• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
কালিয়াকৈরে শিলাবৃষ্টিতে ঘরের টিন ফুটোসহ ধানের ব্যাপক ক্ষতি
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার বোয়ালী ইউনিয়নে শিলাবৃষ্টিতে গাছপালা, ঘরের টিন ফুটোসহ আধাপাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে প্রায় এক হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (২৪ মার্চ) সকালে উপজেলার বোয়ালী ইউনিয়ন ঘুরে এমনি চিত্র দেখা গেছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড ও ৮নং ওয়ার্ডে শনিবার রাত ৮ দিকে শুরু হয় শিলাবৃষ্টি। প্রায় ৩০ মিনিট স্থায়ী এ শিলাবৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হয়। ফসলের ক্ষতির পাশাপাশি ওই এলাকার প্রায় ১ হাজারের অধিক পরিবারের টিনের চালা ফুটো হয়েছে। এ ছাড়া অনেক গাছ ভেঙে গেছে। ঘরে থাকার মতো তাদের জায়গা নেই। এ অবস্থায় সরকারের হস্তক্ষেপ কামনা করছে ক্ষতিগ্রস্ত পরবিার। ক্ষতিগ্রস্ত হাবিবুর, ফারুক, ফিরোজা, আবুল হাশেম জানান, জীবনে এরকম শিলাবৃষ্টি কখনো দেখিনি। এলাকার ঘরবাড়ি, ফসলসহ সব শেষ। ৭ নম্বর ওয়ার্ডের ফিরোজা বলেন, আমার একটা মাত্র ঘর তাও শিলাবৃষ্টিতে শেষ। স্বামী নিয়ে এখন কোথায় থাকবো। কি খাব? এখন গাছের নিচে ছাড়া কোথাও জায়গা নেই। বোয়ালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজাল হোসেন জানান, ইউনিয়ন পরিষদের কোনো বরাদ্দ নেই, তবে ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দিলে হয়ত কিছুটা রক্ষা করা যাবে। তবে আমি চেষ্টা করব দ্রুত মন্ত্রণালয়ে যোগাযোগ করে এ এলাকার অসহায় মানুষদের জন্য কিছু করার।
২৪ মার্চ ২০২৪, ১৬:২৫

গাঁজার জন্য ঘরের টিন বিক্রি, মাকে মারধর
নোয়াখালীর বেগমগঞ্জে মাকে মারধরের দায়ে এক মাদকাসক্তকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন (৪৪) উপজেলার শরীফপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত সামছুল হকের ছেলে। বুধবার (২০ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কিছুদিন আগে আনোয়ার গাঁজার টাকার জন্য তার মাকে মারধরে করে। এরপর গাঁজার টাকা জোগাড় করতে বাড়ির গাছ ও ঘরের টিন খুলে বিক্রি করে দেয়। তার মা মানুষের সহায়তায় চলে। তার পরিবার তাকে অনেক কষ্ট করে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনে দেয়। সে রিকশাটিও বিক্রি করে দেয়। বর্তমানে সে জোর করে জমি বিক্রি করার চেষ্টা করছে। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার মা অন্যত্র বসবাস করছে। অভিযোগের সত্যতা পেয়ে আনোয়ার হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত যুবককে তাৎক্ষণিক জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।  
২১ মার্চ ২০২৪, ১৯:২৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়