• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
ডিগবাজি নিয়ে যা বললেন জায়েদ খান (ভিডিও)
জায়েদ খান। ঢাকাই সিনেমার বহুল আলোচিত-সমালোচিত এক অভিনেতা। ঈদের চতুর্থ দিন অতিথি হয়ে তিনি এসেছিলেন আরটিভির টক শো ‘ঈদ কার্ণিভাল’-এ । সেখানে এই অভিনেতা কথা বলেছেন ডিগবাজি নিয়ে। জায়েদ খান বলেন, বিষয়টি আমি এনজয় করি। সিগনেচার স্টেপ। পৃথিবীর বিভিন্ন দেশে শো করতে গিয়েছি, এত কষ্ট করে নাচছি, খুশি না। দর্শকরা শুধু ডিগবাজির জন্য চিৎকার দিতে থাকে। তিনি আরও বলেন, একটা জায়গায় ভুল করে একটা স্টেপ ডিগবাজি দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছিলাম। সেটা যে এত ব্র্যান্ড হয়ে যাবে, ডিগবাজি জায়েদ খান। এটা সিগনেচার হয়ে গেছে। এবারের ঈদে জায়েদ খান  অভিনীত ‘সোনার চর’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন প্রমুখ অভিনয় করেছেন।
১৬ এপ্রিল ২০২৪, ২০:০৭

বিয়ের জন্য যেমন মেয়ে পছন্দ জায়েদ খানের
জায়েদ খান। সোশ্যাল মিডিয়ায় বহুল চর্চিত এক নাম। এবারের ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘সোনার চর’ সিনেমাটি। ঈদের দ্বিতীয় দিন রাত ৮টায় সিনেমাসহ নানা বিষয় নিয়ে তিনি মুখোমুখি হয়েছিলেন একটি গণমাধ্যমের অনুষ্ঠানে। সেখানে তাকে প্রশ্ন করা হয় বিয়ে নিয়ে। কেমন পাত্রী চান, বিয়ের জন্য- উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে জায়েদ বলেন, আমি যে ধরনের পরিবার থেকে আসছি সে অনুযায়ী ঘরোয়া মেয়ে চাই। এছাড়া আমি একটা কথা সব সময় বলি, আগে দর্শনধারী তারপর গুণবিচারি। মানে দেখতে তাকে অবশ্যই সুন্দরী হতে হবে। যেন রাস্তা থেকে হেঁটে গেলে সবাই চেয়ে থাকে। তিনি আরও বলেন, অবশ্যই তাকে সৎ হতে হবে। তার প্রতিটি কাজকর্মে স্বচ্ছতার পরিচয় দিতে হবে। এগুলো হলেই চলবে। টাকা-পয়সাওয়ালা পরিবারের মেয়ে হতে হবে- এটি আমার কাছে মোটেই বিবেচ্য বিষয় নয়। ঈদে মুক্তি পাওয়া ‘সোনার চর’ সিনেমায় জায়েদ খান ছাড়াও ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন প্রমুখ অভিনয় করেছেন।
১৩ এপ্রিল ২০২৪, ১৯:৫৪

‘সোনার চর’ হাউসফুল, উচ্ছ্বসিত হয়ে যা বললেন জায়েদ খান
ঈদ মানেই দেশের হলগুলোতে উপচে পড়া ভিড়। ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে অন্যতম সিনেমা হলো জায়েদ খান অভিনীত ‘সোনার চর’। ঈদের দ্বিতীয় দিনেও সিনেমাটি দেখতে হাউসফুল দর্শক হয়েছে প্রেক্ষাগৃহে। এদিকে ‘সোনার চর’ হাউসফুল হওয়ায় ব্যাপক উচ্ছ্বসিত জায়েদ।  ‘সোনার চর’ দিয়েই দীর্ঘ এক যুগ পর তার অভিনীত কোনো সিনেমা ঈদে মুক্তি পেল। ঈদের দ্বিতীয় দিন কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে দুপুরে ‘সোনার চর’র শো হাউসফুল হয়।  সম্প্রতি দেশের এক গণমাধ্যমে সেই অনুভূতিই শেয়ার করেছেন জায়েদ। তিনি বলেন, আমি আগেই বলেছিলাম দর্শকরা আমার সিনেমা গ্রহণ করবেন। আমি নিজের সেরাটা দিয়েছি। সিনেমাটি হাউসফুল গেছে শুনে ভালো লাগছে। ঈদের দিন থেকেই দর্শকের ভালো সাড়া পাচ্ছি।  হলে সিনেমাটি দেখার পর জায়েদের অভিনয়ের প্রশংসা করেছেন দর্শকেরা। আইরিয়ানা নামে এক সিনেমাপ্রেমী বলেন, ফেসবুকে প্রচার দেখেই জায়েদের সিনেমাটি দেখার আগ্রহ হয়। উনি কেমন অভিনয় করেন দেখার ইচ্ছা ছিল। তার অভিনয় অনেক ভালো লেগেছে।  আরেক দর্শক বলেন, কোনো সিনেমা দেখার প্ল্যান ছিল না। সামনে দেখলাম ‘সোনার চর’। আগে কখনও জায়েদের সিনেমা দেখা হয়নি। প্রথমবার দেখলাম। উনি অনেক ভালো অভিনয় করেন। প্রসঙ্গত, জায়েদ অভিনীত ‘সোনার চর’ সিনেমাটি নির্মাণ করেছেন জাহিদ হাসান। জায়েদ খান ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন— ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন প্রমুখ।
১৩ এপ্রিল ২০২৪, ১০:১৪

