• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবালের দলে ফেরা না ফেরার নাটক যেনো শেষই হচ্ছে না। বিপিএলের পর সিদ্ধান্ত আসার কথা থাকলেও তামিমের সঙ্গে এখনও বসতে পারেননি বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। এবার জানা গেছে বর্তমান অধিনায়ক নাজমুল হাসান শান্তর সঙ্গে সময় চেয়েছেন তামিম। সোমবার মিরপুরে প্রাইম ব্যাংক-আবাহনী ম্যাচ শেষে তামিমের সঙ্গে আলাপ করতে দেখা যায় জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। মঙ্গলবার (১৬ এপ্রিল) একটি বাণিজ্যিক অনুষ্ঠানে গিয়ে তামিমের সঙ্গে কি কথা হয়েছে জানিয়েছেন টাইগার অধিনায়ক। শান্ত বলেন, সুন্দরভাবে বসে আড্ডা দেওয়া হয়েছে। ক্রিকেট নিয়ে কথা হয়েছে। কী অবস্থায় উনি আছেন। আমরা বা আমি অধিনায়ক হিসেবে কীভাবে চিন্তা করছি, এসব নিয়ে কথা হয়েছে। এই মুহূর্তে আপনাদের পরিষ্কারভাবে বলা মুশকিল। কারণ সময়ের ব্যাপার। উনিও একটু সময় চেয়েছেন। ‘একটু চিন্তা-ভাবনা করবেন হয়তো। ডিপিএলও চলছে। টুর্নামেন্ট শেষ হোক। আমারও একটু চিন্তা-ভাবনা করা লাগবে। এমনিতে নরমালি একটু ক্রিকেট নিয়ে... কী অবস্থা, কী আছে এসব কথাই হয়েছে।’ তামিমকে দলে নেওয়া বিষয়ে টাইগার অধিনায়ক বলেন, আমি তো বেসিক্যালি চাইব, উনি যদি ফিট থাকেন, টি-টোয়েন্টিতে যদিও অবসর নিয়েছেন, যদি উনি ফিট থাকেন, যেকোনো ফরম্যাটে এলেই আমরা খুশি হব। আমার মনে হয়, আমি না শুধু, দেশের প্রত্যেকটা মানুষ, ক্রিকেটারই খুশি হবে। এটা তো ইচ্ছা। এটা চাওয়া।  ‘তবে সবার আগে উনার চাইতে হবে। তারপর বাকি প্রক্রিয়া। তবে অধিনায়ক হিসেবে, আমার যেটা ইচ্ছা বা চাহিদা, সে বিষয়গুলো নিয়ে টুকটাক একটু আলাপ-আলোচনা করেছি।’ বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে শিরোপা জিতিয়েছেন টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। তাই শান্তর কাছে প্রশ্ন আসে তাদের টি-টোয়েন্টিতে ফেরাবেন কি না।  জবাবে তিনি বলেন, এই মুহূর্তে এই ধরনের (তামিম-মুশফিকের টি-টোয়েন্টি অবসর ভাঙানো) চিন্তা-ভাবনা করছি না। বিশ্বকাপের খুব বেশি দিন সময় নেই। দলটা মোটামুটি খুব ভালো সেট আছে। আর বেশ কয়েকদিন ধরে তামিম ভাইয়ের ফিটনেসেরও একটা ইস্যু আছে। সেসব নিয়েও আমাদের কথা হয়েছে। এই মুহূর্তে এসব কিছু ভাবছি না। তবে অবশ্যই দলের প্রয়োজনে যেকোনো মুহূর্তে যে কাউকে ডাকার জন্য প্রস্তুত।
১৬ এপ্রিল ২০২৪, ১৪:৫৫

শো-রুম উদ্বোধনে ফেনীতে তামিম
টপটেন মার্ট লিমিটেড শো রুম উদ্বোধন করতে ফেনী আসলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। তার সঙ্গে ছিলেন জাতীয় ক্রিকেট দলের তরুণ তারকা অলরাউন্ডার ফেনীর কৃতি সন্তান মোহাম্মদ সাইফুদ্দিন।  মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে শহরের শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কে কাজী প্যালেসে শো রুমটির উদ্বোধন করেন তিনি। এ সময় তামিমকে একনজর দেখতে লোকে লোকারণ্য হয়ে উঠে পুরো সড়ক।  উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম ইকবাল বলেন, দেশের অন্যতম ব্যস্ততম শহর ফেনী এই শহরে এমন একটি ব্র্যান্ড শোরুম উদ্বোধন করতে পেরে নিজেকে আনন্দিত ও গর্বিত মনে করছি। আমি সত্যিকার অর্থে এ ধরনের ব্র্যান্ডের জিন্স প্যান্ট, টি-শার্ট পছন্দ করি। আশা করি, তাদের এই প্রতিষ্ঠানটি ব্যবসায়িকভাবে সফল হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তামিম বলেন, চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ফেনীর ওপর দিয়ে যেতাম। কিন্তু কখনও ফেনীতে নামা হয়নি। ফেনীর উন্নয়ন দেখে আমি অভিভূত। ফেনী শহরে আসা হয়নি, দেখে খুব ভালো লাগছে। এখানে এসে খুব ভালো লাগছে। দেশের উন্নয়ন হচ্ছে, আমরা যদি এভাবে সকল জেলা শহরের উন্নয়ন করতে পারি তবে দেশ অনেক এগিয়ে যাবে। ভক্তদের উদ্দেশ্যে তামিম বলেন, আমি দেখা করতে পারিনি এটা খারাপ লাগছে। তবে এটি আল্লাহর রহমত এত মানুষ আমাকে ভালোবাসে৷ কথা বলতে না পারলেও সাইফুদ্দিনের সঙ্গে আবার আসব। অনুষ্ঠানের মাধ্যমে সবার সঙ্গে কথা হবে, দেখা করে যাব।  উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, টপটেন লিমিটেডের পরিচালক সৈয়দ হোসেনসহ কর্মকর্তা কর্মচারীরা।
২৭ মার্চ ২০২৪, ০৯:৫৬

সাকিবের পর এবার শোরুম উদ্বোধনে নামছেন তামিম
বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। তাই নিজেদের প্রচারণা বাড়াতে সাকিবের ব্রান্ড ভ্যালুকে ব্যবহার করতে উঠেপড়ে লাগে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো। তাই বিভিন্ন শোরুম বা প্রতিষ্ঠানের উদ্বোধন করতে দেখা যায় বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।  সাকিবের এমন কাজের জন্য অনেক সমালোচনারও শিকার হতে হয়েছে। নেটিজেনরা ব্যঙ্গ করে তার নাম রেখেছেন শোরুম আল হাসান। এবার সাকিবের এই সমালোচিত কাজের সঙ্গী হচ্ছেন তামিম ইকবাল খান। বাংলাদেশ ক্রিকেটের ড্যাশিং ওপেনার খ্যাত তামিম ইকবাল এবার ফেনিতে যাচ্ছেন শোরুম উদ্বোধন করতে। সেখানে একটি ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স কোম্পানির শো-রুম উদ্বোধন করবেন তিনি।  শনিবার (২৩ মার্চ) নিজের ফেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে শো’রুম উদ্বোধনের জন্য ভক্তদের আমন্ত্রণ জানিয়েছেন তামিম। দীর্ঘ দিন ধরে জাতীয় দলের বাইরে থাকা তামিম ইকবাল প্রায় সব সময়ই আলোচনায় ছিলেন। তবে সম্প্রতি মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা দেওয়া একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী কর্মকাণ্ড নিয়ে নতুন করে আলোচনায় আসেন টাইগার এ ক্রিকেটার। এবার নতুন করে শো-রুম উদ্বোধনের ঘোষণা দিয়ে ভক্তদের মাঝে ভিন্ন আলোচনার জন্ম দিলেন তামিম ইকবাল।  তামিম ইকবাল এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ২৪৩টি ওয়ানডে, ৭০টি টেস্ট এবং ৭৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে ব্যাট হাতে ওয়ানডে ফরম্যাটের ২৪০ ইনিংসে ৮ হাজার ৩৫৭, টেস্টে ৫ হাজার ১৩৪ এবং টি-টোয়েন্টিতে ১ হাজার ১৫৮ রান করেছেন।
২৪ মার্চ ২০২৪, ১৭:২০

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়ে যা জানালেন তামিম
