• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
জুটি বাঁধলেন হৃদয় খান-ন্যান্সিকন্যা রোদেলা
হৃদয় খানের সঙ্গে বহুবার জুটি বেঁধেছেন সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। মায়ের পর এবার এই গায়কের সঙ্গে জুটি বাঁধলেন ন্যান্সিকন্যা রোদেলা। ইতোমধ্যে সঙ্গীতাঙ্গনে নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি।  এবার ‘হোক বদনাম’ শিরোনামের একটি গানে হৃদয়ের সঙ্গে দেখা যাবে রোদেলাকে। এসএ হক অলীকের কথায় গানটির সুর ও সংগীতায়োজনও করেছেন গায়ক নিজেই। ইউটিউবে মুক্তি পেয়েছে গানটি।  গানটি নিয়ে হৃদয় বলেন, রোদেলা খুব ট্যালেন্টেড একজন গায়িকা। আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে সে ভালোই করতে থাকবে। ‘হোক বদনাম’ গানটি সে অসাধারণ গেয়েছেন। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে গানটি।  রোদেলা বলেন, হৃদয় আঙ্কেলের সঙ্গে প্রথম জুটি বেঁধে গান করলাম। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। কারণ আমার মা তার সঙ্গে জুটি বেঁধে অনেক গানই গেয়েছে। আমার পছন্দের তালিকাতেও রয়েছে তাদের গান। এবার আমি নিজেই গান করলাম তার সঙ্গে। আশা করছি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।   এদিকে হৃদয়-রোদেলার গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ন্যান্সিও। কারণ মেয়ের আগে হৃদয়ের সঙ্গে একাধিক গানে কণ্ঠ দিয়েছেন তিনি নিজেও। এবার এই গায়কের সঙ্গে কণ্ঠ মেলালেন ন্যান্সিকন্যা।     
১০ এপ্রিল ২০২৪, ১৫:৪২

শুরুর জুটি নিয়েই প্রথম সেশন পার বাংলাদেশের
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জয়ের জন্য শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ৫১১ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে বিনা উইকেটে ৩১ রান তুলে চতুর্থ দিনের মধ্যাহ্ন-বিরতিতে গেছে বাংলাদেশ। জিততে হলে ১০ উইকেট হাতে নিয়ে আরও ৪৮০ রান করতে হবে টাইগারদের। মঙ্গলবার (২ এপ্রিল) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫১১ রানের জবাব দিতে নেমে লঙ্কান বোলারদের শক্ত হাতে সামাল দিয়েছেন বাংলাদেশের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। জয় ১৯ ও জাকির ১১ রানে অপরাজিত থেকে প্রথম সেশন শেষ করেছেন। এর আগে,  ৬ উইকেটে ১০২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে সফরকারীরা। তৃতীয় দিন শেষে ৩৯ রান করা অ্যাঞ্জেলো ম্যাথিউস এদিন হাফ-সেঞ্চুরি তুলে নেন। তবে ব্যক্তিগত ৫৬ রানের মাথায় সাকিবের বলে বোল্ড হয়ে লঙ্কান এই অলরাউন্ডারকে ফিরতে হয়েছে। এরপর মাত্র ৪ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রানে ইনিংস ঘোষণা করেন লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। ততক্ষণে টাইগারদের সামনে ৫১১ রানের লক্ষ্য দাঁড়ায়। উল্লেখ্য, ম্যাচের প্রথম ইনিংসে ৫৩১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৭৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসের ৩৫৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে লঙ্কানরা। এদিকে এই টেস্ট জিততে টাইগারদের ইতিহাসই গড়তে হবে। টেস্ট ইতিহাসে রান তাড়ার রেকর্ড ৪১৮ রানের। বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের হিসেবে যা অসম্ভব। কারণ, চলতি সিরিজে কোনো ইনিংসেই ২০০ রান করতে পারেনি শান্তর দল।
