• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo
জার্মান ব্র্যান্ড জেইসের ভিশন পার্টনারশিপ উদ্বোধন
আই-কেয়ার ব্রান্ড জেইসের ভিশন পার্টনারশিপের যাত্রা শুরু করেছে বাংলাদেশের ঢাকা অপটিকাল প্যাভিলিয়ন। পৃথিবীজুড়ে চোখের আধুনিকায়নে জেইসের সুনাম রয়েছে। বাংলাদেশে পার্টনারশিপের যাত্রামুহূর্তে জেইসের রিজিওনাল প্রধান (ভারত ও সার্ক) ভিকাশ সাক্সেনা, হেড অফ সেলস (সার্ক) আবির চন্দ্র, হেড অফ ট্রেনিং জয়ন্ত চক্রবর্তী, হেড অফ মার্কেটিং রাহুল, রাইট কনেক্ট এর সিইও মিনহাজ হোসাইন, রাইট কনেক্টনএর ডিরেক্টর মো. আশিক, ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়নের সিইও ড. গাজী রিয়াজ উপস্থিত ছিলেন।  উদ্বোধনী আয়োজনে জেইসের রিজিওনাল প্রধান (ভারত ও সার্ক) ভিকাশ সাক্সেনা বলেন, ‘বাংলাদেশের চশমা ব্যবহারকারীদের উন্নত প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা সেবা এবং একইসাথে বিশ্বমানের পণ্য ব্যবহারের সুবিধা দিতে আমাদের এই যাত্রা।’ ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়নের সিইও ড. গাজী রিয়াজ বলেন, ‘আমাদের এই লঞ্চিং উপলক্ষে সবসময়ের জন্য থাকছে চোখের ফ্রি চেকাপ এবং সপ্তাহজুড়ে যেকোনো পণ্যে ২০ শতাংশ ফ্লাট ডিসকাউন্ট।’ আয়োজনে উপস্থিত ছিলেন রাইট কনেক্ট এর সিইও মিনহাজ হোসাইন। তিনি বলেন, ‘জেইস একটি বিশ্বজুড়ে পরিচিত ব্র‍্যান্ড। এই ব্র‍্যান্ডের প্রযুক্তি সমন্ধে জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। আমরা চাই দেশের বাজারে ব্র‍্যান্ডটিকে আরো বেশি জনপ্রিয় করে তুলতে।’ আয়োজন উপলক্ষে প্রতিষ্ঠানটিতে সপ্তাহজুড়ে চলছে চোখের চেকআপ একদম ফ্রি এবং যেকোনো অর্ডারে ২০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ছাড়।
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৪

শেখ হাসিনাকে জার্মান চ্যান্সেলরের অভিনন্দন
টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস। এক অভিনন্দন বার্তায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি ও সফলতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। এর আগে, টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক চিঠিতে জাতিসংঘের মহাসচিব বলেছেন, ফের বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আপনাকে শুভেচ্ছা। জাতিসংঘ বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গভীরভাবে মূল্যায়ন করে। এ ছাড়া ভারত, চীন, রাশিয়াসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরাও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানোর পাপাশাপাশি পারস্পরিক সম্পর্কোন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৯৯টি আসনের ফলাফলে ২২৩টিতে জয় পায় আওয়ামী লীগ। এ ছাড়া জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি একটি করে আসন পেয়েছে। আর ৬২টি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এরপর ৯ জানুয়ারি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। পরদিন ১০ জানুয়ারি শপথ নেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। একদিন পর ১১ জানুয়ারি শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এর মধ্য দিয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পঞ্চম মেয়াদে সরকারপ্রধানের দায়িত্ব নেন।
২৫ জানুয়ারি ২০২৪, ০০:০০

নির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় আমরা খুশি : জার্মান রাষ্ট্রদূত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটার বলেছেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আমরা খুশি। বিশ্বস্ত অংশীদার হিসেবে নতুন বছরে আমরা বাংলাদেশের পাশে থাকব।   মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। জার্মান রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে জার্মানির উন্নয়ন সহযোগিতা আগামী দিনে আরও বাড়বে বলে আমরা প্রত্যাশা করছি। এ সময় তিনি সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, শুভ নববর্ষ। অন্যদিকে নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, এখনই নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। এ বিষয়ে সপ্তাহখানেকের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিবৃতি ইস্যু করা হবে। এদিন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশ্বের সব দেশই প্রশংসা করেছে। তারা বলেছে, সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে। অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকসহ বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামালসহ বিশিষ্টজন ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এর আগে, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ২৯৮টি আসনের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ জয় পেয়েছে ২২২টি আসনে। এ ছাড়া স্বতন্ত্র ৬২টি এবং জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে।
০৯ জানুয়ারি ২০২৪, ২৩:৫৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়