• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
ইন্টারনেট সেবায় টেলিটককে বিশেষ সাশ্রয়ী প্যাকেজ চালুর নির্দেশ
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ইন্টারনেট গ্রাহকদের জন্য সরকারি মোবাইল অপারেটর প্রতিষ্ঠান টেলিটককে বিশেষ সাশ্রয়ী প্যাকেজ চালুর নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার (৪ মার্চ) রাজধানীর গুলশানে টেলিটক সদর দপ্তর পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এমন নির্দেশনা দেন তিনি। এ সময় টেলিটকের গ্রাহক সেবার মানোন্নয়নে গৃহীত পরিকল্পনা ও বাস্তবায়নের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে।  প্রতিমন্ত্রী বলেন, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে টেলিটকের পক্ষ থেকে মোবাইল ইন্টারনেটের একটি বিশেষ সাশ্রয়ী প্যাকেজ তৈরি করতে হবে। আর সেই প্যাকেজটি ৭ মার্চ থেকেই চালুর জন্য ব্যবস্থা নিতে হবে। সভায় অন্যান্য মোবাইল অপারেটরদের সঙ্গে টাওয়ার শেয়ারিংয়ের মাধ্যমে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণের অগ্রগতি এবং বর্তমানে টেলিটকের ৫ হাজার ৬০০টি টাওয়ারের কর্মক্ষমতা বাড়ানোর জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে; সে সম্পর্কে জানতে চান জুনাইদ আহমেদ পলক।  পরে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান প্রেজেন্টেশনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। মতবিনিময় সভায় টেলিটকের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
০৪ মার্চ ২০২৪, ১৮:৩৬

পাওনা আদায়ে বিটিআরসিকে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর নির্দেশ
টেলিটক বাংলাদেশ লিমিটেডের কাছে তরঙ্গ বরাদ্দ বাবদ পাঁচ হাজার তিন শ’ কোটি টাকা পাওনা আদায়ের জন্য বিটিআরসিকে নির্দেশনা দিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার (১৪ ফেব্রুয়ারি) স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বিটিআরসির প্রস্তুতি বিষয়ক এক পর্যালোচনা বৈঠকে এ নির্দেশ দেন প্রতিমন্ত্রী। বৈঠকে টেলিটকের কাছে তরঙ্গ বরাদ্দ বাবদ বিটিআরসির পাওনার এ বকেয়ার চিত্র বিটিআরসি তুলে ধরলে মন্ত্রী এ নির্দেশনা প্রদান করেন। জুনাইদ আহমেদ পলক, টেলিটককে মানুষের আকাঙ্ক্ষার উপযোগী করে গড়ে তুলতে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে বাংলালিংক ও রবির সঙ্গে একটিভ শেয়ার কার্যকর করার নির্দেশনা দেন। এতে বিটিএসে বিরাট অঙ্কের টাকা বিনিয়োগ ছাড়াই টেলিটক গ্রাহকরা রবি ও বাংলালিংকের বিস্তৃত নেটওয়ার্ক ব‌্যবহারের সুযোগ পাবেন। অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম‌্যান ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন আহমেদ, কমিশনাররা উপস্থিত ছিলেন।  
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫০

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘৩৩৩’ সেবা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, দ্রব্যমূল্য নিয়ে ‘৩৩৩’-এ অভিযোগ জানাতে পারবেন ভোক্তারা। আগামী ৩১ জানুয়ারির মধ্যে এই সুবিধা চালু করা হবে। একই সঙ্গে ভোক্তাদের জন্য তৈরি ওয়েবসাইটে প্রতিদিনের দ্রব্যমূল্য দেওয়া থাকবে। সোমবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে ‘বাজার দরে অধিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং এ বিষয়ে ডিজিটাইজেশনের মাধ্যমে উদ্ভাবনী পরিবর্তন আনা’ সংক্রান্ত পরামর্শক সভায় তিনি এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘৩৩৩’ নম্বরে বর্তমানে যেসব সেবা আছে, সেগুলো চালু থাকবে। তবে ৩৩৩-তে বাড়তি একটি ডিজিট যোগ করে নিত্যপণ্যের দামের তথ্য আদান-প্রদান এবং অভিযোগ জানানো যাবে। পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মন্ত্রণালয় ও দপ্তরের সবটুকু সক্ষমতা ব্যবহারের নির্দেশনা দিয়েছেন। পণ্য উৎপাদন, মজুত, বাজারজাতকরণ, বিপণন ও আমদানি পর্যায়ে সঠিক তথ্য উপাত্ত সংরক্ষণ করা ও নিজেদের মধ্যে আদানপ্রদান করা গেলে অনেক সমস্যার সমাধান পাওয়া যাবে। আমাদের মন্ত্রণালয় প্রযুক্তি ব্যবহার করে এসব বিষয়ের রিয়েল টাইম ইনফরমেশন বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে দিতে চাই। তিনি বলেন, করোনার সময় রোগী শনাক্তকরণ ও দুস্থ মানুষের কাছে খাবার পৌঁছে দিতে প্রথম ‘৩৩৩’ সেবা চালু করা হয়েছিল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসছে রোজায় এই সেবা চালু করা হবে। এর মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি সেবা প্রাপ্তির পদ্ধতি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের সঙ্গে যোগাযোগের তথ্য, বিভিন্ন এলাকার পর্যটনের স্থানসমূহ এবং বিভিন্ন জেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে। প্রতিমন্ত্রী বলেন, কোথাও পণ্যের দাম কমলে প্রশাসন গিয়ে তা সঙ্গে সঙ্গে কিনে ফেলতে পারবে এবং সেখানেই বিক্রি করতে পারবে।  ‘দেশের নাগরিকরা ৩৩৩ নম্বরে এবং প্রবাসীরা ০৯৬৬৬৭৮৯৩৩৩ নম্বরে ফোন করে সেবা গ্রহণ করতে পারবেন’ যোগ করেন পলক।
১৫ জানুয়ারি ২০২৪, ১৮:৫২