০২ এপ্রিল ২০২৪, ১২:৫৮

জুটি ভাঙলেন সাকিব
সংক্ষিপ্ত স্কোর শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৮৩ ওভারে ২৯৪/৪   জুটি ভাঙলেন সাকিব ১৫: ৫৪, মার্চ পারলেন না কুশল মেন্ডিস। টেস্ট ক্যারিয়ারের দশম তিন অঙ্কের ম্যাজিক ফিগারের খুব কাছাকাছি গিয়েও বঞ্চিত হলেন তিনি। সাকিব আল হাসানের বলে প্যাভিলিয়নে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৫০ বলে ৯৩ রান।   আরেকটি ব্যর্থ রিভিউ ১৫: ৩৭, মার্চ ৩০ চা বিরতি শেষেও চিরচেনা ছন্দে রানের চাকা সচল রেখেছেন কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। উইকেটের আশায় এবারও অদ্ভুতভাবে আরেকটি রিভিউ হারিয়েছে বাংলাদেশ। ফলে আর মাত্র একটি রিভিউ বাকি রইল শান্ত বাহিনীর। মিরাজের বলটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন মেন্ডিস। বল প্যাডে লাগলে বাংলাদেশের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। দীর্ঘ আলোচনা পর একদম শেষ মুহূর্তে রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। রিপ্লেতে দেখা যায়, লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে চলে যেত বল। ফলে রিভিউ হারায় বাংলাদেশ। ৬৬ ওভারে শ্রীলঙ্কা ২৪৬/২   দুই ওপেনারকে ফিরিয়ে চা বিরতিতে বাংলাদেশ ১৪: ৫৫, মার্চ ৩০ মধ্যাহ্নবিরতি থেকে ফিরেই মাদুশকাকে ফেরায় বাংলাদেশ। আর দ্বিতীয় সেশনের শেষ দিকে এসে দিমুথ করুনারত্নেকে প্যাভিলিয়নের পথ দেখায় টাইগাররা। এতে কিছুটা স্বস্তি নিয়েই চা-বিরতিতে গেছে বাংলাদেশ। চা বিরতি পর্যন্ত ৫৮ ওভারে লঙ্কানদের সংগ্রহ ২ উইকেটে ২১৪ রান। মেন্ডিস ৬৫ ও ম্যাথিউস ১ রানে অপরাজিত আছেন।     টেস্টে হাসানের অভিষেক উইকেট ১৪: ৩২, মার্চ ৩০ ইনিংসের প্রথম সেশনেই জোড়া উইকেট পেতে পারতেন অভিষিক্ত হাসান। তবে বাজে ফিল্ডিংয়ের কারণে তা হয়নি।  জোড়া উইকেট ফসকে যাওয়ার সেশনে করুনারত্নের উইকেট নেওয়ার সুযোগ তৈরি করেছিলেন হাসান। তবে সাকিব ক্যাচ নিতে না পারায় অপেক্ষা বাড়ে হাসানের। এবার শেষ পর্যন্ত দ্বিতীয় সেশনে ৫৬তম ওভারে এসে ক্রিকেটের রাজকীয় ফরম্যাটে উইকেটের খাতা খুললেন এই পেসার।  টেস্ট ক্রিকেটের দুনিয়ায় এটাই প্রথম উইকেট হাসানের। ফলে ব্যক্তিগত ৮৬ রানে প্যাভিলিয়নে ফিরলেন করুনারত্নে। ৬২ রানে অপরাজিত মেন্ডিসের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন ম্যাথুস। শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ৫৫.