‘সোনার চর’ নিয়ে আশাবাদী জায়েদ খান
এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে একঝাঁক চলচ্চিত্র। এর মধ্যে মুক্তি পাবে জায়েদ খান অভিনীত চলচ্চিত্র ‘সোনার চর’। জাহিদ হোসেনের পরিচালনায় ২০২১ সালে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। গত বছর এ সিনেমার পুরো শুটিং শেষ হয়। ঈদে নিজের সিনেমা মুক্তি প্রসঙ্গে জায়েদ খান বলেন, ঈদে সিনেমা মুক্তি পাওয়া প্রত্যেক অভিনেতার জন্য সুখবর। প্রচারণায় সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। সিনেমাতে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটসহ একটা নিটোল প্রেমের গল্প আছে। ‘সোনার চর’ ঘিরে দর্শকদের আগ্রহ রয়েছে। আশা করছি, সিনেমাটি সবার মন ছুঁয়ে যাবে। ‘সোনার চর’-এ অভিনয় প্রসঙ্গে সময়ের আলোচিত এই অভিনেতা বলেন, আমার ক্যারিয়ারে সবচেয়ে শ্রম দেওয়া সিনেমা হচ্ছে ‘সোনার চর’। মাসের পর মাস চুল না কাটা, শীতে নদীতে সাঁতরে শুটিং করাসহ এই সিনেমার জন্য কত শ্রম দিয়েছি সেটা ‘সোনার চর’ দেখলে দর্শক বুঝতে পারবেন। ঈদে সিনেমাটি আলোচনার তালিকায় প্রথমের দিকে রয়েছে- এমনটাই মনে করেন জায়েদ খান। তিনি বলেন, আমার ক্যারিয়ারে প্রথম ‘ভালোবাসা ভালোবাসা’ ঈদে মুক্তি পেয়েছিল। এ কারণে ঈদে সিনেমা মুক্তির ব্যাপারে আমার মধ্যে একটা ফিল তো কাজ করছেই। আমাদের দেশের দর্শক এখন ঈদে উৎসবে বেশি হলমুখী। সেই হিসেবে ঈদে ‘সোনার চর’ মুক্তি পাচ্ছে অনেক বেশি দর্শকের কাছে পৌঁছানো সম্ভব হবে। আর দর্শকরা এই সিনেমাটি ব্যাপকভাবে চাইছে সেটা আমি বুঝতে পারছি। ঈদের অন্যতম আলোচিত সিনেমা হবে ‘সোনার চর’।  প্রসঙ্গত গত ১৭ জানুয়ারি ‘সোনার চর’ সেন্সর ছাড়পত্র লাভ করে। এতে অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মৌসুমী, ওমর সানী, আবুল হোসেন মজুমদার, স্নিগ্ধা, শবনম পারভীনসহ অনেকে।
১০ এপ্রিল ২০২৪, ২১:৩৬

