• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
জামিনে মুক্তি পেলেন সেই খালেদা, অঝোরে কাঁদলেন মেয়েকে জড়িয়ে
এনজিওর ঋণের দায়ে তিন বছরের শিশুকে রেখে কারাগার যাওয়া সেই মা খালেদা পারভিন অবশেষে মুক্ত হয়েছেন। মুক্তি পেয়েই আদরের শিশুকন্যা ফাতেমাকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সিরাজগঞ্জের কামারখন্দের আমলি আদালত থেকে জামিনে মুক্তি পান খালেদা। এর আগে গত ১০ এপ্রিল ঋণের টাকা পরিশোধ করতে না পারায় এনজিওর করা মামলায় খালোদাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। তবে গ্রেপ্তারের সময় উল্লাপাড়া মডেল থানা চত্বরে তিন বছরের শিশুকন্যা ফাতেমাকে রেখে পুলিশ ভ্যানে ওঠার মুহূর্তে মা-মেয়ের কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। আর সেদিন সেই ছোট শিশুর কান্নাজড়িত মুখ হৃদয়ে দাগ কাটে সবার। প্রতিবেদনটি প্রকাশের পর ওই দিন রাতেই বিষয়টি চট্টগ্রামের প্রতিষ্ঠিত বহুজাতিক এক শিল্পপ্রতিষ্ঠানের মালিকের নজরে আসে। চট্টগ্রামের ওই শিল্পপ্রতিষ্ঠান কারাগারে বন্দি খালেদা ঋণ পরিশোধসহ আইনি সহায়তার হাত বাড়িয়ে দেন। পরদিন খালেদার সুদসহ ঋণের সব অর্থ পরিশোধ করা হয় ও আইনজীবী নিয়োগ দেওয়া হয়। তবে ঈদের ছুটির কারণে আদালত বন্ধ থাকায় খালেদাকে জামিন করানো সম্ভব হয়নি। পরে মঙ্গলবার (১৬ এপ্রিল) আদালত খুললে জামিনে মুক্ত হন খালেদা।   এ বিষয়ে খালেদার স্বামী ইব্রাহিম হোসেন বলেন, ‘উদ্দীপন’ নামের একটি সংস্থা থেকে দুই বছর আগে ৩০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন তার স্ত্রী। সংসারের চরম দুর্দিন হওয়ায় খালেদাকে নিয়ে ৬ মাস হলো ঢাকায় পোশাক কারখানায় কাজ নিয়েছিলাম। ইব্রাহিম হোসেন জানান, এর আগে বেশ কয়েকটি কিস্তিতে তিনি ২০ হাজার টাকা পরিশোধ করেন। সুদ-আসল মিলে ১৮ হাজার ৩০০ টাকা পেত ওই ঋণদানকারী সংস্থা। ঈদের আগের দিন রাতে সপরিবারে বাড়িতে ফিরলে উদ্দীপনের করা ঋণের মামলায় উল্লাপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করে খালেদাকে। এ সময় আমার ৩ বছরের মেয়ে ফাতেমার কান্না থামছিল না। মাকে না পেয়ে থানায় মধ্যে অঝোরে কাঁদছিলো ফাতেমা। পরে আদালত খালেদাকে কারাগারে পাঠান। তিনি আরও বলেন, এ ঘটনাটি প্রকাশ হওয়ার পর আমাদের সব ঋণ পরিশোধ করেন দিয়েছেন একজন। সেই সঙ্গে মামলাটি প্রত্যাহারে সব ব্যবস্থা