• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
বাগেরহাটে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি, বজ্রপাতে নিহত ১
কালবৈশাখী ঝড়ে বাগেরহাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়েছে। এ সময় কচুয়ায় বজ্রপাতে এক মাদরাসার দপ্তরি নিহত হয়েছেন। কেন্দ্রীয় বাস-টার্মিনালে একটি সাইনবোর্ড ভেঙে দাঁড়িয়ে থাকা বাসের ওপর পড়ে এক বাস শ্রমিক আহত হয়েছেন। অপরদিকে শহরতলির মারিয়াপল্লীতে এক নারী আহত হয়েছেন। জেলা শহরের বিভিন্ন স্থানে গাছ উপড়ে ও বিদ্যুতের খুঁটি ভেঙে তার ছিঁড়ে পড়েছে। এতে জেলা সদরসহ পুরো জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। স্থানীয়রা জানান, রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ রাতের মতো অন্ধকার হয়ে কালবৈশাখী ঝড় শুরু হয়। ১৫ মিনিট স্থায়ী এ ঝড়ে বাগেরহাট পৌরসভার ও জেলার বিভিন্ন স্থানে গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছ চাপা পড়ে অসংখ্য বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুজ্জামামান জানান, সদর উপজেলার জেলার মারিয়াপল্লীতে ১৫ ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় এক নারী আহত হয়। এ ছাড়া আরও কিছু এলাকায় মসজিদ, মন্দির ও কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান, কচুয়ার চরসোনাকুড় গ্রামে গরু আনতে গিয়ে  বজ্রপাতে লিকসান সরদার (৩২) নামের এক মাদরাসার দপ্তরি নিহত হয়েছেন। সকালে তিনি মাঠে গরু আনতে যান। তিনি কচুয়া উপজেলার চরসোনাকুড় আলিম মাদরাসার দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন। বাগেরহাটের জেলা প্রশাসক মো. খালিদ হোসেন জানান, বাগেরহাট সদর উপজেলায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
০৮ এপ্রিল ২০২৪, ১৫:০১

৯ জেলায় ঝড়ে ১৪ জন নিহত
সারাদেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালবৈশাখী ঝড়ে ৯ জেলায় গাছ চাপা পড়ে ও বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (৭ এপ্রিল) আরটিভির প্রতিনিধিদের পাঠানো সংবাদ থেকে এসব তথ্য পাওয়া গেছে। খুলনা : জেলার ডুমুরিয়া উপজেলায় সকাল সাড়ে ৮টার দিকে বজ্রপাতে মো. ওবায়দুল্লাহ গাজী (২৯) নামের একজন নিহত হয়েছেন। নিহত ওবায়দুল্লাহ গাজী ওই গ্রামের মো. দেলোয়ার হোসেন গাজীর ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত কুমার সাহা। বাগেরহাট : ঝড়ের তাণ্ডবে গাছ পড়ে ও বজ্রপাতে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। সকাল ৯টা ৪০ থেকে ১০ টা ১৫ মিনিট পর্যন্ত চলা ঝড়ে অন্তত দেড় শতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত ব্যক্তি কচুয়া উপজেলার। এ খবর নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. খালিদ হোসেন। যশোর : জেলার ঝিকরগাছা উপজেলায় সকালে ধান ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে আব্দুল মালেক পাটোয়ারী (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি উপজেলার বড়পোদাউলিয়া গ্রামের মৃত ওমর আলি পাটোয়ারীর ছেলে। ঝিকরগাছার শংকরপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য পোদাউলিয়া গ্রামের জাহান আলি বিষয়টি নিশ্চিত করেছেন। পিরোজপুর : সকালে পিরোজপুরে ১৫ মিনিটের কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে পৌরসভার পালপাড়া ও সদর উপজেলার শারিকতলা ডুমরিতলাসহ বেশ কয়েকটি গ্রাম। এতে নলবুনিয়া গ্রামের খালে পড়ে মৃত কানাই লাল পালের ছেলে অনিল পাল (৮২) ও শারিকতলা ইউনিয়নের মরিচাল গ্রামে ঘরের ওপর গাছ চাপা পড়ে রুবী বেগম (২২) নামে এক নারী নিহত হন। এসময় তার শিশু কন্যা গুরুতর আহত হলে তাকে খুলনায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এ খবর নিশ্চিত করেছেন। ভোলা : কালবৈশাখী ঝড়ে তছনছ হয়ে গেছে ভোলার লালমোহন উপজেলার বিভিন্ন এলাকার বহু ঘর-বাড়ি। রোববার বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত ঝড়ে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ঘর চাপা পড়ে হারিছ আহমেদ (৭০) ও বজ্রপাতে উপজেলার চরভূতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরলেঙুটিয়া গ্রামে মো. বাচ্চু নামে (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া ঝড়ে দুই শতাধিক ঘর-বাড়ির ক্ষতি হয়েছে। