• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
হাবিপ্রবি সঙ্গে ইরানের ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক 
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সঙ্গে ইরানের ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।  মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স রুমে ভার্চুয়ালি উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  হাবিপ্রবির পক্ষে এতে স্বাক্ষর করেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান, ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর ড. আব্বাস আফখামি। সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় আরও উপস্থিত ছিলেন হাবিপ্রবির বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার, আইআরটি এর পরিচালক, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশনের পরিচালক, একাডেমিক শাখা, আইটি সেল এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার কর্মকর্তাবৃন্দ।  ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন ডি-৮ অ্যাডভাইজার ড. মাজাহের আহমাদি, বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক মিলাদ সাকিসহ অন্যান্যরা।  সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক  ড. এম. কামরুজ্জামান, বক্তব্যের শুরুতে তিনি হাবিপ্রবি প্রতিষ্ঠার ইতিহাসসহ বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বিদেশী অতিথিদের সামনে তুলে ধরেন।  তিনি বলেন , আজকের এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে সম্ভাবনার নতুন দুয়ার খুলে গেলো। শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সামনের দিন গুলোতে দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।  শেষে ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।  উল্লেখ্য, বাংলাদেশ সরকার দেশের ৫ টি বিশ্ববিদ্যালয়কে ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য মনোনয়ন দিয়েছে, এর মাঝে হাবিপ্রবি আছে। অন্য বিশ্ববিদ্যালয় গুলো হলো বশেমুরকৃবি, শাবিপ্রবি, খুবি এবং যবিপ্রবি।
৩০ জানুয়ারি ২০২৪, ২২:৪১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়