• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
ঈদে তিশা-খায়রুল বাসারের ‘অপূর্ণতা’
ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী তানজিন তিশা ও খায়ারুল বাসার। ইতোমধ্যে দুজনেই নিজ অভিনয়গুণে শক্ত অবস্থান তৈরি করেছেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করে বেশ প্রসংশাও কুড়িয়েছেন নাটকপ্রেমীদের। এবার ঈদে পর্দা মাতাতে আসছেন তিশা-খায়রুল।   আসন্ন ঈদুল ফিতরে ‘অপূর্ণতা’ নামের একটি নাটকে দেখা যাবে তিশা-খায়রুলকে। নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা পনির খান।  নাটকের গল্পে দেখা যায়— আবিরের পারিবারিক ব্যবসায় ধস নামার কারণে একের পর এক সমস্য সম্মুখীন হয় তারা। আবির তার সর্বস্ব দিয়ে তা সমাধানের চেষ্টা করছে। গভীর রাত পর্যন্ত অফিসে কাজ আর দুশ্চিন্তাময় নির্ঘুম রাত যেন আবিরের জীবনকে অতিষ্ট করে তুলেছে।    সেদিন রাত করে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল আবির। পথে সিগারেট কিনতে গাড়ি থামাতেই আক্রান্ত হয় দুই ছিনতাইকারী দ্বারা। প্রতিবাদ করতে গিয়ে একপর্যায় আবিরের পেটে ছুড়ি দিয়ে আঘাত করে এক ছিনতাইকারী। আবির আহত হয়ে পথেই লুটিয়ে পরে।  অন্যদিকে বাবা-মা হারা রিমি ও তার ছোট ভাইকে বাড়ি থেকে বের করে দেয় তাদের  অত্যচারী চাচি। রিমি একসময় নার্সিং পড়ার পাশাপাশি একটা রেস্টুরেন্টে কুকের কাজ করত। পরবর্তীতে রিমির জায়গা হয় একটা মহিলা হোস্টেলে আর ওর ভাইয়ের জায়গা হয় চাচার গোডাউনে। নিজের ভাইয়ের দায়িত্ব নিতে গিয়ে রিমি নিজের পড়া ছেড়ে দিয়ে রেস্টুরেন্টে ফুল টাইম কাজ শুরু করে।   সেদিন হোস্টেলে ফেরার সময় রক্তাক্ত অবস্থায় আবিরকে পড়ে থাকতে দেখে রেস্টুরেন্টের এক কর্মচারীর সহায়তায় তাকে হাসপাতালে পৌছে দেয়। সুস্থ হয়ে আবির রিমিকে খুজে বের করে এবং বঝুতে পারে গভীরভাবে রিমির প্রেমে পড়ে গেছে সে। দুজনের মেলামেশায় সম্পর্ক গভীর হলেও রিমি কখনই আবিরকে নিজের পর্যায়ে ভাবতে পারে না। ও সবসময় একটা দূরত্ব বজায় রাখে। কিন্তু আবিরের মা রিমিকে অপমান করে এবং তার বিয়ের আয়োজনের দায়িত্ব রিমিকেই দেয়। এই অবস্থায় আবির দোটানায় পরে যায়।    নিজেদের কোম্পানি বাচানোর জন্য ওর পারিবারিকভাবে ঠিক হওয়া বিয়েটা করা খুব জরুরী হয়ে যায়। একদিকে ভালোবাসা অন্য দিকে কোম্পানির তথা পুরো পরিবারের স্বার্থ। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।   তিশা-খায়রুলের ভালোবাসার পরিণতির শেষটা দেখতে হলে চোখ রাখতে হবে আরটিভির পর্দায়। ঈদের দ্বিতীয় দিন রাত ৭টা ৩০মিনিটে নাটকটি প্রচারিত হবে আরটিভিতে।   
০৭ এপ্রিল ২০২৪, ১৬:৩০

কলকাতার সিনেমায় তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ক্যারিয়ারে অসংখ্য হিট নাটক উপহার দিয়েছেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। মাঝে মধ্যেই আকর্ষণীয় লুকে ছবি দিয়ে ভক্তদের নজর কাড়েন তিশা। এবার শোনা যাচ্ছে, শিগগিরই দেশের গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গে পাড়ি জমাচ্ছেন তিশা। গণমাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।       এ প্রসঙ্গে তিশা বলেন, দীর্ঘদিন ধরেই টালিউডের বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতার কাছ থেকে প্রস্তাব পাচ্ছিলাম আমি। কিন্তু ব্যাটে-বলে না মেলায় কাজ করা হয়নি। কখনও শিডিউল নিয়ে জটিলতা হয়েছে আবার কখনও গল্প কিংবা নির্মাতা পছন্দ হয়নি।  