• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা, ২ লাখ টাকা ছিনতাই
টাঙ্গাইল গোপালপুরে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে ২ লাখ ১৫ হাজার টাকা ছিনতাই করে কিশোর গ্যাং সদস্যরা। তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জেরে ওই ব্যবসায়ীর ওপর হামলা চালায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।  শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের গোপালপুর থানাধীন কোনাবাড়ি ৩নং ওয়ার্ড সাকিনস্থ ডাকবাংলোর সামনে এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে ছেলের ওপর প্রতিশোধ নিতে এই হামলা চালায় কিশোর গ্যাং সদস্যরা।  আহত হাজী মোহাম্মদ জালাল উদ্দিন টাঙ্গাইল গোপালপুরে ঢেউটিন ব্যবসা মেসার্স সততা ট্রেডার্সের স্বত্বাধিকারী। থানার অভিযোগপত্র থেকে জানা গেছে, গত ৪ মার্চ অভিযোগকারীর ছেলে দিদার হোসেনের সঙ্গে অভিযুক্ত মুশফিকের খেলাধুলা নিয়ে কথা কাটাকাটি হয়। সে সময় স্থানীয় কাউন্সিলর মইনুদ্দিন বাবু বিষয়টি মীমাংসা করে দেয়। তারপরও ওই সময় বাদীর ছেলেকে দেখে নেওয়ার হুমকি দেয় মুশফিক। এর জেরে গতকাল শুক্রবার আ. রশিদের ছেলে মুশফিকের নেতৃত্বে কিছু কিশোর গ্যাং সদস্য বাদীর স্বামী জালাল উদ্দিনের ওপর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হঠাৎ করে হামলা চালায়। এ সময় ভুক্তভোগীর কাছে থাকা ২ লাখ ১৫ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। হামলার পর ভুক্তভোগীসহ তার পরিবারকে হত্যার হুমকি দেয় অভিযুক্ত মুশফিক। বর্তমানে জালাল উদ্দিন গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ডাক্তার জানিয়েছেন, দুই থেকে তিনদিন তার চিকিৎসা লাগতে পারে। বিষয়টি নিয়ে গোপালপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি বেলায়াত হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ব্যবসায়ীর ওপর হামলা মেনে নেওয়া যায় না। বিষয়টি নিয়ে তিনজনের নাম উল্লেখ করে থানায় একটা মামলা করা হয়েছে। ওসি স্যার আমাদের আশ্বস্ত করেছেন, রাতের মধ্যেই আসামিদের গ্রেপ্তার করা হবে। যদি কোনো কারণে সঠিক বিচার না হয় পরবর্তীতে সমিতির সবাই বসে আমরা সিদ্ধান্ত নিবো। মামলার বাদী মোছা. ফিরোজা বেগম বলেন, দেড় মাস আগে তুচ্ছ ঘটনা নিয়ে আমার ছেলে সঙ্গে মুশফিকের (বিবাদী) খেলাধুলা নিয়ে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে স্থানীয় কাউন্সিলর মইনুদ্দিন বাবু তখনই ঘটনার মীমাংসা করে দেন। সেই শত্রুতার জেরে ছেলের প্রতিশোধ নিতে আমার স্বামীর ওপর হামলা চালায় কিশোর গ্যাং সদস্যরা। হামলার একপর্যায়ে আমার স্বামীর হাতে থাকা শপিং ব্যাগের মধ্যে ওনার বন্ধু মো. মোশারফের গরু বিক্রির টাকাসহ মোট ২ লাখ ১৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। প্রশাসনের কাছে আমি এর সুষ্ঠু বিচার চাই।  আহত ব্যবসায়ী জালাল উদ্দিন বলেন, গতকাল বিকেলে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হঠাৎ কয়েকজন ছেলে দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আমার কাছে থাকা ২ লাখ ১৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে নেয়। হামলার সময় ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় আমিসহ আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে যায়। আমি পুলিশ প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার চাই। এ বিষয় জানতে অভিযুক্ত কিশোর গ্যাং সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের কাউকে পাওয়া যায়নি। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক তৈয়ব বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
২০ এপ্রিল ২০২৪, ১৭:৫৫

