• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
‘ফুটবলের উজ্জ্বল তারকারা অবশ্যই ফর্মে ফিরবে’
চ্যাম্পিয়ন্স লিগে এখনও খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি ফুটবলের উজ্জ্বল তারকারা। তবে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির বিশ্বাস, অচিরেই কিলিয়ান এমবাপ্পেসহ অন্য তারকারা নিজেদের ফর্মে ফিরবেন। চলতি সপ্তাহে অনুষ্ঠিত চারটি কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচই দারুণ আনন্দ দিয়েছে সমর্থকদের। তবে বড় আসরে যে সমস্ত বড় তারকাদের দিকে চোখ ছিল, তারা কেউই সেভাবে নিজেদের প্রমাণ করতে পারেনি। পিএসজির তারকা স্ট্রাইকার এমবাপ্পে বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলের পরাজয়ের ম্যাচটিতে হতাশ করেন। অন্যদিকে মাদ্রিদ ডিফেন্ডার এন্টোনিও রুডিগার ও ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড আর্লিং হালান্ডও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। মাদ্রিদের শীর্ষ গোলদাতা জুড বেলিংহাম সান্তিয়াগো বার্নাব্যুতে ইংলিশ চ্যাম্পিয়নদের সঙ্গে ৩-৩ গোলের ড্রয়ের ম্যাচটিতে ফর্মহীনতায় ভুগেছেন। এক সংবাদ সম্মেলনে মাদ্রিদ বসের মন্তব্য, ‘ধৈর্য ধরো, হতে পারে প্রথম লেগে নিজেদের মেলে ধরতে পারেনি তারা। কিন্তু এখনও ম্যাচ বাকি আছে, তাদেরকে সময় দাও। অবশ্যই তারা স্বরূপে ফিরে আসবে।’ আনচেলত্তি আরও বলেন, ‘২০ বছর বয়সী বেলিংহাম তার ভূমিকা যথাযথভাবে পালন করে চলেছেন। যদিও মৌসুমের শুরুতে তিনি যেভাবে গোল পেয়েছেন, সেই ধারা আর ধরে রাখতে পারেননি।’ মাদ্রিদের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় এবার ২০ গোল করেছেন বেলিংহাম। তবে শেষ ১৩ ম্যাচে অবশ্য করেছেন মাত্র তিন গোল।  আনচেলত্তির ভাষ্য, ‘বেলিংহামের গোলের ধারা কিছুটা কমে গেছে, এটা বিস্ময়কর। কিন্তু সে নিজের দায়িত্বটুকু পালন করে চলেছে। মাঠে বেলিংহামের ভূমিকা একজন মিডফিল্ডারের। কিন্তু ফুটবলীয় ধারায় বলা যায় সে দারুণভাবে নিজের দায়িত্ব পালন করেছে, কিছুই সে মিস করেনি। গোল করেছে, সতীর্থদের দিয়ে গোল করিয়েছে।’
১৩ এপ্রিল ২০২৪, ১৫:৪৮

তারকারা কে কোথায় ঈদ করবেন
আর মাত্র কয়েক ঘণ্টা পরেই ঈদ। আর এই উৎসবকে কেন্দ্র করে সবার মাঝেই দেখা যাচ্ছে এক ভিন্ন আমেজ। পরিবারের সাথে ঈদ করতে অনেকেই ছুটছেন দেশের বাড়ি। পাশাপাশি এই ছুটিতে বাড়তি আনন্দ যোগ করতে টিভি চ্যানেল, ওটিটি, ইউটিউবে আসছে অনেক নতুন নাটক, ওয়েব ফিল্ম শুরু করে নানা ধরনের কন্টেন্ট। পাশাপাশি নিজেকে একটু সবার থেকে ভিন্ন করে সাজাতে নিচ্ছেন অনেকেই অনেক প্রস্তুতি। সব কিছু মিলিয়ে পিছিয়ে নেই শোবিজ তারকারাও। আরটিভির সঙ্গে কথা হলে বেশ কিছু তারকারা জানান ঈদ নিয়ে তাদের পরিকল্পনার কথা।   অমিত হাসান আসলে ঈদ নিয়ে তেমন কোন পরিকল্পনা নেই। ঈদ ঢাকাতেই থাকবো। ঈদের পর দিন গ্রামের বাড়িতে যাবো, সেখানে আমার মা আছে।  শাকিব খান  এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই তারকার ‘রাজকুমার’ সিনেমা। যে কারণে ঈদের দিন গুলশানে নিজ বাড়িতেই থাকবেন শাকিব। সেখানেই সময় কাটাবেন পরিবারের মানুষদের সঙ্গে।  অপু বিশ্বাস  ঢালিউড কুইন অপু বিশ্বাসও এবারের ঈদ ঢাকাতেই উদযাপন করবেন। কয়েকদিন আগেই ভারত থেকে দেশে ফিরেছেন এই অভিনেত্রী। বর্তমানে ছেলে আব্রাম খান জয়কে নিয়ে নিজের বাড়িতেই অবস্থান করছেন। ঈদের দিন ছেলেকে নিয়ে শাকিবের বাড়িতে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই নায়িকার।  