• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি
বিশ্বকাপজয়ী লিওনেল মেসির জোড়া গোলে মেজর লিগ সকারে (এমএলএস) দশম রাউন্ডের ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে ইন্টার মায়ামি।  রোববার (২১ এপ্রিল) ভোরে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে নাশভিলকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। এদিন প্রতিটি গোলেই রেকর্ড আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকার অবদান ছিল। এই ম্যাচে মেসি ছাড়া দলের পক্ষে অন্য গোলটি করেন সার্জিও বুসকেটস। এদিন ম্যাচের দুই মিনিটের মাথায় আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে মায়ামি। ডিফেন্ডার ফ্রাঞ্চো নেগ্রির আত্মঘাতী গোলে এগিয়ে যায় নাশভিল। তবে ব্যবধান বেশিক্ষণ স্থায়ী হতে দেননি মেসি।  ৯ মিনিটের ব্যবধানে দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন তারকা। বক্সে ঢুকে শট নেন মেসি, গোলরক্ষকের হাতে লেগে তা ফিরে এলে বিরতি শটে অনায়াসেই লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন সুপারস্টার। এরপর প্রথমার্ধেই লিড নেয় মায়ামি। ম্যাচের ৩৯তম মিনিটে মেসির কর্নার কিক থেকে মাথার আলতো ছোঁয়ায় বল জালে জড়ান বুসকেটস। বিরতি থেকে ফিরে ম্যাচের ৮১তম মিনিটে সফল স্পট কিকে গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন মেসি। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। এই জয়ে ইস্টার্ন কনফারেন্স লিগের টেবিলে ফের শীর্ষস্থানে উঠল মায়ামি। ১০ ম্যাচে ৫ জয় আর ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট তাদের। অন্যদিকে এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিউইয়র্ক আরবির। বিপরীতে মাত্র ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ন্যাশভিলে।
২১ এপ্রিল ২০২৪, ১০:৪৮

এবার জোড়া দুঃসংবাদ পেলেন রোনালদো
সম্প্রতি নিজের পারফরম্যান্সে ব্যাপক আলোচনায় ক্রিশ্চিয়ানো রোনালদো। কয়েকদিন আগেই জোড়া হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ মহাতারকা। সৌদি লিগে রীতিমত উড়ছেন সি’আর সেভেন। তবে এমন পর্যায়ে এসেও জোড়া সুসংবাদ পেলেন রোনালদো। সোমবার (৮ এপ্রিল) আল-হিলালের বিপক্ষে লাল কার্ড দেখেন রোনালদো। একই সঙ্গে তার দলও সৌদি সুপার কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। এবার অসংযত আচরণের জন্য জরিমানার কবলেও পড়েছেন তিনি। এদিন একের পর এক সুযোগ মিস ও অফসাইডে গোল বাতিল হওয়ায় বেশ চাপে ছিলেন রোনালদো। তার চোখে মুখে হতাশ আর বিরক্তিও দেখা গেছে। সেই চাপেই কিনা শেষমেশ মেজাজ হারালেন সি’আর সেভেন। ম্যাচের ৮৬তম মিনিটে সময় ক্ষেপণ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের খেলোয়াড়কে কনুই দিয়ে ধাক্কা দিয়ে বসেন রোনালদো। ম্যাচে এর আগেই হলুদ কার্ড দেখা রোনালদোকে ফের কার্ড দেখান রেফারি। এতে বেশ ক্ষুব্ধ হলেও এই পর্তুগীজ মহাতারকাকে লাল কার্ড নিয়ে বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয়। এমন আচরণে পর্তুগিজ তারকার ওপর ম্যাচ প্রতিবেদনে গুরুতর অভিযোগ এনেছেন রেফারি মোহাম্মেদ আল-হুওয়াশি। ফলে দুই ম্যাচে নিষিদ্ধও হচ্ছেন রোনালদো। সেইসঙ্গে আর্থিক জরিমানাও থাকছে। সবমিলিয়ে এক রাতেই রোনালদোকে কয়েকদফা দুঃসংবাদ শুনতে হলো। খবর আল রিয়াদিয়া। শাস্তি হিসেবে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে সৌদি ফুটবল ফেডারেশন শৃঙ্খলা কমিটি। একইসঙ্গে ২০ হাজার রিয়াল জরিমানাও করা হয়েছে। এর আগে, গত ফেব্রুয়ারিতে দর্শকদের দিকে বাজে অঙ্গভঙ্গির কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি।