আইসিটি বিভাগের সবার বিদেশ সফর বন্ধ
আইসিটি বিভাগ থেকে সবার বিদেশ সফর আগামী ৩০ জুন পর্যন্ত বাতিলের নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।  রোববার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।  প্রতিমন্ত্রী বলেন, ‘প্রথম দিন থেকে কিছু না কিছু পরিবর্তন আমরা আনতে চাই, যেখানে মূলত হবে মিতব্যয়িতা। আমরা সময়, মেধা এবং অর্থের অপচয় রোধ করতে চাই। এ কারণে আমি সচিবকে অনুরোধ করব, আগামী ৩০ জুন পর্যন্ত আইসিটি বিভাগ থেকে কোনো কর্মকর্তা কর্মচারী বিদেশ সফরে যাবে না।’  তিনি বলেন, ‘আমাদের এক্সপোর্ট উপার্জন বাড়াতে হবে। রেমিট্যান্স বাড়াতে হবে। বৈদেশিক মুদ্রার সাশ্রয় করতে হবে। এর মধ্যে প্রথম পদক্ষেপ যেটা আমার হাতের আছে, আগামী ছয় মাস আমি বিদেশে যাব না, সচিব যাবেন না। আইসিটি ডিভিশনের কেউ বিদেশ সফরে যাবে না। কোনো প্রশিক্ষণে না, কোনো শিক্ষা সফরে না। আমরা আগামী ছয় মাসের জন্য সম্পূর্ণভাবে বিদেশ সফর বন্ধ করে দিলাম।’  তিনি আরও বলেন, ‘আমাদের ক্রয় প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা, আরও জবাবদিহি নিশ্চিত করতে হবে। একদিকে যাতে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনে সময় ক্ষেপণ না হয়, অপরদিকে যেন কোনো সিন্ডিকেট বা বলয় তৈরি না হয় সরকারের ক্রয় প্রক্রিয়ার মধ্যে। এটা কোনোভাবেই আমরা সহ্য করব না।’  এ সময় সভায় আইসিটি বিভাগের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১৪ জানুয়ারি ২০২৪, ২৩:২৭

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে আওতাধীন চাকরি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানি লিমিটেড (বিএসসিপিএলসি)। প্রতিষ্ঠানটির শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানি লিমিটেড (বিএসসিপিএলসি)। বিভাগ : ডাক ও টেলিযোগাযোগ। পদের নাম : ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। পদসংখ্যা : ১টি। শিক্ষাগত যোগ্যতা : বিএসসি–ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/টেলিকমিউনিকেশনস) ডিগ্রিধারী। এমএসসি/এমএস/পিএইচডি/এমবিএ ডিগ্রিধারী। অন্যান্য যোগ্যতা : প্রশাসনিক কাজে ১০ বছরসহ টেলিকম ক্ষেত্রে ২৫ বছরের চাকরির অভিজ্ঞতা। সাবমেরিন কেব্‌ল সার্ভিস সম্পর্কে অভিজ্ঞতা/জ্ঞানসম্পন্ন প্রার্থীরা অগ্রগণ্য। বেতন : কোম্পানির বেতন গ্রেড–১ অনুযায়ী (সাকল্যে বেতন ২ লাখ ৯১ হাজার টাকা এবং কোম্পানির চাকরিবিধি মোতাবেক অন্য সুবিধা)। বয়সসীমা : সর্বনিম্ন ৫২ বছর, সর্বোচ্চ ৬০ বছর। কর্মস্থল : প্রধান কার্যালয়, ঢাকা। আবেদন যেভাবে : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় : ১১ জানুয়ারি ২০২৪
০২ জানুয়ারি ২০২৪, ০৯:৩২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়