• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি টাইগ্রেসরা
ঘরের মাঠে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশের মেয়েরা। যেখানে শুরুটা একদমই ভালো হয়নি টাইগ্রেসদের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিকরা। এবার টি-টোয়েন্টিতে মাঠে নামছে দুই দল। রোববার (৩১ মার্চ) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অজিদের মুখোমুখি হবে টাইগ্রেসরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়। এই ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে দুই দলের। ওয়ানডে সিরিজে ভরাডুবির পর টি-টোয়েন্টিতে স্বাগতিকরা কতটা আধিপত্য বজায় রাখতে পারবে সেটাই এখন দেখা বিষয়। টি-টোয়েন্টিতে মাইটি অস্ট্রেলিয়া সবসময় কঠিন প্রতিপক্ষ। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের বর্তমান চ্যাম্পিয়নও তারা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিজেদের নিজেদের হেক্সা মিশন সফল করেছে এলিস পেরিরা। তাই টি-টোয়েন্টি সিরিজটাও যে টাইগ্রেসদের জন্য কঠিন হতে চলেছে তা এক প্রকার নিশ্চিত। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে সম্প্রতি জ্যোতি-নাহিদাদেরও বেশকিছু ভালো স্মৃতি রয়েছে। সেগুলোকেই আত্মবিশ্বাস হিসেবে নিতে চায় টাইগ্রেসরা। গত বছর ঘরের মাঠে পাকিস্তানকে টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে হারিয়ে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টি-টোয়েন্টিতে জয় তুলে নিয়ে চমক দেখিয়ে ছিল টাইগ্রেসরা। যদিও ১-১ ব্যবধানে সিরিজ ড্র হয়েছিল। তবে সব মিলিয়ে সবশেষ টি-টোয়েন্টি সিরিজ গুলোতে ভালো ক্রিকেট খেলেছে বাংলাদেশ। তাই অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজে করা ভুলগুলো দ্বিতীয়বার করতে চায় না নাহিদা-মারুফারা। ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজে ভালো কিছু করার প্রত্যাশা বাংলাদেশের।  
৩০ মার্চ ২০২৪, ২২:২৭

৫০০তম টি-টোয়েন্টিতে হিরো নারাইন, হতাশ কোহলি
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নিজের ৫০০তম টি-টোয়েন্টিতে বল হাতে তেমন সুবিধা করতে না পারলেও ব্যাট হাতে ঝড় তোলেন সুনীল নারাইন। মাত্র ২২ বলে ৪৭ রান এবং ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। অন্যদিকে, পাঞ্জাবের বিপক্ষে ৪৯ বলে ৭৭ রান এবং শুক্রবার (২৯ মার্চ) ৫৯ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলেও দলকে জিতাতে পারেননি বিরাট কোহলি। কলকাতা নাইট রাইডার্সের কাছে তার দল হেরেছে ৭ উইকেটে। এদিন ভারতের চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে বেঙ্গালুরু। বিরাট কোহলি ছাড়া কারও ব্যাট থেকে তেমন রান আসেনি। বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলরাও এদিন ব্যর্থ হয়েছেন। একাধিক জীবন পেয়েও ম্যাক্সওয়েল করেছেন ১৯ বলে ২৮ রান। বড় ইনিংসের সম্ভাবনা জাগালেও ২১ বলে ৩৩ রান করে আন্দ্রে রাসেলের বলে বোল্ড হন তিনি। তবে দীনেশ কার্তিকের ৮ বলে ২০ রানের ইনিংস দলকে ১৮২ রানের লক্ষ্য এনে দেয়। জবাবে কলকাতার হয়ে ওপেনিং করতে আসেন সুনীল নারাইন ও ফিল সল্ট। তাদের  ৩৯ বলে ৮৬ রানের জুটি ও ভেঙ্কটেশের ফিফটিতে ১৬.