• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
দুঃসংবাদ দিলেন অভিনেতা ডন
ঢাকাই চলচ্চিত্রে নব্বইয়ের দশকে খল অভিনেতা হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন তিনি। প্রয়াত নায়ক সালমান শাহ'র বেশ ভালো বন্ধু হিসেবেই তিনি পরিচিত ছিলেন। বলছি আশরাফুল হক ডনের কথা। দর্শকরা তাকে খলনায়ক ডন হিসেবেই চেনেন। আগের মত চলচ্চিত্রে এখন তাকে নিয়মিত দেখা যায় না।  এদিকে সম্প্রতি আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেল থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২ মার্চ) মিশা-ডিপজল প্যানেলের সবাই মিলে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তবে দেখা যায়নি ডনকে। খোঁজ নিয়ে জানা গেছে তার ভাতিজী মৃত্যর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ভর্তি আছেন হাসপাতালে। ডনের সঙ্গে আরটিভির যোগাযোগ হলে তিনি বলেন, আমার ভাতিজী অবস্থা ভালো নয়। বর্তমানে একটি বেসয়ারকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছে। সিজার করতে গিয়ে নানা ধরণের সমস্যা দেখা দিয়েছে। সবাই দোয়া করবেন।  সালমান শাহ অভিনীত ২৭টি ছবির মধ্যে ২৪ টিতেই খলনায়কের চরিত্রে অভিনয় করেন ডন। তার অভিনীত হিট ছবির তালিকায় রয়েছে ‘এ জীবন তোমার আমার, বিক্ষোভ, ভালোবাসার মূল্য কত, তোমাকে চাই, ফুলের মতো বউ, বিয়ের ফুল, জীবন সংসার, ভালোবাসা কারে কয়, মহামিলন, মিলন হবে কত দিনে‘র মতো ছবি। ডন অভিনীত ছবির সংখ্যা প্রায় সাড়ে ৬শ’। চলচ্চিত্র ছাড়াও বেশ কয়েকটি টিভি নাটকেও অভিনয় করেন তিনি। কৌশিক হোসেন তাপস পরিচালিত ‘কত ভালোবাসি তোমাকে’ টেলিফিল্মে নায়িকা জনার বিপরীতে নায়কও চিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি ‘এক জনমের ভালোবাসা’ নামে একটি চলচ্চিত্রও প্রযোজনা করেন। অভিনয়ের পাশাপাশি গড়ে তুলেছেন ব্যান্ড দল ‘আর্কাইভ’। জড়িত আছেন নানা রকম সামাজিক কর্মকাণ্ডে। এক সময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।
০২ এপ্রিল ২০২৪, ২১:০৯

মিশা ভাই চলচ্চিত্রের রাজনীতি ভালো বোঝেন : ডন (ভিডিও)
ঢালিউডের একসময়ের দাপুটে খল অভিনেতা ডন। তিনি নন্দিত নায়ক সালমান শাহর সঙ্গে ২৫টি সিনেমায় অভিনয় করেছেন। ক্যারিয়ার তুঙ্গে থাকা অবস্থায় না ফেরার দেশে চলে যান সালমান শাহ। এদিকে ডনের ক্যারিয়ারেও ঘটে ছন্দপতন। এর কারণ হিসেবে অনেক সময়ই তিনি ফিল্ম পলিটিক্সকেই দায়ী করেন। পাশাপাশি অন্যতম জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগরকেও নিয়েও নানা মন্তব্য করেছেন। এদিকে সম্প্রতি আরটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডন বলনে, মিশা ভাইকে আমি স্যালুট জানাই। কারণ, তিনি একদম পারফেক্ট সিনেমার জন্য। চলচ্চিত্রে রাজনীতি বলে একটা কথা আছে যেটি মিশা ভাই খুব ভালো বোঝেন। ভালো রাজনীতিবিদদের পাশাপাশি তিনি বেশ ভালো বক্তাও। আমরা আসলে এতকিছু বুঝি না। ভালোবেসে সবার সঙ্গে কম টাকা হলেও কাজ করি।  শিল্পী সমিতি নিয়ে নিপুণ ও জায়েদ খানের প্রসঙ্গ টেনে এই খল অভিনেতা বলনে, ছোট্ট একটা সমিতি, ছবি করার খবর নেই সারাক্ষণ রাজনীতি নিয়ে ব্যস্ত। আরে ভাই তুমি কাজ করলে তোমার টাকা দিয়ে কেন ভোট কিনতে হবে বা কেন হাতে-পায়ে ধরতে হবে? আমি বুঝি না একজন শিল্পী কেনো অন্য শিল্পীকে নিয়ে জেলাসি করবে? শিল্পীদের মন হবে উদার, তাহলেই শিল্পের বিকাশ ঘটবে। প্রসঙ্গত, সালমান শাহ অভিনীত ২৭টি ছবির মধ্যে ২৪ টিতেই খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন ডন। তার অভিনীত হিট ছবির তালিকায় রয়েছে ‘এ জীবন তোমার আমার, বিক্ষোভ, ভালোবাসার মূল্য কত, তোমাকে চাই, ফুলের মতো বউ, বিয়ের ফুল, জীবন সংসার, ভালোবাসা কারে কয়, মহামিলন, মিলন হবে কত দিনের মতো ছবি। ডন অভিনীত ছবির সংখ্যা প্রায় সাড়ে ৬শ’। চলচ্চিত্র ছাড়াও বেশ কয়েকটি টিভি নাটকেও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ‘এক জনমের ভালোবাসা’ নামে একটি চলচ্চিত্রও প্রযোজনা করেন। পাশাপাশি গড়ে তুলেছেন ব্যান্ড দল ‘আর্কাইভ’। জড়িত আছেন নানারকম সামাজিক কর্মকাণ্ডে।    
০১ জানুয়ারি ২০২৪, ২১:৩৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়