• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
বার্সেলোনাকে হটিয়ে আবারও শীর্ষ দুইয়ে জিরোনা
লা লিগায় গত শনিবার গেটাফেকে ৪-০ গোলে হারিয়ে জিরোনাকে তিনে নামিয়ে শীর্ষ দুইয়ে উঠেছিল বার্সেলোনা। তবে দুই দিনের ব্যবধানে জায়গা হারালো স্প্যানিশ জায়ান্টরা। ভায়েকানোকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে সেরা দুইয়ে নিজেদের জায়গা ফের দখল করে নিয়েছে জিরোনা। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রায়ো ঘরের মাঠে ব্রাজিলিয়ান তারকা সেভিওর শেষ সময়ের জোড়া গোলে ৩-০ গোলে জয় পেয়েছে জিরোনা। এই জয়ে ২৬ ম্যাচে জিরোনার পয়েন্ট ৫৯। সমান ম্যাচে বার্সার পয়েন্ট ৫৭। একই সমান ম্যাচ খেলে লা লিগার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৫। চলতি মৌসুমে পয়েন্ট টেবিলে শীর্ষ দখলের জন্য রিয়াল মাদ্রিদের সঙ্গে লড়াই করছে। এই মৌসুমে তারা শুরুর দিকে টানা ১৫ ম্যাচে অপরাজিত ছিল। রিয়ালের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর অ্যাথলেটিক বিলবাওয়ের কাছেও হারে ৩-২ গোলে। টানা দুই হারে কিছুটা ব্যাকফুটে চলে গেলেও আবার জয়ে ফিরে শিরোপা জয়ের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছে ক্লাবটি। এদিন ঘরের মাঠে শুরু থেকে আক্রমণ করতে থাকে জিরোনা। তবে গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত গোলশূন্য থেকে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল করতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। ম্যাচের ৫২ মিনিটে ভিক্টর সায়ড়গানকোভের গোলে এগিয়ে যায় জিরোনার। গোল হজমের পর ম্যাচের ৭৬ মিনিটে পেপ চাভারিয়া লালকার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ভায়েকানা।  এই দুর্বলতার সুযোগে অতিরিক্ত সময়ে আরও দুটি গোল করে ব্যবধান বাড়ায় তারা। অবশেষে ৩-০ গোলে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে জিরোনা।
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২১

সাত গোলের ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারাল জিরোনা
  লা লিগায় বিগত মৌসুম গুলোতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিয়ে লড়াই করতে দেখা যেতো রিয়াল মাদ্রিদ ও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে। তবে চলতি মৌসুমে বার্সেলোনাকে পিছনে ফেলে রিয়ালের সঙ্গে লড়াই করছে জিরানো। বুধবার (৩ জানুয়ারি)  দিবাগত রাতে অ্যাথলেটিকো মাদ্রিদকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে জয়ের ধারা অব্যাহত রেখেছে দলটি। এ নিয়ে সপ্তমবারের দেখায় অ্যাথলেটিকোকে হারাতে সক্ষম হয়েছে জিরোনা।  ঘরের মাঠে শুরুতেই এগিয়ে যায় জিরোনা। ম্যাচের দ্বিতীয় মিনিটে প্রথম গোল এনে দেন স্প্যানিশ ফুলব্যাক ভ্যালেরি ফার্নান্দেজ। তবে ব্যবধান ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ১৪ মিনিটের মাথায় স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতার গোলে সমতায় ফেরে অ্যাথলেটিকো। এরপরই শুরু হয় গোলের প্রতিযোগিতা। ম্যাচের ২৬ মিনিটে আবারও এগিয়ে যায় জিরোনা। এই গোলের নায়ক ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড স্যাভিও। ৩৯ মিনিটে ডাচ মিডফিল্ডার ডেলি ব্লাইন্ডের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। এরপর বিরতি যাওয়ার আগ মুহূর্তে আবারও দলের ব্যবধান কমায় মোরাতা। ৪৪ মিনিটে বক্সের ভেতরে ঢুকে বাঁ দিক থেকে কোনাকুনি শটে গোলকিপারকে ফাঁকি দিয়ে জালে পাঠান এই স্প্যানিশ ফুটবলার। ৩-২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় শিরোপা লড়াইয়ে এগিয়ে থাকা দলটি। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে অ্যাথলেটিকো মাদ্রিদ। ফলে ৫৪ মিনিটে আরও একবার জ্বলে ওঠেন মোরাতা। ছয় বছর পর হ্যাট্রিক করে দলকে ৩-৩ গোলে সমতায় ফেরান তিনি।  এরপর একের পর এক আক্রমণ করে যেতে থাকে দুই দল। কিন্ত গোলের দেখা পাচ্ছিলো না। পয়েন্ট ভাগাভাগির দিকেই যাচ্ছিলো ম্যাচ। তবে অতিরিক্ত সময়ে ম্যাচের চিত্র বদলে দেন ইভান মার্টিন।  ৯১ মিনিটে জটলার ভেতর থেকে বল পাঠিয়ে দেন অ্যাথলেটিকোর জালে। এই জয়ে ১৯ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে জিরোনা। সমান ম্যাচে একই পয়েন্ট নিয়েও গোল ব্যবধানের এগিয়ে রিয়াল মাদ্রিদ। আথলেটিকো মাদ্রিদ ১৯ ম্যাচে ১২ জয়, ২ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। ৩৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে শিরোপাধারী বার্সেলোনা।
০৪ জানুয়ারি ২০২৪, ১২:১১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়