• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
কেএনএফের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জিএম কাদেরের
বান্দরবানে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। শনিবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। বিবৃতিতে জিএম কাদের বলেন, কেএনএফের সদস্যরা বান্দরবানে কয়েকদিন ধরে তাণ্ডব চালাচ্ছে। থানা-পুলিশ ও নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে আক্রমণ চালিয়ে পাহাড়ি এলাকার মানুষকে আতঙ্কিত করে তুলেছে। তারা ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, গ্রাহকদের টাকা ও বাজারে লুটপাট করছে। তিনি আরও বলেন, তাদের এ নৃশংসতায় মানুষ জিম্মি হয়ে পড়েছে। আতঙ্কে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। মুখ থুবড়ে পড়েছে পাহাড়ের পর্যটন শিল্প। এ সময় তিনি পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের জানমাল রক্ষায় ব্যর্থতার জন্য হতাশা প্রকাশ করে। দায়ী কারণগুলো নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
০৬ এপ্রিল ২০২৪, ২০:০৪

জাপার অন্তঃকোন্দলের জন্য সরকারকে দায়ী করলেন জিএম কাদের
জাতীয় পার্টির অন্তঃকোন্দলের জন্য সরকারকে দায়ী করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) বনানী কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জিএম কাদের বলেন, দল হিসেবে জাতীয় পার্টি অনেক সমস্যার সম্মুখিন হচ্ছে। কিন্তু সরকার সেখানে ইন্ধন দেয়, এসব ঠিক নয়। তিনি বলেন, বৈষম্যকে লালন করে দেশকে নানাভাবে বিভক্ত করার চেষ্টা চলছে। স্বাধীনতার চেতনা নিয়ে ব্যবসা চলছে। সুবিধাভোগীরা লুটপাটের রাজত্ব তৈরি করেছে। জাপা চেয়ারম্যান বলেন, সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলে মামলা হয়। যেভাবে আইনকানুন করে বাধা দেওয়া হচ্ছে। এভাবে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল টিকবে না। সরকার ঠিক থাকলেও দল হিসেবে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। তিনি বলেন, ইতিহাস বিকৃত করা হচ্ছে, কিছু মানুষকে উপরে ওঠানো হচ্ছে, কিছু মানুষকে মুছে ফেলা হচ্ছে, এটা ঠিক নয়। এমনও দেখা যাচ্ছে, বয়স ৫০ হয়নি অথচ সে মুক্তিযোদ্ধা, এইগুলো কী মুক্তিযুদ্ধের চেতনা? জিএম কাদের বলেন, দ্রব্যমূল্যসহ কোনো কিছুর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না সরকার। দেশকে ভুবিয়ে দিয়ে আপনারা বাঁচতে পারবেন না, মানুষের অভিশাপ লাগবে।  তিনি বলেন, বৈষম্য করে দেশকে বিভক্ত করা হয়েছে। আমরা বৈষম্যমুক্ত দেশ ও সমাজ চাই। আর এই বৈষম্যের কারণেই একটা সুবিধাবাদী গোষ্ঠী তৈরি হয়েছে।  
২৬ মার্চ ২০২৪, ১৪:৫৭

জিএম কাদেরকে লিগ্যাল নোটিশ
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির অভিযোগ এনে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।  দলটির যুগ্ম-মহাসচিব সাদ এরশাদকে দল থেকে বহিষ্কার করায় তাকে এ লিগ্যাল নোটিশ দেওয়া হয়। দ্রুত ক্ষমা চেয়ে বহিষ্কারের বিজ্ঞপ্তি প্রত্যাহার না করা হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে জানানো হয়েছে। খুলনা জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট এসএম মাসুদুর রহমান শনিবার (২৩ মার্চ) ডাকযোগে এ নোটিশ পাঠান। তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নোটিশে মাসুদুর রহমান উল্লেখ করেন, জিএম কাদের ও মুজিবুল হক চুন্নু দল থেকে বহিষ্কৃত। নতুন কাউন্সিলে কাউন্সিলরদের সর্বসম্মতিতে সাবেক রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী বেগম রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এরশাদপুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ দলের যুগ্ম-মহাসচিব নির্বাচিত হয়েছেন। নোটিশে তিনি আরও বলেন, জিএম কাদের দল থেকে রাহগীর আল মাহি সাদ এরশাদকে বহিষ্কার করতে পারেন না। কারণ তিনি তো দলের চেয়ারম্যানই নন। তিনি দল থেকে অব্যাহতির কথা বলে প্রেস বিজ্ঞপ্তি প্রচার করে জনসম্মুখে রাহগীর আল মাহি সাদ এরশাদের মানহানি করেছেন। দ্রুত ক্ষমা চেয়ে বিজ্ঞপ্তি প্রত্যাহার না করলে জিএম কাদেরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করেন আইনজীবী মাসুদুর রহমান। প্রসঙ্গত, বৃহস্পতিবার (২১ মার্চ) জিএম কাদের অনুসারী মাহমুদ আলম সই করা এক বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, চেয়ারম্যানের উপদেষ্টা এম এ কুদ্দুস খান, সাংগঠনিক সম্পাদক মাহমুদা রহমান মুন্নি, প্রাদেশিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশু, ধর্ম বিষয়ক সম্পাদক এস এম আল জুবায়ের, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক সুজন দে, শারফুদ্দিন আহমেদ শিপু, শারমিন পারভীন লিজা, যুগ্ম-প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান ও যুগ্ম-মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীনকে অব্যাহতি দেওয়া হয়। এদিকে দলটির পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়ার আগেই জিএম কাদেরের নেতৃত্ব পরিহার করে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের নেতৃত্বে পৃথক জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন অব্যাহতি পাওয়া এসব নেতা। কাউন্সিলে সাদ এরশাদ, সাহিদুর রহমান টেপা কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকি নেতারা বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন।
২৪ মার্চ ২০২৪, ১৯:৩৮