পরীমণি  ঢাকাই সিনেমার অন্যতম গ্ল্যামার নায়িকা পরীমণি ঈদের ঠিক দুইদিন আগে কলকাতা থেকে দেশে ফিরেছেন । সেখানে সিনেমার শুটিংয়ের কাজ শেষ করে ঢাকায় ফিরেছেন তিনি। ঈদের দিন ঢাকাতেই থাকবেন তিনি। এরপরে গ্রামের বাড়ি বরিশালে যেতে পারেন। ঈদ প্রসঙ্গে পরীমণি বলেন, আমার ঈদ এখন একমাত্র পুত্র রাজ্যকে ঘিরে। ওর জন্য অনেক আগে থেকেই শপিং করা শুরু করেছি। মা-ছেলে মিলে খুব ভালো একটি ঈদ পার করার ইচ্ছা এবার।  বুবলী ঈদ মানেই তো অনেক আনন্দের একটি উৎসব আর তার সাথে যদি সিনেমা মুক্তির বিষয় থাকে তখন উৎসবের আনন্দ দ্বিগুণ হয়ে যায়। তাই ঈদের পরিকল্পনা বলতে অবশ্যই পরিবারের সাথে ঈদ উদযাপন করবো, আর আমি যেহেতু খেতে এবং খাওয়াতে ভীষণ পছন্দ করি তাই আম্মুর সাথে রান্নাবান্নার ব্যাপার তো থাকবেই সাথে পরিবারের বড়দের থেকে সালামী নেয়া এবং ছোটদের সালামী দেয়া সহ নিজের সিনেমা মুক্তির আনন্দ তো আছেই। তাই সব কিছু মিলিয়ে খুব আনন্দ করে ঈদ কাটাবো ইনশাল্লাহ। মাহিয়া মাহি  এবারের ঈদ ঢাকাতে ছেলে ফারিশকে নিয়েই উদযাপন করবেন বলে জানিয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি। উত্তরাতে নিজ বাসাতেই ঈদের সকালের শুরুটা করবেন অভিনেত্রী। মাহি বলেন, এবারের ঈদ ঢাকাতেই করছি। আমার একমাত্র ছেলে ফারিশকে নিয়ে ঈদটি ভালো কাটবে বলে প্রত্যাশা করছি। তবে যেহেতু আমি এখন সিঙ্গেল মাদার, তাই ঈদটিও এবার একটু অন্যরকম হবে। বিদ্যা সিনহা মিম ঢালিউডের আরেক জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম ঈদ উদযাপনে পরিবারের সকল সদস্যদের নিয়ে উড়াল দিয়েছেন সিঙ্গাপুরে। সেখানেই এবারের ঈদ পালন করছেন তিনি। যেহেতু এই ঈদে নায়িকার কোনো সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না, ফলে ঈদের সময়টুকু পরিবারকেই দিতে চেয়েছেন মিম। প্রার্থনা ফারদিন দীঘি এবারের ঈদ ঢাকায় নিজ বাসাতে ও বন্ধুদের সঙ্গে কাটাবেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। এই নায়িকা জানালেন, ঈদের দিনের সব রান্না আমিই করি। কেবল রান্নাবান্না নয়, ঘর গোছানো থেকে শুরু করে ঈদের দিনের সব কাজ একাই সামলাই বলা যায়! বাসায় বন্ধুরা আসে। তাদের নিয়ে আড্ডা দেই, খাওয়া-দাওয়া করি।  জায়েদ খান  ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খানের ঈদ কাটবে ঢাকাতেই। এই ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সোনার চর’ সিনেমা। ঈদের দিন নিজ সিনেমা দেখতে লায়ন সিনেমাস ও ব্লকবাস্টার সিনেমাসে হাজির হতে পারেন এই নায়ক। ভাই-বোনদের সঙ্গে সময় দিয়ে ঈদের দুইদিন পর গ্রামে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।   সাইমন সাদিক  প্রতি ঈদে গ্রামের বাড়ি চলে যান চিত্রনায়ক সাইমন সাদিক। এবারও সেটাই করছেন। এই নায়ক বলেন, ঈদ সবসময় আমার প্রাণের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে করার চেষ্টা করি। আমার গ্রামকে আমি কলিজার গ্রাম বলে ডাকি। এবারও ইনশাআল্লাহ্ পরিবার ও বন্ধুদের নিয়ে খুব ভালো একটি ঈদ পার করবো। নিরব  এবার ঈদে ঢাকাতেই কাটবে থাকছেন নিরব। ঈদের দিন পরিবারের সঙ্গে সময় দিয়ে মুক্তি পাওয়া ছবিগুলো দেখারও ইচ্ছে রয়েছে তার।  ফারিন খান এবার ঈদে বাসাতেই থাকছি। আমি একটি এতিমখানার সঙ্গে সম্পৃক্ত আছি। ঈদের দিন ওখানে সময় দেব। ওদের সঙ্গে দুপুরের খাবার খেয়ে বাসায় আসব। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাব। শিমুল শর্মা সত্য কথা বলতে ঈদ নিয়ে কখনো কোন পরিকল্পনা থাকে না। আমি যেহেতু ক্যামেরার পিছনে মানুষ সে ক্ষেত্রে ঈদের বিভিন্ন কাজ ডেলিভারি দেয়া নিয়েই ব্যস্ত থাকি। কাজ ডেলিভারি না দেয়া পর্যন্ত আমাদের ঈদ নেই। যেদিন কাজ ডেলিভারি  দেয়া হয়ে যায় সেদিনই আমাদের ঈদ। হ্যাঁ হয়তো ঈদের দিন আমার টিপের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে আবারও কাজে ব্যস্ত হয়ে যাবো।
