• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
‘পার্বত্য এলাকার অস্থিরতার পেছনে বিএনপি জড়িত থাকতে পারে’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, বিএনপি কথায় কথায় মিথ্যা বলে। পার্বত্য এলাকায় অস্থিরতার পেছনে বিএনপির জড়িত থাকার আশঙ্কা আছে। তারা দেশকে অস্থিতিশীল রাখতে চান। রোববার (৭ এপ্রিল) কেরানীগঞ্জের নয়াবাজার উচ্চবিদ্যালয়ে ঈদ উপলক্ষে আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কামরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ ঈদ সামগ্রী বিতরণ করে। কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ষড়যন্ত্র করতে ব্রিটিশ হাইকমিশনারকে বাসায় নৈশভোজে আমন্ত্রণ জানান। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য আরও বলেন, আওয়ামী লীগ চায় শান্তিপূর্ণ নির্বাচন। উপজেলা নির্বাচন সুষ্ঠু হবে। মন্ত্রী-এমপি কেউই প্রভাব বিস্তার করতে পারবেন না। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে।
০৭ এপ্রিল ২০২৪, ১৪:০৬

বান্দরবানে ব্যাংক ডাকাতিতে শতাধিক ব্যক্তি জড়িত : র‍্যাব
বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকে ডাকাতিতে শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।  তিনি বলেন, রাত সোয়া ৮টা থেকে ৯টার মধ্যে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার সময় বিদ্যুৎ না থাকার বিষয়টি তদন্ত করা হচ্ছে। সন্ত্রাসী সংগঠন কেএনএফ এই হামলা চালায়। খন্দকার আল মঈন বলেন, হামলাকারীরা পুলিশের ১০টি অস্ত্র ও আনসারের ৪টি অস্ত্র লুট করে। ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিন ভল্টের চাবি না দেওয়ায় তাকেও অপহরণ করে নিয়ে যায়। পরের দিন তারা থানচিতে আরও দুটি ব্যাংকে হামলা চালিয়েছে। তিনি বলেন, এই ঘটনার পরে তাদের সঙ্গে শান্তি আলোচনার পথ বন্ধ হয়ে গেছে। যা ইতোমধ্যে শান্তি কমিটি ঘোষণা করেছে। এখন সন্ত্রাসবিরোধী অভিযান চলমান রয়েছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বান্দরবানে সশস্ত্র হামলা ও ব্যাংকে লুটপাটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  তিনি বলেন, কুকি-চিনের আস্তানা র‌্যাব ও সেনাবাহিনী নিশ্চিহ্ন করে দিয়েছিল। পরে তারা ভিন্ন কোনো দেশে আশ্রয় নিয়েছিল। এখন তারা কোথা থেকে আসছে, কীভাবে আসছে- মাঝে মাঝে তাদের প্রতিনিধি এসে আমাদের সঙ্গে কথা বলে। তারা বলতেছিল শান্তি চায়, এ এলাকায় শান্তি ফিরিয়ে আনার জন্য, অনেক কিছুই বলছিল। কিন্তু হঠাৎ করে আক্রমণ, হঠাৎ করে ব্যাংক ডাকাতি- আমাদের কাছেও এটা নতুন কোনো বিষয় মনে হচ্ছে। মন্ত্রী বলেন, ব্যাংকে ডাকাতি ছোট ঘটনা হিসেবে দেখা হচ্ছে না। কুকি-চিনকে কঠোরভাবে দমনে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তারা আলোচনার মধ্যে এ ঘটনা ঘটিয়েছে।  
০৪ এপ্রিল ২০২৪, ২০:১২

ষাটোর্ধ্ব নারীকে গলাকেটে হত্যায় জড়িত আসামি গ্রেপ্তার
নরসিংদীতে ষাটোর্ধ্ব বয়সী এক নারীকে গলাকেটে হত্যার ঘটনায় অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম রিজুকে (২২) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।  রোববার (৩১ মার্চ) নরসিংদী সদর উপজেলার চিনিশপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই নারীর কাছ থেকে লুণ্ঠন করা কানের দুল, নাকের ফুলসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত বঁটি উদ্ধার করা হয়। সোমবার (১ এপ্রিল) দুপুরে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় জেলা পুলিশ। নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, পুত্রের সঙ্গে হাজতে পরিচয়ের সূত্রে গত ২৬ মার্চ বিকেলে পলাশ উপজেলার চরগরদী এলাকার ওই নারীর বাড়িতে যায় হত্যাকারী রিজু। একা পেয়ে ওই নারীর পরনে থাকা গয়না ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় চিৎকার করার চেষ্টা করলে ষাটোর্ধ্ব ওই নারীকে নির্মমভাবে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় রিজু। নিহতের পরিবারের পক্ষ থেকে দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। পরবর্তী তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয় অভিযুক্ত রিজুকে। রিজু সদর উপজেলার চিনিশপুর এলাকার মাইনউদ্দিন মিয়ার ছেলে। তিনি গত দেড় বছর আগে তার নিজ দাদিকে হত্যার পর জেলে ছিলেন।  এ সময় নারীর কাছ থেকে ছিনিয়ে নেয় স্বর্ণের দুল, নাকের ফুল এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়। সেই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত বঁটিও উদ্ধার করে পুলিশ।
০১ এপ্রিল ২০২৪, ১৬:৪৭

