• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
জয়পুরহাটে বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় মাহবুব হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  শনিবার (২০ এপ্রিল) দুপুরে পাঁচবিবি উপজেলার দানেজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুব হোসেন পাঁচবিবি উপজেলার দানেজপুর গ্রামের মোজাহার আলীর ছেলে।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান। তিনি জানান, মাহবুব হোসেন একজন দুধ ব্যবসায়ী। তিনি বিভিন্ন এলাকার গরুর খামার থেকে দুধ সংগ্রহ করে বাজারে বিক্রির জন্য যাচ্ছিলেন। পথে একটি বালুবোঝাই ট্রাক্টর মোটরসাইকেলেটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।    ওসি আরও জানান, স্থানীয়রা ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
২০ এপ্রিল ২০২৪, ২৩:২৪

ঘোড়াঘাটে ট্রাক্টরের ধাক্কায় নিহত ১ 
দিনাজপুরের ঘোড়াঘাট মহাসড়কে ট্রাক্টরের ধাক্কায় শহীদুল ইসলাম (৫০) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ঘোড়াঘাট পৌরশহরের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত শহিদুল ইসলাম গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ির আব্দুর রহমানের ছেলে।  এ ঘটনায় আহত ভ্যানচালক আয়াত আলীসহ রতন পাহারী ও মোল্লা পাহারী নামে দুই যাত্রীকে ঘোড়াঘাট উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহীদুল ইসলাম বাজার করা শেষে ভ্যানে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি মাটিবোঝাই ট্রাক্টর মহাসড়কের ওপর আচমকা ঘোরালে একটি ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় ওই ভ্যানের যাত্রী শহীদুল এবং চালকসহ অন্য দুইজন যাত্রী। পরে স্থানীয় গুরুতর আহত শহিদুলকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
১৭ এপ্রিল ২০২৪, ১৯:৫৮

মাটিবাহী ট্রাক্টরের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু
নোয়াখালীর কবিরহাটে মাটিবাহী ট্রাক্টরের চাপায় আমির হোসেন (১৩) নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন। রোববার (১০ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নে চাপরাশিরহাট-মন্ডলিয়া সড়কের জনতা বাজার-সংলগ্ন চর গুল্লাখালী গ্রামে এ ঘটনা ঘটে।   আমির হোসেন ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর মন্ডলিয়া গ্রামের বিটারাগো বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে। তিনি স্থানীয় চর মন্ডলিয়া গ্রামের একটি মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিলেন।   স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকালে নিজ বাড়ি থেকে একই ইউনিয়নের জনতা বাজার এলাকায় বড় ভাইয়ের কাছে যান আমির।  সেখান থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে অবৈধ মাটিবাহী ট্রাক্টর তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পরে এলাকাবাসী ট্রাক্টরটি আটক করে। কিন্তু ঘটনার পরপরই গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ধানশিক ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন স্থানীয় বিষয়টি দফারফার চেষ্টা চালাচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে সাহাব উদ্দিন বলেন, নিহত ছেলের বাবা একজন দিনমজুর। তিনি থানায় মামলা করতে চাচ্ছেন না। আমার কাছে এসেছে বিষয়টি সমাধা করে দেওয়ার জন্য। আমি তাদেরকে নিয়ে বসেছি। আমি সমাধান করতে পারলেও তারা থানায় যাবে, না পারলেও থানায় যাবে। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, বাদী মামলা করতে চাচ্ছে না। আমি বলেছি বাদীকে আমার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। যেন থানায় লিখিত অভিযোগ দিয়ে যায়। নিহতের পরিবার ময়নাতদন্তও করতে চাচ্ছে না।
১০ মার্চ ২০২৪, ২৩:২৯

জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু 
জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় তামিম হোসেন (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।  বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার চকশ্যাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির। নিহত তামিম হোসেন জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম গ্রামের জনি হোসেনের ছেলে। ওসি হুমায়ুন কবির জানান, শিশু তামিম তার বাড়ির সামনে থেকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক্টর পেছন থেকে তামিমকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় শিশু তামিম। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫২

বেপরোয়া ট্রাক্টরের চাপায় সাইকেল আরোহী নিহত
পঞ্চগড়ে ট্রাক্টরের চাপায় রফিকুল ইসলাম বাচ্চু (৫৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছে। তার বাড়ি জেলার সদর উপজেলার কামাত কাজলদিঘি ইউনিয়নের বন্দরপাড়া গ্রামে।  সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গলেহা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা ট্রাক্টরসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।  স্থানীয়রা জানায়, বিকেলে গলেহা বাজার থেকে বাজার করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ রফিকুল ইসলাম বাচ্চু। বাইসাইকেলে রওনা হওয়া মাত্রই পঞ্চগড় থেকে চাকলাগামী দ্রুত গতির বেপরোয়া একটি পাথরবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে যান তিনি। এ সময় ট্রাক্টরের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।  এ সময় ক্ষুব্ধ স্থানীয়রা ট্রাক্টরসহ চালক তরিকুল ইসলামকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তরিকুলের বাড়ি পঞ্চগড় সদর উপজেলা সাতমেরা ইউনিয়নের শতরংপাড়া এলাকায়।   এ বিষয়ে পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার বলেন, এ ঘটনায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক্টরসহ চালককে গ্রেপ্তার করা হয়েছে। সেইসঙ্গে তার বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।
১২ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়