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পটুয়াখালী : পটুয়াখালীর বাউফলে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে রাতুল (১৪) নামের এক কিশোর ও গাছ চাপায় সুফিয়া বেগম (৮৫) নামের এক বৃদ্ধা ও ইব্রাহিম ফরাজী (৪৩) নামে এক জেলে নিহত হয়েছেন। রাতুলের বাড়ি উপজেলার নাজিরপুর ইউনিয়নের রায় তাঁতের কাঠি গ্রামে। আর সুফিয়া বেগমের বাড়ি উপজেলার দাশপাড়া ইউনিয়নের চরআলগী গ্রামে। ইব্রাহিম ফরাজী (৪৩) চন্দ্রদ্বীপ ইউনিয়নের মান্নান ফরাজীর ছেলে। রোববার সকাল সাড়ে ১০টা থকে ১১টা ৫ মিনিট পর্যন্ত ৩৫ মিনিট স্থায়ী এ ঝড়ে কাঁচা বাড়ি-ঘর, গাছ গাছালি উপরে গেছে। বাউফলের বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক আধাপাকা বাড়ি বিধ্বস্ত ও কয়েক হাজার গাছগাছালি উপরে পড়ার খবর পাওয়া গেছে। এ সময় ব্যাপক শিলাবৃষ্টি ও বিরামহীনভাবে বজ্রপাত হয়েছে। বাউফল পৌর শহরের থানার সামনে ছালেহিয়া ফাজিল মাদরাসার একটি ভবনের টিনের চালা উপড়ে রাস্তায় পরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। উপজেলা নির্বাহী অফিসার বশির গাজী এ তথ্য নিশ্চিত করেছেন। রাঙামাটি : জেলার রাজস্থলী উপজেলায় বজ্রপাতে সাজেউ খিয়াং (৪৮) নামে একজন নিহত গেছেন। রোববার (৭ এপ্রিল) বিকেলে এ বজ্রপাতের ঘটনা ঘটে। সাজেউ খিয়াং রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের ধনুছড়ি পাড়া গ্রামের  অংসাউ খিয়াং এর ছেলে। রাজস্থলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বজ্রপাতে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ঝালকাঠি : জেলার দুই উপজেলায় ঝড়ের সময় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে দুই নারী ও এক কিশোরীর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের মুন্সিরাবাদ গাজীবাড়ি এলাকার মৃত আলম গাজীর স্ত্রী গৃহিনী হেলেনা বেগম, সদর উপজেলার শেখেরহাট এলাকার ফারুক হোসেনের স্ত্রী গৃহিনী মিনারা বেগম ও পোনাবালিয়া এলাকার মো. বাচ্চুর মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মাহিয়া আক্তার ঈশান। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। নেত্রকোণা : জেলার খালিয়াজুরী উপজেলার হাওরে বেলা পৌনে ১২টার দিকে বজ্রপাতে শহীদ মিয়া (৫২) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি উপজেলার মেন্দীপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে। নিহতের ভাই স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
০৮ এপ্রিল ২০২৪, ০৮:৫০

ঝালকাঠিতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
ঝালকাঠিতে এক ঘণ্টার কালবৈশাখী ঝড়ে বিভিন্নস্থানে গাছপালা উপরে পরে অর্ধশতাধিক বাড়িঘর বিদ্ধস্থ হয়েছে। এ সময় ব্রজপাতে সদর ও কাঠালিয়া উপজেলায় দুই নারী ও এক শিশু নিহত হয়েছেন। জেলার বিভিন্ন স্থানে প্রায় শতাধিক গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা উপড়ে পড়ে বিধ্বস্ত হয়েছে অনেক বসতঘর।  রোববার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।  নিহতরা হলেন সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের ইছালিয়া গ্রামের আটোরিকশা চালক বাচ্চু হাওলাদারের মেয়ে আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মাহিয়া আক্তার ঈশানা (১১) ও শেখেরহাট গ্রামের গৃহবধূ মিনারা বেগম (৩৫) এবং কাঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামের হেলেনা বেগম (৪০)।  এ তথ্য নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।  এ দিকে রাজাপুর উপজেলার বলাইবাড়ি, সত্য নগর ও কৈবর্তখালি, পুটিয়াখালি, গাজিরহাট, চল্লিশকাহনি, বদনিকাঠিসহ বিভিন্ন স্থানে অর্ধশত বসতঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এসব এলকায় রাস্তায় গাছপালা উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।  স্থানীয়রা জানান, আজ সকাল ১০টার দিকে হঠাৎ করে আকাশ কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। রাতের পরিবেশ সৃষ্টি হয়। সেই সঙ্গে বৃষ্টি ও দমকা বাতাস হয়ে যায়। 
০৭ এপ্রিল ২০২৪, ১৮:৫৫

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড সুনামগঞ্জ, আহত ৫ 
সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রোববার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে জেলা সদর, বিশ্বম্ভপুর শান্তিগঞ্জ, দিরাই উপজেলার ওপর দিয়ে তীব্র গতিতে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের কবলে গাছপালা ঘরবাড়ি, বৈদ্যুতিক খুঁটিসহ অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।  ঝড়ে শান্তিগঞ্জ উপজেলা পাগলা, কান্দিগাঁও, রায়পুর আসামপুর, বাঘেরকোনাসহ একাধিক গ্রামের শতাধিক কাঁচা ও টিনসেটের ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে বলে জানা যায়। ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাগলাবাজার। বাজারের সড়কের দুপাশের অস্থায়ী দোকানপাট ঝড়ের বেগে লন্ডভন্ড হয়ে যায়। বৈদ্যুতিক খুঁটি ভেঙে সড়কে পড়ে যায়। ঝড়ের কবলে পড়ে নারী শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা যায়।  এ দিকে শহরের কালিবাড়ি এলাকায় চলন্ত সিএনজির ওপর গাছ ভেঙে পড়ায় চালকসহ পাঁচজন আহত হয়েছেন। আহতরা সুনামগঞ্জ সদর উপজেলা লক্ষণশ্রী ইউনিয়নের বৈষভেড় গ্রামের বাসিন্দা বলে জানা যায়। এ দিকে সিলেট সুনামগঞ্জ সড়কের হাছন তোরণ এলাকায় একাধিক গাছ ভেঙে সড়কে পড়ায় দুপাশের পরিবহন আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘণ্টাব্যাপী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের চেষ্টায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সুনামগঞ্জ সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডা. নিরুপণ রায় চৌধুরী বলেন, ঝড়ের কবলে পড়ে আহত সুনামগঞ্জ সদর হাসপাতালে ৫ জন রোগী আসেন। তাদের মধ্যে সাদ্দাম নামের এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেলে রেফার্ড করা হয়েছে। রয়েল নামের আরেক যুবক হাসপাতালে ভর্তি রয়েছেন।  বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি। পাগলা কান্দিগাঁও গ্রামের বাসিন্দা ইয়াকুব শাহরিয়ার বলেন, এমন ঝড় আর দেখেনি পাগলাবাসী। অনেক ব্যবসা প্রতিষ্ঠান দুমড়েমুচড়ে গেছে। এলাকার অনেক ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।
০১ এপ্রিল ২০২৪, ১৩:১৫

ঝড়ে লণ্ডভণ্ড ওমর সানীর ‘চাপওয়ালা’
ঝড়ের কবলে পড়েছে চিত্রনায়ক ওমর সানীর রেস্তোরাঁ ‘চাপওয়ালা’। শনিবার (২৩ মার্চ) রাজধানীতে রাতের আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে রেস্তোরাঁটি। রোববার (২৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন এই নায়ক। ফেসবুকে ওমর সানী লিখেছেন, গতকাল রাতে ঘূর্ণিঝড়ে আমাদের চাপওয়ালা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার সাভার প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহর হুকুমে হয়েছে, আমি আল্লাহর হুকুমকে আলহামদুলিল্লাহ বলব। আপনারা সবাই দোয়া করবেন যেন এই ক্ষতি সারিয়ে ফেলতে পারি। জানা গেছে, শনিবার রাতের ঝড়ের কবলে পড়ে সাভারের ‘চাপওয়ালা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার’ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায়। এ প্রসঙ্গে চিত্রনায়ক বলেন, সাভারের উলাইলে মধুমতি টাইলস ফ্যাক্টরির উল্টাপাশেই আমার চাপওয়ালা রেস্টুরেন্টটি অবস্থিত। সেখানে অল্প কিছুদিনের মধ্যে চাপওয়ালা মানসম্পন্ন খাবার পরিবেশন করে বেশ সাড়া ফেলেছে। কিন্তু ২৩ মার্চ গভীর রাতে সবাই বাসায় চলে আসার পর প্রচণ্ড ঝড়ে চাপওয়ালার বাইরের সাইনবোর্ডসহ আনুষঙ্গিক অন্যান্য জিনিস এবং কাঁচ ভেঙে যায়। তাতে চাপওয়ালার বাইরের ডেকোরেশন ক্ষতিগ্রস্ত হয়।  চিত্রনায়ক আরও বলেন, এই ঝড়ে ব্যবসায়িকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছি আমি। প্রকৃতির ওপর তো কারও হাত নেই। এটা মেনে নিয়েই আমাদের বাঁচতে হবে, এগিয়ে যেতে হবে। কিন্তু মানুষের মন তো, তাই মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। কারণ দিনরাত অনেক শ্রম দিয়ে চাপওয়ালা দাঁড় করানোর চেষ্টা করছি। এই প্রাকৃতিক দুর্যোগে আমার অনেক টাকার ক্ষতি হলো। 
২৪ মার্চ ২০২৪, ২০:২০

রিশাদ ঝড়ে সিরিজ বাংলাদেশের
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। তবে নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডে সিরিজ ঘরে তুলেছে টাইগাররা। সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এতে লঙ্কানদের বিপক্ষে ব্যাক টু ব্যাক ওয়ানডে সিরিজ জিতল টাইগাররা। সোমবার (১৮ মার্চ) টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ২৩৬ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে চার উইকেট এবং ৫৮ বল হাতে থাকতে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এতে ২-১ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে শান্ত-মিরাজরা। জবাব দিতে নেমে ভালো শুরু করেন এনামুল হক বিজয় এবং সৌম্যর বদলি হিসেবে খেলতে নামা তানজিদ হাসান তামিম। দুজনের ব্যাট থেকে আসে ৫০ রান। তবে ২২ বলে ১২ রান করে এনামুল আউট হলে, ৫ বলে ১ রান করে তাকে সঙ্গ দেন নাজমুল হাসান শান্ত। তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ওপেনার তানজিদ তামিম। ৩৬ বলে ২২ রান করে হৃদয় আউট হলেও ৫১ বলে ফিফটি তুলে নেন তামিম। হৃদয়ের আউটের পর ৫ বলে ১ রান করে