সেলুন উদ্বোধন করলেন জায়েদ খান
নানা কারণে আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান। এবার তিনি টাঙ্গাইলে ছেলেদের জন্য মিস্টার কাট নামে একটি সেলুন উদ্বোধন করেছেন।  রোববার (২৪ মার্চ) দুপুরে শহরের আকুর টাকুর পাড়ায় এ সেলুন উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে জায়েদ খান সাংবাদিক বলেন, এবার ঈদে আমার নতুন সিনেমা সোনার চর আসছে। সেটি হবে ঈদে অন্যরকম একটি ছবি। এই ছবিতে নায়ক জায়েদ খান থেকে অভিনেতা জায়েদ খান হয়ে উঠার চেষ্টা করেছি। আমার সিনেমাটি মূলত ’৭৫ পরবর্তী গল্প। এই ঈদে অন্যরকম একটি ছবি হবে। আশা করছি দর্শকরা হলে এসে সিনেমা উপভোগ করবেন। টাঙ্গাইলে আসার সময় অনেক মেয়ে আমাকে এসএমএস করেছে। আমার টাঙ্গাইলে এসে খুব ভালো লেগেছে। এ সময় নায়ক ডি এ তায়েব, মডেল ইশরাত পায়েলসহ মিস্টার কাট সেলুনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে জায়েদ খান হেলিকপ্টার যোগে টাঙ্গাইলে আসেন। তার আগমন উপলক্ষে ভক্তদের ঢল নামে। 
২৪ মার্চ ২০২৪, ২৩:৫৮

জায়েদ খানের মতো ‘ডিগবাজি’ দেওয়ার কথা ভাবছেন কণ্ঠশিল্পী পারভেজ!
সামাজিক মাধ্যমে তুমুল আলোচিত-সমালোচিত জায়েদ খান। তাকে আরও তুঙ্গে তুলে দিয়েছে তার ডিগবাজি। জায়েদও সুযোগটি কাজে লাগান। সুযোগ পেলেই ডিগবাজি দিয়ে বসেন। তবে বিষয়টি অনেকে ভালো চোখে দেখেন না। এবার এ নিয়ে মন্তব্য করলেন কণ্ঠশিল্পী পারভেজ। সম্প্রতি নিজের ফেসবুকে পারভেজ লিখেছেন, সংগীতের পাশাপাশি ডিগবাজি শিল্পচর্চা শুরু করব কিনা ভাবছি। কী বলেন সবাই?’ সঙ্গে জুড়ে দিয়েছেন চিত্রনায়ক জায়েদ খানের একটি ছবি!’  বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে পারভেজ বলেন, আসলে যে অবস্থা ইন্ডাস্ট্রির, এখানে নতুন গান গাইব, রিলিজ করব নাকি বিভিন্ন কৌশলে বিনোদন দিয়ে জনপ্রিয়তা অর্জন করব সেটা নিয়ে ভাবছি। আমি যেমন একজন সংগীতশিল্পী হিসেবে পরিচিত। জায়েদ খানও একজন অভিনয়শিল্পী হিসেবে পরিচিত। কিন্তু কোনো কারণে তিনি মজা করে একটা ডিগবাজি খেয়েছেন। এখন তার সেই ডিগবাজি আলোচিত এবং ভাইরাল। আমার প্রশ্নটা সকলের প্রতি।   প্রসঙ্গত, দেড় দশকের বেশি সময় ধরে সংগীতে আছেন পারভেজ। একাধিক জনপ্রি অ্যালবাম রয়েছে তার। সিনেমায় করেছেন প্লেব্যাক। সেখানেও পেয়েছেন সফলতা। 
২২ মার্চ ২০২৪, ২৩:০৯

জায়েদ খানকে বিয়ে করা প্রসঙ্গে যা বললেন সায়ন্তিকা
ওপার বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। গেল বছর বাংলাদেশে এসে জায়েদ খানের সঙ্গে ‘ছায়াবাজ’ নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নেন তিনি। কক্সবাজারে বেশ কয়েকদিনের শুটিং শেষে সিনেমার নৃত্য পরিচালকের সঙ্গে দ্বন্দ্বের জেরে পুরো কাজ শেষ না করেই কলকাতায় ফিরে যান এই নায়িকা।  এরপরই সায়ন্তিকাকে নিয়ে প্রশ্ন তোলেন ছবির প্রযোজক। তার দাবি, শুটিং শেষেও হোটেলে থেকে যান জায়েদ খান ও সায়ন্তিকা। এরপরই নায়কের সঙ্গে তার প্রেমের গুঞ্জনও ছড়ায়।  সম্প্রতি নিজের বিয়ে এবং জায়েদ খান প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে কথা বলেন সায়ন্তিকা। আপনি কি বাংলাদেশের বউ হচ্ছেন, এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, না না একেবারেই কারও বউ হচ্ছি না। আমি কারোর নামে মিথ্যা অপবাদ দিই না। জায়েদ খান ভীষণই ভালো একজন মানুষ। আমাকে সত্যি সাহায্য করেছেন। সম্মান দিয়েছেন। এদিকে  সায়ন্তিকার সঙ্গে জড়িয়ে গুঞ্জন প্রসঙ্গে জায়েদ খান বলেছিলেন, এসবই ষড়যন্ত্রের অংশ। একদল লোক সবসময়ই জায়েদ খানের খোঁজ রেখে বেড়ায়। জায়েদ কোথায় যাচ্ছে, কখন কি করছে- এসবই জানার চেষ্টা করে। তারা কখনোই চায় না আমি ভালো কিছু করি। সেই শিল্পী সমিতির নির্বাচনের পর থেকেই আমার সঙ্গে এসব ঘটছে। জায়েদ আরও বলেন, আমি নিশ্চিত, যদি তারা জানতে পারত- সায়ন্তিকা বাংলাদেশে এসে আমার বিপরীতে সিনেমায় কাজ করবে, তাহলে কোনোভাবেই তাকে বাংলাদেশে আসতে দিত না। যেমনটা শ্রাবন্তীর ক্ষেত্রেও ঘটেছিল।  
১৮ মার্চ ২০২৪, ১৪:২৩