১০ এপ্রিল ২০২৪, ২২:২১

‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ পেলেন যে তারকারা
ভারতের কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’র আসর। চলতি বছর অনুষ্ঠানটিতে বাজিমাত করেছেন বাংলাদেশি তিন তারকা— জয়া আহসান, তাসনিয়া ফারিণ ও সোহেল মন্ডল। সেরার মুকুট জিতেছেন তারা।   শুক্রবার (২৯ মার্চ) ২০২৩ সালে টালিউডে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে সেরাদের পুরস্কিত করতে কলকাতার আইটিসি রয়েল বেঙ্গলে বসেছিল এই আসর।  তারকাবহুল জমকালো এই অনুষ্ঠানে সেরা অভিনেতা, সেরা নির্মাতাসহ মোট আটটি বিভাগের পুরস্কার দখলে নিয়েছে সিনেমা ‘শেষ পাতা’। সেরা চলচ্চিত্র, সেরা অভিনেত্রীসহ মোট ছয়টি পুরস্কার ‘অর্ধাঙ্গিনী’র ঝুলিতে। অন্যদিকে রীতিমতো সবাইকে চমকে দিয়ে  সাতটি পুরস্কার পেয়েছে ‘মায়ার জঞ্জাল’। এছাড়া আরও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন তারকারা।       আসুন একনজরে দেখে নেওয়া যাক ‘ফিল্মফেয়ার বাংলা ২০২৪’ পুরস্কার পেয়েছেন যারা—  জীবনকৃতি সম্মান: প্রভাত রায় সেরা অভিনেতা: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (শেষ পাতা) সেরা অভিনেতা (সমালোচক): মিঠুন চক্রবর্তী (কাবুলিওয়ালা) সেরা অভিনেত্রী: চূর্ণী গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী) সেরা অভিনেত্রী (সমালোচক): স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর) সেরা সহ–অভিনেত্রী: জয়া আহসান (অর্ধাঙ্গিনী) সেরা সহ–অভিনেতা: অম্বরীশ ভট্টাচার্য (অর্ধাঙ্গিনী) ও কৌশিক গঙ্গোপাধ্যায় (আরও এক পৃথিবী)  সেরা পরিচালক: অতনু ঘোষ (শেষ পাতা) সেরা সিনেমা: অর্ধাঙ্গিনী (কৌশিক গঙ্গোপাধ্যায়)  সেরা নবাগতা অভিনেত্রী: তাসনিয়া ফারিণ  সেরা সিনেমা (সমালোচক): মায়ার জঞ্জাল (ইন্দ্রনীল রায়চৌধুরী) সেরা নবাগত পরিচালক: সুমন্ত্র রায় (ঘাসজমি)  সেরা নবাগত অভিনেতা: সোহেল মণ্ডল (মায়ার জঞ্জাল) সেরা নবাগতা অভিনেত্রী: তাসনিয়া ফারিণ (আরও এক পৃথিবী) সেরা সংলাপ: অতনু ঘোষ, (শেষ পাতা) সেরা অরিজিনাল স্ক্রিপ্ট: ইন্দ্রনীল রায়চৌধুরী, সৌগত সিনহা (মায়ার জঞ্জাল) সেরা মৌলিক গল্প: অতনু রায়, (শেষ পাতা) সেরা সিনেমাটোগ্রাফি: ইন্দ্রনীল মুখোপাধ্যায়, (মায়ার জঞ্জাল) সেরা সাউন্ড ডিজাইন: শুভদীপ সেনগুপ্ত (মায়ার জঞ্জাল) সেরা প্রোডাকশন ডিজাইন: তন্ময় চক্রবর্তী (কাবুলিওয়ালা) সেরা পোশাকসজ্জা: ঋতুরূপা ভট্টাচার্য (মায়ার জঞ্জাল) সেরা সম্পাদক: সুমিত ঘোষ (মায়ার জঞ্জাল) সেরা গায়িকা: ইমন চক্রবর্তী (আলাদা আলাদা, অর্ধাঙ্গিনী) ও অবর্ণা রায় (মলয় বাতাসে, নীহারিকা) সেরা গায়ক: অরিজিৎ সিং(ভাবো যদি, কাবুলিওয়ালা) সেরা গীতিকার: অনুপম রায় (আলাদা আলাদা, অর্ধাঙ্গিনী) সেরা মিউজিক অ্যালবাম: অনুপম রায় (দশম অবতার) সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: দেবজ্যোতি মিশ্র (শেষ পাতা) প্রসঙ্গত, বলিউডের অন্যতম ঐতিহ্যবাহী পুরস্কার ‘ফিল্মফেয়ার’। অনেকে আবার এই পুরস্কারকে ভারতের অস্কারও বলে থাকেন। বেশ কয়েক বছর ধরে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্যও পৃথকভাবে আয়োজন করা হয় ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’। এবারই প্রথম বাংলাদেশি তারকারাও জিতে নিলেন এই পুরস্কার।      