মস্কো হামলায় জড়িত সবাই শাস্তি পাবে : পুতিন
মস্কোর ক্রোকাস সিটি কমপ্লেক্সে ভয়াবহ সন্ত্রাসী হামলায় জড়িত সবাইকে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (২২ মার্চ) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। পুতিন বলেন, সব হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। এই হামলার পেছনে যারাই রয়েছে তাদের সবাইকে শাস্তির আওতায় আনা হবে। তিনি বলেন, হামলাকারীরা ইউক্রেনের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর ফলশ্রুতিতে সেদিকে নিরাপত্তা জোরদার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে হামলাকারীদের সীমান্ত পার করে দিতে ইউক্রেনে একটি দল কাজ করছিল। ভয়াবহ ওই হামলাকে ‘বর্বর ও সন্ত্রাসী’ কর্মকাণ্ড হিসেবে অভিহিত করে পুতিন বলেন, শত্রুরা আমাদের বিভক্ত করতে পারবে না। এর আগে, শুক্রবার (২২ মার্চ) রাতে মস্কোর ক্রোকাস সিটি হলে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। তখন সেখানে একটি কনসার্ট চলছিল। বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়। ভয়াবহ এই হামলায় এখন পর্যন্ত ১৪৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দেড় শতাধিক। নিহতদের স্মরণে রোববার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিকে হামলার পরপরই ইসলামিক স্টেট- খোরাসান এর দায় স্বীকার করেছে। সূত্র : বিবিসি
২৩ মার্চ ২০২৪, ২০:৫৫

রাজধানীতে মোবাইল চোর চক্রে জড়িত ৬ ভারতীয় আটক  
রাজধানীর বাড্ডায় মোবাইল চোর চক্রের সঙ্গে জড়িত ৬ জন ভারতীয় নাগরিককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকরা চোরাই মোবাইল ছাড়াও কসমেটিকস, শাড়ি-কাপড় ও থ্রিপিসসহ বিভিন্ন পণ্য চোরাচালানে যুক্ত বলে জানা গেছে।  বুধবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবির লালবাগ বিভাগ। এসময় তাদের কাছ থেকে ভারত থেকে চুরি করে নিয়ে আসা ২১টি মোবাইল, চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা কসমেটিকস, শাড়ি-কাপড় ও থ্রি-পিস জব্দ করা হয়।  বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে এন রায় নিয়তি। তিনি জানান, দীর্ঘদিন ধরে একটা চক্র বাংলাদেশ থেকে স্মার্টফোন চুরি করে ভারতে পাচার করছিল। আবার ভারতে চুরি যাওয়া কিছু মোবাইল বাংলাদেশে এনেও বিক্রি করে তারা।   ডিএমপির এ কর্মকর্তা আরও জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তদন্তে এ রকম একটি চক্রের সন্ধান মেলে রাজধানীর বাড্ডায়। সেখানে অভিযান পরিচালনা করে ভারত থেকে আনা চোরাই ২১টি মোবাইলসহ অনেক চোরাচালান পণ্য জব্দ করা হয়। 
০৭ মার্চ ২০২৪, ১১:৩৪