১ ওভারে ২১০/২   মেন্ডিসের ফিফটি ১৪: ২৫, মার্চ ৩০ মাদুশকা ও করুনারত্নের পর কুশল মেন্ডিসও ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছেন। ৬ চার ও এক ছক্কায় ফিফটি পূর্ণ করেছেন এ ব্যাটার। টপ-অর্ডার এই ব্যাটারের পঞ্চাশের একটু পরই দলীয় ২০০ পেরিয়েছে লঙ্কানরা। প্রথম ইনিংসে ৫৪ ওভারে শ্রীলঙ্কা ২০৫/১   আজগুবি রিভিউ ১৩: ৫৮, মার্চ ৩০ উইকেটের জন্য রীতিমত মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশ। সেই কারণে হয়তো আজগুবি এক রিভিউই নিয়েছেন টাইগার দলপতি শান্ত। তবে তাতে রিভিউ হারানো ছাড়া কিছু আর মেলেনি।  তাইজুলের গুড লেংথ ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন মেন্ডিস। খালি চোখেই বুঝা যাচ্ছিল, মাঝ ব্যাট লেগেছে বল। কিন্তু হুট করেই রিভিউ করেন শান্ত।  রিপ্লেতে দেখা যায়, মেন্ডিসের মাঝ ব্যাটে লেগেছে বল। এরপর ট্র্যাকিং দেখেননি টিভি আম্পায়ার। ৪৪ ওভারে শ্রীলঙ্কা ১৫৫/১।   করুনারত্নের ফিফটি ১৩: ৪২, মার্চ ৩০ দ্বিতীয় সেশনে ইনিংসের ৪১তম ওভারে এসে ফিফটি তুলে নিয়েছেন করুনারত্নে। টেস্ট ক্যারিয়ারে এটি তার ৩৭তম ফিফটি। ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির পথে মেন্ডিসের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েছেন তিনি। শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ৪৩ ওভারে ১৫১/১   হাসানের দুর্দান্ত থ্রোয়ে অবশেষে উইকেট  ১২: ৪৮, মার্চ ৩০ হতাশার এক সেশন কাটিয়ে মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। এরপর ফিরেই দুর্দান্তভাবে কামব্যাক করেছে স্বাগতিকেরা। এতে অবশেষে বহুল প্রত্যাশিত উইকেটের দেখাও পেয়েছে শান্ত বাহিনী! মিরাজের বল কাভারে খেলেছিলেন করুনারত্নে। দুই রান নিতে দ্রুত প্রান্ত বদল করতে চেয়েছিলেন মাদুশকা। তাকে ফেরত পাঠান করুনারত্নে। তবে হাসানের দুর্দান্ত থ্রোয়ে উইকেট ভেঙে দেন উইকেটকিপার লিটন দাস। রান-আউট করে ৫৭ রানে থামালেন মাদুশকাকে। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন কুশল মেন্ডিস। ২৯ ওভার শেষে ১০০/১   সুযোগ হাতছাড়া করে বাংলাদেশের হতাশার সেশন ১২: ০৪, মার্চ ৩০ এমন উইকেটে বোলারদের খুব বেশি পাওয়ার কিছু নেই। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে টসে হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ।  বাংলাদেশকে চেপে ধরার লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে সেই ভিতটা গড়ে নিয়েছে লঙ্কানরা। দুই ওপেনারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২৭ ওভারে ৮৮ রান তুলে প্রথম সেশন শেষ করেছে সফরকারীরা। ৫৫ রানে একপ্রান্তে মাদুস্কা, অন্যপ্রান্তে ৩৩ রানে করুনারত্নে ক্রিজে আছেন।  