• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
তারাবি নামাজ পড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তারাবির নামাজ পড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে ইমামসহ গুরুতর আহত হয়েছেন ৩ জন।  সোমবার (১ এপ্রিল) রাত ৯টায় বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ফুলবাড়িয়া নুরে মদিনা জামে মসজিদে ঘটে এ ঘটনা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন যাবৎ নুরে মদিনা জামে মসজিদের ইমামতি করে আসছেন উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মাওলানা আব্দুর রহমান (৬৫)। তিনি অসুস্থতার জন্য চিকিৎসাধীন থাকায় ৩১ মার্চ তারাবি পড়ান উপজেলার নাজিরাবাড়ির মো. দুলাল মিয়ার ছেলে নাঈম মিয়া (১৮)। তিনি ওই মসজিদে সকালে শিশুদের মক্তবের হুজুর ছিলেন। মাওলানা আব্দুর রহমান সুস্থ হয়ে নামাজ পড়াতে আসলে এক গ্রুপ বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত্র ঘটে। এ ঘটনায় ফুলবাড়িয়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মাওলানা আব্দুর রহমান (৬৫), মৃত মতিউর রহমানের ছেলে সারোয়ার হোসেন (৩০), হাজী শহীদ মিয়ার ছেলে আব্দুল হক (৫৫) গুরুতর আহত হলে উন্নয়ন চিকিৎসার জন্য তাদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়াও ৫ থেকে ৭ জন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। এ বিষয়ে বিজয়নগর থানার ওসি (তদন্ত) হাসান জামিল জানান, ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  এ ঘটনায় প্রকৃত দোষীদের বের করতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
০২ এপ্রিল ২০২৪, ০৮:৫১

পারিশ্রমিক ছাড়াই ১৮ বছর তারাবি পড়াচ্ছেন ছাত্রলীগ সভাপতি!
কক্সবাজারের টেকনাফের একটি মসজিদে কোনো হাদিয়া বা বিনিময় ছাড়াই দীর্ঘ ১৮ বছর ধরে রমজানে খতম তারাবি পড়াচ্ছেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাফেজ নূর কামাল। জানা গেছে, টেকনাফের সীমান্ত শহরের ফুলের ডেইল এলাকার বাসিন্দা হাফেজ নূর কামাল। তিনি ২০০৪ সালে কোরআনে হাফেজ হয়ে ফুলের ডেইলের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম তারাবি নামাজ পড়ানো শুরু করেন। এবার ১৮তম তারাবি নামাজের ইমামতি করছেন তিনি। কামাল ২০১৪ সালে হ্নীলা শাহমজিদিয়া ইসলামিয়া আলিম মাদরাসা থেকে দাখিল, ২০১৬ সালে কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসা থেকে আলিম ও ২০২০ সালে ফাজিল পাস করেছেন। বর্তমানে উখিয়া কলেজে বাংলা বিভাগের স্নাতকের শেষ বর্ষের ছাত্র তিনি। ২০১০ সালে হ্নীলা শাহমজিদিয়া ইসলামিয়া আলিম মাদরাসা শাখা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন হাফেজ নূর কামাল। এরপর ২০১৮ সালে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পরের বছর হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন তিনি। এ বিষয়ে হাফেজ নূর কামাল বলেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করছি। যত দিন বেঁচে থাকব ইসলাম প্রচারে কাজ করে যাব। রাজনীতির পাশাপাশি হালাল আয় করে জীবন অতিবাহিত করতে চাই।  
২৩ মার্চ ২০২৪, ০৩:০৭

তারাবি পড়তে গিয়ে নিখোঁজ, ভুট্টাখেতে মিলল মরদেহ
জামালপুরের দেওয়ানগঞ্জে ভুট্টাখেত থেকে আব্দুর রাজ্জাক (৪০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) সকাল ১০টার দিকে ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী এলাকার একটি ভুট্টাখেত থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ। আব্দুর রাজ্জাক হারুয়াবাড়ী এলাকার সুরুজ্জামানের ছেলে। তিনি স্থানীয় সানন্দবাড়ী এলাকায় ভুট্টার ব্যবসা করতেন। দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম জানান, রোববার সন্ধ্যায় তারাবি নামাজের কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান আব্দুর রাজ্জাক। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন। সোমবার সকালে বাড়ির পাশে একটি ভুট্টাখেতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
১৮ মার্চ ২০২৪, ২০:০০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়