‘জায়েদ খানের বিয়ে’, ফেসবুকে শেয়ার করলেন জায়েদ নিজেই
ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। কিছুদিন পরপরই নতুন নতুন ঘটনা দিয়ে আলোচনায় আসেন তিনি। বিশেষ করে নারী বা বিয়েকেন্দ্রিক নানান মন্তব্য করে। সম্প্রতি ফের বিয়েকেন্দ্রিক কথা বলে আলোচায় এসেছেন এই নায়ক। এবার এই নায়কের বিয়ে নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘জায়েদ খানের বিয়ে’। নাটকটি প্রচারিত হয়েছে প্রায় ছয়দিন আগে। যদিও নাটকের জায়েদ খান এবং বাস্তবের জায়েদ খানের মধ্যে কোনো মিল নেই। নাটকে দেখানো হয়েছে জায়েদ বিয়ে করতে চাচ্ছেন না, কিন্তু কী কারণে তিনি বিয়ে করতে চাচ্ছেন না তা কেউ জানেন না। জায়েদ খানকে বিয়ে করানোর জন্য তার বাবা-মা, বন্ধু- বান্ধব, আত্মীয়-স্বজন সর্বোচ্চ চেষ্টা করছে, আবার বিয়ে করতে রাজি হলে কেনইবা বিয়ে ভেঙে যাচ্ছে এবং শেষ পর্যন্ত জায়েদ বিয়ে করেন কি না এমনই গল্পে নির্মিত এই নাটক। নাটকটি নির্মাণ করেছেন মিজানুর রহমান রাহুল। নাটকের গল্প লিখেছেন ইউসুফ চৌধুরী এবং চিত্রনাট্য লিখেছেন আহসান হাবীব সকাল। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান, সিনি স্নিগ্ধা, রিসা চৌধুরী, মাসুম বাশার , মিলি বাশার , রেশমা আহমেদ , শফিক খান দিলু, দিশা মনি, সিমান্ত আহমেদ, ইমরান হাসো, অনুভব মাহবুব, আবু সাঈদ খান সহ আরও অনেকে। নাটকের এই পোস্টারটি জায়েদ খান ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘ইন্টারেস্টিং’।  এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে জায়েদ খানের ‘সোনার চর’ সিনেমা। যে ছবিতে আরও আছেন ওমর সানী ও মৌসুমী। 
১৫ মার্চ ২০২৪, ১২:৪১

অনেকগুলো বিয়ে করে শিরোনাম হতে চাই না : জায়েদ খান
ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। কিছুদিন পর পরই নতুন নতুন ঘটনা দিয়ে আলোচনায় আসেন তিনি। বিশেষ করে নারী বা বিয়েকেন্দ্রিক নানান মন্তব্য করে। সম্প্রতি ফের বিয়ে কেন্দ্রিক কথা বলে আলোচায় এসেছেন এই নায়ক।  জায়েদ খান বিয়ে করলে মন ভেঙে যাবে অগণিত নারীর। এমনটা মনে করেন তিনি। সেকারণেই আজও সিঙ্গেল আছেন। কেননা নিজের একার জীবন সুখী করে অসংখ্য ভক্তের হৃদয় ভেঙে দেওয়ার পক্ষে নন তিনি। একাধিকবার কথাগুলো বলেছেন এ নায়ক।  এবার ফের বিয়ের প্রসঙ্গ তুলে গণমাধ্যমকে জায়েদ বলেন, এত নারীর মাঝে বিশেষ কাউকে আপন করে নিতে সাহস করছি না। তাহলে বাকি নারী ভক্তদের মন ভেঙে যাবে। সবাই থাকুক না আমার ভালোবাসায় আচ্ছন্ন হয়ে! বিয়ে কবে করছেন জানতে চাইলে জায়েদ বলেন, ইনশাআল্লাহ, দেখা যাক। বিয়ে তো স্রষ্টার হাতে। তিনি যখন করাবেন তখন হবে। নিশ্চয়ই সেটা সুন্দরভাবে করব। তবে শিরোনাম হতে চাই না অনেকগুলো বিয়ে করলেন জায়েদ খান। একটা বিয়ে নিয়েই সুন্দরভাবে কাটাতে চাই। প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে জায়েদ অভিনীত সিনেমা ‘সোনার চর’। রোজার ঈদে প্রেক্ষাগৃহে আসবে ছবিটি। এটি পরিচালনা করেছেন জাহিদ হাসান। আরও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।
০৯ মার্চ ২০২৪, ১৬:৫২