১০ এপ্রিল ২০২৪, ১৬:৩১

খরুচে বোলিংয়ের পরও জোড়া রেকর্ড মোস্তাফিজের
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ সময় কাটাচ্ছেন মোস্তাফিজুর রহমান। দলটির হয়ে টানা তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিলেন টাইগার এই পেসার। তবে আগের দুই ম্যাচের মতো আলো ছড়াতে পারেননি দ্য ফিজ। উল্টো বেশ খরুচে বোলিং করেছেন। রোববার (৩১ মার্চ) বিশাখাপত্তমে আসরের ১৩তম ম্যাচে দিল্লি ক্যাপিটালের মুখোমুখি হয় চেন্নাই। আগেই ধারণা করা হচ্ছিল, এই উইকেটে বেশ রান হবে। ম্যাচজুড়েও সেটির প্রমাণও দিয়েছিলেন দিল্লির ব্যাটাররা। স্বাগতিক ব্যাটারদের ঝড়ে বাদ পড়েননি বাংলাদেশি পেসারও। তবে এদিন এক উইকেট শিকার করে জোড়া রেকর্ড গড়েছেন দ্য ফিজ। এদিন স্বীকৃতি টি-টোয়েন্টিতে তিনশ উইকেট পাওয়ার কীর্তি গড়েছেন ফিজ। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই মাইলফলকে নাম লিখিয়েছেন তিনি।  এর আগে, প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে প্রথম তিনশ উইকেটের মাইলফলক পেরিয়েছেন সাকিব আল হাসান। এক্ষেত্রে দ্রুততম বোলার হিসেবে এই রেকর্ড গড়েছেন ফিজ। সাকিবের চেয়ে ১৮ ম্যাচ কম খেলে এই রেকর্ড গড়েছেন মোস্তাফিজ। ৩০০ উইকেটে পৌঁছাতে সাকিবের লেগেছিল ২৬১ টি-টোয়েন্টি ম্যাচ। এদিকে সবচেয়ে কম বয়সী টাইগার বোলার হিসেবে ৩০০ উইকেট পেয়েছেন ফিজ। ২৮ বছরে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। অন্যদিকে ৩১ বছর বয়সে তিনশতম টি-টোয়েন্টি উইকেট পেয়েছেন সাকিব। সবমিলিয়ে ৪২৮ ম্যাচে সাকিবের শিকার ৪৮২ উইকেট। উল্লেখ্য, রোববার (৩১ মার্চ) আগে ব্যাট করতে নেমে চেন্নাইকে ১৯১ রানের লক্ষ্য দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান তুলে চেন্নাই। এতে ২০ রানে জয় পায় দিল্লি। ফলে টানা দুই জয়ের পর হারের তিক্ত স্বাদ পেলো চেন্নাই।
০১ এপ্রিল ২০২৪, ১২:৪৪

রদ্রিগোর জোড়া গোলে দুর্দান্ত জয় রিয়ালের
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ম্যাচের আগে শেষবারের মতো লা লিগায় মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। রদ্রিগোর জোড়া গোলে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। রোববার (৩১ মার্চ) দিবাগত রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাথলেতিকো বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোস। ম্যাচজুড়ে বল দখল-লড়াইয়ে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের অষ্টম মিনিটে প্রথম আক্রমণে রদ্রিগোর দুর্দান্ত গোলে এগিয়ে যায় রিয়াল। ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন দীর্ঘদিন গোল খরায় থাকা ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। প্রথমার্ধে তার একমাত্র গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কার্লো আনচেলত্তি দল।  