরা হয়েছে নাটকটিতে।   নাটকের গল্পে দেখা যায়, সুমন বিদেশ থেকে বাড়ি আসবে এই আনন্দে সুমনের মা, ভাই-বোন সুমনের বউ সবাই অনেক ব্যস্ত। পাশাপাশি সুমনের বাড়ি ফেরায় পরিবারের সবাই ভীষণ খুশি। বিদেশ থেকে ফিরেই একে একে সবার সঙ্গে দেখা করে সুমন। আর তাকে কাছে পেয়েই পরিবারের সদস্যরা সুমনকে ঘিরে ধরে উপহারের জন্য। সবাইকে সবার উপহার বুঝিয়ে দেয় সুমন। তবে মামা আর বোনকে দেওয়া উপহার পছন্দ না হওয়ায় ভীষণ মন খারাপ হয় তাদের। কিছুদিন যাওয়ার পর সুমনের টাকা প্রায় শেষ হয়ে যায়। এমন সময় বিদেশ থেকে খবর আসে দুই দিনের মধ্যে কাজে যোগ দিতে হবে সুমনকে। আর এই কথা শুনে চিন্তায় পড়ে যায় সুমন। কারণ, তার সব টাকা শেষ হয়ে গেছে। এতো কম সময়ের মধ্যে টিকিটের জন্য টাকা ব্যবস্থা করবে কীভাবে। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। সুমন কি আদৌ পারবে বিদেশে ফিরে যেতে। নাটকের শেষটা দেখতে হলে চোখ রাখুন আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে। নাটকটি মুক্তির পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে প্রবাসীদের মাঝে। ইতোমধ্যে ইউটিউবে ৮ মিলিয়নেরও বেশিবার দেখা হয়েছে ফারহান-পায়েলের ‘শুধু তোমারই জন্য’ নাটকটি।  শুধু তাই নয়, বর্তমানে ইউটিউবের ট্রেডিংয়েও দুই নম্বরে রয়েছে এটি। রীতিমতো ঝড় উঠেছে নাটকটির কমেন্টসবক্সে। একজন লিখেছেন, অসম্ভব সুন্দর একটা নাটক। প্রবাসীদের বাস্তব জীবনের কাহিনি। সত্যিই নাটকটা দেখে কান্না ধরে রাখতে পারিনি। আরেকজন লিখেছেন, এই নাটকটা প্রবাসীদের জীবনের গল্প তুলে ধরা হয়েছে। প্রবাসীকে সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ ফারহান ভাইকে এবং সব টিমকে। একজন প্রবাসী লিখেছেন, আমিও একজন প্রবাসী। নাটকটা দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না। একমাত্র প্রবাসীরাই বোঝে পরিবারের সবাইকে রেখে দূরে থাকার কষ্টটা। আরেক নেটিজেন লিখেছেন, কিছু বলার ভাষা নাই, নাটকটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। প্রবাসীর জীবনটা সত্যিই কষ্টের।  একজন নাটকপ্রেমী লিখেছেন, নাটকের সঙ্গে বাস্তবের অনেকটাই মিল আছে। খুব ভালো লাগলো নাটকটা। অনেক অনেক ধন্যবাদ পরিচালককে। আরেক নেটিজেন লিখেছেন, প্রবাসীদের কষ্ট একমাত্র আল্লাহ ছাড়া কেউ বোঝে না। নাটকটা দেখে কান্না চলে এলো।    প্রসঙ্গত, গ্লো অ্যান্ড লাভলী নিবেদিত এবং ফারহান-কেয়া অভিনীত ‘শুধু তোমার জন্য’ নাটকটি বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) আরটিভির ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পায় নাটকটি।
২৫ জানুয়ারি ২০২৪, ১২:৫১

আরটিভিতে আজ যা দেখবেন
বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪, ১০ মাঘ ১৪৩০ । একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন- সন্ধ্যা ৬টা ৫মিনিটে চায়না কালচার নিয়ে অনুষ্ঠান ‘চায়না ফোকাস’। সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে ‘সন্ধ্যার সংবাদ’।  সন্ধ্যা ৭টা ৩০মিনিটে কালজয়ী গানের বৈঠকি আসর ‘সংগীতানুষ্ঠান এই  রাত তোমার আমার’।  রাত ৮টায় ‘নির্বাচিত নাটক’।   রাত ৯টা ২০মিনিটে প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ধারাবাহিক- ‘গোলমাল’।   পরিচালনা- কায়সার আহমেদ ও আল হাজেন।  অভিনয় করেছেন: আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রওনক হাসান, নাদিয়া আহমেদ, সালহা খানম নাদিয়া, প্রাণ রায়, মুনিরা ইউসুফ মেমী, আজিজুল হাকিম প্রমুখ।   রাত ১০টায় প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতিবার ধারাবাহিক নাটক- ‘জাদুনগর’।   রচনা- আহমেদ শাহাবুদ্দীন ও পরিচালনা- কাওসার আহমেদ।   অভিনয় করেছেন- মীর সাব্বীর, নাদিয়া আফরীর মীম, জয়রাজ ওবিদ রেহান, শায়েদ আলী, ড: এজাজ, ওলিউল হক রুমি, বিনয় ভদ্র প্রমুখ।  রাত ১০টা ৪৫মিনিটে ‘রাতের সংবাদ’।  রাত ১১টা ২০মিনিটে লাইভ ‘গোলটেবিল’।  রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।   
২৪ জানুয়ারি ২০২৪, ১২:৩৩

আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে ‘শুধু তোমার জন্য’
এ প্রজন্মের জনপ্রিয় দুই তারকা মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। ইতোমধ্যে বেশ কয়েকটি নাটকে জুটি বেঁধে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তারা। এবার শাহ মোহাম্মদ রাকিবের ‘শুধু তোমার জন্য’ নাটকে কাজ করেছেন ফারহান-কেয়া।      রাকায়েত রাব্বির রচনা এবং রাজা রাজের গল্পে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে ফারহান-কেয়াকে।   মূলত এক প্রবাসীর গল্পে নির্মিত হয়েছে নাটকটি। মাথার ঘাম পায়ে ফেলে পরিবারের জন্য পরিশ্রম করে বিদেশের মাটিতে। কিন্তু তবুও যেন পরিবারের মন পায় না প্রবাসীরা।   নাটকের গল্পে দেখা যায়, সুমন বিদেশ থেকে বাড়ি আসবে এই আনন্দে সুমনের মা, ভাই-বোন সুমনের বউ সবাই অনেক ব্যস্ত। পাশাপাশি সুমনের বাড়ি ফেরায় পরিবারের সবাই ভীষণ খুশি। বিদেশ থেকে ফিরেই একে একে সবার সঙ্গে দেখা করে সুমন। আর তাকে কাছে পেয়েই পরিবারের সদস্যরা সুমনকে ঘিরে ধরে উপহারের জন্য। সবাইকে সবার উপহার বুঝিয়ে দেয় সুমন। তবে মামা আর বোনকে দেওয়া উপহার পছন্দ না হওয়ায় ভীষণ মন খারাপ হয় তাদের। কিছুদিন যাওয়ার পর সুমনের  টাকা প্রায় শেষ হয়ে যায়।  এমন সময় বিদেশ থেকে খবর আসে দুই দিনের মধ্যে কাজে যোগ দিতে হবে সুমনকে। আর এই কথা শুনে চিন্তায় পড়ে যায় সুমন। কারণ তার সব টাকা শেষ হয়ে গেছে। এতো কম সময়ের মধ্যে টিকেট এর জন্য টাকা ব্যবস্থা করবে কীভাবে। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। সুমন কি আদৌ পারবে বিদেশে ফিরে যেতে। নাটকের শেষটা দেখতে হলে চোখ রাখুন আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে।  প্রসঙ্গত, গ্লো এন্ড লাভলী নিবেদিত এবং ফারহান-কেয়া অভিনীত ‘শুধু তোমার জন্য’ নাটকটি বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল পাঁচটায় আরটিভির ড্রামা ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।    
১৮ জানুয়ারি ২০২৪, ১৫:৫৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়