• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
সুসম্পর্কের কোনো গ্যারান্টি দেয়া যায় না: জয়শঙ্কর
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, সব দেশ, সব সময় ভারতের সঙ্গে একমত হবে, ভারতকে সমর্থন করবে, এই নিয়ে ‘গ্যারান্টি’ দেওয়া সম্ভব নয়। ‘রাজনীতি আসলে রাজনীতিই’। ভারতের নাগপুরে একটি কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। সম্প্রতি চিনের সঙ্গে ২০টি চুক্তি করেছে মালদ্বীপ। দ্বীপরাষ্ট্রকে পরিকাঠামো উন্নয়নে সাহায্য দিতে বেইজিং এ চুক্তি করেছে। এদিকে, মালদ্বীপের সঙ্গে সম্পর্কের টানাপড়েন চলছে ভারতের। এই ইঙ্গিত করেছেন বলে মনে করেন বিশ্লেষকরা। জয়শঙ্কর বলেন, গত ১০ বছর ধরে আমরা যেটা চেষ্টা করেছি, তা হল দৃঢ় সম্পর্ক তৈরি করা। এর ফলে কখনও রাজনৈতিক টানাপোড়ন হলেও মালদ্বীপের মানুষের যাতে ভারতের প্রতি সুন্দর অনুভূতি থাকে, তারা যাতে বোঝেন যে, ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকা কতটা গুরুত্বপূর্ণ, সেই চেষ্টাই করা হয়েছে। মালদ্বীপকে চীনের সহযোগিতার ব্যাপারে কোনো কথা না বললেও জয়শঙ্কর ভারতের সহযোগিতার কথা তুল ধরে বলেন, অন্য অনেক দেশে রাস্তা নির্মাণ, বিদ্যুৎ, জ্বালানি জোগানে সাহায্য করছে ভারত। তাদের পর্যটন শিল্পের উন্নয়নে সাহায্য করেছে। সেখানে মালদ্বীপের জনগণ ভারত ছাড়া অন্য দেশের সহযোগিতা মেনে নেবে না। 
১৪ জানুয়ারি ২০২৪, ১৭:৩৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়