টাঙ্গাইলে তাপমাত্রা ৪০ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন
টাঙ্গাইলে সপ্তাহব্যাপী দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।  শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ৩টায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে টাঙ্গাইল আবহাওয়া অফিস। এটিই জেলার সর্বোচ্চ তাপমাত্রা বলে নিশ্চিত করেছেন অফিসের উচ্চ পর্যবেক্ষক জামাল হোসাইন।  তিনি জানান, আজ দুপুর ৩টায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে আরও বাড়বে। সন্ধ্যা ৬টায় সর্বশেষ তাপমাত্রা মাপা হবে। আরও দুইদিন এ দাবদাহ অব্যাহত থাকবে বলেও জানান এ আবহাওয়াবিদ। এদিকে গরম আর প্রখর রোদে ব্যহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সকালে লোকজন বাইরে বের হয়ে আসলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাগম কম দেখা যাচ্ছে। বাইরে আসা লোকজন গরম সইতে না পেরে চায়ের দোকান ও গাছপালার নিচে আশ্রয় নিচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষ। চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ থাকায় দুর্ভোগ বেড়েছে আরও কয়েক গুণ।   অন্যদিকে তাপদাহে চাপ বেড়েছে হাসপাতালগুলোতে। গরমে নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু, বৃদ্ধ ও শ্রমজীবীরা। এমন পরিস্থিতিতে বেশি করে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও তরল খাদ্য গ্রহণের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
১৯ এপ্রিল ২০২৪, ১৭:৪২

টাঙ্গাইলে নদীতে ডুবে যুবকের মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতীতে নদীর পানিতে ডুবে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।  শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে কালিহাতী উপজেলার আকুয়া গ্রামে পৌলি নদীতে ডুবে তার মৃত্যু হয়।  স্থানীয়রা জানান, উপজেলার পৌলি নদীতে গোসল করার সময় নিহত যুবক নদীতে ডুবে যায়। পরে নদীর আশে পাশে থাকা স্থানীয়রা তাকে উদ্ধার করে আনার আগেই মৃত্যু হয়। তবে এখনও ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলার সহদেবপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম নিশ্চিত করে জানান, স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে রেখে দিয়েছে। হয়তোবা আশপাশের কারোর আত্মীয়স্বজন হবে। তবে এখনও পরিচয় পাওয়া যায়নি।
১২ এপ্রিল ২০২৪, ১৬:২৪

টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন
সরকারি ঘোষণা অনুযায়ী দেশে বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। কিন্তু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামের ৪০টি পরিবার ঈদ উদযাপন করেছে আজ। বুধবার (১০ এপ্রিল) সকাল ৮টায় স্থানীয় মসজিদের মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয়রা জানান, উপজেলার লাউহাটী ইউনিয়নের শশীনাড়া গ্রামের কিছু মুসল্লি ২০১২ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছে। বুধবার সকাল ৮টায় স্থানীয় মসজিদের মাঠে ঈদের নামাজ আদায় করেন ওই গ্রামের প্রায় ৪০টি পরিবারসহ বিভিন্ন উপজেলা থেকে আসা মুসল্লিরা। ঈদের নামাজ পড়ান হাফেজ এরশাদ হোসেন।   নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। সৌদি আরবের সঙ্গে একইদিনে ঈদ উদযাপন করতে পেরে মুসল্লিরা আনন্দ প্রকাশ করেন। ওই গ্রামের বাকি মুসল্লিরা বৃহস্পতিবার ঈদ উদযাপন করবেন।
১০ এপ্রিল ২০২৪, ১৫:৪৭

টাঙ্গাইলে শিক্ষক হত্যা মামলার আসামি গ্রেপ্তার
টাঙ্গাইলের ভূঞাপুরে মাদরাসা শিক্ষক আব্দুল হক হত্যা মামলার আসামি ছবুরকে (৫০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩ এর সদস্যরা।  সোমবার মধ্য রাতে সখীপুর পৌরসভার কাঁচাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃত ছবুর ভূঞাপুর উপজেলার সারপলশিয়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।  র‍্যাব-১৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর মনজুর মেহেদী ইসলাম জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সারপলশিয়া দাখিল মাদরাসা শিক্ষক আব্দুল হক হত্যা মামলার অন্যতম আসামি ছবুর পালিয়ে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল সোমবার দিবাগত রাতে সখীপুর পৌরসভার কাঁচাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। আজ দুপুরে তাকে ভূঞাপুর থানার হস্তান্তর করা হয়েছে। হত্যার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান র‍্যাব কমান্ডার।  উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি মাদরাসা শিক্ষক আব্দুল হক মিয়া তার পাওনা টাকা চাইতে জয়নব বেগমের বাড়িতে যান। কিন্তু ওইদিন শিক্ষক আব্দুল হক মিয়া বাড়ি ফিরে না এলে পরের দিন আব্দুল হক মিয়ার স্ত্রী মোসা. আয়শা খাতুন ভূঞাপুর থানা পুলিশের সহায়তায় আসামি জয়নবের দেখানো মতে বাড়ির উঠানের বালুর নিচ হতে আব্দুল হক মিয়ার মরদেহ উত্তোলন করেন। এ ঘটনায় স্ত্রী মোসা. আয়শা খাতুন বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামি ছবুর সহ ৪ জন এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ভূঞাপুর থানায় ১টি হত্যা মামলা দায়ের করেন। 
০২ এপ্রিল ২০২৪, ২২:৫৫