বিরতি থেকে ফিরেও দাপট ধরে রাখে মাদ্রিদ। ম্যাচের ৭৩তম মিনিটে আরেকটি দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। ডি-বক্সের ভেতরে ঢুকে প্রতিপক্ষের ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান। আর এই গোলে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।  এই জয়ে ৩০ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আনচেলত্তির দল। সমান ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে বার্সেলোনা। তালিকার তিনে থাকা জিরোনা ৩০ ম্যাচে অর্জন করেছে ৬৫ পয়েন্ট।
০১ এপ্রিল ২০২৪, ১১:৫০

‘মায়া’ দিয়ে পর্দায় হাজির হচ্ছেন দুই জোড়া যমজ
দেশের শোবিজ অঙ্গনে বর্তমান সময়ের পরিচিত মুখ অভিনেতা বৃন্দাবন দাস ও শাহনাজ খুশী দম্পতির পুত্র দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি। অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দার দুই কন্যা টাপুর ও টুপুর। সম্প্রতি এই চারজনকে এক ফ্রেমে নিয়ে ওয়েব ফিল্ম ‘মায়া’ নির্মাণ করছেন নির্মাতা অনিমেষ আইচ। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আলোচিত অতিপ্রাকৃত গল্প ‘মায়া’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। এতে দুই জোড়া যমজের রসায়ন দেখবেন দর্শক।  বিষয়টি নিশ্চিত করে অনিমেষ আইচ বলেন, ‘মায়া’র শুটিং গত বছর মানিকগঞ্জের বানিয়াজুড়িতে করেছি। পহেলা বৈশাখে এটি মুক্তি দেব। গল্পটি অনেকেরই পড়া। চেনা গল্পেরই রসায়ন করেছেন তিনি। ৭৫ মিনিটের এই চলচ্চিত্র দেখা যাবে দীপ্ত প্লেতে।  ছোটগল্প থেকে এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনিমেষ আইচ নিজেই। অভিনয় করেছেন বৃন্দাবন দাস, মিতুল রহমান, তানভীর হোসেন প্রবাল, সাহানা সুমীসহ অনেকে।
৩১ মার্চ ২০২৪, ২০:০৪

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত জোড়া কচ্ছপ
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে এবার ভেসে এসেছে দুটি মৃত কচ্ছপ। যার একটির ওজন প্রায় ৪০ কেজি অন্যটির ওজন ৩৫ কেজি।  বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ১১টার দিকে কুয়াকাটা সৈকতের পশ্চিম দিকে স্থানীয়রা কচ্ছপ দুটিকে দেখতে পেয়ে ডলফিন রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চুকে জানান। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি, বনবিভাগ ও ইকোফিশের সমন্বয়ে কচ্ছপ দুটি বালুচাপা দেওয়া হয়েছে। ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, মূলত কদিন আগে সমুদ্রে জেলিফিশের আদিক্য বেড়ে যাওয়া কারণে কচ্ছপ তীরে আসতে পারে। কারণ এ ধরনের কচ্ছপগুলো জেলিফিশ খেতে পছন্দ করে। আজকে যে কাছিম দুটি আসছে তার বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিম ওলিভাসিয়া (Lepidochelys olivacea) এরা সাধারণত ৫০ বছরের অধিক সময় বেঁচে থাকে। আমাদের কর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, কচ্ছপগুলোর পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের চোটে কচ্ছপ দুটোর মৃত্যু হয়েছে। কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু জানান, একটি কচ্ছপের লেজে আঘাতের চিহ্ন রয়েছে এবং রক্তক্ষরণ হচ্ছে, মনে