প্রথম সেশনে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। দুই ওপেনারের ক্যাচই ছেড়েছে স্বাগতিকেরা। একই সঙ্গে রান-আউটের সহজ সুযোগও কাজে লাগাতে পারেননি বাংলাদেশ। প্রথম ইনিংসের প্রথম সেশন : ২৭ ওভারে ৮৮/০      মাদুশকার ফিফটি ১১: ৪৮, মার্চ ৩০ ব্যাটিং সহায়ক উইকেটের ফায়দা বেশ ভালোভাবেই নিচ্ছেন লঙ্কান দুই ওপেনার। অন্যদিকে পরিকল্পিত বোলিংয়েও সাফল্য পাচ্ছে না বাংলাদেশ। টাইগার ফিল্ডারদের ভুল কাজে লাগিয়ে ইনিংসের ২৩তম ওভারেই ক্যারিয়ারের দ্বিতীয় পঞ্চাশ তুলে নিয়েছেন এই ওপেনার। ৮০ বলে ৬ চারে এই মাইলফলক স্পর্শ করেছেন মাদুশকা। ২৩ ওভারে শ্রীলঙ্কা ৭৯/০   রান আউটের সুযোগ হাতছাড়া ১১: ১৮, মার্চ ৩০ প্রথম ঘণ্টায় সহজ ক্যাচ হাতছাড়া করছিল স্বাগতিক বাংলাদেশ। এবার দ্বিতীয় ঘণ্টার শুরুতেই রান-আউটের সুযোগ এসেছিল। তবে সেই সুযোগ হাতছাড়া করছেন মেহেদী হাসান মিরাজ। এতে বেঁচে গেছেন কারুনারাত্নে। ইনিংসের ১৬তম ওভারে খালেদের প্রথম বলে পয়েন্টের দিকে ঠেলে দিয়ে প্রান্ত বদলের জন্য ছুটেন নিশান মাদুশকা। শুরুর দিকে কারুনারাত্নেও সাড়া দেন। তবে মাঝপথে গিয়ে আসন্ন বিপদ বুঝতে পারেন। এতে কিছুটা হালও ছেড়ে দিয়েছিলেন এই ওপেনার। কিন্তু দারুণ সুযোগ পেয়েও স্টাম্প ভাঙতে পারেননি মিরাজ। এতে ১৮ রানে বেঁচে যান কারুনারাত্নে। ১৬ ওভারে শ্রীলঙ্কা ৫৬ রান। মাদুশকা ৩৭ ও কারুনারাত্নে ১৯ রানে অপরাজিত।   শ্রীলঙ্কার ফিফটি ১১: ০৬, মার্চ ৩০ ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে ইনিংসের ১৪তম ওভারেই দলীয় ৫০ রান তুলে নিয়েছে সফরকারীরা। প্রথম পানিপানের বিরতির আগ পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ বিনা উইকেটে ৫০ রান। ৩২ রানে অপরাজিত নিশান মাদুস্কা, অন্যপ্রান্তে ১৮ রানে ক্রিজে আছেন করুনারত্নে। ১৪ ওভারে ৫০/০   মাদুস্কাকে জীবন দিলেন জয় ১০: ৩২, মার্চ ৩০   ইনিংসের ষষ্ঠ ওভারেই উইকেট পেতে পারতেন অভিষিক্ত হাসান। তার অফ স্টাম্পের বাইরে বেরিয়ে যাওয়া ডেলিভারি মাদুস্কার ব্যাট ছুঁয়ে যায়। তবে স্লিপে থাকা মাহমুদুল হাসান জয় সহজ ক্যাচ লুফে নিতে পারেননি। এতে ব্যক্তিগত ৯ রানে বেঁচে গেলেন মাদুস্কা। ৭ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ১৯ রান। মাদুশকা ৯ ও কারুনারাত্নে ১০ রানে অপরাজিত।   একাদশ ০৯: ৩৮, মার্চ ৩০   বাংলাদেশ দল : মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। শ্রীলঙ্কা দল : দিমুথ করুনারত্নে, নিশান মাদুশকা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়সুরিয়া, অসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো।   হাসানে টেস্ট অভিষেক, ফিরলেন সাকিব ০৯: ৩৭, মার্চ ৩০ প্রথম টেস্টের দলে ছিলেন না সাকিব আল হাসান। চট্টগ্রাম টেস্ট দিয়েই দীর্ঘদিন পর জাতীয় দলের হয়ে মাঠে ফিরছেন তিনি। অন্যদিকে সিলেট টেস্টে শরিফুল ইসলাম এবং নাহিদ রানা টাইগারদের একাদশে ছিলেন। তবে দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা হয়নি তাদের। তাদের বদলে শাহাদাত হোসেন এবং হাসান মাহমুদ একাদশে এসেছেন। সফরকারীদের একাদশে কাসুন রাজিথার ইনজুরিতে আসিথা ফার্নান্দো জায়গা পেয়েছেন। টসের সময় হাসানের অভিষেকের কথা জানিয়েছেন শান্ত।      টস ০৯: ৩৫, মার্চ ৩০ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ।     স্বাগতম ০৯: ৩৩, মার্চ ৩০ সবাইকে আরটিভির লাইভ স্কোর আপডেটে স্বাগতম। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কিছুক্ষণ পর শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। এর আগে, সিলেটে প্রথম টেস্টে ৩২৮ রানে হেরে ১–০ ব্যবধানে সিরিজে পিছিয়ে নাজমুল হোসেন শান্তর দল।  