আগামী জুনে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সম্প্রতি ২০ ওভারের ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ। নিজেদের সবশেষ পাঁচ সিরিজের তিনটিতেই জয় পেয়েছে টাইগাররা। অন্যদিকে একটি সিরিজে ড্র বিপরীতে পরাজয় দেখেছে কেবল একটি সিরিজে।  এদিকে নিজেদের সবশেষ ১৩টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ৯টিতেই জিতেছে সাকিব-শান্তরা। এমন দুর্দান্ত পরিসংখ্যান মাথায় নিয়েই মাঠে নামবে লাল-সবুজেরা। তবে আসন্ন এই বৈশ্বিক আসরে কেমন হতে পারে বাংলাদেশের স্কোয়াড, তা নিয়ে এখন থেকেই নানান আলোচনা-গুঞ্জন রয়েছে। এ প্রসঙ্গে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের বিশ্বাস, নিজেদের স্বাভাবিক খেলাটা বাংলাদেশ খেলতে পারলে পরের রাউন্ডে যেতে পারবে। সাবেক এই অধিনায়কের ভাষ্যমতে, বাংলাদেশ কঠিন গ্রুপে রয়েছে। আমার কাছে মনে হয়, তারা পরের রাউন্ডে যাওয়ার সক্ষমতা রাখে। দক্ষিণ আফ্রিকা কিংবা শ্রীলঙ্কাকে হারাতে হবে। নেদারল্যান্ডস এবং নেপালকে হারাতে হবে।  তামিম বলেন, আসন্ন বিশ্বকাপে কিছু ভেন্যুতে খেলা হবে, যেগুলো সম্পর্কে কারোই তেমন ধারণা নেই। উইকেট কেমন হবে, সেটাও অজানা। বাংলাদেশ যদি নিজেদের শক্তিমত্তা ও দুর্বলতা নিয়েই চিন্তা করে তাহলে এটাই ভালো হবে।
২৪ মার্চ ২০২৪, ১৪:৪৮

ফেসবুক লাইভে কী নিয়ে কথা বলবেন তামিম
নিজের ৩৫তম জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে আসার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল।  বুধবার (২০ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছেন দেশসেরা এই ওপেনার। এদিন সন্ধ্যা ৭টায় লাইভে আসবেন তিনি। তামিমের ভাষ্যমতে, ‘জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাকে মনে রাখার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। গতকাল থেকে একটা ফোন কল নিয়ে অনেক কথা হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি। এর আগে, মঙ্গলবার রাতে দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলে তামিম ও মেহেদী হাসান মিরাজের একটি ফোনালাপ প্রচারিত হয়। এরপর থেকেই বিষয়টি নানান আলোচনা-সমালোচনা চলছে। এদিকে ধারণা করা হচ্ছে, ফোনালাপের ঘটনা খোলাসা করতেই লাইভে আসছেন ড্যাশিং এই ওপেনার। একই সঙ্গে নিজের জন্মদিন এবং ক্রিকেট নিয়েও কথা বলতে পারেন চট্টগ্রামের এই ক্রিকেটার। অন্যদিকে বেসরকারি টেলিভিশনে প্রচারিত সেই ফোনালাপ কারা রেকর্ড করেছেন কিংবা কিভাবে তাদের হাতে এসেছে; সেই বিষয়ে স্পষ্টভাবে প্রতিবেদনে কিছুই বলা হয়নি। তবে অনেকের ধারণা, বিষয়টি পরিকল্পিত রেকর্ড। ধারণা করা হচ্ছে, ভাইরাল হওয়া সেই ফোনালাপ কোনো বিজ্ঞাপনী প্রচারণার অংশ। তবে দেশের ক্রীড়াপ্রেমীরা প্রত্যাশা করছেন, তামিমের লাইভের পরই বিষয়টি স্পষ্ট হবে।
২০ মার্চ ২০২৪, ১৪:৫৮

‘ফোনালাপ ফাঁস’ নিয়ে লাইভে আসছেন তামিম
বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটারের ফোনালাপ নিয়ে হঠাৎই হৈ-চৈ ক্রিকেটপাড়ায়। মঙ্গলবার (১৯ মার্চ) রাতে হঠাৎ ফাঁস হয় বিষয়টি। মূলত দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের সেই ফোনালাপ প্রচারিত হয়। এরপর থেকে বিষয়টি নিয়ে নানান আলোচনা-সমালোচনা চলছে। তবে ফাঁস হওয়া ফোনালাপের নেপথ্য ঘটনা কি, তা এখনও অজানা। এবার বিষয়টির ব্যাখ্যা করতে বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় লাইভে আসছেন এই ওপেনার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফায়েড পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের এই ক্রিকেটার। এদিকে আজ ৩৫তম জন্মদিন সাবেক এই ওয়ানডে দলপতির। নিজের ওই পোস্টে বিশেষ এই দিনে শুভেচ্ছা জানানোয় কৃতজ্ঞতাও জানিয়েছেন তামিম। ফেসবুক পোস্টে তামিমের ভাষ্য, ‘জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাকে মনে রাখার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। গতকাল থেকে একটা ফোনকল নিয়ে অনেক কথা হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি।’