৩০ মার্চ ২০২৪, ১২:৫২

নারী দিবস নিয়ে যা বললেন তারকারা
বিশ্বজুড়ে ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালিত হচ্ছে শুক্রবার (৮ মার্চ)। প্রতি বছরই দিবসটিকে ঘিরে নানা আয়োজন দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিভিন্ন জায়গায় নানান অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি নারীদের সংবর্ধনা জানানো হচ্ছে। এদিন নারীর অধিকারসহ অনেক বিষয় নিয়ে আলোচনা হয়। এবার দিবসটি উপলক্ষে কথা বলেছেন কয়েকজন নারী তারকা। জানিয়েছেন নারী দিবস নিয়ে তাদের ভাবনা।   পরীমণি  প্রতিটি পুরুষ যেমন সুন্দর জীবন প্রত্যাশা করে, প্রতিটি নারীর জীবনও সুন্দর হোক। প্রতিটি পরিবারে একজন পুত্রসন্তানের পাশাপাশি সমান গুরুত্ব, সুযোগ-সুবিধা যেন একজন নারীও পায়। নারী ও পুরুষকে আলাদা চোখে না দেখে মানুষ হিসেবে তাদের সবাইকে গণ্য করতে হবে। পুরুষ হলেই পরিবারে বেশি সুবিধা পাবে—এই চিন্তাভাবনা থেকে সরে আসতে হবে আমাদের। এখন আর ঘরবন্দি নেই নারীরা। তারা জেগে উঠেছে। সমাজের সবখানেই তারা আলো ছড়াচ্ছে। সমাজকে আলোকিত করছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক। সব নারীর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাই। নারী-পুরুষ মিলেই সমাজটাকে এগিয়ে নিতে হবে। একজন আরেকজনের প্রতি সম্মানটা দেখাতে হবে।  মেহজাবীন চৌধুরী নারীরা কোনো রকম বাধা ছাড়া সামনের দিকে এগিয়ে যাক। তাদের যোগ্যতা ও মেধা দিয়ে সামনে চলুক। নারী তার যথাযথ সম্মানটা পাক। পরিবার থেকে, সমাজ থেকে যেন কোনো নারী বাধা না পায়। নারীদের জীবন চলার পথটা সুন্দর হোক। নারী দিবসে সকল নারীকে জানাই ভালোবাসা ও সম্মান।  বিদ্যা সিনহা মিম নারী ও পুরুষ—উভয়েই মানুষ। নারীকে প্রথমত মানুষ হিসেবে সম্মান করতে হবে। প্রাপ্য সম্মান এবং সুযোগ পেলে দারুণভাবে এগিয়ে যাবে নারীরা। আজকে সমাজের যেকোনো পেশাতেই নারীরা সফলতার প্রমাণ দিয়ে কাজ করছেন। শিক্ষায়ও নারীরা পিছিয়ে নেই। তারা যোগ্যতা, চেষ্টা আর মেধা দিয়েই এগিয়ে যাচ্ছে। এজন্য তাদের প্রতি ভালোবাসাটা অনেক বেশি কাজ করে। এভাবেই নারীরা সামনে এগিয়ে যাক। ডলি জহুর বর্তমান যুগের মেয়েরা কিন্তু অনেক দূর এগিয়েছে। মেয়েরা সংসারের পাশাপাশি অফিস করছে, মা হচ্ছে, বিজনেস করছে। এক হাতে অনেককিছু সামাল দিচ্ছে। সবচেয়ে বড় কথা একজন মেয়ে প্রথমে মা। তারপর অন্যকিছু। একটা সময় ছিল মেয়েরা ঘরের বাইরে যেত না, পড়ালেখাও কম করত। সেইসময় তারা পিছিয়েই ছিল। কিন্তু এখন সেই অবস্থার আমূল পরিবর্তন হয়েছে। তারা বিভিন্ন জায়গায় সফলতার সঙ্গে কাজ করছে। মেয়েরা আরও এগিয়ে যাক, এই দিনে এটাই আমার চাওয়া। শান্তা ইসলাম   নারীকে ঘরের বাইরে যেতে এখন আর বাধা দেখছি না। প্রতিটি পরিবার চায় তার মেয়ে ভালো কিছু করুক। পড়ালেখা করুক এবং উপার্জন করুক। নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুক। ২০ বছর আগে নারীর জন্য যেরকম সমাজ ছিল, এখন সেটা নেই। অনেক কিছু পরিবর্তন হয়েছে। নারীরা ঘর থেকে বের হয়েছে। তারা সব পেশায় নিয়োজিত আছে। কিছু কিছু জায়গায় অসম্ভব মেধাবী তারা। এইসব নারীদের স্যালুট জানাই।   তমা মির্জা প্রতিদিনই আমার কাছে নারী দিবস। প্রতিটি ঘর থেকে যেন নারীরা সম্মান পায়। ঘরে সম্মান পেলেই সমাজের পাশাপাশি দেশজুড়েও মূল্যায়ন পাবে। একটি ঘরের জন্য পুরুষের যেমন দরকার আছে, নারীদেরও দরকার আছে। কেউ কারও প্রতিযোগী নয়, বরং সহযোগী। সহযোগিতা ও ভালোবাসার হাত বাড়িয়ে দিলেই নারীরা আরও সুন্দরভাবে কাজ করে সাম্নের দিকে এগিয়ে যেতে পারবে। নারী দিবসে একটাই ভাবনা— ভালো থাকুক পৃথিবীর সকল নারী।      
