• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
ট্রাফিক তেজগাঁও বিভাগের ব্যবস্থাপনার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী
সড়কে শৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক তেজগাঁও বিভাগের ব্যবস্থাপনার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১২ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ডিএমপি জানায়, ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা রক্ষায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের দিক নির্দেশনায় ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগ সবসময় কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে মন্ত্রিসভার সদস্য, প্রধান বিচারপতি, সংসদ সদস্য, কুটনীতিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী ট্রাফিক তেজগাঁও বিভাগের পুলিশ সদস্যদের সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং ট্রাফিক পুলিশ সদস্যদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য তেজগাঁও ট্রাফিক বিভাগের প্রশংসা করেন। গণভবনে প্রায় পাঁচ হাজার অতিথি আসেন। আগত অতিথিদের গমনাগমন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ট্রাফিক তেজগাঁও বিভাগকে ধন্যবাদও জানান তিনি।
১২ এপ্রিল ২০২৪, ১৪:৩৮

রমজানে যানজট নিরসনে ট্রাফিক তেজগাঁও বিভাগের মতবিনিময়
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে মোহাম্মদপুর-রিং রোড সংলগ্ন এলাকায় যানজট নিরসনে ট্রাফিক তেজগাঁও বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশনায় শনিবার (৯ মার্চ) বেলা ১১টায় ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোস্তাক আহমেদের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ কমিশনার মো. তারেক সেকান্দার (অতিরিক্ত দায়িত্বে ট্রাফিক মোহাম্মদপুর জোন), সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-মোহাম্মদপুর জোন) ও স্থানীয় কাউন্সিলর আসিফসহ প্রায় ২০০ জন বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।  মতবিনিময় সভায় সকল পর্যায়ের অংশগ্রহণকারীদের কাছ থেকে রমজানে ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে মুক্ত আলোচনা হয়। এছাড়া অনেকেই মার্কেট কেন্দ্রিক বখাটেদের আড্ডা ও মূল সড়কে হকারদের কারণে রাস্তায় ট্রাফিক সমস্যা নিয়ে গঠনমূলক আলোচনা করেন। এ সময় রাস্তায় ও ফুটপাতে হকার মুক্তকরণে সহকারী পুলিশ কমিশনার (মোহাম্মদপুর -পেট্রোল) বিশেষ অভিযানের মাধ্যমে রমজান শুরুর আগেই ট্রাফিক বিভাগকে সার্বিক সহযোগিতার বিষয়টি নিশ্চিত করেন।  ট্রাফিক তেজগাঁও বিভাগের এডিসি মো. জাহাঙ্গীর আলম সকলের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এবং অংশীজনদের মধ্যকার সম্পর্কে একটি গঠনমূলক ও টেকসই উন্নয়নের সেতু তৈরি করে সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনে নিজ নিজ জায়গা থেকে সকলকে কাজ করার অনুরোধ করেন।  সভাপতি ডিসি মোস্তাক আহমেদ বলেন, সকলের সহযোগিতা নিয়ে হকারমুক্ত ফুটপাত-রাস্তা ও যানজট নিরসনে ট্রাফিক তেজগাঁও বিভাগ, ক্রাইম বিভাগ ও কমিউনিটি ট্রফিক পুলিশের সমন্বয়ে কাজ করার আশাব্যক্ত করেন।  সভায় আগত বিভিন্ন রাজনৈতিক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং সুধীসমাজ আসন্ন রমজানের পূর্বে এমন সভা আয়োজন করায় ট্রাফিক তেজগাঁও বিভাগের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
০৯ মার্চ ২০২৪, ২২:৩৬