নারী দিবসে নারীদের প্রতি যে প্রত্যাশার কথা জানালেন জায়েদ খান
একজন নারী তার পরিপূর্ণ অধিকার আদায়ের দাবিতে দীর্ঘকাল ধরে যে আন্দোলন চালিয়ে আসছে, তারই সম্মানস্বরূপ প্রতিবছর বিশ্বজুড়ে ৮ মার্চ নারী দিবস পালন করা হয়। এক শতাব্দী ধরে দিনটি পালিত হচ্ছে বিশ্বজুড়ে। শুরুতে পশ্চিমা দেশগুলোতে হলেও আজকাল বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশের মতো বাংলাদেশে নারীরাও এ দিন উদযাপন করে থাকেন বেশ আয়োজন করে। নারী দিবস নিয়ে একজন পুরুষের ভাবনা কী? এমন প্রশ্নে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে চিত্রনায়ক জায়েদ খান বলেন, নারীরা মায়ের জাতি, বোনের জাতি। নারী থাকে যত্নে, ভালোবাসায়। নারী থাকে বিশ্বাসে। প্রতি বছর এই দিনে শিক্ষিত ও সচেতন নারী সমাজ বেশ আয়োজন করে নারী দিবস পালন করে থাকে। দেওয়া হয় বিভিন্ন রকম সচেতনতামূলক বার্তা। সেই বার্তা প্রান্তিক জনগোষ্ঠীর খেটে খাওয়া নারীর কাছে পৌঁছাতে প্রয়োজন প্রচার। এ নায়ক বলেন, খেটে খাওয়া নারীর কাছে সচেতনতামূলক বার্তা ভালোই পৌঁছায়। তবে আরেকটু প্রচারের মাধ্যমে পৌঁছে দিতে হবে। এখন তো প্রচারের যুগ। হাতের মুঠোয় পৃথিবী। সবার হাতে স্মার্ট ফোন। বিশ্বায়নের যুগে নারী দিবসের শ্লোগান, প্রতিপাদ্য বিষয় হাতে হাতে ছড়িয় দিতে হবে।’  সময়ের সঙ্গে দৃশ্যপট বদলেছে। ঘরে-বাইরে পুরুষের সঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করছেন নারীরা। তবে সামাজিকমাধ্যমে বেড়ে নারীর প্রতি জিঘাংসা, কটাক্ষ। বিষয়টি নারীর এই অগ্রগতিকে কী দুর্গম করে তুলছে না? এমন প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, এটা হীনমন্যতা, সামাজিক অবক্ষয়। কিছু মানুষ আছে যারা নারীর চলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কিছু কুসংস্কারাচ্ছন্ন মানুষেরা নারীদের এগিয়ে যাওয়া ভালোভাবে দেখে না। তাদের দ্বারাই নারীরা আক্রান্ত হয়।’ জায়েদের মতে দেশ-বিদেশে অগণিত নারী ভক্ত তার। তাদের উদ্দেশে এ নায়কের বার্তা, নারীরা আমাকে বরাবরের মতোই ভালোবাসুক। তাদের প্রতি আমারও শ্রদ্ধা ভালোবাসা। যেহেতু আমি সিঙ্গেল ওই জায়গা থেকে আমার প্রতি তাদের ভালবাসা যেন এরকমই থাকে। আমার ছবি দিয়ে কেউ বালিশে কাভার লাগিয়ে ঘুমাক, কেউ ছবি নিয়ে ঘুমাক। নারীদের প্রতি নারী দিবসে এটাই প্রত্যশা আমার।
০৮ মার্চ ২০২৪, ১৮:৫৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়