• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
মাঠে ৬৫৩ বিচারিক হাকিম, অপরাধে তাৎক্ষণিক শাস্তি
নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইসহ নানান অপরাধের বিচার করতে মাঠে নেমেছেন ৬৫৩ বিচারিক হাকিম। শুক্রবার (৫ জানুয়ারি) থেকে আগামী পাঁচ দিন নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন তারা।  নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। ইসির আইন শাখার যুগ্ম সচিব মো. মাহবুবার রহমান সরকার বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী অপরাধ আমলে নিয়ে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট পেপার ধ্বংস করা, ব্যালট বক্স ছিনতাই, ভোটদানে বাধা দেওয়া বা বাধ্য করা, ভোটকেন্দ্রের পরিবেশকে ভোটের উপযোগী না রাখা, এসব অপরাধের তাৎক্ষণিকভাবে বিচার করতে পারবেন বিচারিক হাকিম। তিন থেকে সাত বছরের দণ্ড দিতে পারবেন। এদিকে শুক্রবার সকাল ৮টায় প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণার সময় শেষ হয়েছে। মূলত ইসির নিয়মানুযায়ী— ভোটের ৪৮ ঘণ্টা আগে শেষ করতে হয় প্রচার-প্রচারণা। সেই নিয়ম মেনেই সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল ধরনের প্রচার-প্রচারণার সমাপ্তি হয়েছে। এখন কেউ প্রচারণা চালালে ছয় মাসের জেল অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। এ ছাড়া নির্বাচন কমিশন চাইলে শুনানি করে প্রার্থিতাও বাতিল করতে পারবে। 
০৫ জানুয়ারি ২০২৪, ১৯:০১

জ্বালানি তেলের দাম তাৎক্ষণিক সমন্বয় করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম বিশ্ববাজারের সঙ্গে তাৎক্ষণিক সমন্বয় করা হবে। এজন্য আগামী দু-এক মাসের মধ্যে ‘ডায়নামিক ডেইলি প্রাইসিং মেথড’ ব্যবস্থা চালু করা হবে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।  তিনি বলেন, আমরা চাচ্ছি আগামী কয়েক বছরের মধ্যে যাতে ভর্তুকি থেকে বিদ্যুৎ-জ্বালানি বেরিয়ে আসে। জ্বালানি ক্ষেত্রে যাতে ডায়নামিক প্রাইসিং আসে। যাতে এটা সহনীয় পর্যায়ে হয়। নসরুল হামিদ বলেন, ভারতে যেমন সকাল-বিকেল জ্বালানির মূল্য পরিবর্তন হয়। আমরা ঠিক সে রকম মেকানিজমের দিকে যাচ্ছি। যখন দাম কমবে, তখন দাম কমানো হবে। যখন দাম সমন্বয় করা দরকার তখন সমন্বয় হবে। এ বিষয়গুলো মাথায় রেখেই একটা ডায়নামিক প্রাইসিং হচ্ছে। এ ছাড়া বিদ্যুৎ বিভাগ খুবই বড় একটা নবায়নযোগ্য জ্বালানির দিকে যাচ্ছে। প্রায় ১২ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ নিয়ে আমরা কাজ করছি। আগামী মাসগুলোর মধ্যে নেপালের বিদ্যুৎ আনতে চুক্তি সই হবে। নবায়নযোগ্য জ্বালানি চলে আসবে। আগামী দুই বছরের মধ্যে দুই হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি ঢুকবে। তিনি আরও বলেন, যারা ঢাকার বাসিন্দা তাদের জন্য সুখবর হলো- আগামী পাঁচ বছরের মাথায় আমরা চেষ্টা করছি ঢাকার যত বিদ্যুতের লাইন আছে মাটির নিচ দিয়ে চলে যাবে। ইতোমধ্যে ধানমন্ডিতে কাজ শুরু হয়েছে।
০৪ জানুয়ারি ২০২৪, ২১:২৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়