৫ ওভারে সহজেই ম্যাচ জিতে যায় কলকাতা। এদিন ৩৯ রানে অপরাজিত থাকে শ্রেয়াস আয়ার। তবে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্কের ফর্ম নিয়ে দুশ্চিন্তায় থাকতে হচ্ছে শাহরুখ খানের দলকে। প্রথম ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভারে ৫৩ রান দেওয়ার পর বেঙ্গালুরুর বিপক্ষে খরচ করেছেন ৪৭ রান। সংক্ষিপ্ত স্কোর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : ২০ ওভারে ১৮২/৬ (কোহলি ৮৩*, গ্রিন ৩৩, ম্যাক্সওয়েল ২৮, কার্তিক ২০; রাসেল ২/২৯, রানা ২/২৯, নারাইন ১/৪০)। কলকাতা নাইট রাইডার্স : ১৬.৫ ওভারে ১৮৬/৩ (ভেঙ্কটেশ ৫০, নারাইন ৪৭, সল্ট ৩০, শ্রেয়াস ৩৯*; ডাগর ১/২৩ বৈশাখ ১/২৩)। ফলাফল : ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : সুনীল নারাইন
৩০ মার্চ ২০২৪, ০২:২১

শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে লঙ্কান শিবিরে বড় ধাক্কা
বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে শ্রীলঙ্কা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে লঙ্কানরা। এই ম্যাচ থেকে ছিটকে গেছেন তরুণ পেসার মাথিশা পাথিরানা। শুক্রবার (৮ মার্চ) নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।  বাম পায়ের গ্রেড–ওয়ান হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন তিনি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিংয়ের সময় ওই ইনজুরিতে পড়েছিলেন পাথিরানা। এর আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লঙ্কান ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা জানিয়েছিলেন, পাথিরানাকে স্ক্যান করানোর জন্য পাঠিয়েছি। রিপোর্ট পেলে সে খেলবে কিনা জানা যাবে।  দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইনজুরির কারণে নিজের পুরো বোলিং কোটা পূরণ করতে পারেননি তরুণ এই পেসার। ৩.৪ ওভার করেই তিনি মাঠ ছেড়ে যান। যেখানে ২৮ রান খরচায় ২ উইকেট নিয়েছিলেন ২১ বছর বয়সী এই তারকা। তবে এই ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন লঙ্কানদের নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। আফগানিস্তান সিরিজে আম্পায়ারের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করায় তিনি দুই ম্যাচের নিষেধাজ্ঞায় ছিলেন।  সবমিলিয়ে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী এই লঙ্কান ম্যানেজার। তিনি বলেন, আফগানিস্তান সিরিজের পর এখানেও দলের টপ অর্ডাররা ভালো করছে। আশা করি কালও তারা ঘুরে দাঁড়াবে এবং সিরিজ নিশ্চিত করবে। হাসারাঙ্গা ফিরছে, তার আগমন দলে বাড়তি শক্তি জোগাবে। একইসঙ্গে দিনের বেলা যেহেতু ম্যাচ ফলে শিশিরও থাকবে না, যাকে সে কাজে লাগাতে পারবে।
০৯ মার্চ ২০২৪, ০৮:৪৯

টি-টোয়েন্টিতে যাদের ফেভারিট বললেন কোচ সিলভারউড
বিপিএল শেষ না হতেই টাইগারদের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে পা রেখেছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সিরিজে নিজেদেরকেই ফেভারিট মনে করছেন লঙ্কান হেড কোচ ক্রিস সিলভারউড।   