• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
জুরাইন থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার, মিলল চাঞ্চল্যকর তথ্য
রাজধানীর গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনার পর জুরাইন রেলগেট-সংলগ্ন একটি বাড়ি থেকে ককটেল ও পেট্রোল বোমাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (৬ জানুয়ারি) রাজধানীর টিকাটুলির র‌্যাব-৩ এর সদরদপ্তরে এক বিফ্রিংয়ে এই তথ্য জানানো হয়েছে। এর আগে শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১টার দিকে জুরাইন রেলগেট-সংলগ্ন রেললাইনের পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ককটেল ও পেট্রোল বোমা তৈরিতে ব্যবহৃত ৬টি টেপসহ ৩০টি ককটেল ও ২৮টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন-কিশোরগঞ্জ জেলার নিকলী থানার দাসপাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. আবুল কাশেম (৩৫), একই জেলার নিকলী থানার শহরমোড় এলাকার মো. আব্দুল কাদেরের ছেলে মো. ফজলে রাব্বী (২৭) এবং নিকলী থানার কারপাশা এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. আলমগীর হোসেন (৩০)। র‌্যাব-৩ জানায়, গত ২৮ অক্টোবর বিরোধী দলের মহাসমাবেশের পর হরতাল ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতাকারীরা রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মানুষের মনে ভীতি সঞ্চারের চেষ্টা করে আসছে। আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমাল রক্ষায় র‍্যাব নাশকতাকারীদের গ্রেপ্তারে বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে। সৃষ্ট নাশকতা দমনে গাড়ি ও ট্রেনে অগ্নিসংযোগকারী এবং ককটেল প্রস্তুতকারীদের গ্রেপ্তারে র‍্যাব-৩ ইতোপূর্বেও উল্লেখযোগ্য অভিযান পরিচালনা করেছে। সর্বশেষ শুক্রবার রাতে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর জুরাইন রেলগেট-সংলগ্ন রেললাইনের পাশের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ককটেল ও পেট্রোল বোমা প্রস্তুতকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব জানায়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন আলীগঞ্জ এলাকার আয়নাল নামের এক ব্যক্তি গ্রেপ্তারদের এই ককটেল ও পেট্রোল বোমা প্রস্তুত করার জন্য নির্দেশ প্রদান করে। এসব ককটেল ও পেট্রোল বোমা দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য একটি দুষ্কৃতিকারী মহলের রাজধানীতে বড় ধরনের নাশকতা করার পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা সফল করতে আয়নালের নির্দেশ অনুযায়ী গ্রেপ্তাররা রাজধানীর জুরাইন রেলগেইটের পাশের একটি বাড়ি ভাড়া করে সেখানে ককটেল ও পেট্রোল বোমা প্রস্তুত করছিল। র‌্যাব আরও জানায়, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতা করার জন্য এই ককটেল ও পেট্রোল বোমা প্রস্তুত করা হয়েছে। নির্বাচনের পূর্বে এসব ককটেল ও পেট্রোল বোমা রাজধানীর বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক, জানমালের ক্ষতিসাধন ও নির্বাচনকে বানচাল করার চেষ্টা চালানোর পরিকল্পনা ছিল।  এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ছাড়াও আয়নালসহ এ ঘটনায় যেসব নাশকতাকারীর সম্পৃক্ততা রয়েছে তাদের গ্রেপ্তারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব। উল্লেখ্য, শুক্রবার (৫ জানুয়ারি) রাজধানীর গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে দগ্ধ কয়েকজন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। ট্রেনে নাশকতার ওই ঘটনার পর রাতেই গোপীবাগের কাছাকাছি একটি বস্তিতে বিপুল পরিমাণ বিস্ফোরকের সন্ধান পায় র‌্যাব। রাতেই বিষয়টি নিশ্চিত করেছিলেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
০৬ জানুয়ারি ২০২৪, ১৩:০৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়