গত বছরের ২৫ খুনের সঙ্গে কিশোর গ্যাং জড়িত : চুন্নু
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ২০২৩ সালে ২৫টি খুনের সঙ্গে কিশোর গ্যাং জড়িত ছিল। কিশোর গ্যাং বেশি মিরপুর, ডেমরা ও সূত্রাপুরে। তারা ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার, জমি দখলে ভাড়া খাটা, উত্যক্ত করা এবং খুনে সম্পৃক্ত হচ্ছে।  মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কিশোর গ্যাং নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরে তিনি এসব কথা বলেন। মুজিবুল হক চুন্নু বলেন, পুলিশের নিজস্ব প্রতিবেদন সূত্রে ঢাকায় অন্তত ৮০টি বাহিনীর খোঁজ পাওয়া গেছে, যেগুলোর বেশির ভাগ ‘কিশোর গ্যাং’ নামে পরিচিত। নামে কিশোর গ্যাং হলেও এসব বাহিনীর বেশির ভাগ সদস্যের বয়স ১৮ বছরের বেশি। তারাই এসব অপরাধ করছে। তিনি বলেন, এসব বাহিনী এক দিনে গড়ে ওঠেনি। রাজনীতিবিদদের প্রশ্রয় ও পুলিশের নিষ্ক্রিয়তায় এসব বাহিনী এখন ভয়ংকর রূপ নিয়েছে। রাজধানীতে, বড় শহরে মানুষের নিরাপদ বসবাসের ক্ষেত্রে বড় হুমকি হয়ে উঠেছে এসব বাহিনী। ঢাকায় ২১ জন কাউন্সিলরের নাম এসেছে, যাদের আশ্রয়ে কিশোর গ্যাং গড়ে উঠেছে। তবে তাদের নামগুলো বলছি না, যেহেতু তাদের ডিফাইন করার সুযোগ নেই। তিনি আরও বলেন, এসব বাহিনীর কারণে ঢাকা শহরে সাধারণ মানুষের বসবাস করা কঠিন হয়ে পড়েছে। তারা চাঁদাবাজি ও লুটপাট করছে, মানুষকে কষ্ট দিচ্ছে। পুলিশ ও ক্ষমতাসীন দলের রাজনৈতিক ব্যক্তিদের এবং কমিশনারদের আশ্রয়-প্রশ্রয়ে তারা অপকর্মগুলো করছে। নতুনভাবে সরকার গঠন করা হয়েছে। ঢাকা শহরের মানুষকে শান্তিতে বসবাসের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে তাদের ধরপাকড়ের মাধ্যমে আইনের আশ্রয়ে আনতে স্বরাষ্ট্রমন্ত্রীসহ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫৩

জাতিসংঘের ১৯০ কর্মী হামাসের সঙ্গে জড়িত বলে দাবি ইসরায়েলের
জাতিসংঘের ১৯০ জন কর্মী হামাসের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছে ইসরায়েল। দেশটির দাবি, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে অভিযানের সময় অপহরণ এবং হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল সংস্থাটির বেশ কিছু কর্মী। ইসরায়েল তাদের ৬ পৃষ্ঠার গোয়েন্দা নথিতে এই দাবি করেছে। ইতোমধ্যে ইসরায়েলের এই অভিযোগের জেরে ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-এর অর্থায়ন স্থগিত করেছে বেশ কিছু দেশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ৬ পাতার গোয়েন্দা নথিটি রয়টার্স দেখেছে। এতে অভিযোগ করা হয়েছে, শিক্ষকসহ ইউএনআরডব্লিউএ-এর প্রায় ১৯০ জন কর্মী হামাস বা ইসলামিক জিহাদের সদস্য হিসাবে কাজ করছে। নথিতে তাদের ১১ জনের নাম ও ছবিও রয়েছে। এ প্রসঙ্গে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের এই গোয়েন্দা নথির অনুলিপি পায়নি। যদিও অভিযোগ সামনে আসার পর ইউএনআরডব্লিউএ তাদের কিছু কর্মীকে বরখাস্ত করেছে এবং অভিযোগগুলো তদন্ত করার কথা জানিয়েছে। ইসরায়েলের গোয়েন্দা নথিতে বলা হয়েছে, অভিযুক্ত ১১ জনের মধ্যে একজন হচ্ছেন স্কুল কাউন্সেলর। তিনি ইসরায়েলে হামাসের হামলার সময় এক নারীকে অপহরণের জন্য তার ছেলেকে সহায়তা করেছিলেন। ইসরায়েলের দাবি, হামাসের সেই হামলায় ১২০০ জন নিহত হয় এবং আরও ২৫৩ জনকে বন্দি করা হয়েছে। তাদের গোয়েন্দা নথিতে ইউএনআরডব্লিউএ-এর আরেক কর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়েছে, ইসরায়েলের এক সেনার মরদেহ গাজায় নিয়ে যাওয়ার কাজে তিনি জড়িত ছিলেন। এছাড়া হামাসের হামলাকারী এবং তাদের অস্ত্র বহনের জন্য পিক-আপ ট্রাক চলাচলের গতিবিধিও এই ব্যক্তি সমন্বয় করেছিলেন। গোয়েন্দা নথিতে তৃতীয় আরেকজন ইউএনআরডব্লিউএ-কর্মীকে ইসরায়েল সীমান্তের বিরি গ্রামে তাণ্ডব চালানোর জন্য অভিযুক্ত করা হয়েছে। সেই হামলায় ওই গ্রামের দশ ভাগের এক ভাগ বাসিন্দা হামাসের হাতে নিহত হয়েছিল। এছাড়া চতুর্থ একজনের বিরুদ্ধে রেইমের সেনা ঘাঁটিতে আক্রমণে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। ইসরায়েলের দাবি, গানের অনুষ্ঠানেও হামলায় জড়িত ছিলেন তিনি। সেখানে ৩৬০ জনেরও বেশি লোক মারা গিয়েছিল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনির পদত্যাগ করা উচিত। ‘ইউএনআরডব্লিউএর কর্মীরা গত ৭ অক্টোবরের গণহত্যায় অংশগ্রহণ করেছিল। লাজারিনির উচিত চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া এবং পদত্যাগ করা।’ এদিকে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ ইসরায়েলকে সংস্থাটির ওপর ‘পূর্বপরিকল্পিত রাজনৈতিক আক্রমণ’ করার জন্য অভিযুক্ত করেছেন। একইসঙ্গে জাতিসংঘের এই সংস্থাটির সাহায্য তহবিল পুনরায় চালু করারও আহ্বান জানিয়েছেন তিনি। রয়টার্স বলছে, ইসরায়েলের এই গোয়েন্দা নথিটি এমন একটি সূত্র তাদেরকে দিয়েছেন যার নাম বা জাতীয়তা চিহ্নিত করা যায়নি। তবে ওই সূত্র জানিয়েছে, ইসরায়েলের গোয়েন্দারা এই নথি তৈরি করেছে এবং পরে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে। এরপরই যুক্তরাষ্ট্র গত শুক্রবার ইউএনআরডব্লিউএ-তে অর্থায়ন স্থগিত করেছে। উল্লেখ্য, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা ইউএনআরডব্লিউএ গাজায় কাজ পরিচালনা করা জাতিসংঘের বৃহত্তম সংস্থা। সংস্থাটি গাজা, পশ্চিম তীর, জর্ডান, লেবানন এবং সিরিয়ার ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অন্যান্য মানবিক সহায়তা প্রদান করে। গাজার অভ্যন্তরে সংস্থাটির প্রায় ১৩ হাজার কর্মী রয়েছে।
৩০ জানুয়ারি ২০২৪, ১১:২৭

