• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
তেলবাহী গাড়িতে অগ্নিকাণ্ড, দগ্ধ ৫ 
সিলেটে পেট্রোল পাম্পে তেলবাহী গাড়ি আনলোড করার সময় অগ্নিকাণ্ডে পাঁচজন দগ্ধ হয়েছেন।  রোববার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর পাঠানটুলা এলাকার নর্থইস্ট পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন নগরীর ঘাসিটুলা বেতেরবাজার এলাকার মো. জাফর আলীর ছেলে মো. মনতাজ মিয়া (৩৫), একই এলাকার মো. মঙ্গল মিয়ার ছেলে মো. লিটন মিয়া (২৫), মিছির আলীর ছেলে মো. মতি মিয়া (৬০), তার ছেলে মো. আলম মিয়া (২৩) ও রজনি চন্দ্র দাসের ছেলে সুভাস দাস (৫৫)। দগ্ধরা সবাই পেট্রোল পাম্পের সামনে সিলেট সিটি করপোরেশনের ড্রেন নির্মাণের কাজ করছিলেন। ঘটনার পর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। স্থানীয়রা জানায়, রোববার বিকেলে তেলবাহী গাড়ি থেকে পেট্রোল পাম্পে তেল আনলোড করা হচ্ছিল। একই সময়ে পাম্পের সামনে সিটি করপোরেশনের ড্রেন নির্মাণে রড কাটার মেশিন ব্যবহার করে কাজ করছিলেন শ্রমিকরা। এসময় আগুনের ফুলকি তেলবাহী গাড়িতে লেগে গেলে বিস্ফোরণ ঘটে। পরে স্থানীয়রা পাম্পের নিজস্ব অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কাজে লাগিয়ে আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ফায়ার লিডার সাজিব হোসেন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে যান। কিন্তু ফায়ার সার্ভিস সদস্যরা যাওয়ার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
২১ জানুয়ারি ২০২৪, ২০:০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়