০৮ মার্চ ২০২৪, ১২:১১

ফোনে যাদের সঙ্গে বেশি কথা বলেন তারকারা
সারাদিনের ব্যস্ততা শেষে ফোনের স্ক্রিনে যখন ভেসে ওঠে প্রিয় মানুষের নাম, তখন সবাই চায় দিনের ক্লান্তি ভুলে আড্ডায় মেতে উঠতে। ব্যতিক্রম নন শোবিজের তারকারাও। অন্য সবার মতো লাইট ক্যামেরার বাইরে ব্যক্তিগত জীবন রয়েছে তারকাদেরও। আর সেই জীবনে বেশ কিছু কাছের বন্ধুর সঙ্গে তারা ফোনে কিংবা মেসেজে আড্ডায় মেতে ওঠেন। তবে কাদের সঙ্গে তারকারা ফোনে বেশি আড্ডা দেন, চলুন জেনে নেওয়া যাক। নুসরাত ইমরোজ তিশা স্বামী খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে ফোনে সবচেয়ে বেশি কথা বলেন অভিনেত্রী তিশা। এ ছাড়া খুব বেশি কারও সঙ্গে কথা হয় না তার। তবে বেশির ভাগ ক্ষেত্রে কাজের পরিকল্পনা নিয়ে অনেকের সঙ্গেই ফোনে কথা হয়। ফারহান আহমেদ জোভান বর্তমানে কাজ নিয়ে ফোনে বেশি কথা বলেন জনপ্রিয় অভিনেতা জোভান। সম্প্রতি পায়েল, ফারিণ ও পড়শিদের সঙ্গে কাজ করেছি। তাদের সঙ্গেই ফোনে ডেট নিয়ে কথা বলেছি। এমনিতে সব শিল্পীদের সঙ্গে কাজ নিয়েই কথা হয়। যখন যার সঙ্গে কাজ করি, তার সঙ্গেই কথা হয়। মুমতাহিনা টয়া আমি ফোনে টেক্সট করে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি হচ্ছি টেক্সট করার মানুষ। সারাক্ষণ টেক্সটের ওপর থাকি ফোনে খুব বেশি কথা বলি না। আর মেসেজে কথা হয় আমার কাছের বন্ধু যারা আছেন তাদের সঙ্গে। আমরা সবাই একটা পরিবার হয়ে গেছি যেখানে— সিয়াম, তৌসিফ, জোভান, সাফা, তামিম, শাওনসহ ওদের সবাইকে নিয়ে একটা গ্রুপ আছে। ওই গ্রুপটাতেই আমরা কথা বলতে থাকি টেক্সটে। বাপ্পি ফোনে তেমন কারও সঙ্গেই কথা হয়। মাঝে মাঝে মেসেজে কথা হয় আমার সহশিল্পীদের সঙ্গে। অপু বিশ্বাসের সঙ্গে কথা হয়, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, মাহি ও ডিপজল ভাই অনেকের সঙ্গেই কথা হয়। তবে পরিচালকদের সঙ্গে আমার ফোনে বেশি কথা হয়। রিয়াজ আমাদের যারা সহশিল্পীরা আছেন সবার সঙ্গেই কথা হয়। ফেরদৌস, নিপুণ, ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সঙ্গে বেশি কথা হয়। নিপুণ এখন সবচেয়ে বেশি আড্ডা দেওয়া হয় যারা আমার প্যানেলে আছেন তাদের সঙ্গে। যেমন— কাঞ্চন ভাই, ফেরদৌস ভাই, সায়মন, রিয়াজ ভাই, জেসমিন আপুদের সঙ্গে আমার বেশি কথা বলা হয়। সাবিলা নূর একজনের নাম বলা মুসকিল। অনেকের সঙ্গেই কথা হয়। অনেকেই আছি আমরা একসঙ্গে ইন্ডাস্ট্রিতে এসেছি। তবে আমার আশফাক নিপুণের সঙ্গে ফোনে কথা হয় অনেক। কিন্তু ফোন থেকে আমাদের মেসেজে বেশি কথা হয়। রাফিয়াথ রশিদ মিথিলা আমার আসলে ফোনে কারও সঙ্গে আড্ডা দেওয়া হয় না। আমি কারও সঙ্গেই ফোনে খুব একটা কথা বলি না। আর যদি বলি সেটা ফ্যামিলি মেম্বার বা কোন ক্লোস স্কুল ফ্রেন্ড হলে কথা হয়। কাজের ব্যস্ততার কারণে ফোনে আড্ডা দেওয়ার সময়টা বের করতে পারি না।  
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩১

আহমেদ রুবেলের মৃত্যুতে শোকস্তব্ধ তারকারা
