• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
তাইওয়ান প্রশ্নে চীনের পাশে বাংলাদেশ
তাইওয়ানের জাতীয় নির্বাচনে টানা তিনবার বিজয়ী হয়েছে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রেসিডেন্ট প্রার্থী লাই চিং। দেশটির নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করেছে বাংলাদেশ। সেইসঙ্গে তাইওয়ান ইস্যুতে নিজেদের এক চীন নীতিতে সমর্থন পুনর্ব্যক্ত করেছে ঢাকা। সোমবার (১৫ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তাইওয়ান ইস্যুতে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পোস্টে বলা হয়েছে, বাংলাদেশ তাইওয়ানের নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। আমরা এক চীন নীতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছি এবং সব পক্ষকে যেকোনো ধরনের অযৌক্তিক উস্কানি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে জাতিসংঘ সনদ অনুযায়ী এ অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে কাজ করার আহ্বান জানাচ্ছি। উল্লেখ্য, স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে চীন। এ প্রশ্নে চীন কোনো আপস করতে রাজি নয়। গত শনিবারের নির্বাচনে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তাইওয়ানের স্বাধীনতাকামীও যুক্তরাষ্ট্রপন্থি নেতা লাই চিং। নতুন প্রশাসনের সঙ্গে চীনের সংঘাত বাড়ার শঙ্কা করা হচ্ছে।  অন্যদিকে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কে টানাপড়েনের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে তাইওয়ান। ২০২২ সালে মার্কিন স্পিকার ন্যানসি পেলোসি তাইওয়ান সফর করেন। এরপর থেকে দুই দেশের সম্পর্কে চিড় ধরে।
১৬ জানুয়ারি ২০২৪, ০৮:৩২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়