ক্ষুধা-দরিদ্রতায় অগণিত মানুষ দিশেহারা : জিএম কাদের
জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিশ্ব আজ এক ভয়াবহ সংকট অতিক্রম করছে। ক্ষুধা, দরিদ্রতা ও বৈষম্যে অগণিত মানুষ দিশেহারা। হিংসা, বিদ্বেষ, অসহযোগিতা ও অমানবিকতায় বিশ্ব পরিপূর্ণ। জরুরি ভিত্তিতে এসব সংকটের সমাধান প্রয়োজন। শুক্রবার (১৫ মার্চ) বিকেলে শেরাটন হোটেলে কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, গাজায় মর্মস্পর্শী দুঃখজনক ঘটনা ঘটে চলেছে। অসংখ্য নিরপরাধ মানুষ, নারী, শিশু হতাহতের শিকার হচ্ছেন। তাদের অবর্ণনীয় দুঃখ-দুর্দশা ও অসহায়-অনিশ্চিত জীবনের হৃদয়বিদারক ঘটনার ছবি ও বর্ণনা প্রতিদিন প্রকাশিত হচ্ছে। তিনি বলেন, জেনেভা ঘোষণা অনুযায়ী, সশস্ত্র সংঘাত এবং সহিংসতার কারণে প্রতি বছর ৫ লাখ ২৬ হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে। এ ছাড়া লাখ লাখ মানুষ বছরের পর বছর নিজ ঘরবাড়ি ছেড়ে দেশান্তরিত হয়ে মানবেতর জীবন-যাপন করছে। জাপা চেয়ারম্যান বলেন, মিয়ানমারে জাতিগত সহিংসতার ফলে ২০১৭ সালে বাংলাদেশের মতো জনবহুল দেশে ৭ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নেয়। তাদের জীবন অসম্মানজনক ও ভবিষ্যৎ অনিশ্চিত। ইফতার মাহফিলে আমেরিকান দূতাবাসের চার্জ দে অ্যাফেয়ার্স হেলেন লাফাভ, কানাডার হাইকমিশনার লিলি নিকোলস, সিঙ্গাপুরের কনস্যুল শিলা পিল্লাই, যুক্তরাষ্ট্রের দূতাবাসের ডেপুটি কাউন্সিলর (পলিটিক্স অ্যান্ড ইকোনমি) আরতুরো হাইন্স, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেপুটি রাষ্ট্রদূত বার্নড স্পেনিয়ার, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল. ওল্ডস, ডেপুটি চিফ অব পার্টি লেসলি রিচার্ডস, অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটার, সুইজারল্যান্ড দূতাবাসের রাজনৈতিক কাউন্সেলর ইরোজ রাব্বানী, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী প্রমুখ উপস্থিত ছিলেন।
১৫ মার্চ ২০২৪, ২২:১৯

‘মা সমতুল্য রওশনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন জিএম কাদের’
মা সমতুল্য রওশন এরশাদের সঙ্গে জিএম কাদের বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত এবং রওশন এরশাদের মুখপাত্র কাজী মামুনুর রশীদ।  শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে জাতীয় মহিলা পার্টির নেতাদের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। মামুনুর রশীদ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের (জাতীয় পার্টি) সঙ্গে লীলাখেলা খেলেছেন জিএম কাদের। তাকে পাবনার মানসিক হাসপাতালে ভর্তি করা প্রয়োজন। সভায় রওশনপন্থি জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু বলেন, জাতীয় পার্টি কার ও কার কাছে আছে এটা ৯ মার্চ সম্মেলনের মাধ্যমে সারাবিশ্বকে জানিয়ে দেওয়া হবে। মতবিনিময় সভায় জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ, জাতীয় মহিলা পার্টির যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন, রওশনপন্থি জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৫