নসাজঘরে ফেরেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। অপর প্রান্তে ব্যাট চালাতে থাকেন তামিম। ৮১ বলে ৮৪ রান করে আউট হন এই বাঁহাতি ওপেনার। এরপর মিরাজকে সঙ্গে নিয়ে টাইগার শিবিরে হাল ধরেন আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ৪০ বলে ২৫ রান করে আউট হন মিরাজ। মিরাজের বিদায়ের পর ব্যাটিংয়ে এসে তাণ্ডব শুরু করেন রিশাদ হোসেন। হারসাঙ্গার দুই ওভারে ৩৮ রান তোলেন এই ডানহাতি ব্যাটার। শেষ পর্যন্ত মুশফিকের ৩৬ বলে ৩৭ রান এবং রিশাদের ১৮ বলে ৪৮ রানের ক্যামিও ইনিংসে ভর করে চার উইকেট এবং ৫৮ বল হাতে থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন লাহিরু কুমারা। এ ছাড়াও দুই উইকেট শিকার করেন ওয়েনিন্দু হারসারাঙ্গা। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেননি দুই লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা ও অভিষ্কা ফার্নান্দো। ৮ বলে ১ রান করে নিশাঙ্কা আউট হলে, ৬ বলে ৪ রান করে তাকে সঙ্গ দেন ফার্নান্দো। তৃতীয় উইকেটে সামারাবিক্রমাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন কুশল মেন্ডিস।
১৮ মার্চ ২০২৪, ২২:০১

রিশাদ ঝড়ে সিরিজ বাংলাদেশের
  রিশাদ ঝড়ে সিরিজ বাংলাদেশের ১৭:৪৭, মার্চ ১৮ মিরাজের বিদায়ের পর ব্যাটিংয়ে এসে তাণ্ডব শুরু করেন রিশাদ হোসেন। হাসানাঙ্গার দুই ওভারে ৩৮ রান তোলেন এই ডান হাতি ব্যাটার। শেষ পর্যন্ত মুশফিকের ৩৬ বলে ৩৭ রান এবং রিশাদের ১৮ বলে ৪৮ রানের ক্যামিও ইনিংসে ভর করে চার উইকেট হাতে থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ ৪০.২ ওভার ২৩৭/৬   মিরাজের বিদায় ১৭:১৩, মার্চ ১৮ মুশফিকের সঙ্গে নিয়ন্ত্রিত ব্যাট করে দলকে এগিয়ে থাকেন মেহেদী হাসান মিরাজ। তবে ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ৪০ বলে ২৫ রান করে আউট হন তিনি। ৩৬.২ ওভার ১৮৪/৬   মুশফিক-মিরাজ জুটি ১৭:০০, মার্চ ১৮ তামিমের আউটের পর মিরাজকে সঙ্গে নিয়ে টাইগার শিবিরে হাল ধরেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। দুজনের ব্যাটে জয়ের পথে এগোতে থাকে বাংলাদেশ।   সেঞ্চুরির আক্ষেপ তামিমের ১৬:৩৫, মার্চ ১৮ রিয়াদের বিদায়ের পর সেঞ্চুরির আক্ষেপ নিয়ে আউট হন তানজিদ হাসান তামিম। ৮১ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই বাঁহাতি ওপেনার।   কুমারার চতুর্থ শিকার মাহমুদউল্লাহ ১৬:২০, মার্চ ১৮ হৃদয়ের বিদায়ের পর ব্যাটিংয়ে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ২৪তম ওভারে লাহিরুর চতুর্থ শিকার হন এই অভিজ্ঞ ব্যাটার। ৫ বলে ১ রান করে রিয়াদ। এতে আট রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে ছন্দ হারায় বাংলাদেশ     কুমারার তৃতীয় শিকার হৃদয় ১৬:১০, মার্চ ১৮ ২২তম ওভারে আবারও লাহিরু কুমারাকে বোলিংয়ে আনেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। ওভারের তৃতীয় বলে অফ স্ট্যাম্পের বাইরের বল পুল করতে গিয়ে ক্যাচ আউট হন তাওহীদ হৃদয়। ৩৬ বলে ২২ রান করেন এই ডান হাতি ব্যাটার।   তামিম ও হৃদয়ের জুটি  ১৬:০৫, মার্চ ১৮ শান্তর বিদায়ের পর তামিমকে সঙ্গ দেন আগের ম্যাচে ৯৬ রানের বিধ্বংসী ইনিংস খেলা তাওহীদ হৃদয়। দুজনের ব্যাটে ভর করে ২১তম ওভারেই দলের ১০০ রানের কোটা পার হয়।    তানজিদ তামিমের ফিফটি ১৫:৩৩, মার্চ ১৮ সৌম্য সরকারের বদলি হিসেবে খেলতে নেমে চমক দেখিয়েছেন তানজিদ হাসান তামিম। ৫১ বলে নিজের ফিফটি তুলে নেন এই বাঁহাতি ওপেনার।   ফিরলেন শান্তও ১৫: ১৩, মার্চ ১৮ শান্তর ব্যাট থেকে আরও একটি বাজে শট! শরীর থেকে বেশ দূরে ছিল বল। সেটায় ব্যাট ছুঁয়ে যায় টাইগার দলপতির। দ্রুত ২ উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফিরল লঙ্কানরা।   ১০ ওভারে ৫৬/১ ১৫: ০৯ ১০ ওভার শেষে লঙ্কানদের স্কোর ছিল ৩৯/২। তাই এই ব্যবধানে এগিয়ে বাংলাদেশই। এনামুল ফেরার পর তানজিদের সঙ্গে ক্রিজে আছেন নাজমুল।    এনামুলের বিদায়ে ভাঙল জুটি ১৫: ০৩, মার্চ ১৮ কুমারার ফুললেংথে ড্রাইভ করেছিলেন এনামুল। তবে যেভাবে ব্যাটে হয়নি। ফসকে গিয়ে ধরা পড়েছেন কাভারে। খোলসবন্দী দশা থেকে বেরিয়ে আগ্রাসী আভাস দেওয়া বিজয় বেশিক্ষণ স্থায়ী হলেন না ক্রিজে। এতে ৫০ রানেই থেমেছে বাংলাদেশের ওপেনিং জুটি।   বাংলাদেশের ৫০ ১৪: ৫৪, মার্চ ১৮ ১২.৩ ওভারে ৫০ রান তুলেছিল শ্রীলঙ্কা। তবে ৭.৫ ওভারেই ৫০ রান তুলে নিয়েছে বাংলাদেশ। মাঝারি রান তাড়ায় শুরুটা ভালোই হয়েছে বাংলাদেশের। তাই কিছুটা চাপেই আছে লঙ্কানরা।   