২০ মার্চ ২০২৪, ১২:১৯

বুয়েটে ভর্তি পরীক্ষায় প্রথম আদনান তামিম
২০২৩-২৪ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন রাজধানীর নটর ডেম কলেজের শিক্ষার্থী আদনান আহমেদ তামিম। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে বুয়েটে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। জানা গেছে, তামিম চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসিতে উত্তীর্ণ হন আদনান আহমেদ। এরপর রাজধানীর নটর ডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায়ও তিনি জিপিএ-৫ অর্জন করেন তিনি। এদিকে এবার বুয়েটে ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করা হাবিবুল্লাহ খানও নটর ডেম কলেজের। এদিকে বুয়েটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি কমিটির সভাপতি ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জীবন পোদ্দারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩০৯ জন ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ তালিকায় স্থান পেয়েছেন। মেধাতালিকা ও পছন্দক্রম অনুসারে প্রার্থীদের বিভাগ বণ্টনও ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ‘ক’ গ্রুপের অন্তর্ভুক্ত প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তির জন্য ২৭ ও ২৮ মার্চ দলিলাদি মূল্যায়ন ও স্বাস্থ্য পরীক্ষা হবে। বুয়েটের পশ্চিম পলাশী ক্যাম্পাসের ইসিই ভবনের লেভেল-৮-এ ভর্তি অফিসে শিক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে উপস্থিত হতে হবে। ‘খ’ গ্রুপের অন্তর্ভুক্ত স্থাপত্য বিভাগে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ২৭ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টার মধ্যে পশ্চিম পলাশী ক্যাম্পাসের ইসিই ভবনের লেভেল-৮-এর ভর্তি অফিসে হাজির হতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, ভর্তি ফি পরিশোধ এবং মূল সনদ জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে বলা হয়েছে। নির্ধারিত দিনে উপস্থিত না হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে। এর আগে গত ৯ মার্চ বুয়েটের চূড়ান্ত ভর্তি পরীক্ষা (মডিউল ‘এ’: গ্রুপ ‘ক’ এবং ‘খ’ উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং (মডিউল বি: ‘খ’ গ্রুপ মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। বুয়েটে কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদসমূহের অধীনে ১৩টি বিভাগে পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য তিনটি ও স্থাপত্য বিভাগে একটি সংরক্ষিত আসনসহ মোট ১ হাজার ৩০৯টি আসন বরাদ্দ রয়েছে। এই আসনের বিপরীতে অংশ প্রাক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মোট ৬ হাজার ৭০৬ জন।
১৯ মার্চ ২০২৪, ২১:২৭

ফের ব্যর্থ তামিম
