• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
গভীর সমুদ্রে ট্রলার ডাকাতি, ১৫ লাখ টাকার মাছ লুট
বরগুনার পাথরঘাটার সগির কোম্পানি মালিকানাধী এফবি তারেক-১ নামের একটি ট্রলারে গভীর সমুদ্রে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ১৫ লাখ টাকার মাছ ও রসদসামগ্রী লুটে নিয়েছে ডাকাত দল। মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেল ৫ টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। ট্রলার মালিকের বাড়ি উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল গ্রামে। জেলেদের বাড়ি উপজেলার বিভিন্ন এলাকায়। ডাকাতি হওয়া এফবি তারেক-১ ট্রলারের মালিক সগির হোসেন বলেন, সোমবার (১ এপ্রিল) পাথরঘাটা ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায় ১৭ জন জেলে। কদিনে অনেক মাছ পায় জেলেরা। ঘটনার সময় রাতে ট্রলারটি সাগরে জাল ফেলে নোঙর করে ঘুমিয়ে পড়ে জেলেরা। কিছুক্ষণ পর ডাকাতরা আকস্মিক ট্রলারে উঠে জেলেদের মারধর করে এবং ট্রলারে থাকা জাল, তেল, আহরিত ইলিশসহ অন্যান্য মাছ লুটে নিয়ে যায়। তিনি আরও বলেন, ট্রলারের মাঝি লিটন তাকে জানায়, ডাকাতদের ব্যবহৃত ট্রলারের নাম এফবি আল্লাহর দান এবং তাদের ভাষায় মনে হয়েছে চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা হবে। ট্রলারটিসহ ১৭ জন জেলে সাগর থেকে রওনা হয়েছে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, গভীর বঙ্গোপসাগরে ডাকাতির খবর পাওয়া গেছে। ডাকাতি হওয়া ট্রলারসহ জেলেরা কূলে আসতে রাত হতে পারে। 
০৯ এপ্রিল ২০২৪, ২৩:২৩

ট্রলার থেকে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
চাঁদপুরে যাত্রীবাহী ট্রলার থেকে ১৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।  রোববার (২৪ মার্চ) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। আটককৃতরা হলো- মো. শাহাদাত শেখ (৩৮) ও ওহিদুল শেখ (২৯)। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার আলু বাজার ফেরিঘাটগামী একতা পরিবহন নামক একটি যাত্রীবাহী ট্রলার থেকে মো. শাহাদাত শেখ (৩৮) ও ওহিদুল শেখ (২৯) নামক দুইজন মাদক কারবারিকে আটক আটক করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ১৪ কেজি গাঁজা জব্দ করেছে। আটককৃত ব্যক্তিদ্বয় গোপালগঞ্জ জেলার মোখসেদপুর থানাধীন দিগনগর চন্দ্র খোলা এবং কানোরিয়া গ্রামের মোশারফ শেখ ও রতন শেখের ছেলে। জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
২৪ মার্চ ২০২৪, ১৯:৫০

ঘূর্ণিঝড়ে ট্রলার ডুবে বিএসএফ সদস্য নিহত, বাংলাদেশ সীমান্তে পড়েছিল মরদেহ
সাতক্ষীরা সদরের দক্ষিণ হাড়দ্দহ সীমান্তে ঘূর্ণিঝড়ে ট্রলার ডুবে এক ভারতীয় বিএসএফ সদস্য নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে সীমান্তের ইছামতি নদীতে টহলকারী ট্রলার ডুবে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ খুঁজে পাওয়া যায়। নিহত বিএসএফ সদস্যের নাম রিয়াজুল ইসলাম (৩০)। তিনি বাহিনীটির সৈনিক পদে কর্মরত ছিলেন। ১৭ বিজিবির শাখরা টাউন শ্রীপুর কোম্পানি কমান্ডার সুবেদার মুজিবর রহমান জানান, রাতে আকস্মিক ঘূর্ণিঝড় ও প্রচুর বৃষ্টিপাত হয়। ওই সময়ে নদীতে ভারতীয় বিএসএফের একটি টহলকারী ট্রলার অবস্থান করছিল। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। রাতেই বিএসএফ অভিযান করে ট্রলারের মাঝিকে খুঁজে পায়। তবে একজন সৈনিক নিখোঁজ ছিলেন। নদীতে তখন জোয়ার ছিল। তিনি আরও বলেন, সকালে ভাটার সময় নিখোঁজ ট্রলার ও বিএসএফ সৈনিকের মরদেহ বাংলাদেশ অভ্যন্তরে দক্ষিণ হাড়দ্দহ বালুরচরে পড়ে থাকতে দেখা যায়। তখন ভারতীয় বিএসএফ উদ্ধার অভিযান পরিচালনা করে মরদেহটি নিয়ে যায়। বিএসএফের কাছে থাকা অস্ত্র উদ্ধার হলেও একটি ওয়্যারলেস পাওয়া যায়নি।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪১