জিএম কাদেরের উপস্থিতিতে পদত্যাগ করা নিয়ে যা বললেন রসিক মেয়র
রংপুরে অনুষ্ঠিত কর্মীসভায় জিএম কাদেরের সামনে দল থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, মহানগর জাপার সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। শনিবার (১০ ফেব্রুয়ারি) রংপুরে দলীয় কার্যালয়ে এক কর্মীসভায় জাপা চেয়ারম্যান জি এম কাদেরের সামনে তিনি বলেন, তিনি আর জাতীয় পার্টি করবেন না। দল থেকে পদত্যাগ করবেন। তার এমন বক্তব্যে সভাস্থলে তুমুল হইচই শুরু হয়। যদিও মোস্তাফিজার রহমান মোস্তফা সভাস্থলে বসে ছিলেন। তবে এ বিষয়ে মন্তব্য করতে কোনও নেতাই রাজি হননি। অনেকেই বলেছেন, এটা ঠিক হয়ে গেছে। জানা গেছে, আজ বিকালে রংপুরে দলীয় জাপা চেয়ারম্যান জি এম কাদেরের উপস্থিতিতে জেলা ও মহানগর জাপার যৌথ কর্মীসভা শুরু হলে সিটি মেয়র মোস্তফা আকস্মিকভাবে মাইক হাতে নিয়ে বলে ওঠেন, জেলা জাপার সভাপতি ছিলেন আবুল মাসুদ চৌধুরী নান্টু তিনি মারা যাওয়ার পর আমাকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে জেলা জাপার দায়িত্ব দেওয়া হয়। এ দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, মহানগর জাপার সভাপতির দায়িত্বে আছি ওই দায়িত্বে থাকবো। জেলার আহ্বায়কের দায়িত্ব পালন করবো না। এ সময় গণমাধ্যমকর্মীরা ভিডিও ক্যামেরা দিয়ে তার বক্তব্য নেওয়ার চেষ্টা করলে জাপার নেতাকর্মীরা বাধা দেন। একপর্যায়ে সব সাংবাদিকদের সভাস্থল থেকে বাইরে যেতে অনেকটা বাধ্য করা হয়। এরপর ভেতরে কী আলোচনা হয়েছে তা জানাতে জাপার কোনও নেতাই রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক দুজন জাপা নেতা বলেন, একটি জেলার কমিটি গঠন নিয়ে সিটি মেয়রের সঙ্গে জি এম কাদেরের মধ্যে মনোমালিন্য হয়েছে। তবে এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে জানতে সিটি মেয়র মোস্তফার মোবাইল ফোনে বেশ কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। 
১০ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০০

অন্য দলের নিয়ন্ত্রণ থেকে বেরোনোর চেষ্টা করছি : জি এম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আমরা অন্য দলের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়েছি, এটা কিছু ক্ষেত্রে সত্য। তবে আমরা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি।  শনিবার (৩ ফেব্রুয়ারি) বনানীতে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জি এম কাদের বলেন, আমাদের দলের ব্যাপারে মানুষের ধারণা ভালো নয়। আমাদের দলের মধ্যে ব্যাপক সংশোধন দরকার। আমরা যদি সেটা না করতে পারি তাহলে সামনের দিকে দল ভাঙবে না শুধু, দলের অস্তিত্বও থাকবে না। তিনি বলেন, অনেকে বলছে আমাদের দল ভাগ হয়ে যাবে। এরশাদ সাহেবের নাম ও আদর্শ দিয়ে আরও দশটি দল যে কেউ গঠন করতে পারে। কিন্তু আমাদের দল ভেঙে আরেকটি দল গঠন করার পরিস্থিতি এই মুহূর্তে দেখছি না। এ সময় দলের নেতাকর্মীদের উদ্দেশে জি এম কাদের বলেন, দল টিকিয়ে রাখতে সবাইকে এক কাতারে থাকতে হবে। আমরা যদি ব্যর্থ হই তবে দল মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা ভাঙন নিয়ে চিন্তিত নই। কিন্তু আমাদের নিজেদের মধ্যে যে ত্রুটি আছে সেগুলো সারিয়ে তুলতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ বিভ্রান্তিকর একটি স্টেটমেন্ট দিয়েছে। তারা বলেছে, ‌‘২৬টি আসন জাতীয় পার্টির ফেভারে ছেড়ে দিলাম’। কিন্তু তারা সব সিট ছাড়েনি, সব জায়গায় তাদের লোক দিয়ে রেখেছে। এতে আমাদের অনেক প্রার্থী বিভ্রান্ত হয়েছে। আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে এটা করেছে। এমনটি না হলে আমাদের ফলাফল আরো ভালো হতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, ঢাকা মহানগর উত্তরের আহ্বা‌য়ক তৈয়বুর রহমান, সদস্য সচিব সুলতান আহমেদ সেলিম প্রমুখ।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৮