হচ্ছে কোনকিছুর সাথে আটকে মারা গেছে। এর আগে ২৩ সালের মাঝামাঝি সময়ে বেশকিছু কচ্ছপের দেখা মিলছিল এই সৈকতে তবে ২৪ সালে এই প্রথম। সামুদ্রিক প্রাণীর এই মৃত্যুগুলো আমাদের সমুদ্র পরিবেশের জন্য বেশ হুমকি। বনবিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ডলফিন রক্ষা কমিটির সদস্যদের কাছে তথ্য পেয়ে আমি ঘটনাস্থলে আমার ফোর্সসহ দ্রুত চলে আসি। একটি কচ্ছপ একটু দূর্ঘন্ধ ছড়াচ্ছে তাই তাদের সহযোগীতায় মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেছি।       
২৯ মার্চ ২০২৪, ১৬:৫৪

ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে নতুন ৩ জোড়া ট্রেন
রাজধানী থেকে পর্যটন শহর কক্সবাজার পর্যন্ত আরও তিন জোড়া আন্তনগর ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনগুলো চালুর তারিখ ঠিক করা না হলেও আগামী জুনের মধ্যেই এ রুটে ট্রেন সংখ্যা বাড়বে বলে জানানো হয়েছে। এছাড়া চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত চলবে এক জোড়া কমিউটার ট্রেন। এ সময়ের মধ্যে আরও কয়েকটি নতুন ট্রেন চালু করতে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। এর মধ্যে রাজধানী ঢাকা থেকে লালমনিরহাটের বুড়িমারীর পথে নতুন আন্তনগর ট্রেন চালু হবে ১২ মার্চ। এ ছাড়া শিগগিরই নরসিংদী বা টঙ্গী থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙার মধ্যে একটি কমিউটার ট্রেন চালুর পরিকল্পনাও আছে রেলের। বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে দুই জোড়া আন্তনগর ট্রেন চলাচল করছে। কিন্তু, চাহিদা অনেক বেশি থাকায় এসব ট্রেনের টিকিট পাওয়া নিয়ে বেশ বেগ পেতে হয় ভ্রমণকারীদের।  শনিবার (৯ মার্চ) রেল ভবনে ‘বাংলাদেশ রেলওয়ের পরিচালন ও উন্নয়ন’ শীর্ষক এক কর্মশালায় নতুন আরও একগুচ্ছ ট্রেন চালুর বিষয়টি জানান সংস্থাটির মহাপরিচালক কামরুল আহসান। বাংলাদেশ রেলওয়ের সঙ্গে যৌথভাবে এ কর্মশালা আয়োজন করে ঢাকায় কর্মরত সড়ক, রেল ও যোগাযোগ অবকাঠামো বিষয় নিয়ে কাজ করা গণমাধ্যমকর্মীদের সংগঠন রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোড (আরআরআর)। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, ‘আমরা রেলে যাত্রীসেবার মান বাড়ানোর চেষ্টা করছি। এবারের ঈদযাত্রা এবং টিকিট বিক্রির কার্যক্রম আরও ভালো হবে। কোনো ধরনের টিকিট কালোবাজারি হবে না। একই সঙ্গে রেলকে নিরাপদ বাহন করার জন্য যা যা করার, আমরা করছি।’ বিশেষ অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর বলেন, ‘বাংলাদেশ রেলওয়েতে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, এটা সত্য। তবে সামগ্রিকভাবে বাংলাদেশ রেলওয়ের সবকিছুই খারাপ, এমনটা বলা কিন্তু ঠিক হবে না। রেলে অনিয়ম আছে, ভুল আছে, চ্যালেঞ্জ আছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তারা বসে নেই।’  
০৯ মার্চ ২০২৪, ২৩:৪৬

হ্যারি কেইনের জোড়া গোলে কোয়ার্টারে বায়ার্ন
