• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
ঢাকাই চলচ্চিত্রে ভারতের একঝাঁক তারকা
বর্তমানে ভারতে কাজ করছেন বাংলাদেশের অনেক অভিনয়শিল্পী। আবার ভারতীয় অনেক তারকাও অভিনয় করছেন ঢালিউডে। এবার জানা গেল, ঢালিউডের একটি সিনেমায় অভিনয় করবেন ভারতের একঝাঁক তারকা। সিনেমাটির নাম ‘নলিনী’। প্রযোজনা করছে বাংলাদেশের বসুন্ধরা এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড। এই সিনেমায় অভিনয় করবেন ভারতের ১৯ অভিনয়শিল্পী।  ইতোমধ্যে ১৯ শিল্পীর অভিনয়ের অনুমতি দিয়ে একটি লিখিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে ভারতীয় শিল্পীদের ‘নলিনী’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়। এ ছাড়া অভিনয়শিল্পীদের পারিশ্রমিক ও অন্যান্য খরচ বাবদ ২ কোটি রুপির বিপরীতে প্রথম কিস্তিতে ৫০ লাখ রুপি ব্যাংকিং চ্যানেলে ভারতে পাঠানোর অনুমতিও দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘নলিনী’ সিনেমার ভারতীয় অভিনয়শিল্পীরা হচ্ছেন— শর্মিলা ঠাকুর, সায়ী মঞ্জেরকর, পরান বন্দ্যোপাধ্যায়, মহেশ মঞ্জেরকর, অর্জুন চক্রবর্তী, ভিক্টর ব্যানার্জি, সীমা দেশমুখ, লিলি চক্রবর্তী, বাদশা মিত্র, ঋতাভরী চক্রবর্তী, টোটা রায় চৌধুরী, সমুদ্রনীল, শুভজিৎ দাস ও রণজয় বিষ্ণু। ‘নলিনী’ পরিচালনা করবেন উজ্জ্বল চ্যাটার্জি। সিনেমাটির চিত্রনাট্যকার হিসেবে ড. তনিমা ভট্টাচার্য এবং স্ক্রিপ্ট রাইটার হিসেবে রয়েছেন সাগরিকা চ্যাটার্জি। চিত্রগ্রহণে থাকছেন অভীক মুখোপাধ্যায়।  শুধু ভারতীয় তারকারা নন, সিনেমায় বাংলাদেশের শিল্পীরাও অভিনয় করবেন। তবে কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।   
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৬

পর্দায় ফিরতে চান ঢাকাই সিনেমার তামান্না
ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা তামান্না। খুব অল্পদিনের ক্যারিয়ার হলেও দারুণভাবে আলো ছড়িয়েছিলেন চলচ্চিত্রে। ক্যারিয়ারের শুরুতেই শহীদুল ইসলাম খোকনের নির্মিত ‘ভণ্ড’ সিনেমার মাধ্যমে তারকাখ্যাতি পান তামান্না। এরপর বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি।   জনপ্রিয়তা পাওয়ার পরই অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন তামান্না। অবশেষে দীর্ঘ বিরতির পর জানালেন, কাজে ফিরতে চান তিনি।   একই সময়ে ক্যারিয়ার শুরু করেন চিত্রনায়ক শাকিব খান ও তামান্না। এরপর অভিনয় করেন বাপ্পারাজ, রুবেল, রিয়াজ, শাকিল খান, মান্নার মতো জনপ্রিয় চিত্রনায়কদের সঙ্গে। তবে বর্তমানে মেধা আর পরিশ্রম দিয়ে শাকিব শীর্ষে অবস্থান করলেও দূরে সরে যান তামান্না। সুইডেনে বেড়ে ওঠা তামান্না অনেকটা বাবা-মার অনুমতি ছাড়াই চলচ্চিত্রে কাজ শুরু করেন। অভিনয়ের জন্য চলে আসেন ঢাকায়। তারকাখ্যাতি পাওয়ার পর ধীরে ধীরে অভিনয়ে থিতু হতে থাকেন এই নায়িকা।  এরপর তার ক্যারিয়ারে অন্যতম বাধা হয়ে দাঁড়ায় প্রেমের সম্পর্ক। ভালোবাসার বন্ধনে বাঁধা পড়ে দ্বিধায় ভুগতে থাকেন তিনি। অভিনেত্রীর ভাষ্য, একজন ভুল মানুষকে জীবনে বেছে নিয়েছিলেন তিনি। এটা তার জীবনে প্রেম নয়, ভুল ছিল। যেটা নিয়ে আক্ষেপ হয় তার। বর্তমানে সুইডেনেই থাকছেন তামান্না। সেখানেই দুই সন্তানকে বড় করছেন তিনি। কয়েকবছর একা থাকার পর এক গুজরাটি মুসলিমকে বিয়ে করে সংসারী হয়েছেন এই নায়িকা। এখন আবারও নিজেকে অভিনয়ে ব্যস্ত রাখতে চান তিনি। এ প্রসঙ্গে দেশের এক গণমাধ্যমে তামান্না বলেন, যদি কোনো অতিথি চরিত্রের কাজ হয় তাহলে করতে চাই। জীবনের অনেকগুলো বিকেলই তো পার হয়ে গেল। এখন এই ম্যাচিউরড সময়ে ভালো কিছু কাজ করে যেতে চাই। চিত্রনায়িকা আরও বলেন, দীর্ঘদিন অশান্তির সংসার বয়ে বেড়িয়েছি। একজন শিল্পীকে ধ্বংস করে দেওয়ার জন্য খারাপ সঙ্গীই যথেষ্ট। তাই খুব ভেবেচিন্তে জীবনসঙ্গী বেছে নেওয়া উচিত।
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪১

আরিফিন শুভ’র মা আর নেই
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভর মা খাইরুন নাহার আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সাইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান। তিনি জানান, বৃহস্পতিবার ফজরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে। রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন সম্পন্ন হবে। গত আট বছর ধরে শুভর ঢাকার বাসায়ই থাকতেন তার মা খাইরুন নাহার। ২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়া নামক রোগে ভুগছিলেন তিনি। এ ছাড়াও বার্ধক্যজনিক আরও নানান সমস্যা ছিল। কাজের ফাঁকে মায়ের সেবা-ডাক্তার-ওষুধ নিয়েও ছোটাছুটির মধ্যে থাকতে হতো শুভকে। প্রসঙ্গত, ২০০৫ সালে মডেলিং দিয়ে শোবিজ জগতে পথচলা শুরু করেন আরিফিন শুভ। এরপর ২০০৭ সালে তিনি নাটকে আত্মপ্রকাশ করেন। খিজির হায়াত খান পরিচালিত ‘জাগো’ সিনেমার মাধ্যমে ২০১০ সালে বড় পর্দায় অভিষেক হয় শুভর। এরপর তিনি ‘ছুঁয়ে দিলে মন’, ‘অগ্নি’, ‘তারকাঁটা’, ‘নিয়তি’, ‘মুসাফির’, ‘ঢাকা অ্যাটাক’, ‘সাপলুডু’ ও ‘মিশন এক্সট্রিম’, ‘মুজিব: একটি জাতির রূপকার’-এর মতো সিনেমা উপহার দিয়েছেন।
২৫ জানুয়ারি ২০২৪, ০৯:৪০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়