করেছেন। এখন আর কোনো ঋণ নেই আমাদের। আমাদের এই বিপদে যারা পাশে দাঁড়িয়েছেন তাদের সবার জন্য আমার পরিবারে পক্ষ থেকে অনেক দোয়া রইলো বলেও জানান তিনি। উদ্দীপন এনজিওর লিগ্যাল এডভাইজার অ্যাডভোকেট সুমন জানান, সুদসহ ঋণের সব অর্থ পরিশোধ করা হয়েছে। এ জন্য আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলাটি প্রত্যাহারের সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১৭ এপ্রিল ২০২৪, ১৩:০৩

ববিকে জড়িয়ে ধরে নারী ভক্তের চুমু (ভিডিও)
তারকাদের সঙ্গে মাঝেমধ্যেই নানান কাণ্ড ঘটিয়ে বসেন ভক্তরা। এতে বিব্রতকর পরিস্থিতে পড়েন অনেকেই। এবার এমনই এক কাণ্ডের মুখোমুখি হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ববি দেওল। যদিও বিষয়টি খুব পজিটিভলি হ্যান্ডেল করেছেন এই অভিনেতা। সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ববি। সেখানে স্বাভাবিকভাবেই অভিনেতার সঙ্গে সেলফি তোলার জন্য উন্মুখ ছিলেন তার ভক্তরা। আর ঠিক তখনই হঠাৎ এক নারী অনুরাগী এসে জড়িয়ে ধরেন ববিকে।  শুধু তাই নয়, অভিনেতার গালে উষ্ণ চুমুও দেন ওই নারী। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।    ওই ভিডিওতে দেখা যায়, প্রথমে সবার মতো নারী অনুরাগীও ববির সঙ্গে ছবি তোলার আবদার করেন। পরে কারও নিষেধ না শুনেই ববির গালে চুমু দেন তিনি। সবার সামনে এভাবে চুমু দেওয়ায় লজ্জায় পড়েন ‌ববি। তবে মৃদু হাসি দিয়েই পরিস্থিতি সামাল দেন এই অভিনেতা।  কিছুদিন আগে রণবীর কাপুরের কলকাতা সফরেও একই চিত্র ফুটে উঠেছিল। অনুরাগীদের ভালোবাসার চাপে প্রায় দৌড়ে গিয়ে বিমানবন্দরে ঢুকতে হয়েছিল তাকে। তবে ববি একেবারেই শান্ত ছিলেন এমন পরিস্থিতিতে। গেল বছর সন্দীপ রেড্ডি নির্মিত সিনেমা ‘অ্যানিমাল’-এ অভিনয় করে রীতিমতো তাক লাগিয়ে দেন ববি দেওল। মুক্তির পর জনপ্রিয়তা পায় সিনেমাটি ।  ২০২৩ ছিল দেওল পরিবারের সব থেকে সুখের বছর। একদিকে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় ধর্মেন্দ্রর অনবদ্য পারফরম্যান্স। অন্যদিকে ‘গদর টু’র সানি দেওলের সাফল্য এবং ‘অ্যানিমাল’ সিনেমায় ববির দুর্দান্ত অভিনয়। সব মিলিয়ে সেই খুশির হাওয়া যেন নতুন বছরেও বহাল আছে দেওল পরিবারে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন 
২৮ জানুয়ারি ২০২৪, ১৫:৪১

জুয়ার অ্যাপে জড়িয়ে পড়েছেন জয়া-অপু-ফারিয়ারা!