অভিনেত্রী আরও বলেন, এবার সবকিছু চূড়ান্ত হয়েছে। আমিও সম্মতি দিয়েছি কাজ করার জন্য। নির্মাতা কে, আমার সঙ্গে কে অভিনয় করবেন, সেটা এখনই বলছি না। তবে এতটুকু বলতে পারি, চলতি বছরই পশ্চিমবঙ্গের সিনেমায় আমাকে দেখতে পাবেন দর্শক।  জানা গেছে, কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল কলকাতার সিনেমায় যুক্ত হচ্ছেন তিশা। মূলত বেশ কয়েকবার কলকাতায় যাওয়া-আসায় গুঞ্জনটি ছড়িয়েছিল। তবে এতে ব্যাপক খুশিই হয়েছিলেন অভিনেত্রীর ভক্তরা। তিশার স্বীকারোক্তি যেন সেটা আরও বাড়িয়ে দিলো। প্রসঙ্গত, বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তিশা অভিনীত নাটক ‘বাবা তুমি কোথায়?’। এতে তার বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। নাটকটি নিয়ে ভীষণ আশাবাদী এই অভিনেত্রী।
৩১ জানুয়ারি ২০২৪, ১৬:২৮

ডিপফেকের শিকার তানজিন তিশা, ভিডিও ভাইরাল
প্রযুক্তি আমাদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল একটা সময়। নানা প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন জীবনকে অনেকটাই সহজ করে ফেলেছি। তবে ডিজিটাল এই যুগে নতুন নতুন টেকনোলজির কারণে বেশ বিপাকে পড়তে হচ্ছে আমাদের। বলিউডের রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফসহ বেশ কয়েকজন তারকা ডিপফেক ভিডিওর শিকার হয়েছেন। বাংলাদেশি অভিনেত্রীদের ক্ষেত্রে এমনটি খুব একটা শোনা যায় না। তবে এবার ডিপফেকের শিকার হয়েছেন বাংলাদেশের ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। ফেসবুকসহ সামাজিকমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফরমে অন্তত গত বছরের ২৫ অক্টোবর থেকে তানজিন তিশার ভিডিওটি প্রচার হতে দেখা যায়। গত ২৯ ডিসেম্বর বেশ কিছু পেজে পুনরায় ভিডিওটি প্রচার হতে দেখা যাচ্ছে। গত ৫ দিনে দুটি পেজ থেকে ভিডিওটি ৩০ হাজারের বেশিবার দেখা হয়েছে। রি-অ্যাকশন পড়েছে প্রায় ৮০০। পেজের কমেন্টে পুরো ভিডিও দেখতে কিছু টেলিগ্রাম লিংকও শেয়ার করা হচ্ছে।  এমন একটি টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখা যায়, চ্যানেলটিতে ৫ শতাধিক সদস্য রয়েছে। ভিডিওটি থেকে কিছু ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে একটি পর্নো ওয়েবসাইটে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে এক নারীকে পোশাক পরিবর্তন করতে দেখা যায়। ভিডিওটি পর্যবেক্ষণ করে চরিত্রটির পেছনের দেয়ালের টাইলস, ছাদের রংসহ পারিপার্শ্বিক অন্যান্য বস্তুর সঙ্গে তানজিন তিশার বলে দাবিতে ভাইরাল ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।  মূলত পর্নো সাইটের ওই নারীর মুখাবয়ব প্রযুক্তির সহায়তায় পরিবর্তন করে তানজিন তিশার মুখমণ্ডল বসিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক টুল ব্যবহার করে খুব সহজে ডিপফেক ভিডিও তৈরি করা যায়। এসব টুল বিনামূল্যে পাওয়া যায়।  সম্প্রতি ভারতীয় কয়েকজন অভিনেত্রীর আপত্তিকর ভিডিও প্রকাশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও ডিপফেক ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে।
০৪ জানুয়ারি ২০২৪, ২০:২২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়