চলতি মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগে সুতোয় ঝুলে ছিল বায়ার্ন মিউনিখের ভাগ্য। তবে সব শঙ্কা উড়িয়ে দারুণ প্রত্যাবর্তনে শেষ আটে জায়গা করে নিয়েছে বাভারিয়ানরা।  মঙ্গলবার (৫ মার্চ) রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে লাৎসিওকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন। জার্মান জায়ান্টদের স্বপ্ন বাঁচিয়েছেন হ্যারি কেইন। দলের স্বপ্ন জিইয়ে রাখার দিনে জোড়া গোল করেছেন ইংলিশ ফরোয়ার্ড। টমাস মুলারের পা থেকে এসেছে অন্য গোলটি। এর আগে, লাৎসিও’র বিপক্ষে প্রথম লেগে ১-০ ব্যবধানে হেরে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের স্বপ্ন থমকে গিয়েছিল বায়ার্নের। তবে ফিরতি লেগে ঘুরে দাঁড়িয়ে দুই লেগ মিলিয়ে ৩-১ গোল ব্যবধান এগিয়ে শেষ আটে উঠেছে বাভারিয়ানরা। এতে বিদায় নিলো লাৎসিও। ম্যাচজুড়ে রক্ষণাত্মক কৌশলের আশ্রয় নেয় ইতালিয়ান ক্লাব লাৎসিও। যে কারণে ঘরের মাঠে কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে প্রথমার্ধের প্রায় শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয় টমাস টুখেলের শিষ্যদের। অ্যালিয়েঞ্জ এরিনায় ম্যাচের ৩৮তম মিনিটে স্বস্তির নিশ্বাস ফেলে স্বাগতিকরা। গোল করে দলকে লিড এনে দেন কেইন। এর মধ্য দিয়ে ইংল্যান্ডের প্রথম ফুটবলার হিসেবে ইউরোপিয়ান ক্লাব টুর্নামেন্টে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন কেইন।  এই গোলের রেশ না কাটতেই প্রথমার্ধের ইনজুরি টাইমে লিড দ্বিগুণ করেন মুলার। দুর্দান্ত এক হেডে লাৎসিওর জালে বল জড়ান জার্মান এই স্ট্রাইকার। বিরতি থেকে ফিরে নিজের জোড়া পূরণ করেন কেইন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্নের জার্সিতে এটি কেইনের ৩৩তম গোল। আর টুর্নামেন্টের ৬ নম্বর গোল। কেইনের সমান সর্বোচ্চ ছয়টি গোলের মালিক এমবাপ্পেও।
০৬ মার্চ ২০২৪, ১১:২২

ভিনিসিয়ুসের জোড়া গোলে রিয়ালের ড্র, আলোচনায় রেফারির শেষ বাঁশি
লা লিগার চলতি মৌসুমে প্রথম দেখায় গত নভেম্বরে সান্তিয়াগো বের্নাবেউয়ে ভালেন্সিয়াকে ৫-১ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় দেখায় ২-২ গোলের ব্যবধানে ড্র করেছে স্প্যানিশ জায়ান্টরা। সব কিছু ছাড়িয়ে আলোচনায় ম্যাচের শেষ সময়ে রেফারির বাঁশি। শনিবার (২ মার্চ) দিবাগত রাতে ম্যাচে তিন মিনিটের মধ্যে হজম করল দুই গোল। পরে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ায় রিয়াদ মাদ্রিদ। জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে ম্যাচের সমাপ্তি ঘটে চরম নাটকীয়তায়। ব্রাহিম দিয়াসের ক্রসে হেডে বল জালে পাঠান জুড বেলিংহ্যাম।  কিন্তু তার আগেই ম্যাচ শেষের বাঁশি বাজান রেফারি। এতে ছড়িয়ে পড়ে তুমুল উত্তেজনা। রেফারিকে ঘিরে ধরে প্রতিবাদ জানাতে থাকেন রিয়ালের খেলোয়াড়রা। ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে লাল কার্ড দেখেন বেলিংহ্যাম। অ্যাঙ্কেলের চোট কাটিয়ে তিন সপ্তাহ পর এই ম্যাচ দিয়ে মাঠে ফেরেন এই ইংলিশ মিডফিল্ডার। গত মৌসুমে এই মেস্তায়া স্টেডিয়ামে ভিনিসিয়ুস বর্ণবাদের শিকার হওয়ার পর তোলপাড় উঠেছিল বিশ্বজুড়ে। ওই ম্যাচের শেষ দিকে লাল কার্ডও দেখেছিলেন তিনি, রিয়াল মাদ্রিদ হেরেছিল ১-০ গোলে। তারপর প্রথমবার সেখানে খেলল স্পেনের সফলতম দলটি। এই ম্যাচে শুরু থেকে বল দখলে আধিপত্য করলেও সুযোগ তৈরি করতে ভুগছিল তারা। খেলার ধারার বিপরীতে ২৭ থেকে ৩০তম মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়ে