• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
পাবনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের তিনদিনব্যাপী আবির্ভাব মহোৎসব
বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পাবনার হিমায়েতপুরে শুরু হয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬ তম আবির্ভাব দিবস ও  পুণ্য দোল-পূর্ণিমা মহোৎসব।  গত রোববার থেকে শুরু হওয়া এ মহোৎসব উপলক্ষে দেশ ও দেশের বাইরে থেকে হাজার নারী পুরুষ ভক্তরা এসেছেন ঠাকুরের আশীর্বাদ নিতে। প্রতি বছর এইদিনে ২৪, ২৫ ও ২৬ মার্চ তারিখে ঠাকুরের জন্মতিথিতে এই মহোৎসব পালন করা হয়। মহা উৎসব  উপলক্ষে পাবনার হিমাইতপুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের  আশ্রম প্রাঙ্গনে চলছে নানা আচার ও ধর্মীয় অনুষ্ঠান।দেশের বিভন্ন জেলা থেকে  হাজার হাজার এবং দেশের বাইরে থেকেও ভক্তবৃন্দের সমাগমে মুখরিত হয়ে  উঠেছে সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গন। তিনদিনের মহোৎসবের  ১ম দিনের অনুষ্ঠান সূচিতে ছিলো ঊষালগ্নে মাঙ্গলিকী, সমবেত প্রার্থনা, কর্মী বৈঠক, ভক্তি সঙ্গীত, দুপুরে আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরণ, বিকেলে যুবসম্মেলন, রামায়ন গান, সন্ধ্যায় সন্ধ্যা প্রার্থণা ও আলোচনা সভা এবং রাতে লোকরঞ্জন অনুষ্ঠান। ২য় দিনে অনুষ্ঠিত হয়েছে ঊষালগ্নে মাঙ্গলিকী, সমবেত প্রার্থনা, সদ্গ্রন্থাদি পাঠ, ভক্তি সংগীত, শ্রীকৃষ্ণের দোলযাত্রা ও ভগবান শ্রীকৃষ্ণের লীলাকীর্তন, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩৯তম আবির্ভাব দিবসের পুণ্যলগ্নের স্মৃতিচারণ, শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থান প্রদক্ষিণ, কিশোরমেলা, দুপুরে আনন্দবাজারে প্রসাদ বিতরণ, মাতৃ সম্মেলন, সন্ধ্যায় সমবেত প্রার্থণা ও প্রার্থনান্তে ধর্মসভা, রাতে লোকরঞ্জন অনুষ্ঠান।  মহোৎসবের ৩য় ও শেষদিন মঙ্গলবার ছিল ঊষালগ্নে মাঙ্গলিকী, তারকব্রক্ষ্ম নাম, সমবেত প্রার্থনা, সদ্গ্রন্থাদি পাঠ, ভক্তি সংকীর্তন, দুপুরে আনন্দবাজারে প্রসাদ বিতরণ, সন্ধ্যায় সন্ধ্যা প্রার্থণা ও প্রার্থনান্তে ধর্মসভা, রাতে লোকরঞ্জন অনুষ্ঠান। উৎসবে যোগ দেনভারত থেকে আগত শ্রী প্রলয় মজুমদার ভাগ্নি বাগ্মী প্রবর বক্তা (প্র:ঋ:), পাবনা কমিটির সাধারণ সম্পাদক তাপষ বর্মন, সৌমিত্র মজুমদার পলাশ, হিরন্ময় ঘোষ, চন্দন্ময় নন্দী, সুদেব ঘোষ, মানিক দাস (স:প্র:ঋ:) সমাপ্ত সাহা, ভবি সাহাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
২৮ মার্চ ২০২৪, ১৪:১২

চাঁদপুরে শেষ হলো তিনদিনব্যাপী বই মেলা
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাজীগঞ্জ ফোরামের আয়োজনে তিনদিনব্যাপী বই মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।  বুধবার দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ ফুড লাভারস পার্টি সেন্টারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর রফিকুল ইসলাম বীর উত্তম।  এদিকে তিনদিন ব্যাপী বইমেলায় এবারের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মাঝে ফিরে এসেছিল প্রাণের স্পন্দন। পাঠক, দর্শক ও লেখকদের আনাগোনায় মুখরিত ছিল এই মেলা। হাজীগঞ্জ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার শাহরিয়ার আহমেদের সভাপতিত্বে বই মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তাফস শীল, অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, হাজিগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রশিদ প্রমুখ। পরে মেজর রফিকুল ইসলাম বীর উত্তম বই মেলার বিভিন্ন বইয়ের স্টল পরির্দশন করেন। 
২২ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়