• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতার মাহফিল
সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১ এপ্রিল) সাভার সিটি সেন্টারে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে সাভার পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল গণি উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন ,সাংবাদিকরা জাতির বিবেক। তাই তাদের প্রতিটি সংবাদ যেন দেশ ও জাতির কল্যাণে হয় সেভাবে বস্তুুনিষ্ঠ সংবাদ প্রচার করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. সেলিম মন্ডল, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), সাভার পৌর কাউন্সিল রমজান আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুর রহমান অভি, সাভার থানা যুবলীগের সিনিয়র সহসভাপতি মহসিন মন্ডল, আওয়ামী লীগ নেত্রী মিসেস মাহবুবা পারভীন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ কবিরসহ অনেকেই উপস্থিত ছিলেন।  
০১ এপ্রিল ২০২৪, ২৩:৩৮

নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোয়াখালী জার্নালিস্ট ফোরামের (এনজেএফ) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (৩০ মার্চ ) রাজধানীর বাংলামোটরে একটি অভিজাত রেস্তোরাঁয় এই ইফতার মাহফিল আয়োজন করা হয়। এনজেএফ-ঢাকার সভাপতি শাহাদৎ হোসেন নিজামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ফয়েজের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন- সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কানন আরা বেগম,খিলগাঁও জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন লিয়ন, নারায়ণগঞ্জ ফতুল্লার সহকারী ভূমি কমিশিনার শাহাদাৎ হোসেন, নোয়াখালী ক্লাব ঢাকা লিমিডেটের সাধারণ সম্পাদক, আবদুল হাই। উপস্থিত ছিলেন এনজেএফ সহ সভাপতি শফিক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক এসকে সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ মোঃ শহিদুল, ক্রীড়া সম্পাদক, ইসমাইল হোসেন টিটু, দপ্তর সম্পাদক, এফ আই মাসুদ,সংস্কৃতি সম্পাদক ইমরানু্ল আজিম ইমু, স্বাস্থ্য বিষয় সম্পাদক, সাদ্দাম হোসাইন, কার্যনির্বাহী সদস্য সাইফ আহমাদসহ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা আওয়ামী লীগ নেতা লুৎফুর হায়দার লেনিন, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ কমিটির সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা হিরণ, এজেআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন আহমেদ রিয়াদ, শহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মোশাররফ হোসেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এনজেএফের সুন্দর এ আয়োজনের প্রশংসা করে বলেন, এমন আয়োজন একে-অপরের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরি করবে। নোয়াখালীর মানুষ ও ঐতিহ্যকে তুলে ধরতে কাজ করবে এই ফোরাম। ইফতার পরবর্তী আড্ডায় বিশিষ্টজনরা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও নোয়াখালীর উন্নয়নে জাতীয় পর্যায়ে নেতৃত্বদানকারী রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের ভূমিকা পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এসময় এনজেএফকে সবসময় সহযোগিতার আশ্বাস দেন তারা। পাশাপাশি সংগঠনকে আরও গতিশীল করতে ফোরামের সদস্যদের প্রয়োজনীয় পরামর্শ দেন।
৩১ মার্চ ২০২৪, ১২:০২

এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিলের বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠন
আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ‘এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল’ এর বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে ‘দ্য এশিয়ান এইজে’র সম্পাদক সেলিম ওমরাও খান ও সাধারণ সম্পাদক পদে নিউজ ২১বিডি.নেট এর সম্পাদক একেএম শরিফুল ইসলাম খান নির্বাচিত হয়েছেন। রাজধানীর তেজগাঁওয়ে ‘দ্য এশিয়ান এইজে’র অফিসে গত ২৭ মার্চ আয়োজিত এক বিশেষ সভায় সংগঠনটির বাংলাদেশ চ্যাপ্টারের ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি মীর আব্দুল আলিম ও কামাল হোসেন, যুগ্ম সম্পাদক নূরে আলম খোকন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন চিস্তি, কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, দপ্তর সম্পাদক আবু নাঈম খান।  এ ছাড়া কমিটিতে সদস্য পদে রয়েছেন- শ্যামল কুমার সান্যাল, রাশেদুল হাসান বুলবুল এবং নাসির উদ্দিন বুলবুল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক নিম নিমচন্দ্র ভৌমিক। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন এম শোয়েব চৌধুরী, সৈয়দ হোসাইন সৈকত। সংগঠনটির মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে সাংবাদিকদের শক্ত অবস্থানের পাশাপাশি অবাধ তথ্য প্রবাহ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন আলোচকরা।
২৯ মার্চ ২০২৪, ১৭:৪০

আরটিজের নির্বাচনে সহসভাপতি হলেন আরটিভির আমির ফয়সাল  
উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহনা টিভির রাজশাহীর ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাছরাঙ্গা টিভির রিপোর্টার গোলাম রাব্বানী এবং সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরটিভির স্টাফ রিপোর্টার আমির ফয়সাল।  শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।  এবারের আরর্টিজের নির্বাচনে ৭টি পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আগামী দু বছরের জন্য নতুন এই কমিটি ভোটারদের মাধ্যমে নির্বাচিত হয়।
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২১

সাভার উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন
সাভার উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে এসএ টিভির প্রতিনিধি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সময়ের আলো ও এশিয়ান টিভির প্রতিনিধি দেওয়ান মো. ইমন। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন অ্যাসোসিয়েশনের কার্যালয়ে নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি আলমগীর হোসেন নিরব (বাংলা টিভি), যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ (গণকন্ঠ), সাংগঠনিক সম্পাদক জাহিন সিংহ (আলোকিত বাংলাদেশ), কোষাধ্যক্ষ সুজন হাসান (দৈনিক ফুলকি), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইমরান হাসান নিলয় (নয়া দিগন্ত)। এ ছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে কাজী সাইফ উদ্দিন (এশিয়া বানী), সুফিয়ান ফারাবী (আরটিভি) নির্বাচিত হয়েছেন। নির্বাচন উপলক্ষে দিনব্যাপী মুখরিত ছিল অ্যাসোসিয়েশন কার্যালয়। দুপুরে সংগঠনের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত সাংবাদিকদের জন্য ছিল বিশেষ মধ্যাহ্ন ভোজের আয়োজন। দুপুরের পর নির্বাচন শেষে বিকেলে ঘোষণা করা হয় নয় সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। পরে নির্বাচিত নতুন নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সাভার উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়