৩০ মার্চ ২০২৪, ১৭:২৫

নতুন করে যার সঙ্গে জুটি বাঁধছেন পরীমণি
ঢাকাই চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে এবার টালিউডের সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন চিত্রনায়িকা পরীমণি। কলকাতার ‘ফেলুবকশি’ নামের একটি সিনেমায় দেখা যাবে তাকে। এর আগে ঢাকা-কলকাতা যৌথ প্রযোজনায় অভিনয় করলেও এবার পুরোপুরি পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠানের অর্থায়নে তৈরি সিনেমায় অভিনয় করবেন পরীমণি। বুধবার (১৩ মার্চ) সকালে দেশের এক গণমাধ্যমে কলকাতার সিনেমায় অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেন পরীমণি। ‘ফেলুবকশি’ সিনেমাটি নির্মাণ করবেন দেবরাজ সিনহা। আগামী ২৬ মার্চ থেকে কলকাতার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে।  পরীমণি বলেন, অনেক আগে থেকেই কলকাতার সিনেমায় কাজের প্রতি আমার লোভ ছিল। আমার মনে হয়েছে— তাদের কাজগুলো অনেক গোছানো হয়। ফলে কাজটি সুন্দরভাবে শেষ হয়ে মুক্তি পায়। গেল বছর ওখানে পুরস্কার গ্রহণকালে আমি বলেছিলাম, কলকাতায় আমি কাজ করতে চাই। এরপর থেকেই আমার হাতে চিত্রনাট্য আসা শুরু হয়। যেহেতু কাজ করার ইচ্ছে অনেক দিনের, তাই ভাবলাম এই সিনেমা দিয়েই  শুরু করা যায়।  জানা গেছে, ‘ফেলুবকশি’ থ্রিলার গল্পের সিনেমা। এতে পরীমণির চরিত্রের নাম লাবণ্য। বলা যায়, রহস্যময় একটি চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমায় কলকাতার জনপ্রিয় অভিনেতা সোহমের সঙ্গে জুটি বাঁধছেন পরীমণি। পরীমণি জানান, আগামী সপ্তাহে এই সিনেমার কাজে কলকাতায় যাচ্ছেন তিনি। শুটিংয়ের আগে পাঁচ দিনের গ্রুমিং ক্লাসে অংশ নেবেন। এর ফাঁকে কলকাতায় একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংও করবেন এই নায়িকা।   প্রসঙ্গত, স্বামী শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর পরীমণির দুনিয়া এখন একমাত্র সন্তান রাজ্য। বলা যায়, রাজ্যকে ঘিরেই তার সব। সময় সুযোগ পেলেই ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন এই নায়িকা। ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরীমণি। খবরটি প্রকাশ্যে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য। ২০২৩ সালের সেপ্টেম্বরে ভেঙে যায় তাদের সংসার। 
১৩ মার্চ ২০২৪, ১৫:১৬

ঢালিউডের নয়া জুটি রাজ রিপা-শিশির