দুই পর্দার জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলের আকস্মিক মৃত্যুতে হতবাক শোবিজের তারকা থেকে শুরু করে অনুরাগীরা। যদিও এখনও অভিনেতার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রুবেল।     প্রিয় সহকর্মীর মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না শোবিজ অঙ্গনের তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় মানুষটির ছবি শেয়ার করে শোক প্রকাশ করেছেন অনেকেই।   অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ ফেসবুকে লেখেন, ‘রুবেল ভাই— আপনি সবসময়ই আমার প্রিয় অভিনেতাদের একজন। এখন ছিলেন, বলতে খুব কষ্ট হচ্ছে। কত বছরের কত স্মৃতি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আত্মার শান্তি কামনা করছি।’ শোক জানিয়ে অভিনেতা রওনক হাসান লেখেন, ‘রুবেল ভাই!’  মডেল-অভিনেত্রী কুসুম শিকদার লেখেন, ‘অবিশ্বাস্য!’  শারমীন জোহা শশী লেখেন, ‘আহা জীবন! রুবেল ভাই।’    অভিনেতা রাশেদ মামুন অপু লেখেন, ‘বাকরুদ্ধ!’  দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী তার ফেসবুকে আহমেদ রুবেলের একটি ছবি শেয়ার করে লেখেন, ‘বিশ্বাস করতে পারছি না যে, অভিনেতা আহমেদ রুবেল ভাই আর নেই।’ অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি লেখেন, ‘রুবেল ভাই নেই, তা আমি বিশ্বাস করি না। আমি উনার সিনেমার প্রিমিয়ার শো দেখতে সিনেমা হলের কাছে এসে শুনি উনি নেই! সত্যি কি?’  শোক প্রকাশ করে বরেণ্য ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল লেখেন, ‘হৃদয়বিদারক খবর। তার আত্মার শান্তি কামনা করছি।’ এছাড়াও নির্মাতা এস এ হক অলিক, চয়নিকা চৌধুরী, মাহমুদ দিদার, অভিনেতা জামিল হোসেনসহ অনেকে শোক প্রকাশ করেছেন।   অভিনেতা রুবেলের পুরো নাম আহমেদ রাজিব রুবেল। ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তবে ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে। দুই ভাই ও চার বোনের মধ্যে এক ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এবার রুবেলও চলে গেলেন। চার বোনের মধ্যে দুই বোন ঢাকায় এবং দুই বোন থাকেন যুক্তরাষ্ট্রে। আহমেদ রুবেলের স্ত্রীর নাম মনোয়ারা বেগম। তবে রুবেল-মনোয়ারা দম্পতির কোনো সন্তান নেই। মঞ্চে ‘ঢাকা থিয়েটার’ হয়ে অভিনয়ে হাতেখড়ি আহমেদ রুবেলের। ছোটপর্দায় তার অভিনীত প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’। একুশে টেলিভিশনের ধারবাহিক নাটক মুহম্মদ জাফর ইকবালের ‘প্রেত’-এ অভিনয় করে জনপ্রিয়তা পান। বড়পর্দাতেও অভিনয় করেছেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য হলো- আখেরী হামলা, শ্যামলছায়া, গেরিলা, ব্যাচেলর, চন্দ্রকথা ইত্যাদি।  
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৬

আড্ডায় মেতে উঠলেন বর্ষীয়ান তারকারা
একসময় পর্দা মাতাতেন অভিনয় জগতের জীবন্ত কিংবদন্তিরা। যাদের মধ্যে অনেকেই এখনও কাজ করছেন নাটক-সিনেমায়। আবার অনেকেই অভিনয় থেকে দূরে রয়েছেন। তবে এখন নিয়মিত তাদেরকে পর্দায় দেখা না গেলেও সবার সঙ্গেই বন্ধুত্বটা রয়ে গেছে। তারই ধারাবাহিকতায় এবার আড্ডায় মেতে উঠলেন বর্ষীয়ান তারকারা।   মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় জনপ্রিয় অভিনেতা মাসুদ আলী খানের বাড়িতে বসে ঘরোয়া পরিসরে এক প্রাণবন্ত আড্ডা দেন তারা। শুধু তাই নয়, আড্ডার মাঝে এক ফ্রেমে ক্যামেরাবন্দি হতে দেখা গেছে বর্ষীয়ান তারকাদের। যেখানে উপস্থিত সব তারকারই বয়স ছিল ৭০-এর ওপর। এতো গুণী ও বর্ষীয়ান সব তারকাকে একসঙ্গে দেখে আপ্লুত তাদের ভক্তরাও। জানা গেছে, একটি ঘরোয়া আড্ডার তারিখ চূড়ান্ত করেন সংসদ সদস্য ও অভিনেতা আসাদুজ্জামান নূর। এদিন শত ব্যস্ততার মাঝেও প্রবীণ শিল্পীরা ভীষণ আগ্রহ নিয়ে অংশ নেন সেই আড্ডায়।    ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সহকর্মীদের সঙ্গে আড্ডায় মেতে উঠতে আসাদুজ্জামান নূরসহ আরও উপস্থিত ছিলেন দিলারা জামান, আবুল হায়াত, আমিরুল হক চৌধুরী, খায়রুল আলম সবুজসহ আরও অনেকে। তবে শারীরিক অসুস্থতার জন্য আড্ডায় অংশ নিতে পারেননি অভিনেত্রী মীরানা জামান ও ডলি জহুর। তাই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আবারও এমন আয়োজন বড় পরিসরে করার ইচ্ছা রয়েছে তাদের।