ব্যাট হাতে সময়টা মোটেই ভালো যাচ্ছে না দেশসেরা ওপেনার তামিম ইকবালের। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এবারও প্রাইম ব্যাংকের হয়ে খেলছেন তিনি। তবে ব্যাট হাতে মোটেই সুবিধা করতে পারছেন চট্টগ্রামের এই ক্রিকেটার।  এর আগে ১৭ ও ১৬ রানে প্যাভিলিয়নে ফিরেছিলেন তিনি। এবার দুই অঙ্কের কোটাই পেরোতে পারলেন না। মাত্র ৬ রানে সাজঘরে ফিরেছেন দেশসেরা এই ওপেনার। রোববার (১৭ মার্চ) সিটি ক্লাবের বিপক্ষে ইনিংস গোড়াপত্তনে নেমেছিলেন তিনি। আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬ রানে শেষ তামিমের এই ম্যাচের চ্যাপ্টার। চলতি মৌসুমে টানা তিন ম্যাচেই ব্যর্থতার পরিচয় দিলেন তামিম। প্রথম ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে ২৬ বলে ১৭ রানে হাসান মুরাদের বলে অমিত হাসনের মুঠোবন্দি হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। তবে তামিমের ব্যর্থতার দিনে ৭১ রানে পেয়েছিল তার দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে যানজটের কারণে দেরিতে মাঠে পৌঁছান তিনি। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষের সেই ম্যাচে তামিমের পরিবর্তে পারভেজ হোসেন ইমন ওপেনিংয়ে সুযোগ পেয়েছিলেন। সুযোগ লুফে নিয়ে ক্যারিয়ারসেরা ১৫১ রান করেছিলেন ইমন। এদিন আরেক ওপেনার শাহাদত হোসেন দিপুও সেঞ্চুরি করেছিলেন।  তবে এদিনও ব্যর্থ তামিম। ওয়ানডাউনে ব্যাট করতে নেমে ১৫ বলে ১৬ রানে সালাউদ্দিন শাকিলের বলে আবু জায়েদ রাহির হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৩৪ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটার। ওই ম্যাচে ১৬৫ রানে জয় পেয়েছিল তামিমের দল। তামিম ব্যক্তিগতভাবে ভালো না করলেও চলতি ডিপিএলে দলগত সাফল্য পাচ্ছে প্রাইম ব্যাংক। এ প্রসঙ্গে তামিমের ভাষ্য, মাত্র মৌসুম শুরু অবশ্যই আমি চাইবো বড় রান করার, বেশ অনেকগুলো রান করার। মাত্র দুটো ম্যাচ গেছে একটা বড় স্কোর হলে আমিও স্বস্তিবোধ করবো। দেখা যাক, আমি আমার ব্যাটিং নিয়ে খুশি।
১৭ মার্চ ২০২৪, ১৩:৫০

নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট চান তামিম
কয়েকদিন আগেই নতুন একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর কথা জানিয়েছিলেন বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিপিএল চলাকালে লঙ্কান এই কোচের সেই মন্তব্য বেশ সাড়া ফেলেছিল। এবার হাথুরুর সুরে একই দাবি তুলেছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। ডিপিএল চলাকালেই নতুন এক টুর্নামেন্টের কথা জানালেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই দলপতি।  এদিকে দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু তার আগে ঘরোয়া পর্যায়ে একদিনের ফরম্যাটে খেলছেন ক্রিকেটাররা। তাই নতুন চাইছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তবে এজন্য ডিপিএলকে ছেঁটে ফেলার পক্ষে নন তিনি।  