দীর্ঘ বছর এমন মহরত এফডিসিতে হয় না। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এফডিসিতে আসতেই কেন জানি মনে হচ্ছিল প্রাণের এফডিসি হয়তো আবার আগের রুপে ফিরেছে। মহরতে বিরাট বড় মঞ্চ করে, আলো জ্বালিয়ে এত বড় আয়োজন দেখে প্রথমে তো মনেই করেছিলাম হয়তো শুটিং হবে। মহরতেই এত বড় আয়োজন এখন সাধারণত হয় না। তবে আমি আশা করব, মহরতের মতো যেন এই ছবিটিও বিশাল ক্যানভাসে হবে।  এরকমটাই বলছিলেন এফডিসিতে ‘মৃত্যু ১৯’ সিনেমার মহরতে গুণী পরিচালক এফ আই মানিক।  বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসিতে) সোমবার সন্ধ্যায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘মৃত্যু ১৯’ সিনেমার মহরত। সিনেমাটি পরিচালনা করছেন তানভীর হাসান। সিনেমায় অভিনয় করছেন শিশির সরদার ও রাজ রিপা।  নির্মাতা তানভীর হাসান বলেন, মৃত্যু ১৯ সিনেমাটি আমার স্বপ্নের একটি সিনেমা। এই সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য আমি করেছি। নিজের মতো করে গল্পটা বলতে চাই। এই সিনেমায় দেশপ্রেম, মুক্তিযুদ্ধের আবহ, সংঘাত, ভালোবাসা, দ্রোহ, প্রতিশোধ, বীরাঙ্গনার গল্প সবকিছুই থাকবে। আমি মনে করি এই সিনেমা এখন দর্শকদের হাতে তুলে দেওয়ার সময়। সেই ইচ্ছা থেকেই নির্মাণ করছি। শিশির সরদার বলেন, এই সিনেমা আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট হবে বলে মনে করছি। নিজেকে প্রমাণ করতে চাই। আমি আত্মবিশ্বাসী, আমি পারব। আমি শাকিব খানকে খুব পছন্দ করি, উনার জায়গাটায় যেতে চাই। আপনাদের সাপোর্ট পেলে আমি সেই জায়াগাটায় একদিন যাব। রাজ রিপা বলেন, একদিন স্বপ্ন দেখতাম এফডিসিতে আসব। স্বপ্নটাকে ভিতরে লালন করি। ২০১৮ সালে দহন সিনেমার মহরতে আমি এফডিসিতে এসেছিলাম। আমি সেই সিনেমার একজন অভিনেত্রী হওয়ার পরেও আমাকে মঞ্চে ডাকা হয়নি। সেদিন থেকেই একটা প্রতিজ্ঞা করেছিলাম, আমি এফডিসিতে আসব ও নায়িকা হয়েই আসব। একদিন আমার সিনেমার মহরত হবে বিরাট আয়োজন করে। আজ আমার সেই স্বপ্ন পূরণ হলো। আমি আত্মবিশ্বাসী। আমি একদিন সুপারস্টার হব। জানা গেছে,  চলছে শুটিং প্রস্তুতি। রোজার ঈদের পরেই ‘মৃত্যু ১৯’ সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমাটি ২০২৫ সালের শুরুর দিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান নির্মাতা তানভীর হাসান। এটি নির্মাতার ২য় সিনেমা। এর আগে শিশিরকে নিয়ে ‘মধ্যবিত্ত’ নামে একটি সিনেমা নির্মাণ করেন তিনি। যা ইতোমধ্যে আনকাট সেন্সর হয়েছে।  রয়েছে মুক্তির অপেক্ষায়।   সিনেমার শুভ মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন, চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন, এফ আই মানিক, গাজী মাহমুদ, এমডি ইকবাল, বিপ্লব শরীফ, ডি এ তায়েবসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আরজে নিরব। সিনে মিডিয়ার ব্যানারে নির্মিত ‘মৃত্যু ১৯ সিনেমাটি প্রযোজনা করছেন নোমান মল্লিক, নির্বাহী প্রযোজক হিসেবে আছেন তানভীর হাসান। এই সিনেমায় আরও অভিনয় করছেন, আলীরাজ, ওমর মল্লিক, রুবেল, মিশা সওদাগর প্রমুখ।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়