• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
সেনবাগ থানা জামে মসজিদ উদ্বোধন করলেন এমপি মোরশেদ আলম
নোয়াখালীর সেনবাগ থানা জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার (৭ মার্চ) থানা চত্বরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম। এই উপলক্ষে জুম্মার নামাজের পূর্বে সেনবাগ থানার সিনিয়র অফিসার এস আই তানভির আহম্মেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য মোরশেদ আলম।  সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে এ সময় বিশেষ অতিথি হিসেবে নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, সাউথ ইস্ট ব্যাংকের ইভিপি ও কোম্পানি সেক্রেটারি এ কে এম নাজমুল হায়দার, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা বক্তব্য রাখেন। নামাজ শেষে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে মসজিদটি উদ্বোধন করেন অতিথিরা  
০৯ মার্চ ২০২৪, ১৩:৩১

কর্মচন্দ্রপুর জামে মসজিদের উদ্বোধন করলেন হুইপ মাশরাফী 
নড়াইল সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের কর্মচন্দ্রপুর জামে মসজিদের উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা।  শুক্রবার (৮ মার্চ) বেলা তিনটায় নড়াইলের কর্মচন্দ্রপুর গ্রামের মেসার্স ইডেন প্রাইজের প্রোপাইটার সমাজসেবক রেজাউল আলমের সার্বিক তত্ত্বাবধানে এ মসজিদের উদ্বোধন করা হয়।  মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, পবিত্র রমজান মাসের আগে এ মসজিদের উদ্বোধন হওয়ায় মুসল্লিদের অনেক সুযোগ সুবিধা হবে, এজন্য আমি কৃতজ্ঞ।  রেজাউল আলমকে ধন্যবাদ জানিয়ে মাশরাফী আরও জানান, আমি আমার সাধ্যমত এলাকার মসজিদগুলো আরও ভালো করার কাজ করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।   এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মসউদ, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষে মো. শহিদুল ইসলাম, ওমায়ের উদ্দিন বিন হেলাল উদ্দিন, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের শিক্ষক তারেক আলম, বাসগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম ফকির ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
০৯ মার্চ ২০২৪, ০৩:৩৪

মাকে নিয়ে শুভর আবেগঘন স্ট্যাটাস
সদ্যই মাকে হারিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। বুধবার (২৪ জানুয়ারি) রাতে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার মা খাইরুন নাহার। মায়ের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন শুভ।    বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে পোস্ট দেন শুভ।   পাঠকদের সুবিধার জন্য শুভর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো—   ‘আমার মা আল্লাহর কাছে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  ২১ জানুয়ারি দুপুরে মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এরপর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে মা জীবনের শেষ যুদ্ধটা করেছে। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সেটা শেষ হয়েছে ২৪ জানুয়ারি রাত ১১টা ৫৫মিনিটে।  বাদ-ফজর ঢাকার কালোনী কেন্দ্রীয় জামে মসজিদ ও জামেউল উলুম মাদরাসা কমপ্লেক্সে জানাজা শেষে মাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।  এর আগেও আপনার সবাই আমার মায়ের জন্য দোয়া করেছেন এবারও আপনারা আমার মাকে দোয়ায় রাখবেন, ইনশাআল্লাহ। পোস্টটি করার সঙ্গে সঙ্গেই ৬৫ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছেন নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে শুভর কমেন্টসবক্সে।   গত আট বছর ধরে শুভর ঢাকার বাসায়ই থাকতেন তার মা খাইরুন নাহার। ২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়া নামক রোগে ভুগছিলেন তিনি। এ ছাড়াও বার্ধক্যজনিক আরও নানান সমস্যা ছিল। কাজের ফাঁকে মায়ের সেবা-ডাক্তার-ওষুধ নিয়েও ছোটাছুটির মধ্যে থাকতে হতো শুভকে।   
২৫ জানুয়ারি ২০২৪, ১০:৫৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়