৩১ জানুয়ারি ২০২৪, ১৯:৩৪

যে তারকারা পাচ্ছেন পদ্ম পুরস্কার
ভারতের মর্যাদাপূর্ণ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কার পদ্ম। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবার পদ্ম পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে। এবার  তিনটি ক্যাটাগরিতে প্রদান করা হয় পদ্ম পুরস্কার। এগুলো হলো, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। এবার পদ্মবিভূষণ বিভাগে ৫ জন, পদ্মভূষণ বিভাগে ১৭ জন এবং পদ্মশ্রী বিভাগে ১১০ জন এই পুরস্কার পাচ্ছেন। সংস্কৃতি, শিল্প, সামাজিক কর্মকাণ্ড, জন কল্যাণ, বিজ্ঞান-প্রযুক্তি, বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা, খেলাধুলাসহ অন্যান্য শাখায় বিশেষ অবদান রাখার জন্য প্রতি বছর ভারতীয় সরকারের পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়। বরাবরের মতো এবারের তালিকায় ভারতীয় বেশ কজন তারকার নাম রয়েছে। জেনে নেয়া যাক কোন তারকা কোন বিভাগে এ পুরস্কার পাচ্ছেন।  পদ্মবিভূষণ ১. চিরঞ্জীবী (অভিনেতা) ২. পদ্মা সুব্রমণ্যম (নৃত্যশিল্পী, গীতিকার) পদ্মভূষণ ১. মিঠুন চক্রবর্তী (অভিনেতা) ২. ঊষা উথুপ (সংগীতশিল্পী) পদ্মশ্রী ১. রেজওয়ানা চৌধুরী বন্যা (সংগীতশিল্পী, বাংলাদেশ) ২. রতন কাহার (সংগীতশিল্পী, গীতিকার) ৩. অশোক কুমার বিশ্বাস (চিত্রশিল্পী) ৪. বালাকৃষ্ণান সদানম পুথিয়া ভেটিল (নৃত্যশিল্পী) ৫. ওমপ্রকাশ শর্মা (সংগীতশিল্পী)
২৬ জানুয়ারি ২০২৪, ২১:২৬

৯৬তম অস্কারে মনোনয়ন পেলেন যে তারকারা 
প্রতি বছর জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অস্কার। আর এ আয়োজনেই তারকা-নির্মাতারা বিশ্ব সেরার পুরস্কার ঘরে তোলেন। আগামী ১০ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের ৯৬তম আসর। ইতোমধ্যে অস্কারের জন্য মনোনয়ন ঘোষণা করা হয়েছে। চলতি বছর কালিফোর্নিয়ার স্যামুয়েল গোল্ডউইন থিয়েটার থেকে ২৩টি শাখায় মনোনয়ন ঘোষণা করেন অভিনেত্রী জাসি বিটস ও অভিনেতা জ্যাক কুয়েড।  এবারের একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারে সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতাসহ ১৩টি শাখায় মনোনয়ন পেয়েছে আলোচিত সিনেমা ‌‘ওপেনহেইমার’। পারমাণবিক বোমার জনক জে রবার্ট ওপেনহেইমারকে নিয়ে এই সিনেমাটি নির্মাণ করেছেন ক্রিস্টোফার নোলান।  সেরা সিনেমা— সেরা চলচ্চিত্রের মনোনয়নের তালিকায় থাকা সিনেমাগুলো হলো- ‘আমেরিকান ফিকশন’, ‘অ্যানাটমি অব আ ফল’, ‘বার্বি’, ‘দ্য হোল্ডওভারস’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘মায়েস্ত্রো’, ‘ওপেনহেইমার’, ‘পাস্ট লাইভস’, ‘পুওর থিংস’ ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’। সেরা অভিনেতা— সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন- ব্র্যাডলি ক্রুপার (মায়েস্ত্রো), কোলম্যান ডমিঙ্গো (রাস্তিন), পল জিম্যাটি (দ্য হোল্ডওভারস), কিলিয়ান মারফি (ওপেনহেইমার) ও জাফ্রি রাইট (আমেরিকান ফিকশন)।   সেরা অভিনেত্রী— সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন- অ্যানেট বেনিং (নায়াড), লিলি গ্ল্যাডস্টন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), সান্দ্রা হলার (অ্যানাটমি অব আ ফল), কেরি ম্যালিগান (মায়েস্ত্রো) এবং এমা স্টোর (পুওর থিংস)।    