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারের চালকসহ নিহত ২
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই যাত্রী। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।  রোববার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে সদর উপজেলার আশেকপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাজেদুল ইসলাম জানান, সকালে তিন যাত্রী নিয়ে প্রাইভেটকারের চালক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। আশেকপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত কাভার্ডভ্যানের  পেছনে প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক নিহত হয়। আহত অবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বাকি দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
৩১ মার্চ ২০২৪, ১১:৫২

টাঙ্গাইলে শাড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতীরা
আসন্ন ঈদুল ফিতর ও পহেলা বৈশাখকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন তাঁতীরা। বুননের কাজে ভোর থেকে শুরু করে গভীর রাত অবধি চলছে মাকু আর শানার ঠকঠক শব্দ। তাঁতীর হাত ও পায়ের ছন্দে তৈরি হচ্ছে এক একটি বর্ণিল শাড়ি। গরমের কথা বিবেচনায় রেখে এবার শাড়িতে এসেছে রং আর সুতার এক অভুতপূর্ব সংমিশ্রণ। বৈচিত্র আর নতুনত্ব ক্রেতাদের করেছে আকৃষ্ট। সরেজমিনে, টাঙ্গাইলের পাথরাইলে তিন শ’ পঞ্চাশ টাকা থেকে লাখ টাকা দামের শাড়ি বিক্রি হচ্ছে। জামদানি, হাফ সিল্ক, মসলিন, অ্যান্ডি সিল্ক ও সফট সিল্ক বিক্রি হচ্ছে ১ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁতপল্লীতে ভিড় করছেন কাপড় ব্যবসায়ী ও ক্রেতারা। করোনা সংকট ও রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটিয়ে বিগতবছরের তুলনায় এ বছর ২০ শতাংশ উৎপাদন বেড়েছে। ঈদের আমেজ শেষ না হতেই পহেলা বৈশাখ। টাঙ্গাইলের তাঁতের শাড়ি সংশ্লিষ্ট শ্রমিক, মালিক ও ব্যবসায়ীরা আশা করছেন, ঈদ ও পহেলা বৈশাখের উৎসবকে সামনে রেখে দীর্ঘদিনের ব্যবসায়িক মন্দা কাটিয়ে উঠতে পারবেন তারা। এ দুই উৎসবে এবার প্রায় সাড়ে তিনশত থেকে চার শ’ কোটি টাকার শাড়ি ও তাঁতের নানা পোশাক বিক্রির আশা করছে টাঙ্গাইল চেম্বার অব কমার্স। এদিকে নিজ দেশের পাশাপাশি অন্যান্য দেশেও রপ্তানি হচ্ছে টাঙ্গাইলের শাড়ি। গত বছর ঈদ ও পূজা উপলক্ষে ভারতে রপ্তানি হয়েছিল টাঙ্গাইলের ৭৪ লাখ পিস শাড়ি। ইতোমধ্যেই এবার রপ্তানি হয়েছে ৭৫ লাখ পিস শাড়ি। আরও রপ্তানির আশা করছেন ব্যবসায়ীরা। ঢাকা থেকে শাড়ি ক্রয় করতে আসা ইসরাত জাহান বলেন, ঈদ উপলক্ষে পরিবারের জন্য কয়েকটি তাঁতের শাড়ি ক্রয় করলাম। শাড়ির মান ও ডিজাইন অনেক ভালো। এজন্য প্রতি বছর টাঙ্গাইলের তাঁতের শাড়ি কিনতে আসি। আগের থেকে এবার দাম একটু বেশি, দাম কিছুটা কম হলে ভালো হতো। গাজীপুর থেকে শাড়ি ক্রয় করতে আসা জেনী ঝিনুক বলেন, টাঙ্গাইলের শাড়ির মান অনেক ভালো ও রুচি সম্পূর্ণ। অন্যান্য জায়গার থেকে কম দামে এবং পছন্দমতো ক্রয় করার সুযোগ থাকে বলে এখানে আসি। তাঁতশ্রমিকরা বলছেন, গতবারের তুলনায় কাজের চাপ বেশি। কাজের বাড়তি চাপ থাকায় ৪০ টাকা মজুরি বৃদ্ধি করা হয়েছে, ফলে খুশি তাঁতশ্রমিকরা।  তারা আরও জানিয়েছেন ঈদ পরবর্তী সময়েও যদি এমন কাজ থাকে এবং মজুরি যদি না কমে তাহলে তাদের সংসার ভালোমতো চলবে। বছরের প্রায় দশ মাসই পরিবার নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। আমাদের কাজ ও মজুরি বাড়ানো হলে পরিবার নিয়ে একটু ভালোভাবে চলতে পারব। তাঁত মালিকরা বলছেন, আধুনিক প্রযুক্তির পাওয়ারলুমে শাড়ি তৈরিতে খরচ কম হওয়ায়, দামও কম। যে কারণে হাতে বুনা শাড়ি এখন হুমকির মুখে। এদিকে আমদানি নির্ভর সুতার দামও গতবছরের তুলনায় বেশি। যে কারণে বাজারের প্রতিযোগিতায় আমাদের টিকে থাকা অত্যন্ত কষ্টসাধ্য। এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেন তারা। জেলা শাড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি রঘুনাথ বসাক বলেন, এবছর ঈদ ও পহেলা বৈশাখকে কেন্দ্র করে ২০ শতাংশ উৎপাদন বেড়েছে। আমরা আশাবাদী, গত বছরের চেয়ে এবার বিক্রি ভালো হবে। এরার রাজনৈতিক অস্থিরতা নেই। এদিকে মানুষের মধ্যে ক্রয়ক্ষমতাও বেড়েছে। এ বছর আমাদের রপ্তানিও বেশি হবে বলে আশা করছি। টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পলাশ চন্দ্র বসাক বলেন, টাঙ্গাইলের তাঁতের শাড়িতে এবার নতুনত্ব এসছে। বর্তমান বাজারদর অনুযায়ী এবার প্রায় সাড়ে তিনশ থেকে চারশ কোটি টাকার শাড়ি বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ তাঁত বোর্ডের লিয়াজোঁ অফিসার রবিউল ইসলাম বলেন, তাঁত বোর্ড সমিতির মাধ্যমে ৫ শতাংশ বেশি শুল্ক মওকুফ করে, সরকার তাঁতিদের জন্য সুতা রং এবং রাসায়নিক আমদানির সুযোগ দিয়ে থাকেন। আমরা চলমান প্রক্রিয়ায় ঋণ দিয়ে থাকি। প্রণোদনামূলক ঋণ হিসেবে ৫ শতাংশ ঋণ সার্ভিস চার্জে আমরা তাঁতিদের টাকা দিয়ে থাকি। এর আওতায় সর্বোচ্চ তিন লাখ টাকা ঋণ দিতে পারি। এ ছাড়া বন্ধ হয়ে যাওয়া তাঁত মালিকদের পূণরায় ঘুরে দাঁড়াতে ঋণ দেওয়া হয়।
২৯ মার্চ ২০২৪, ১২:০৫