জুয়ার অ্যাপে জড়িয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, চিত্রনায়িকা অপু বিশ্বাস ও অভিনেত্রী নুসরাত ফারিয়া! শুধু তাই নয়, এতে সাধারণ মানুষকে যুক্ত হতে দেদারসে কথা বলে যাচ্ছেন এই তিন তারকা। দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ—এমন সাইটের বিজ্ঞাপন ও শুভেচ্ছাদূত হয়েছেন তারা। এরমধ্যে জয়া ও ফারিয়াকে শুধু বিজ্ঞাপনে পাওয়া গেলেও অপু কাজ করছেন শুভেচ্ছাদূত হিসেবে। আর তাদের বেশির ভাগেরই দাবি, ভুল তথ্যে তারা এগুলোতে জড়িয়ে পড়েছেন। আরও পড়ুন : অভিনেত্রী নয়নতারার বিরুদ্ধে জিডি বাবু ৮৮ নামের একটি বেটিং অ্যাপের শুভেচ্ছাদূত হয়েছেন অপু বিশ্বাস। নতুন বছরের শুরুতেই তার একটি ভিভিও শুভেচ্ছা বার্তা পোস্ট করেছে ওই সাইটটি। এ বিষয়ে অপুর সঙ্গে যোগাযোগ হলে তিনি গণমাধ্যমকে বলেন, বিষয়টি নিয়ে আমিও বিব্রত। আমি এর সঙ্গে নেই। আমরা অন্য কথা বলি। আমাদের ক্যারিয়ার নিয়ে কথা বলি। এগুলো নিয়ে লিখলে তারকাদের হেম্পার হয়। উইনবাজি নামের একটি বেটিং সাইটের বিজ্ঞাপনে কাজ করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও নুসরাত ফারিয়া। ক্রিকেট বিশ্বকাপ চলাকালে (অক্টোবর-নভেম্বর) প্রচারে আসে তাদের বিজ্ঞাপনগুলো। ভিডিওতে বেশ সাবলীল ও চমকপ্রদ সব বার্তা দিতে দেখা যায় ফারিয়াকে। এতে তিনি নিজেই মানুষকে বাজি লাগার কথা বলছেন। আরও পড়ুন : স্বর্ণের দোকানে ১২ ঘণ্টা দাঁড়িয়ে কাজ করতেন নায়িকা নিপুণ বিষয়টি নিয়ে ফারিয়া জানিয়েছে, উইনবাজির জন্য আমি যে বিজ্ঞাপনটি করেছি, তা শুধু ইন্ডিয়ার মধ্যেই প্রচার হয়েছে। দেশে প্রচার হয়নি। দেশে প্রচার না হলেও বিষয়টি কি ভারতেও বৈধতা আছে কি-না জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি। জানালেন, বিষয়টি পুরোপুরি না জেনে এতে যুক্ত হয়েছেন। কিন্তু শুধু সেই সাইটেই নয়, ফারিয়া নিজেও তার ইনস্টাগ্রামে এগুলোর প্রমোট করেছেন। ফারিয়া এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও ভারতীয় আইন এ বিষয়ে বেশ কড়া। সম্প্রতি বলিউড-টলিউডের একাধিক তারকারও নাম জড়িয়েছে অনলাইন বেটিং সাইটের সঙ্গে। কয়েক মাস আগে একটি অনলাইন বেটিং অ্যাপের তছরুপ-কাণ্ডে ভারতের গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরক্টরেট (ইডি) রণবীর কাপুরকে তলব করেছিল। আরও পড়ুন : ওস্তাদ রশিদ খান আর নেই এ ছাড়া বেটিং অ্যাপের প্রচারে নেমে শিরোনাম হয়েছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী-সংসদ সদস্য নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। এদিকে গত আগস্টে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক সংবাদমাধ্যম, অনলাইন বিজ্ঞাপনের মধ্যস্থতাকারী ও সোশ্যাল মিডিয়াসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে অবিলম্বে জুয়ার ওপর বিজ্ঞাপন/প্রচারমূলক বিষয় দেখানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। এই পরামর্শ মেনে চলা ব্যতীত ভারত সরকার বিভিন্ন আইনের আওতায় যথাযথ পদক্ষেপ নিতে পারে বলে জানিয়েছে। ভারতেও জুয়ার বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে, এমনটা জানালে ফারিয়া বলেন, আমাদের দেশে এ ধরনের বেটিং সাইটের বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে ভারতে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানা নেই। একই বিষয়ে কথা বলতে অভিনেত্রী জয়া আহসানের মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেননি। আরও পড়ুন: ‘শাবনূরের ভক্ত হিসেবে এটা মেনে নেওয়া কষ্টকর’ প্রসঙ্গত, একটি বেটিং সাইটের অঙ্গপ্রতিষ্ঠানের সঙ্গে ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পৃক্ততার বিষয়টি সামনে এসেছিল। যা নিয়ে সরগরম হয়ে উঠেছিল বাংলাদেশের ক্রিকেটাঙ্গন।
০৯ জানুয়ারি ২০২৪, ১৯:০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়