জিএম কাদেরকে বহিষ্কারের ঘোষণায় যা জানাল ইসি 
নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে দল থেকে বহিষ্কারের ঘোষণা আমলে নেওয়ার সুযোগ নেই।  রোববার (২৮ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। ইসির অতিরিক্ত সচিব বলেন, বর্তমানে নির্বাচন কমিশনে যে কমিটি আছে। সেখানে যাকে চেয়ারম্যান ও মহাসচিব পদে রাখা হয়েছে তাকেই আমলে নেবে কমিশন।  এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টি ভেঙে গিয়ে কাউন্সিলের পর নতুন কমিটির কোনো চিঠি এলে তা আমলে নেবে ইসি। এক্ষেত্রে দুই পক্ষ থেকে দুটি কমিটি হলে তখন বিষয়টি পর্যালোচনার মাধ্যমে আইনগত দিকগুলো খতিয়ে দেখা হবে। ‘এমন দ্বন্দ্বে জড়িয়ে ইসির নিবন্ধন হারানোর পথে রয়েছে গণতন্ত্রী পার্টি, জাপারও সে অবস্থা হতে পারে কি না? -এমন প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, পরিস্থিতি একই হলে তখন আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, এদিন দুপুরে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। একই সঙ্গে নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করেছেন তিনি।
২৮ জানুয়ারি ২০২৪, ২৩:০৪

দ্বাদশ সংসদে বিরোধী দলীয় নেতা জিএম কাদের
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।  রোববার (২৮ জানুয়ারি) স্পিকারের আদেশক্রমে সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বিরোধী দলের উপনেতা করা হয়েছে চট্টগ্রাম-৫ আসন থেকে নির্বাচিত এমপি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য লইয়া গঠিত ক্ষেত্রমতো দল বা অধিসঙ্ঘের নেতা গোলাম মোহাম্মদ কাদের (২১ রংপুর-৩)-কে জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২(১)(ট) অনুযায়ী বিরোধীদলের নেতা এবং ‘বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১’ মোতাবেক ২৮২ চট্টগ্রাম-৫ হতে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করিলেন।’ ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মাত্র ১১ আসনে জয়ী হয়েছে। ২৯৮ আসনের ফলাফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসনে জয়ী হয়েছেন। একটি আসন করে পেয়েছে ওয়ার্কার্স পার্টি, জাসদ এবং কল্যাণ পার্টি। বাকি ২২২ আসনে জয়ী হয়েছে আওয়ামী লীগ।  
২৯ জানুয়ারি ২০২৪, ০২:০৮

আমরাই বিরোধী দল: জিএম কাদের
‘ঘোষণা দেওয়া হোক বা না হোক জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা পালন করবে’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সোমবার (২২ জানুয়ারি) বিকেলে রংপুর নগরীর পৈত্রিক নিবাস স্কাইভিউতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ‘এবারের সংসদেও জাতীয় পার্টিই প্রধান বিরোধী দল হচ্ছে’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যকে স্বাভাবিক বলেছেন জিএম কাদের। তিনি জানান, এখনো আনুষ্ঠানিকভাবে চিঠি পাইনি। তবে জাতীয় পার্টি কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করবে। সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসুক আর নাই আসুক। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চাকরির সুযোগ কমে যাওয়াসহ দেশের সার্বিক পরিস্থিতি ভালো না। ফলে দেশের মানুষের অবস্থাও ভালো না। জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে, এর থেকে যত দ্রুত উত্তরণ হবে ততই মঙ্গল। জিএম কাদের বলেন, এ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে কি না তা এখনো নিশ্চিত নয়। দ্রব্যমূল্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতা এই সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। তবে রাজনৈতিক স্থিতিশীলতা এলে চ্যালেঞ্জ কমবে। জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবুসহ অন্যান্য নেতারা এসময় উপস্থিত ছিলেন।
২২ জানুয়ারি ২০২৪, ২১:১৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়