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি : ১০ ঘণ্টা পর ১৮ জেলে উদ্ধার
বঙ্গোপসাগরে ট্রলারডুবির ১০ ঘণ্টা পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) পটুয়াখালী জেলার রাঙ্গাবালির সোনারচর দক্ষিণ বঙ্গোপসাগরে আটবাম এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাথরঘাটা ঘাটে এসে এ তথ্য জানান ফিরে আসা জেলেরা। এর আগে ১ ফেব্রুয়ারি পাথরঘাটার মারুফের মালিকানা এফবি আল-আমিন ট্রলারসহ ১৮ জন জেলে সাগরে মাছ ধরতে যান। বঙ্গোপসাগরে কয়েকদিন মাছ ধরার পর আশানুরূপ মাছ না পাওয়ায় শনিবার (৯ ফেব্রুয়ারি) পটুয়াখালীর রাঙ্গাবালির দক্ষিণ দিকে বঙ্গোপসাগরে এসে আটবাম এলাকায় মাছ ধরার জন্য জাল ফেলেন জেলেরা। কিছুক্ষণ পর ওই ট্রলারের জেলেরা ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে দেখতে পান ট্রলারের তলা ফেটে পানি ঢুকছে এবং ট্রলার ডুবে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ট্রলার থেকে লাফিয়ে সাগরে পড়ে ভাসতে থাকেন তারা। প্রায় ১০ ঘণ্টা পর অপর একটি ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করেন।   ট্রলার মালিক মো. মারুফ জানান, তার ট্রলারটি ডুবে গেছে। ট্রলারে থাকা ১৮ জেলে উদ্ধার হয়েছেন। তাদের চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ট্রলারডুবির ঘটনায় ১৮ জেলেই অক্ষত রয়েছেন। কোনো নিখোঁজ সংবাদ নেই।
১১ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২১

ট্রলার থেকে পড়ে প্রাণ গেল মালিকের
ভোলায় ইলিশ শিকারের সময় ট্রলার নোঙর করতে গিয়ে গ্রাফিসহ নদীতে পড়ে আরিফ হোসেন মাঝি (৩৫) নামের এক ট্রলারমালিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের চরজহির উদ্দিন এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকার চরমানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জহিরুল ইসলাম মিন্টুর ছেলে। তিনি ওই ট্রলারের মালিক ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আরিফ মাঝির নেতৃত্বে তার ট্রলারে করে বেশ কয়েকজন জেলে তজুমদ্দিন উপজেলার চরজহির উদ্দিন এলাকার মেঘনা নদীতে মাছ ধরছিলেন। সকাল ১০ টার দিকে নদী থেকে জাল টানার সময় ট্রলার থেকে গ্রাফি ফেলে ট্রলারটি নোঙর করতে চেয়েছিলেন তিনি। এসময় তিনি নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। পরে তার সঙ্গী জেলেরা খোঁজাখুঁজি শুরু করেন। কয়েক ঘণ্টা পর বেশকিছু দূরে আরিফ মাঝির মরদেহ নদীতে ভাসতে দেখতে পেয়ে তারা উদ্ধার করেন। দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
২০ জানুয়ারি ২০২৪, ০৯:২৩

চাঁদপুরে মেঘনায় ট্রলার থেকে ৮৫ মণ জাটকা জব্দ
চাঁদপুরের হাইমচর ঈশানবালা কাঠবডি ট্রলারে থাকা ৮৫ মণ (৩৪০০ কেজি) জাটকা জব্দ করেছে জেলা টাস্কফোর্স। তবে এতে কাউকে আটক করা সম্ভব হয়নি। রোববার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় কোস্টগার্ড স্টেশনে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথীর উপস্থিতিতে স্থানীয় এতিমখানায় জব্দকৃত জাটকা মাছগুলো বিতরণ করা হয়েছে। চাঁদপুর সদর উপজেলা জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, চাঁদপুর জেলা টাস্কফোর্স সদস্যরা রোববার বিকেলে মেঘনা নদীতে অভিযানে বের হয়। তারমধ্যে একটি দল মেঘনা মোহনা এলাকায় অভিযান চালায়। সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার হিজলা থানা থেকে জাটকাবোঝাই ট্রলারটি হাইমচর ইশানবালার দিকে যাওয়ার সময় আটক করা হয়। পরে ট্রলারসহ জাটকাগুলো জব্দ করে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে নিয়ে আসা হয়। ট্রলারে থাকা জাটকার মালিক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
১৫ জানুয়ারি ২০২৪, ১৩:৪৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়