তেজগাঁও রেলস্টেশনে পড়ে ছিলেন কিংবদন্তি ফুটবলার মহসিন
প্রায় দুই দিন ধরে নিখোঁজ ছিলেন বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার মোহাম্মদ মহসিন। অবশেষে বাসায় ফিরেছেন তিনি। মহসিনের বাসায় ফেরার তথ্য নিশ্চিত করেছেন তার ছোট ভাই কোহিনূর পিন্টু।  বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে তেজগাঁও রেলস্টেশন থেকে জিআরপি পুলিশ তাকে খুঁজে পেয়ে রিকশায় করে বাসায় পাঠিয়ে দিয়েছেন। সকালেই ঠিকঠাক বাসার ঠিকানা অনুযায়ী রিকশাচালক মহসিনকে বাসায় পৌঁছে দিয়েছেন।  মহসিনের নিখোঁজ হওয়ার পর থানায় জিডিসহ বাসা সংলগ্ন এলাকা সহ আশপাশে পোস্টারিং করা হয় পরিবারের পক্ষ থেকে। সেই সূত্রে হয়তো কেউ মহসিনকে চিনতে পেরেছেন বলে মনে করছেন ভাই পিন্টু।  পিন্টু বলেন, মহসিন কীভাবে তেজগাঁও রেলস্টেশনে গেলো, বোধগম্য হচ্ছে না। ওর পুরো শরীরে ধুলোবালুতে একাকার। ওখানেই মনে হয় পড়ে ছিল। জিআরপি পুলিশ আমাকে ফোন করেছিল। ওরাই রিকশা করে বাসায় পাঠিয়েছে। বাসায় আসার পর ওকে জিজ্ঞেস করেও কোনও সদুত্তর পাইনি। এসে শুধু বলেছে ক্ষুধা পেয়েছে। এখন গোসল করিয়ে খাওয়ানোর পর ওষুধ দিয়ে ঘুম পাড়ানো হয়েছে। এমনিতে মানসিকভাবে অসুস্থ জাতীয় দলের সাবেক তারকা গোলকিপার মোহাম্মদ মহসিন। সবসময় মালিবাগের আয়শা কমপ্লেক্সের বাসাতে পরিবারের অন্য সদস্যদের চোখে চোখে থাকতেন।  মঙ্গলবার হঠাৎ করেই অন্যদের নজর এড়িয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরেননি।  ৮০ ও ৯০-এর দশকে আবাহনী-মোহামেডানে খেলা একসময়ের স্টাইলিশ গোলকিপার মহসিনকে না পেয়ে তার ছোট ভাই কোহিনুর ইসলাম পিন্টু রমনা থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।     কানাডা থেকে এসে ঢাকার বাসায় দিনাতিপাত করছিলেন মহসিন। কিছু দিন আগেও চিকিৎসার অভাবে মহসিনের খারাপ অবস্থা ছিল। ক্রিকেট বোর্ড দায়িত্ব নিয়ে চিকিৎসার ব্যবস্থা করলেও সেরে ওঠেননি।
০৭ মার্চ ২০২৪, ১৪:৩৪

এসএসসি পরীক্ষার্থীদের জন্য তেজগাঁও থানার ‘সাপোর্ট’
এসএসসি পরীক্ষার্থীদের জন্য ‘সাপোর্ট’ নামে সেবা বুথ খুলেছে পুলিশ। তেজগাঁও থানার তিন পরীক্ষাকেন্দ্রের সামনে এসব বুথ খোলা হয়। কেন্দ্রগুলো হলো-তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারি বালক বিদ্যালয় ও গভর্নমেন্ট সাইন্স হাই স্কুল। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন। ওসি বলেন, এসব বুথ থেকে শিক্ষার্থীরা নানা ধরনের সেবা পাবে। যানজটে আটকে থাকা শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়া, কেউ ভুল কেন্দ্রে চলে আসলে তাকে সঠিক কেন্দ্রে পৌঁছে দেওয়া, প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন বা অন্য কিছু ফেলে আসলে তা আনার ব্যবস্থা করা, কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড়ে যেন শিক্ষার্থীদের সমস্যা না হয় সে ব্যবস্থা করে দিচ্ছে সাপোর্ট।  তিনি বলেন, সকালে তিনটি কেন্দ্রের সামনেই চকলেট ও কলম দিয়ে পরীক্ষার্থীদের স্বাগত জানানো হয়। আজ প্রথম দিন গভর্নমেন্ট সাইন্স হাই স্কুল কেন্দ্রে ইয়াছির আরাফাত নামের এক পরীক্ষার্থী প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড ভুলে বাসায় রেখে আসেন। শিক্ষার্থীর সেইসব কাগজ আনার ব্যবস্থা করে দেয় সাপোর্ট। পরীক্ষার্থীদের জন্য পুরো পরীক্ষার সময় এসব বুথ রাখবে তেজগাঁও থানা।  
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়