• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফরোয়ার্ড তেভেজ
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড কার্লোস তেভেজ। বুয়েন্স আয়ার্সের একটি হাসপাতালে নেওয়া হয় তাকে। মঙ্গলবার (২৩ এপ্রিল) এই বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব ইন্ডিপেনডিয়েন্ত। ২০২২ সালে সব ধরনের ফুটবল থেকে অবসর নেওয়া তেভেজ বর্তমানে আর্জেন্টিনার ক্লাব ইন্ডিপেনডিয়েন্তের হেড কোচের দায়িত্বে আছেন।  সোশ্যাল মিডিয়া এক্সে এক বার্তায় ক্লাবটি জানিয়েছে, আমাদের কোচ কার্লোস তেভেজ বুকে ব্যথা নিয়ে সান ইসিড্রোর লা ত্রিনিদাদ হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাথমিকভাবে তার পরীক্ষার রিপোর্ট সন্তোষজনক এসেছে বলেও জানিয়েছে তারা। যদিও সতর্কতা হিসেবে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা চলবে। সে পর্যন্ত হাসপাতালেই থাকবেন তিনি।  ২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে ৭৬ ম্যাচ খেলেছেন তেভেজ। জাতীয় দলের হয়ে কোনো ট্রফি না থাকলেও প্রিমিয়ার লিগে ম্যানইউর সঙ্গে দুইবার ও সিটির জার্সিতে একবার শিরোপা জেতেন তিনি। ২০২৩ সালের আগস্ট থেকে ইন্ডিপেনডিয়েন্তের কোচিংয়ে আসেন তেভেজ। ২০২২ সালের জুনে খেলোয়াড়ী ক্যারিয়ারের ইতি টেনে রোজারিও সেন্ট্রালের দায়িত্বে ছিলেন অল্প কিছুদিন।
১৩ ঘণ্টা আগে

৫ ফেব্রুয়ারি : ইতিহাসে আজকের এই দিনে
আজ সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৬তম দিন। বছর শেষ হতে আরও অধিবর্ষে ৩৩০ দিন বাকি। ইতিহাসের পাতায় চোখ বুলিয়ে এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনাবলী- ঘটনাবলী  ১৬৪৯ - প্রিন্স অব ওয়েলস দ্বিতীয় চার্লস রাজা হন। ১৬৭৯ - জার্মানির সম্রাট প্রথম লিওপড ফ্রান্সের সঙ্গে শান্তিচুক্তি করেন। ১৭৮২ - ব্রিটিশদের কাছ থেকে স্পেন মিনার্কো অধিকার করে। ১৭৮৩ - ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ভূমিকম্পে ৩০ হাজার লোক মৃত্যুবরণ করে। ১৭৯২ - টিপু সুলতান ব্রিটিশ ও হায়দারাবাদের নিজামের কাছে পরাজিত হয়ে মহীশূরের অর্ধেক এলাকা ব্রিটিশদের হাতে ছেড়ে দেন। ১৮১৭ - মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম গ্যাস কোম্পানি গঠিত হয়। ১৮১৮ - চতুর্দশ চার্লসকে সুইডেনের রাজা ঘোষণা করা হয়। ১৮৩১ - প্রসন্নকুমার ঠাকুরের সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকা দ্য রিফর্মার প্রথম প্রকাশিত হয়। ১৮৭২ - ভারত সংস্কারক সভা কর্তৃক ‘ভারত আশ্রম’ প্রতিষ্ঠিত হয়। ১৮৮৯ - গৌরহরি সেনের উদ্যোগে কলকাতার বিডন স্ট্রিটে ঐতিহাসিক চৈতন্য লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়। ১৯০০ - মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে পানামা খাল নিয়ে চুক্তি হয়। ১৯২৩ - অস্ট্রেলীয় ক্রিকেটার বিল পন্সফোর্ড প্রথম-শ্রেণীর ক্রিকেটে ৪২৯ রান করে বিশ্বরেকর্ড গড়েন। ১৯৩৪ - ইতালিতে একীভূত রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। ১৯৩৭ - চার্লি চ্যাপলিন অভিনীত প্রথম সবাক চলচ্চিত্র মডার্ন টাইমস মুক্তি পায়। ১৯৫৮ - নতুন সংযুক্ত আরব প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে জামাল আবদেল নাসের মনোনীত হন। ১৯৬৬ - লাহোরে আহুত ‘সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলন’ শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি উপস্থাপন করেন। ১৯৭৪ - জাতীয় সংসদে বিরোধী ও স্বতন্ত্র সদস্যদের ওয়াক আউটের মুখে একতরফাভাবে বিশেষ ক্ষমতা আইনের বিল পাস করা হয়। ২০১৩ - যুদ্ধাপরাধীর ফাঁসির দাবীতে গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয়। জন্ম ১৭৯৯ - ইংরেজ উদ্ভিদবিজ্ঞানী জন লিন্ডল জন্মগ্রহণ করেন। ১৮৪০ - টায়ারের উদ্ভাবক জন ব্যুও ডানলপ জন্মগ্রহণ করেন। ১৮৬৬ - স্কটিশ নৃতাত্ত্বিক স্যার আর্থার কিথ জন্মগ্রহণ করেন। ১৮৮৮- ওলন্দাজ চিত্রশিল্পী আন্তন মাউভ জন্মগ্রহণ করেন। ১৮৯৪ - বাংলার নারী আন্দোলনের অগ্রগণ্য কর্মী আশালতা সেন জন্মগ্রহণ করেন। ১৯১৪ - নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী অ্যালান লয়েড হজকিং জন্মগ্রহণ করেন। ১৯১৫ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ রবার্ট হফষ্টাটার জন্মগ্রহণ করেন। ১৯৩২ - ভারতের বাঙালি কবি শঙ্খ ঘোষ জন্মগ্রহণ করেন। ১৯৭৬ - ভারতীয় চলচ্চিত্র তারকা অভিষেক বচ্চন জন্মগ্রহণ করেন। ১৯৮৪ - আর্জেন্টিনাইন ফুটবলার কার্লোস তেভেজ জন্মগ্রহণ করেন। ১৯৮৫ - পর্তুগীজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো জন্মগ্রহণ করেন। ১৯৯২ - ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারেরও জন্মদিন আজ। মৃত্যু ১৬০৮ - জার্মান গণিতবিদ গ্যাসপার স্কট মারা যান এই দিনে। ১৮৫৯ - বাঙালি কবি, লেখক, সাংবাদিক, সমাজ সংস্কারক এবং ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন 'বঙ্গভাষা প্রকাশিকা সভার অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি তর্কবাগীশ গৌরীশঙ্কর ভট্টাচার্যের মৃত্যু হয় আজকের এই তারিখে। ১৮৮১ - বিখ্যাত স্কটিশ ঐতিহাসিক, সাহিত্য সমালোচক ও কলামিস্ট থমাস কার্লাইল মৃত্যুবরণ করেন। ১৯৭৯ - বিখ্যাত ইংরেজ ক্রিকেটার এডি পেন্টার মৃত্যুবরণ করেন। ১৯৮৮ - ভারতীয় বাঙালি চলচ্চিত্র কৌতুকাভিনেতা সন্তোষ দত্ত মৃত্যুবরণ করেন। ১৯৯৮ - ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক অর্ধেন্দু সেন মারা যান । ১৯৯৯ - নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান অর্থনীতিবিদ ওয়াসসিলয় লেওনটিফ মারা যান। ২০২০ - মার্কিন জৈব রসায়নবিদ ও চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ী স্টানলি কোহেন মারা যান। ২০২৩ - পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ মারা যান।
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়