সেরা পরিচালক— সেরা পরিচালকের তালিকায় রয়েছেন- জাস্টিন ত্রিয়েত (অ্যানাটমি অব আ ফল), মার্টিন স্করসেজি (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), ক্রিস্টোফার নোলান (ওপেনহেইমার), ইয়োর্গস লান্থিমোস (পুওর থিংস), জোনাথন গ্লেজার (দ্য জোন অব ইন্টারেস্ট)।   প্রসঙ্গত, মনোনয়নপ্রাপ্তদের মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত তারকা-নিরমাতাদের হাতে অস্কার পুরস্কার তুলে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো ওই অনুষ্ঠান সঞ্চালনা করবেন জিমি কিমেল।  
২৪ জানুয়ারি ২০২৪, ১৪:০৭

তারকারা কে কোথাকার ভোটার
আগামীকাল ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশজুড়ে ভোটের আমেজ শুরু হয়ে গেছে। এই নির্বাচন ঘিরে অন্য সবার মতো বিনোদন জগতের তারকাদের মাঝেও রয়েছে বাড়তি উচ্ছ্বাস। অনেকেই নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। তারকারা কে, কোথাকার ভোটার তা নিয়ে রয়েছে ভক্তদের আগ্রহ।  সংবাদমাধ্যম অনুযায়ী, শাকিব খান ঢাকা-১৭ আসন এর ভোটার। তবে এবার নির্বাচনের আগে তিনি ওমরাহ হজ পালনে মক্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।    চিত্রনায়ক রিয়াজ থাকেন আরেক অভিজাত এলাকা বনানীতে। তার বসবাসের এলাকাটি পড়ে ‘ঢাকা ১৭’ আসনে। শুধু নির্বাচন ঘিরে নয়, সারা বছর রিয়াজ আওয়ামী লীগের পক্ষে সক্রিয়ভাবে কাজ করেন। নির্বাচনের দিন ভোট প্রদান শেষে সারাদেশের নির্বাচনী খোঁজখবর রাখবেন। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। বরিশালের ছেলে হলেও তিনি ঢাকার ভোটার। প্রিয়দর্শিনী মৌসুমীও একই এলাকার ভোটার।    এদিকে নায়ক সিয়াম আহমেদ ঢাকা-১৯ আসনের ভোটার। বাপ্পী নারায়ণগঞ্জ-৪ আসনের চাষাড়া এলাকার ভোটার। ইমন ঢাকা-১১ আসনের বসুন্ধরা আবাসিক এলাকার ভোটার। সাইমন সাদিক কিশোরগঞ্জ-১ আসনের ভোটার। জায়েদ খান পিরোজপুর-১ আসনের ভোটার।  অন্যদিকে, জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বারিধারা এলাকার বাসিন্দা। ঢাকা-১৭ আসনের ভোটার তিনি। চিত্রনায়িকা পূর্ণিমা ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ এলাকার ভোটার। সেই হিসেবে তিনি ‘ঢাকা ১৮’ আসনের ভোটার।   চিত্রনায়িকা অপু বিশ্বাস বাড্ডা এলাকার বাসিন্দা। এলাকাটি ঢাকা ১১ আসনে অন্তর্ভুক্ত। এই অভিনেত্রীকেও নৌকার প্রচারণায় অংশ নিতে দেখা গেছে।  নায়িকা নিপুণ থাকেন ঢাকার বনানীতে। এই এলাকাটিও পড়ে ঢাকা ১৭ আসনে। আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা গেছে নিপুণকে। চঞ্চল চৌধুরী ঢাকা-৮ আসনের ভোটার। শাহজাহানপুরের ভোটার চঞ্চল চৌধুরী দিনের শুরুতেই ভোট দেবেন, এমনটাই জানালেন। অভিনেতা জাহিদ হাসান ও সোহানা সাবা ঢাকা-১০ আসনের ভোটার। তারা দেশের সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। তাদের আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস।  ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা কণ্ঠশিল্পী কোনাল। তিনি ঢাকা ১৩ আসনের ভোটার। কোনালের চাওয়া, সারাদেশে যেন সুষ্ঠু পরিবেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। তারকা দম্পতি অনন্ত জলিল-বর্ষাও থাকেন ঢাকার মোহাম্মদপুরে। সেদিক থেকে তারা দুজনে ঢাকা ১৩ আসনের ভোটার। 
০৬ জানুয়ারি ২০২৪, ২১:১৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়