টাঙ্গাইলে ফেনসিডিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার 
টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। বুধবার (২৭ মার্চ) রাতে রাবনা বাইপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।    গ্রেপ্তারকৃতরা হলেন লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার সেবক দাস নিথক গ্রামের মো. দুলু মিয়া, রিপন মিয়া, মিনহাজুল ইসলাম ও রহিম বাদশা।  র‍্যাব-১৪, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর মনজুর মেহেদী ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় অভিযান চালায়। এ সময় অভিনব কায়দায় মাইক্রোবাসের সীটের নিচে লুকিয়ে রাখা ৯৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় চার মাদক ব্যবসায়ীকে। জব্দ করা হয় মাইক্রোবাস, চারটি মোবাইল, নগদ ১ হাজার ৬৫০ টাকা।  তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আন্তজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য বলে স্বীকার করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এ মহাসড়ক ব্যবহার করে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।   
২৮ মার্চ ২০২৪, ১৫:০৪

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ জন। নিহতরা হলেন অটো চালক উপজেলার চান্দুলিয়া এলাকার উজ্জল মিয়া (৩৫) ও কদিম দেওহাটা এলাকার সুশান্ত বাকালী (৩৫)। শনিবার (১৬ মার্চ) রাত ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যাটারি চালিত অটোরিকশাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লেন ধরে দেওহাটা থেকে গোড়াইয়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে অটোরিকশাটি গোড়াই মিলগেট এলাকায় পৌঁছালে দ্রুত গতির বালু ভর্তি একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত ৪ জনকে উদ্ধার করে স্থানীয়রা মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্মরত চিকিৎসক আরও একজনকে মৃত বলে ঘোষণা করেন। গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুজ্জামান বলেন, নিহতদের মরদেহ থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িত ট্রাকটিকে চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যেই আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।
১৭ মার্চ ২০২৪, ১৩:০৮

টাঙ্গাইলে আগুনে পুড়ল মোটরসাইকেল গ্যারেজসহ ৪ দোকান
টাঙ্গাইলের কালিহাতীতে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।  শুক্রবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা জানান, প্রথমে একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত। পরে পাশের আরও তিনটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তের মধ্যেই চারটি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে একটি মোটরসাইকেল গ্যারেজ, রেস্তোরাঁ, মোবাইল সার্ভিসিং এবং মিষ্টির দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ ব্যাপারে কালিহাতী থানার এসআই মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহত হয়নি।
১৫ মার্চ ২০২৪, ১৮:২৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়