• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
রাজশাহীর পবায় ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা রয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে পবার মুরারীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মহানগরীর দামকুড়া থানার নতুন কশবা এলাকার লাল মোহাম্মদের ছেলে আসিফ ইকবাল (১৯), একই থানার সুত্রাবন এলাকার আলমগীর হোসেনের ছেলে সুইট হোসেন (৩১) এবং রংপুরের লালমনিরহাট জেলার সদর উপজেলার বড়বাড়ি গ্রামের জহুরুল ইসলামের ছেলে তাজুল ইসলাম (২৫)। এছাড়া সড়ক দুর্ঘটনায় আহতরা হলেন- দামকুড়া থানার আলীগঞ্জ এলাকার রবিউল ইসলামের ছেলে জুলহাস ইসলাম (৩২) এবং একই থানার নতুন কশবা এলাকার মো. মানিক মিয়ার ছেলে মো. রিমন হোসেন (৩৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, মুরারীপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাক দুইটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে একটি মোটরসাইকেলের দুইজন ঘটনাস্থলেই মারা যান। আর অপর মোটরসাইকেলটিতে তিনজন যাত্রী ছিলেন। তাদের একজনকে হাসপাতালে আনার পথে মারা যান। এছাড়া বাকি দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ঘটনাস্থলেই দুইজন মারা গেছেন। বাকিদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে অপরজন মারা যান। পরিচয় শনাক্তের পর তাদের মরদেহ বর্তমানে হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।  
১৯ এপ্রিল ২০২৪, ২১:০৮

বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, বাইকচালক নিহত
বান্দরবানে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক বাইক চালকের মৃত্যু হয়েছে।  সোমবার (২৬ ফেব্রুয়ারি) জেলার রুমা উপজেলার সদর ইউনিয়নের রুমা-বগালেক সড়কের মুনলাই পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  এ সময় মোটরসাইকেল আরোহী আরও একজন আহত হন। জানা যায়, নিহত বাইক চালকের নাম মো. সালেহ (৪৫)। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওচিয়া এলাকার মিয়া হোসেনের ছেলে। আহত আজাদ (৩৯) একই এলাকার মৃত হাজী আবদুল মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, রুমা উপজেলার সদর ইউনিয়নের রুমা-বগালেক সড়কের মুনলাই পাড়া এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মারা যান। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও একজন আহত হন। এ দিকে দুর্ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বগালেকগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৭

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ২ কলেজছাত্রের
টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত হয়েছে।  রোববার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর এলকায় শেখ হাসিনা সেতুর ওপর এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন উপজেলার শুনশি গ্রামের অমর সেতাব আলীর ছেলে শাকিল আহমেদ (১৯) ও কলমাইদ গ্রামের আদম আলীর ছেলে মাসুম মিয়া (১৯)। নিহতরা পাকুটিয়া কলেজের একাদশ শ্রেণির প্রথমবর্ষের শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয়রা জানান, গোখাদ্য ভর্তি একটি ট্রাক ঢাকা থেকে নাগরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি কেদারপুর এলকায় শেখ হাসিনা সেতুর ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। কুয়াশার কারণে সেতুর এপার থেকে ওপার দেখা যাচ্ছিল না। এতে মোটরসাইকেলের চালক ও ট্রাক চালক একে অপরকে দেখতে না পারায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুইজন আরোহীর মৃত্যু হয়েছে। নাগরপুর থানার উপপরিদর্শক (এস আই) মোতাসির বিল্লাহ বলেন, ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
১৪ জানুয়ারি ২০২৪, ১৩:০৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়