চারের পর ছক্কা তানজিদের ১৪: ৫৪, মার্চ ১৮ শর্ট লেংথ ডেলিভারিতে পুল করে মেরেছিলেন তানজিম। এরপর এক্সট্রা কাভারের ওপর দিয়ে মারতে চাইলেই তা গেছে লেগে থার্ডম্যানের ওপর দিয়ে। লাহিরু কুমারার ওভারের শেষ দিকেই এভাবেই আগ্রাসী আভাস দিয়েছেন এই ওপেনার। এতে ২৩ বলে ৩২ রান করে ফেলেছেন বাঁহাতি এই ব্যাটার।   সৌম্যর কনকাশন তানজিদ, হাসপাতালে জাকের ১৪: ৩৯, মার্চ ১৮ বোলিং ইনিংসের শেষদিকে এসে ভিন্ন রকমের তিক্ত এক অভিজ্ঞতায় পড়েছে বাংলাদেশ। ক্যাম্পের কারণে মাঠ ছাড়েন মোস্তাফিজুর রহমান। অন্যদিকে ক্যাচ নিতে গিয়ে জাকেরের সঙ্গে সংঘর্ষে জড়ান এনামুল হক বিজয়। স্ট্রেচারে করে দুজনই মাঠে ছেড়েছিলেন। শেষ খবর অনুযায়ী, জাকেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে সৌম্যের ইনজুরিতেই বড় বিপদে পড়েছে লাল-সবুজেরা। ব্যাট হাতে মাঠে নামার মতো পরিস্থিতিতে নেই এই ওপেনার। ফলে সৌম্যর কনকাশন সাব হিসেবে ওপেনিংয়ে নেমেছেন তানজিদ তামিম।     লিয়ানাগের সেঞ্চুরিতে লড়াকু পুঁজি শ্রীলঙ্কার ১৩: ৫৭, মার্চ ১৮ পেসারদের কল্যাণে শুরুতেই শক্ত ভিত পেয়েছিল বাংলাদেশ। এরপর স্পিনারদের ভেলকিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। টপ-অর্ডারের পর মিডল-অর্ডারের ব্যর্থতায় অলআউটের শঙ্কায় পড়েছিল সফরকারীরা। তবে সেখানে থেকে দলকে টেনে তুলেছেন লিয়ানাগে। লিয়ানাগের অপরাজিত ১০১ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৫ রানের সংগ্রহ পেয়েছে লঙ্কানরা। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে টানা দ্বিতীয়বার ওয়ানডে সিরিজ জয়ের জন্য ২৩৬ রান দরকার টাইগারদের। বিস্তারিত পড়ুন : লিয়ানাগের সেঞ্চুরিতে লঙ্কানদের লড়াকু পুঁজি     লিয়ানাগের সেঞ্চুরি ১৩: ৪৯, মার্চ ১৮ সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে বেশ ভালোভাবেই ক্রিজে থিতু হয়েছিলেন লিয়ানাগে। শেষ পর্যন্ত সেঞ্চুরিও পেয়েছেন এই ব্যাটার। এক্সটা কাভার দিয়ে কাভার ড্রাইভে এই সেঞ্চুরি পূর্ণ করেছেন লিয়ানাগে।     ব্রেক-থ্রু দিলেন সৌম্য ১৩: ৪০, মার্চ ১৮ মোস্তাফিজ উঠে যাওয়ার পর আক্রমণে এসেছিলেন সৌম্য। এসেই সাফল্য এনে দিয়ে ফিরিয়েছেন উইকেটে থিতু হওয়া ব্যাটারকে। পার্টটাইম এই পেসারের প্রথম বলে কবজির জোরে খেলতে চেয়েছিলেন তিকশানা। তবে তানজিদ হাসানের হাতে ধরা পড়েছেন ডিপ মিডউইকেটে। ৪০ বলে ১৫ রানে ফেরার আগে গড়েছেন লিয়ানাগের সঙ্গে গুরুত্বপূর্ণ ৬০ রানের জুটি। ৪৭.১ ওভারে ২১৪/৮   উঠে গেলেন মোস্তাফিজ ১৩: ৩৯, মার্চ ১৮ ব্যক্তিগত নবম ওভারেই একবার মাঠ ছেড়েছিলেন মোস্তাফিজ। তবে নিজের কোটা পূরণ করতে ফের মাঠে নেমেছিলেন তিনি। তবে এবার রান-আপ নিয়ে গিয়েই আটকে গেলেন এই পেসার। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন বাঁহাতি এই পেসার। ৯ ওভারে ৩৯ রান খরচায় ২ উইকেট নিয়েছেন ফিজ।   শ্রীলঙ্কার ২০০ ১৩: ৩২, মার্চ ১৮ ১৫৪ রানের মাথায় ৭ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। সেখান থেকে তিকশানাকে সঙ্গে নিয়ে লড়াই করেছেন লিয়ানাগে। এই জুটিতে ইনিংসের ৪৬তম ওভারে এসে ২০০ ছুঁয়ে ফেলেছে সফরকারীরা। আর অষ্টম উইকেটে ৫০ রানও হয়ে গেছে। ৪৬ ওভারে ২০৫/৭   মিরাজের স্পেলের ইতি...  ১৩: ১৭, মার্চ ১৮ নিজের কোটার ১০ ওভার শেষ করলেন মিরাজ। ৩৮ রান খরচায় ২ উইকেট নিজের ঝুলিতে পুড়েছেন এই অফ-স্পিনার।  ৪৩ ওভারে ১৮৫/৭   লিয়ানাগের ৫০ ১২: ৫৭, মার্চ ১৮ সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি তুলে নিয়েছেন জানিত লিয়ানাগে। মিরাজের ডেলিভারিতে লং-অনে ঢেলে দিয়ে ৫০ পূর্ণ করেছেন মিডল-অর্ডার এই ব্যাটার। এটি ওয়ানডে ক্যারিয়ারে তার চতুর্থ ফিফটি। ৩৯ ওভারে ১৬৬/৭।   ফের মিরাজের ভেলকি ১২: ৪৫, মার্চ ১৮ মিনিট ১০ আগেই ভাল্লালাগেকে প্যাভিলিয়নের পথ দেখান মিরাজ। এবার মিরাজের ভেলকিতে ক্লিন বোল্ড হাসারাঙ্গা। খানিকটা এগিয়ে রোম তৈরি করতে চেয়েছিলেন লঙ্কান এই অলরাউন্ডার। কিন্তু বাউন্সের কাছে পরাস্থ হয়েছেন তিনি। ৩৪.১ ওভারে ১৫৪/৭।   শ্রীলঙ্কার ১৫০ ১২: ৪২, মার্চ ১৮ ৩৩তম ওভারে ১৫০ পূর্ণ করল লঙ্কানরা। প্রথম ৫০ এসেছিল ৭৫ বলে। এরপর দ্বিতীয় ও তৃতীয় ৫০-ও একই ৬১ বলে এসেছে। ৩৪ ওভারে ১৫৪/৬।   ষষ্ঠ উইকেট হারাল শ্রীলঙ্কা ১২: ৩৫, মার্চ ১৮ মেহেদীর টস-আপ ডেলিভারিতে কাউ কর্নারের ওপর দিয়ে স্লগ-সুইপ করতে চেয়েছিলেন ভাল্লালাগে। তবে তা ঠিকঠাক টাইমিং হয়নি। মিড-উইকেটের সহজ ক্যাচ নিয়েছেন সৌম্য সরকার। এতে ১৮ বলে মাত্র ১ রানে প্যাভিলিয়নে ফিরেছেন এই অলরাউন্ডার। ৩১ ওভারে ১৩৬/৬   ফিজের দ্বিতীয়, শ্রীলঙ্কার পঞ্চম ১২: ০৯, মার্চ ১৮ আগের ডেলিভারিটি শর্ট লেংথে করেছিলেন ফিজ। সেটি টেনে চার মেরেছিলেন আসালাঙ্কা। এবার ফিজের অফ স্টাম্পের বাইরে বলে কাট করতে গিয়ে এজড হয়েছেন তিনি। দ্বিতীয়বারের মতো সফল মোস্তাফিজ। ২৫ ওভারে ১১৭/৫   প্রথম ছক্কা...  ১২: ০৫, মার্চ ১৮ রিশাদের বলে সামনে এগিয়ে ফুলটস পেয়ে লং অফের ওপর দিয়ে ইনিংসের প্রথম ছক্কা মেরেছেন লিয়ানাগে। মেন্ডিস ফেরার পর আরেকটি জুটির চেষ্টা চালাচ্ছে লঙ্কানরা। ২৪ ওভারে ১১৩/৪   এবার ভিন্ন তাসকিন ১১: ৪৫, মার্চ ১৮ দ্বিতীয় স্পেলে ২ ওভার করেছেন তাসকিন। তবে এবার সফল হননি তিনি। ৭ ওভার শেষে তার বোলিং ফিগার ৭-১-১৯-২।  ২২ ওভারে ৯৬/৪   ফের রিভিউ হারাল বাংলাদেশ ১১: ৪৫, মার্চ ১৮ নিজের প্রথম স্পেলে ২ উইকেট শিকার করেছিলেন তাসকিন। এরপর সাফল্য পেয়েছিলেন মোস্তাফিজ এবং রিশাদও। এবার লঙ্কানদের আরও চাপে ফেলার সিদ্ধান্তে লিয়ানাগের বিপক্ষে রিভিউও নেয় বাংলাদেশ। তবে তাতে উল্টো ক্ষতিই হয়েছে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের।  টেলিভিশন আম্পায়ার জানিয়েছেন, পরিষ্কার ইনসাইড-এজ ছিল। ফলে ইনিংসের ১৯তম ওভারে দ্বিতীয় রিভিউটিও হারাল বাংলাদেশ।    ওয়ানডেতে রিশাদের প্রথম...  ১১: ৩৪, মার্চ ১৮ ইনিংসের ১৮তম ওভারে রিশাদকে প্রথমবার আক্রমণে এনেছেন দলপতি শান্ত। এসেই আস্থার প্রতিদান দিলেন এই স্পিনার। প্রথম বলেই তুলে নিয়েছেন উইকেট। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার প্রথম উইকেট।  রিশাদের টার্ন করা বলে খোঁচা দিয়েছিলেন মেন্ডিস। যা গেছে উইকেটের পেছনে। সেখানে লুফে নিয়েছেন মুশি। ফলে ৫১ বলে ২৯ রান করে থেমেছেন মেন্ডিস। ১৭.১ ওভারে ৭৪/৪   এবার ফিজের আঘাত ১০: ৫৯, মার্চ ১৮ অনুমিতভাবেই শরীফুলের জায়গায় মোস্তাফিজ। আর প্রথম ওভারেই দলকে সাফল্য এনে দিলেন দ্য ফিজ। তার ভেতরের দিকে ঢোকা বল ডিফেন্ড করতে চেয়েছিলেন সামারাবিক্রমা। তাতে লাভ হয়নি। বল ব্যাট ছুঁয়ে সোজা এসেছে উইকেটের পেছনে। আর সহজ ক্যাচ নিয়েছেন মুশফিক। ১০.২ ওভারে ৪১/৩   শ্রীলঙ্কার ১০ ওভার শেষে... ১০: ৫৫, মার্চ ১৮ প্রথম ওয়ানডে : ৭১/১ দ্বিতীয় ওয়ানডে : ৬০/৩ (দ্বিতীয় ইনিংস)  তৃতীয় ওয়ানডে : ৩৯/২   ২০২৭ বিশ্বকাপে চোখ হাথুরুর ১০: ৪৪, মার্চ ১৮ আগে আমরা ঘরের মাঠের সুবিধা নিতে চেয়েছি, কিন্তু এখন ভাবছি… নিকট ভবিষ্যতে তেমন কিছু নেই, ফলে আমরা ২০২৭ সাল (বিশ্বকাপের) লক্ষ্য রেখে এগোনোর উপায় ভাবছি। এমন উইকেটে খেলার চেষ্টা করছি, যেখানে ব্যাটসম্যান ও বোলার উভয়ই সমানভাবে ম্যাচে থাকে। চন্ডিকা হাথুরুসিংহে, বাংলাদেশ কোচ ৮ ওভারে ২৫/২   রিভিউ হারাল বাংলাদেশ ১০: ৪১, মার্চ ১৮ ড্রাইভ খেলতে চেয়েছিলেন সামারাবিক্রমা। তবে কপাল ভালো ব্যাটের কানায় লাগেনি তার। শরীফুলের ভেতরের দিকে ঢোকা বলে কোনো একটা শব্দ হয়েছিল। এতে রিভিউ নেন দলপতি শান্ত। যদিও তাতে লাভ হয়নি; উল্টো রিভিউ হারাল বাংলাদেশ। বল ও ব্যাটে স্পষ্ট ফাঁক ছিল, আল্ট্রা-এজেও কিছু ধরা পড়েনি।  ৭ ওভারে ২৫/২   দুই ওপেনারই তাসকিনের ১০: ২২, মার্চ ১৮ রিভিউ নিলে বেঁচে যেতেন নিশাঙ্কা। তবে এবার আর কাজে আসবে রিভিউ!  তাসকিনের দারুণ লাইন-লেংথের সামনে পাত্তাই পেলেন না লঙ্কান দুই ওপেনার। নিজের প্রথম ২ ওভারে লঙ্কান দুই ওপেনারকে ফেরালেন তাসকিন। এবার ফেরালেন আভিস্কা ফার্নান্ডোকে। ৩.৫ ওভারে ১৫/২   প্রথম ব্রেকথ্রু তাসকিনের ১০: ১২, মার্চ ১৮ একপ্রান্তে শরিফুল আর অন্যপ্রান্তে শুরুটা করেছিলেন তাসকিন। ইনিংসের প্রথম ওভারে কেবল ১ রান খরচায় লঙ্কান দুই ওপেনারকে বেশ চাপে রেখেছিলেন এই পেসার। আর নিজের ব্যক্তিগত প্রথম ওভারে আক্রমণে এসে সেই ফায়দাই লুফে নিয়েছেন তাসকিন। টাইগার স্পিডস্টারের ফুললেংথের ডেলিভারি ডিফেন্ড করতে গিয়ে মিস করেন নিশাঙ্কা। এতেই পড়েন এলবিডব্লুর ফাঁদে। তবে আম্পায়ার রিচার্ড কেটেলবোরোর সিদ্ধান্তে রিভিউ নেওয়ার প্রয়োজন বোধ করেননি এই ওপেনার। তবে বল ট্র্যাকিং দেখিয়েছে, বল লেগ স্টাম্প মিস করতো। মানে রিভিউ নিলে রক্ষা পেতেন নিশাঙ্কা!  শ্রীলঙ্কা ১/১, ১.৩ ওভার   লিটন প্রসঙ্গে হাথুরু ১০: ০৬, মার্চ ১৮ বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভাষ্য, লিটনের অভিজ্ঞতা সবসময়ই মূল্যবান, এমন একজন খেলোয়াড় যেকোনো সময় নেমে ম্যাচ জেতানোর মতো ইনিংস খেলতে পারে। তবে এটাও বলা দরকার, কিছু সময় সে ফর্মে নেই। ফলে দুর্ভাগ্যজনকভাবে আমাদের তাকে বাদ দিয়ে ভাবতে হচ্ছে।     টস ভাগ্য ১০: ০১, মার্চ ১৮ ৩-০ ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের তিনটিতেই টস জিতেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। অন্যদিকে ৫০ ওভারের ফরম্যাটে ৩ ম্যাচেই টসে জিতলেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস।   