রোববার (৩ মার্চ) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে টাইগারদের বিপক্ষে সিরিজ নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন লঙ্কান কোচ। তিনি বলেন, খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। দুটি দলই ভালো। অতীতে যা হয়েছে, আমার কাছে তা ইতিহাস। সেটা পেছনেই চলে গেছে। সামনে বিশ্বকাপ আছে, তাই নিজেদের প্রস্তুত হতে হবে। দুই দলের ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে তিনি বলেন, প্রত্যেক দলই এখন চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। আমরাও বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছি। যেটা বললাম, খুবই রোমাঞ্চকর একটা সিরিজের আশা করছি। দুই দলেই আছে কয়েকজন ভয়ংকর ক্রিকেটার। তাই দারুণ মজা হবে।  এই সিরিজে ফেভারিট কে এমন প্রশ্নের জবাবে সিলভারউড বলেন, আমি তো বলব শ্রীলঙ্কাই ফেভারিট। তবে যা বললাম, দুই দলই খুব ভালো। সিরিজ জেতা তাই অনেক কঠিন হবে। আমরা সেরা ক্রিকেট খেলতে চাই।’  নিজের দল নিয়ে এই কোচ আরও বলেন, আমরা আমাদের শক্তির দিকে নজর রাখছি, নিজেদের পারফরম্যান্সে গুরুত্ব দিচ্ছি। টি-টোয়েন্টিতে আমরা ভালো করছি, সেই ধারাবাহিকতাটাই রাখতে চাই। একটি দল হিসেবে আমাদের গড়ে উঠতে হবে। বিশ্বকাপের আগে আমাদের নিজস্ব ব্র্যান্ডের ক্রিকেট প্রতিষ্ঠিত করতে চাই। আমরা শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার মতোই খেলতে চাই।
০৩ মার্চ ২০২৪, ২০:০০

১৩ মাস পর টি-টোয়েন্টিতে ফিরছেন উইলিয়ামসন
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা থাকলেও মাঝপথে নাম সরিয়ে নেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন। তবে ১৩ মাস পর হোম ভেন্যুতেই পাকিস্তান সিরিজ দিয়ে টি-টোয়েন্টিতে ফিরবেন ডানহাতি এই ব্যাটার। এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। উইলিয়ামসন ছাড়াও এই সিরিজ দিয়ে ২২ গজে ফিরবেন বাংলাদেশ সিরিজে বিশ্রামে থাকা ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ডেভন কনওয়ে। উইলিয়ামসন ফিরলেও চার ম্যাচ খেলবেন। তৃতীয় ম্যাচটি মিস করবেন তিনি। বাকিদের মধ্যে হেনরি এবং কনওয়ে পাঁচটি টি-টোয়েন্টিই খেলবেন। অন্যদিকে প্রথম দুই ম্যাচে ফার্গুসনকে পাবে না দল, শুধু শেষ তিনটি ম্যাচ খেলবেন তিনি। তার বদলি হিসেবে পেসার বেন সিয়ার্স প্রথম দুই ম্যাচে  খেলবেন। এই সিরিজে দলের নতুন মুখ জশ ক্লার্কসন। তৃতীয় টি-টোয়েন্টির জন্য দলে জায়গা পেয়েছেন তিনি। এই ম্যাচে উইলিয়ামসন না থাকায় অধিনায়কত্ব করবেন স্পিন অলরাউন্ডার মিচেল স্যান্টনার।  বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলের অধিকাংশই পাকিস্তান সিরিজে জায়গা পেয়েছেন। তবে কাইল জেমিসন এবং মাইকেল ব্রেসওয়েল ইনজুরি থেকে এখনও সেরে ওঠেননি। অন্যদিকে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য এই সিরিজ থেকে নাম সিরিয়ে নিয়েছেন ট্রেন্ট বোল্ট এবং জেমি নিশাম। সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ১২ জানুয়ারি অকল্যান্ডে। একদিন বিরতি দিয়ে ১৪ জানুয়ারি হবে দ্বিতীয় ম্যাচ। এরপর ১৭, ১৯ এবং ২১ জানুয়ারিতে যথাক্রমে বাকি ম্যাচগুলো মাঠে গড়াবে। নিউজিল্যান্ড স্কোয়াড: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, ফিন অ্যালেন, টিম সেইফার্ট (উইকেটরক্ষক),  মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে, ইশ সোধি, টিম সাউদি, বেন সিয়ার্স ও লকি ফার্গুসন।
০৩ জানুয়ারি ২০২৪, ১৯:০২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়