• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

কলকাতার সিনেমায় তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ক্যারিয়ারে অসংখ্য হিট নাটক উপহার দিয়েছেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। মাঝে মধ্যেই আকর্ষণীয় লুকে ছবি দিয়ে ভক্তদের নজর কাড়েন তিশা। এবার শোনা যাচ্ছে, শিগগিরই দেশের গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গে পাড়ি জমাচ্ছেন তিশা। গণমাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।       এ প্রসঙ্গে তিশা বলেন, দীর্ঘদিন ধরেই টালিউডের বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতার কাছ থেকে প্রস্তাব পাচ্ছিলাম আমি। কিন্তু ব্যাটে-বলে না মেলায় কাজ করা হয়নি। কখনও শিডিউল নিয়ে জটিলতা হয়েছে আবার কখনও গল্প কিংবা নির্মাতা পছন্দ হয়নি।  অভিনেত্রী আরও বলেন, এবার সবকিছু চূড়ান্ত হয়েছে। আমিও সম্মতি দিয়েছি কাজ করার জন্য। নির্মাতা কে, আমার সঙ্গে কে অভিনয় করবেন, সেটা এখনই বলছি না। তবে এতটুকু বলতে পারি, চলতি বছরই পশ্চিমবঙ্গের সিনেমায় আমাকে দেখতে পাবেন দর্শক।  জানা গেছে, কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল কলকাতার সিনেমায় যুক্ত হচ্ছেন তিশা। মূলত বেশ কয়েকবার কলকাতায় যাওয়া-আসায় গুঞ্জনটি ছড়িয়েছিল। তবে এতে ব্যাপক খুশিই হয়েছিলেন অভিনেত্রীর ভক্তরা। তিশার স্বীকারোক্তি যেন সেটা আরও বাড়িয়ে দিলো। প্রসঙ্গত, বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তিশা অভিনীত নাটক ‘বাবা তুমি কোথায়?’। এতে তার বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। নাটকটি নিয়ে ভীষণ আশাবাদী এই অভিনেত্রী।
৩১ জানুয়ারি ২০২৪, ১৬:২৮

৭২ ঘণ্টার পর্যবেক্ষণে ফারুকী, জানালেন তিশা
গতকাল সোমবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে অবজারভেশনে রয়েছেন তিনি। নির্মাতার অসুস্থতার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এবার ফারুকীর বর্তমান পরিস্থিতির কথা জানালেন তিশা।  জানা গেছে, ফারুকীকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। পাশাপাশি সিটি অ্যানজিওগ্রাম করা হয়েছে এই নির্মাতার।  এদিকে ফারুকীর অসুস্থতার খবরে ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন বিনোদন অঙ্গনে তাদের শুভাকাঙ্ক্ষী, সহযাত্রী এবং দেশ–বিদেশে ছড়িয়ে থাকা তাদের ভক্তরা। সবাই দ্রুত সুস্থতা কামনা করছেন নির্মাতার।   মঙ্গলবার (২৩ জানুয়ারি) দেশের এক গণমাধ্যমে তিশা বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন, অপারেশন করতে হবে না। তবে পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে। পাশাপাশি ৭২ ঘণ্টা পর পর্যবেক্ষণে রাখতে হবে ফারুকীকে। এরপর ব্রেইনের একটা সিটি স্ক্যান করা হবে।  এর আগে সোমবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফারুকীর অসুস্থতার বিষয়টি জানিয়ে একটি পোস্ট দেন তিশা। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল সিটি অ্যানজিওগ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’ প্রসঙ্গত, নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন। তাদের সংসারে ইলহাম নুসরাত ফারুকী নামে এক সন্তান রয়েছে।    
২৩ জানুয়ারি ২০২৪, ১৩:১৭

তোদের অসভ্যতার শেষ হোক : ফারুকী
তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নিজস্ব নির্মাণশৈলীতে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। প্রায় সময়ই কাজ, অভিজ্ঞতা কিংবা নানান বিষয়ে নিজের মতামত শেয়ার করেন ভক্তদের সঙ্গে. এবারও তার ব্যতিক্রম হলো না। অভিশাপ দিয়েই নাকি নতুন বছরকে স্বাগত জানাতে হলো এই নির্মাতাকে।  রোববার (৩১ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ফারুকী।  পাঠকদের সুবিধার জন্য নির্মাতার পোস্টটি হুবহু তুলে ধরা হলো-  নতুন বছর শুরু করতে হচ্ছে অভিশাপ দিয়ে। ঘুমন্ত সন্তান যখন কেঁপে কেঁপে ওঠে, তখন পিতা কেবল অভিশাপই দিতে পারে। কারও আনন্দের বিনাশ আমি কখনোই চাই না। কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি— তোদের অসভ্যতার শেষ হোক, শেষ হোক, শেষ হোক! একজন লিখেছেন, লজ্জা লাগছে আজকে আমার। আরেক নেটিজেন লেখেন, শব্দবাজিসহ সবরকম আতশবাজি নিষিদ্ধ হোক। সে উৎসবের দিন হোক বা অন্য আনন্দ ফুর্তির।  ফারুকীর এক ভক্ত লিখেছেন, আমাদের মতন অসভ্য কেউ নাই, ভাই।  গতকাল ছিল ২০২৩ সালের শেষ দিন। তাই নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্বজুজুড়েই ‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপন করেছেন সবাই। নানান ধরনের আতশবাজি আর ফানুস উড়িয়ে নতুন বছরকে ওয়েলকাম জানিয়েছেন ২০২৪ সালকে।  তবে এসব আতশ বাজির কারণে অনেক সময়ই ক্ষতির সম্মুখীন হতে হয়। পাশাপাশি ছোট ছোট বাচ্চারাও ভয় পেতে যান। মূলত এ কারণেই এমন স্ট্যাটাস দিয়েছেন ফারুকী।  ফারুকী ও তিশার সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন ইরেশ যাকের, ডলি জহুর, শরাফ আহমেদ জীবনসহ আরও অনেকে। শুধু তিশা-ফারুকী নয়, তাদের সঙ্গে সিনেমায় আরো অভিনয় করেছেন এই তারকা দম্পতির একমাত্র কন্যা সন্তান ইলহাম।  প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর মুক্তি পায়  নির্মাতা ফারুকী ও তিশার প্রেমের গল্পে আবর্তিত সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। এটি চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’র প্রথম সিনেমা।
০১ জানুয়ারি ২০২৪, ১০:০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়