তামিমের ভাষ্য, যদি আপনার টি-টোয়েন্টি ফরম্যাট করতেই হয়, তাহলে আপনার আলাদা একটা টুর্নামেন্ট করা উচিত। হয়তো-বা ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলোকে নিয়ে। আমরা আগেও দেখেছি এরকম হয়েছে। এই ওপেনারের মন্তব্য, ৫০ ওভারের টুর্নামেন্ট এটা বাংলাদেশের ইতিহাস। ডিপিএল বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। আমার মনে হয় না এটাকে পরিবর্তন করা উচিত। যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবনা থাকে, তাহলে আলাদা টুর্নামেন্ট করতে পারেন। এদিকে এবারের ডিপিএলে নেই কোনো বিদেশি ক্রিকেটার। তাই বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি। তামিমের মতে, আমার কাছে মনে হয়, এটা ইতিবাচক দিক। বিদেশি না খেলা মানে ১২টা স্থানীয় ক্রিকেটার সুযোগ পাওয়া, ১২টা দলে। নিয়মটা যদি একটা থাকে, তাহলে ভালো। এ বছর বিদেশি না পরের বছর আবার বিদেশি তাহলে একটু কনফিউজিং। কিন্তু ক্রিকেট বোর্ড বা সিসিডিএম যেটাই সিদ্ধান্ত নেয়, একটা নিয়ম থাকলে ভালো। দেশসেরা এই ওপেনার আরও জানালেন, মাত্র মৌসুম শুরু অবশ্যই আমি চাইবো বড় রান করার, বেশ অনেকগুলো রান করার। মাত্র দুটো ম্যাচ গেছে, একটা বড় স্কোর হলে আমিও স্বস্তিবোধ করবো। দেখা যাক, আমি আমার ব্যাটিং নিয়ে খুশি।
১৭ মার্চ ২০২৪, ১১:০৪

জাতীয় দলে ফেরা ও সাকিব ইস্যুতে যা বললেন তামিম
সময় যত গড়াচ্ছে তামিম ইকবালের জাতীয় দলে ফেরার পথ ততই কঠিন হচ্ছে। বিপিএলের ফাইনালের ম্যাচ শেষে এই টাইগার ওপেনার জানিয়েছিলেন তাকে দলে ফেরাতে অনেক কিছু ঠিক করতে। সেই বিষয়গুলো নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা করছেন তিনি। রোববার (১০ মার্চ) বিসিবির দুই পরিচালকের সঙ্গে জাতীয় দলে ফেরা নিয়ে আলোচনায় বসেছিলেন তামিম। যেখানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। আলোচনার বিস্তারিত সবকিছু দ্রুত বোর্ড সভাপতিকে জানানো হবে বলে জানা গেছে। বোর্ড সভার এ ব্যাপারে দেশের একটি দৈনিক পত্রিকাকে তামিম বলেছেন, আমার তো নতুন করে কিছু বলার নেই। আগে যা বলেছি, এবারও তাই বলেছি। এর বেশি কিছু বলব না। কারণ, বিসিবি আমার অভিভাবক। সময় হলে তারাই জানাবেন। এ ছাড়াও দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। তবে সেই ভিডিও প্রকাশ না হলেও তাদের প্রকাশিত টিজারে তামিমকে বেশ কয়েকটি বিষয় নিয়ে মন্তব্য করতে দেখা গেছে। যা রীতিমতো আলোচনার শিরোনাম হয়েছে দাঁড়িয়েছে। তিনি বলেন, আমার জন‍্য আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা খুব কঠিন। অন্যদিকে সেই টিজারে সাকিব আল হাসানের দিকেও তীর ছুড়তে দেখা গেছে তামিমকে। তাতে ‘অনেক কিছুর’ একটি যে সাকিব সংক্রান্ত তার আভাস অনেকটাই মিলছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, বিসিবির ঊর্ধ্বতনরা তামিমকে ফেরাতে চান। তবে কোচ চন্ডিকা হাথুরুসিংহে ফেরার পর ড্রেসিংরুমের দ্বন্দ্ব ওভাবে প্রকাশ্যে চলা আসার পর ‘অনেক কিছু ঠিক’ আসলেই আর হবে কিনা, সন্দেহ আছে।  আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের ফেরার সম্ভাবনা তাই নেই বললেই চলে। তবে একবার অবসর নিয়ে সিদ্ধান্ত বদলানোর পর নতুন করে আর অবসর নেওয়ার পক্ষপাতী নন তিনি। গত বছরের জুলাইয়ে আফগানিস্তান সিরিজের মাঝপথে হঠাৎ অবসর নেন তামিম। একদিন বিরতি দিয়ে সে সিদ্ধান্ত থেকে সরে এলে তাকে ছুটি দেওয়া হয়। ছুটি শেষে ফিরলেও বিশ্বকাপে যাওয়া হয়নি তার। সে সময় তামিম ও সাকিবের মধ্যকার দ্বন্দ্ব উঠে আসে পাল্টাপাল্টি সাক্ষাৎকারে।   
১১ মার্চ ২০২৪, ১৫:১৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়