‘প্রতিটি নাশকতায় বিএনপির জড়িত থাকা প্রমাণিত’
নির্বাচন ঘিরে ২০টি ভোটকেন্দ্র পোড়ানো ও ট্রেনে আগুন দেওয়াসহ প্রতিটি নাশকতায় বিএনপির লোকজন জড়িত প্রমাণ হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন দলটির মিডিয়া সেলের সদস্য সচিব মোহাম্মদ এ আরাফাত। তিনি বলেন, প্রতিটি হামলার ক্ষেত্রে যখনই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যখনই কেউ ধরা পড়ছে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল কিংবা বিএনপির কোনও না কোনও পর্যায়ের নেতাকর্মী জড়িত। এদের অনেকে ধরা পড়ার পর অপরাধ স্বীকারও করেছেন। মোহাম্মদ এ আরাফাত বলেন, শুক্র ও শনিবার বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা সারাদেশে ২০টিরও বেশি ভোটকেন্দ্র পুড়িয়েছে। তারা রাজবাড়ীতে গ্রাম পুলিশের এক সদস্যকে হত্যা করেছে, রামুতে রাখাইন মন্দিরে আগুন দিয়েছে। এ ছাড়া ডেমরা ও কুমিল্লা দুটি বাসে আগুন এবং ভোলার একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর ও হামলা করেছে।  তিনি বলেন, নির্বাচন এলেই বিএনপি-জামায়াতের নির্বাচন বিমুখ চিত্র প্রকাশ হয়ে যায়। নির্বাচনের বিরোধিতা ও সন্ত্রাসের ইতিহাস তাদের ডিএনএ-তেই আছে। এজন্য গণতন্ত্রের ধারার বাইরে গিয়ে তারা আবারও ২০১৪-১৫ এর মতো পথ বেছে নিয়েছে।  তিনি আরও বলেন, শুক্রবার বিএনপির দেওয়া আগুনে বেনাপোল এক্সপ্রেসে মা ও শিশুসহ চারটি তাজা প্রাণ ঝড়ে গেছে। আরও কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন।  কিন্তু পরিতাপের বিষয় হলো, তারা নাশকতা করে মানুষ হত্যা করে। অথচ তাদেরই লোকজন এক্স (টুইটার), ফেসবুক, টেলিভিশন টকশো এবং অনলাইন বিভিন্ন মাধ্যমে অসত্য-অপপ্রচার করে সবগুলো দোষ। সরকারের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। মানুষের মনে সন্দেহ তৈরির চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য সম্পাদক রোকেয়া সুলতানা, উপদফতর সম্পাদক সায়েম খান, উপপ্রচার সম্পাদক আবদুল আউয়াল শামীম, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী ও গোলাম রব্বানী চিনু প্রমুখ।
০৭ জানুয়ারি ২০২৪, ০০:৩৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়