যায় ভালেন্সিয়া। প্রথমটিতে ডান দিকে বক্সের বাইরে প্রতিপক্ষ খেলোয়াড়ের থেকে বল কেড়ে নেওয়ার পর তা হারিয়ে ফেলেন ডিফেন্ডার ফেরলঁদ মঁদি। সতীর্থের ক্রসে চমৎকার হেডে গোল করেন দুরো। পরেরটিতে মারাত্মক ভুল করে বসেন দানি কারভাহাল। এই স্প্যানিশ ডিফেন্ডার ব্যাক-পাস দেন গোলরক্ষকের উদ্দেশে, ছুটে গিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে এগিয়ে আসা আন্দ্রি লুনিনকে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান ইয়ারেমচুক। প্রথমার্ধে রিয়ালের অস্বস্তিময় পথচলায় কিছুটা স্বস্তি হয়ে আসে যোগ করা সময়ে ভিনিসিয়ুসের গোল। ডান দিক থেকে কারভাহালের বাড়ানো বলে গোলরক্ষক হাত ছোঁয়ালেও ক্লিয়ার করতে পারেননি। রদ্রিগোর পা ছুঁয়ে বল যায় ভিনিসিউসের কাছে। কাছ থেকে ব্যবধান কমান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৭৬তম মিনিটে ব্রাহিমের ক্রসেই কাছ থেকে হেডে সমতায় ফেরান ভিনিসিয়ুস। ভালেন্সিয়ার খেলোয়াড়রা রেফারিকে ঘিরে ধরে অফসাইডের দাবি জানালেও ভিএআরে বহাল থাকে গোলের সিদ্ধান্ত। এরপর রেফারির শেষ বাঁশি ও বেলিংহ্যামের বল জালে পাঠানোর ওই ঘটনা। যা জন্ম দিয়েছে তুমুল আলোচনার। ২৭ ম্যাচে ২০ জয় ও ৬ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে জিরোনা দুইয়ে, ৫৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনা তিনে আছে। ২৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে ভালেন্সিয়া।
০৩ মার্চ ২০২৪, ১৫:১০

অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ / সুরভীর জোড়া গোলে সাফে বাংলাদেশের শুভসূচনা
সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুতে চেসাল স্টেডিয়ামে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা।  শনিবার (২ মার্চ) ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশের মেয়েরা। সংঘবদ্ধ এক আক্রমণে বাংলাদেশ লিড নেয়। ২৪ মিনিটে সাথী মুন্ডার দারুণ এক মুভে থ্রু বল ঠেলে দেন বক্সের ভেতরে। গোল বাঁচাতে নেপালের গোলরক্ষক পোস্ট থেকে বেরিয়ে এসেও বলের নাগাল পাননি। বাংলাদেশের ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি দ্রুতগতিতে বক্সে প্রবেশ করে প্লেসিংয়ে গোল করেন। ৫ মিনিট পর সেই প্রীতিই ব্যবধান দ্বিগুণ করেন। বক্সের বাম দিকে বল নিয়ে আক্রমণে ছিলেন বাংলাদেশের আলফি। নেপালের গোলরক্ষক তাকে বাঁধা দিতে গিয়ে ফেলে দেন। ফলে পেনাল্টির বাঁশি দেন রেফারি। স্পট কিক থেকে বাংলাদেশকে গোল এনে দেন প্রীতি। তে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর স্বাগতিক নেপাল ম্যাচে ফেরার চেষ্টা চালায়। যদিও বাংলাদেশের রক্ষণ দুর্গে কাঁপন ধরানোর মতো তেমন আক্রমণ করতে পারেনি নেপাল। ৬২ মিনিটে আরিফার ক্রসে সুরভী প্রীতির প্লেসিং করা বল জালের পাশে লেগে হ্যাটট্রিক বঞ্চিত হন। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। প্রথম দিনে গতকাল ভুটানকে ৭-০ গোলে উড়িয়ে দেয় ভারত। আর এই জয়ে ভারত বুঝিয়ে দিয়েছে, চ্যাম্পিয়ন হতেই তারা নেপাল গিয়েছে ।৫ মার্চ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ভারতের সঙ্গে।
০২ মার্চ ২০২৪, ১৮:০৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়