শ্রীলঙ্কা একাদশ ৯: ৪২, মার্চ ১৮ এই ম্যাচে একটি পরিবর্তন এনেছে সফরকারীরা। দিলশান মাদুশঙ্কার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মহীশ তিকশানা। শ্রীলঙ্কা একাদশ : আভিস্কা ফার্নান্ডো, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা (সহ-অধিনায়ক), জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, মহীশ তিকশানা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।     একাদশে তিন পরিবর্তন ৯: ৪০, মার্চ ১৮ সিরিজ নির্ধারণী ম্যাচের একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলে ঢুকেছেন বিজয়, মোস্তাফিজ ও রিশাদ। বাদ পড়েছেন তাইজুল, সাকিব ও লিটন। বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও রিশাদ হোসেন।   টস ০৯:৩২, মার্চ ১৮ সিরিজ নির্ধারণী এই ওয়ানডে ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে ৬ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে ছিল লাল-সবুজেরা। তবে দ্বিতীয়টিতে জিতে ঘুরে দাঁড়িয়েছে লঙ্কানরা।   স্বাগতম ০৯:২৭, মার্চ ১৮ সবাইকে স্বাগতম আরটিভির লাইভ স্কোর আপডেটে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ। স্থানীয় সময় সকাল ১০টায় মাঠে নামবে টাইগাররা।  
১৮ মার্চ ২০২৪, ১৭:৪৭

তামিম ও মায়ার্স ঝড়ে বিধ্বস্ত চট্টগ্রাম, কোয়ালিফাইয়ারে বরিশাল
চলতি বিপিএলে নানা সমীকরণের বেড়াজাল পেরিয়ে প্লে-অফ নিশ্চিত করেছিল ফরচুন বরিশাল। এলিমিনেটর পর্বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে তামিম-মিরাজ। বন্দরনগরীর দলটিকে উইকেটে সাত উড়িয়ে দিয়ে কোয়ালিফাইয়ার নিশ্চিত করেছে বরিশাল। সোমবার (২৬ ফেব্রুয়ারি) টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বরিশাল। প্রথমে ব্যাটিংয়ে নেমে বরিশালকে ১৩৬ রানের সহজ লক্ষ্য দেয় চট্টগ্রাম। জবাব দিতে নেমে  সাত উইকেট এবং ৩১ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। এতে চট্টগ্রামের বিদায়ে কোয়ালিফাইয়ার নিশ্চিত হয় বরিশালের। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বরিশাল। ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন ওপেনার সৌম্য সরকার। এরপর তামিম ইকবালের সহজ ক্যাচ তালু বদ্ধ করতে ব্যর্থ হন সৈকত আলী। পরের বল থেকেই ব্যাট চালাতে থাকেন তামিম। বরিশাল অধিনায়কের ব্যাটিং তাণ্ডব দেখ ব্যাট চালাতে থাকেন কাইল মায়ার্সও। শুভাগত হোমের এক ওভারে ২৬ রান তোলেন এই ক্যারিবিয়ান ব্যাটার। দুজনের ব্যাটে ভর করে জয়ে পথে ছুটতে থাকে বরিশাল। ২৫ বলে ফিফটি তুলে নেন মায়ার্স। পরের বলেই ক্যাচ আউট হন এই ডান হাতি ব্যাটার। এরপর তামিমকে সঙ্গ দেন ডেভিড মিলার। ১৩ বলে ১৭ রান করে মিলার আউট হলেও ৪১ বলে ফিফটি তুলে নেন বরিশাল অধিনায়ক। শেষ পর্যন্ত মুশফিকের ৬ বলে ৫ রান এবং তামিম ইকবালের ৪৩ বলে ৫২ রানের অপরাজিত ইনিংসে ভর করে সাত উইকেট এবং ৩১ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে শুভাগত হোম, বিলাল খান এবং রোমারিও শেফার্ড একটি করে উইকেট শিকার করেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় চট্টগ্রাম। ইনিংসের দ্বিতীয় ওভারে ৩ বলে ২ রান করে সাজঘরে ফেরেন তানজিদ তামিম। ১৩ বলে ৭ রান করে তামিমকে সঙ্গ দেন ইমরানুজ্জামান। পিচের এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন জশ ব্রাউন। তবে ইনিংস বড় করতে পারেনি এই ডান হাতি ব্যাটার। ২২ বলে ৩৪ রান করে আউট হন তিনি। এরপর ১১ বলে ১৭ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন টম ব্রুস। এরপর সৈকত আলীকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক শুভাগত হোম।  ১৪ বলে ১১ রান করে সৈকত আউট হলে, ১৬ বলে ২৪ রান করে তাকে সঙ্গ দেন শুভাগত। ১৬ বলে ১১ রান করে আউট হন রোমারিও শেফার্ড। শেষ পর্যন্ত নাহিদুজ্জামানের ১৩ বলে ১০ রান এবং সালাউদ্দিন শাকিলের ১১ বলে ৮ রানের ইনিংসে ভর করে নয় উইকেট হারিয়ে ১৩৫ রানের লড়াকু পুঁজি পায় চট্টগ্রাম।
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৬

পোলার্ড ঝড়ে উড়ে গেল বাবরের পেশোয়ার জালমি
পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) ষষ্ঠ ম্যাচে পেশোয়ার জালমির মুখোমুখি হয়েছিল কারাচি কিংস। এই ম্যাচে বাবর আজমের পেশোয়ার জালমিকে সাত উইকেটে উড়িয়ে দিয়েছে শান মাসুমের কারাচি। বুধবার (২১ ফেব্রুয়ারি) টস জিতে পোশোয়ারকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় কারাচি। প্রথমে ব্যাট করতে নেমে কারাচিকে ১৫৫ রানের লক্ষ্য দেয় বাবর- হারিসরা। জবাব দিতে নেমে ১৯ বল এবং সাত উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কারাচি। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে শান মাসুদ ও মোহাম্মদ আখলাক। তবে ইনিংস বড় করতে পারেনি কেউই। ১০ বলে ১২ রান করে কারাচি অধিনায়ক আউট হলে ১৩ বলে ২৪ রান করে তাকে সঙ্গ দেন আখলাক। তৃতীয় উইকেটে শোয়েব মালিককে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন জেমস ভিন্সে। ২৯ বলে ২৯ রান করে মালিক আউট হলে, ব্যাটিংয়ে এসে তাণ্ডব শুরু করেন কাইরোন পোলার্ড। শেষ পর্যন্ত ভিন্সের ৩০ বলে ৩৮ রান এবং ২১ বলে পোলার্ডের ৪৯ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ১৯ বল এবং সাত উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কারাচি। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় পেশোয়ার জালমি। ইনিংসের প্রথম বলেই বোল্ড আউট হন সাইম আইয়ু্ব। এদিন ব্যাট হাতে আলো ছাড়াতে পারেননি মোহাম্মদ হারিস। ৬ বলে ৭ রান করে আউট হন তিনি। ৩ বলে ২ রান করে তাকে সঙ্গ দেন টম কোহলের। দলীয় রানের ৩ উইকেটে চাপে পড়ে পোশোয়ার। এরপর দলের হাল ধরেন বাবার আজম। তাকে সঙ্গ দেন রোভম্যান পাওয়েল। ২৫ বলে ৩৯ রান করে পাওয়েল আউট হলেও ৩৭ বলে ফিফটি তুলে নেন বাবর। ১৬ বলে ২৩ রান করে আউট হন আসিফ আলী। এরপর ৫১ বলে ৭২ রানের ইনিংস খেলে আউট হলে উইকেট মিছিল শুরু করে দলটি বাকি ব্যাটাররা। আমির জামাল (১), লুক উড (৮), মোহাম্মদ জেশান (০) ও ওয়াকা সালামখেইল শূন্য রানে আউট হলে এক বল হাতে থাকতেই ১৫৪ রানে অলআউট হয় পোশোয়ার জালমি। কারাচির কিংসের হয়ে মীর হামজা ও হাসান আলি তিনটি উইকেট নেন। এ ছাড়াও ডানিয়েল সামস দুটি, শোয়েব মালিক ও মোহাম্মদ নাওয়াজ একটি করে উইকেট শিকার করেন।
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৪

‘কোটি টাকা’র হৃদয় ঝড়ে উড়ে গেল খুলনা, কুমিল্লার সপ্তম জয়
চলতি বিপিএলের শুরুতে টানা চার ম্যাচ জিতে আসরে উড়ন্ত সূচনা করেছিল খুলনা টাইগার্স। তবে সেই জয়ের ধারা বজায় রাখতে পারেননি বিজয়-আফিফরা। পরের পাঁচ ম্যাচের প্রতিটিতেই হরেছে খুলনা। সবশেষ কুমিল্লার ব্যাটিং লাইনের কাছে পাত্তাই পায়নি তারা। খুলনাকে সাত উইকেটে উড়িয়ে দিয়েছে লিটন-ফিজরা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে নেমে কুমিল্লাকে ১৬৫ রানের লক্ষ্য দেয় খুলনা। জবাব দিতে নেমে সাত উইকেট ও ২১ বলে হাতে থাকতেই জয় তুলে নেয় কুমিল্লা। ৯১ রানের দায়িত্বশীল ইনিংসে খেলে আরও একবার কোটি টাকার বিনিময়ে দলে ভিড়ানোর প্রতিদান দেন এই টাইগার ব্যাটার। ১৬৫ রানের জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় কুমিল্লা। ৩ বলে ২ রান করে ক্যাচ আউট হন লিটন। তৃতীয় উইকেটে হৃদয়কে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন উইল জ্যাক। তবে ইনিংস বড় করতে পারেনি এই ইংলিশ ব্যাটার। ১০ বলে ১৮ রান করে মুকিদুলকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন তিনি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি আসরের প্রথম ম্যাচ খেলতে নামা জনসন চার্লস। ৮ বলে ১৩ রান করেন এই ক্যারিবিয়ান ব্যাটার। কিন্তু পিচের এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকেন তাওহীদ হৃদয়। ২৭ বলে ফিফটি তুলে নেন এই তরুণ ব্যাটার। তাকে যোগ্য সঙ্গ দেন জাকের আলী। ফিফটি পূরণের পর আরও বিধ্বংসী রুপ ধরেন হৃদয়। বলে বলে বাউন্ডারি-ওভার বাউন্ডারি হাঁকাতে থাকেন তিনি। শেষ পর্যন্ত জাকের আলীর ৩১ বলে ৪০ রান এবং তাওহীদ হৃদয়ের ৪৭ বলে অপরাজিত ৯১ রানের ইনিংসে ভর করে সাত উইকেট ও ২১ বলে হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা। খুলনা টাইগার্সের হয়ে ওয়েন পার্নেল, মুকিদুল ইসলাম ও নাহিদ রানা একটি করে উইকেট নেন। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে খুলনা টাইগার্সের দুই ওপেনার আফিফ হোসেন ও অ্যালেক্স হেলস।। ১৭ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন এই ইংলিশ ব্যাটার। তৃতীয় উইকেটে ১৩ বলে ১৮ রান করেন তিনি। ৩৩ বলে ২৯ রান করে আউট হন আফিফ। চতুর্থ উইকেটে ৩৩ বলে অর্ধশত রানের জুটি গড়েন লুইস ও মাহমুদুল। ১৯ বলে ২৮ রান করে আউট হন জয়। ম্যাথিউ ফোর্ডকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন এই ডান হাতি ব্যাটার। ২০ বলে ৩৬ রান করেন লুইস। মঈন আলীকে ছক্কা হাঁকাতে গিয়ে স্ট্যাম্পিং হন তিনি। এক বল পরেই বোল্ড হন লুক উড। শেষ পর্যন্ত নাসুমের ২ রান এবং পার্নেলের ১১ বলে ১৮ রানের ইনিংসে ভর করে আট উইকেট হারিয়ে ১৬৪ রানের লড়াকু পুঁজি পায় খুলনা টাইগার্স।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়