• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
সুনামগঞ্জ শহরে ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
সুনামগঞ্জ পৌর শহরের হাছননগরে ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোরিকশায় থাকা অপর দুজন। সোমবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে শহরের নতুন হাছননগর ভুবির পয়েন্টে এক দুর্ঘটনা ঘটে।  নিহতের নাম সুরেশ রবি দাস (৪০)। তিনি ওয়েজখালী এলাকার বাসিন্দা।  আহতরা হলেন শহরের হাছননগর এলাকার সিএনজিচালক জীবন মিয়া (২০), শহরতলীর ইব্রাহিমপুর গ্রামের কৃষ্ণ রবি দাস (৩২)। ঘটনার প্রত‍্যক্ষদর্শীরা জানান, ট্রাক্টরটি ভবন নির্মাণের মালপত্র নিয়ে বেপরোয়া গতিতে চলছিল। এ সময় শহরতলীর বুড়িস্থল থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে শহরে ফিরছিল। পথে শহরের নতুন হাছননগরের ভুবির পয়েন্টে আসলে মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং আহত হন আরও দুজন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ছাড়াও দুর্ঘটনাকবলিত ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করে পুলিশ। এ সময় চালকদের আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি খালেদ চৌধুরী। তিনি বলেন, শহরের ভুবির পয়েন্টে ট্রাক্টর ও সিএনজির সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক্টর ও সিএনজি জব্দ করা হয়েছে এবং দুজন চালককে আটক করা হয়েছে।
২৩ এপ্রিল ২০২৪, ১১:১২

গোমস্তাপুরে ট্রাক্টর উল্টে চালক নিহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক্টর উল্টে আশিক আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় দুর্ঘটনায় আহত হয়েছেন তার সহযোগী ওহেদুল ইসলাম (১৬)। সোমবার (১৮ মার্চ) রহনপুর-গোমস্তাপুর সড়কের নিমতলা মাদরাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক আশিক নাচোল উপজেলার ফুলকুঁড়ি পাহাড়পুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে। আহত সহযোগী একই গ্রামের বাসিন্দা ওহেদুল ইসলাম। স্থানীয়ারা জানান, একটি চলন্ত ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় আহত হন চালক আশিক ও তার সহযোগী অহেদুল ইসলাম। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চালক আশিক মারা যান।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ।  তিনি বলেন, তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে চালক আশিক আলী মারা গেছেন। আর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার সহযোগী ওহেদুল ইসলাম।
১৯ মার্চ ২০২৪, ০৮:৪৮

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর উল্টে খাদে, নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে নবীনগর রাধিকা সড়কের উপজেলার কাইতলা (উত্তর) ইউনিয়নের নারুই বারহতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার ব্রাহ্মণহাতার বজলু মিয়ার ছেলে আমির হোসেন (১৫) ও আখাউড়া উপজেলার রুটি গ্রামের শাহজাহানের ছেলে এনামুল (২৬)। এ ঘটনায় রাকিব (১৫) নামের আরও একজন আহত হন।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম। তিনি জানান, একটি ট্রাক্টর শিবপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেপরোয়া গতির কারণে বড়হিত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক এনামুল ও তার তার সহযোগী আমির মারা যান। দুর্ঘটনায় ট্রাক্টর চালকের আরেক সহযোগী রাকিব আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৫

পাটগ্রামে হালচাষের ট্রাক্টর উল্টে চালক নিহত 
লালমনিরহাটের পাটগ্রামে জমি চাষের ট্রাক্টর উল্টে আবুল কালাম আজাদ নাজু (২৪) নামে এক চালক নিহত হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার কুচলীবাড়ি ইউনিয়নের পানবাড়ি গোলডাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত আবুল কালাম আজাদ নাজু ওই এলাকার হামিদুল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে উপজেলার পানবাড়ি গোলডাঙা এলাকায় তার নিজ ট্রাক্টর নিয়ে জমি চাষ করতে যান আবুল কালাম আজাদ। জমিতে চাষ শেষে ট্রাক্টর নিয়ে রাস্তায় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তার ট্রাক্টরটি উল্টে গিয়ে নিচে পড়ে যান চালক আবুল কালাম আজাদ নাজু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৬

পঞ্চগড়ে চাকা মেরামত করতে গিয়ে ট্রাক্টর চালকের মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রাক্টর মেরামত করতে গিয়ে চাপা পড়ে আব্দুল মালেক (২৪) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) উপজেলার ভজনপুর ইউনিয়নের কীর্তনপাড়া-সংগঠন কাঁচা সড়কের সারাপিগছ গ্রামে কবরস্থানের পাশে এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুল মালেক ইউনিয়নের সারাপিগছ গ্রামের এমাজ উদ্দীনের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দীন বলেন, রোববার দুপুরে কীর্তনপাড়া কবরস্থান সংলগ্ন করতোয়া নদী থেকে বালি পরিবহন করছিলেন ট্রাক্টর চালক আব্দুল মালেক। এসময় ট্রাক্টরের পেছনের একটি চাকার বেয়ারিং ভেঙে যায়। চাকা মেরামত করার জন্য ট্রাক্টরের বডিতে জগ দিয়ে বডিকে ওপরে রাখা হয়। জগটি বডি থেকে সরে যায়। এতে ট্রাক্টরের বডিতে আব্দুল মালেক চাপা পড়ে যায়।   তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে তেতুঁলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় জানান, ট্রাক্টরের চাঁপায় এক চালকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১১ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১৬

ট্রাক্টর উল্টে ডোবায়, নিহত ২
সিলেটের গোয়াইনঘাটে ট্রাক্টর উল্টে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার চিরুরপাড় বিলের বন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার কান্দিরগ্রাম উত্তরপাড়া গ্রামের রাজুল ইসলাম (২৫) ও একই উপজেলার চিরুরপাড় গ্রামের আব্দুল হালিম (২২)। আহতের নাম কিবরিয়া (১৭)। তিনি রাজুল ইসলামের ছোট ভাই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাল চাষ করার জন্য ট্রাক্টর নিয়ে রাজুল ইসলাম, আব্দুল হালিম ও কিবরিয়া কান্দিরগ্রাম থেকে চিরুরপাড় এলাকার দিকে যাচ্ছিলেন। বিলের বন এলাকায় পৌঁছালে ট্রাক্টরটি উল্টে রাস্তার পাশের ডোবায় পড়ে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে রাজুল ইসলাম ও আব্দুল হালিম মারা যান। এ সময় কিবরিয়াকে আহতাবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। এ বিষয়ে গোয়াইনঘাট থানার সালুটিকর তদন্ত কেন্দ্রের ইনচার্জ নির্মল চন্দ্র দেব বলেন, ডোবায় পড়ে শ্বাসরোধে দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়