• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
নাশকতার মামলায় বকশীগঞ্জ জামায়াত আমির গ্রেপ্তার
জামালপুরের বকশীগঞ্জে নাশকতার একটি মামলায় উপজেলা জামায়াতের আমির মাওলানা আদেল ইবনে আউয়াল ওরফে আরমানকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ৩টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃত জামায়াতের আমির মাওলানা আরমান বাট্টাজোড় কে আর আই কামিল মাদরাসার উপাধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, একটি নাশকতার মামলায় বাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজাড় গ্রামের মাওলানা আউয়াল হোসেনের ছেলে। মাওলানা আরমানের বিরুদ্ধে জামালপুরের আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাই সোমবার রাতে অভিযান চালিয়ে থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, জামায়াত নেতাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৪

বিক্ষোভের ডাক দিলো জামায়াত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী রোববার (২৮ জানুয়ারি) বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী।  বুধবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম এই কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে বলা হয়, বর্তমানে দেশে মহাসংকট চলছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি জনগণের মাঝে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছে। দরিদ্র জনগণ দিনে এক বেলাও পেট ভরে খেতে পারছে না। এর সঙ্গে গ্যাস-বিদ্যুৎ ও পানির সমস্যার কারণে জনগণের দুঃখ-কষ্টের সীমা ছাড়িয়ে গিয়েছে। সব সংকটের মূল কারণ ভোটারবিহীন ডামি নির্বাচন করে সরকারের ক্ষমতায় থাকা। তামাশার নির্বাচন বাতিল করে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া মহাসংকট থেকে দেশকে উদ্ধার করা সম্ভব নয়। বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও অবিলম্বে প্রহসনের ডামি নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে সারাদেশের সব মহানগরীতে আগামী ২৮ জানুয়ারি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছি।
২৪ জানুয়ারি ২০২৪, ১৯:০৪

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে দলের অবস্থান, নতুন নির্বাচন ও দলের পরবর্তী করণীয় ও কর্মসূচি সম্পর্কে দেশবাসীকে জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী। আরও পড়ুন : কর্মীসংখ্যা থেকেও কম ভোট পেয়েছেন বিএনএম মহাসচিব   জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে, সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বক্তব্য রাখবেন। ভার্চুয়াল সংবাদ সম্মেলনটি দলের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে দলটি।
০৮ জানুয়ারি ২০২৪, ১৭:২৪

ড. ইউনূসের পক্ষ নিয়ে যা বলল জামায়াত
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস সরকারের প্রতিহিংসার ও পরিকল্পিত মামলার শিকার হয়েছেন বলে মনে করছে জামায়াতে ইসলামী। তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে দলটি। মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন। তার বিরুদ্ধে সরকার পরিকল্পিতভাবে মামলা করে। সরকারের প্রধান ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা বিভিন্ন সময়ে যে বক্তব্য দিয়েছেন- বিশেষ করে প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধনকালে ড. মুহাম্মদ ইউনূসকে ঠুস করে পানিতে ফেলে দেওয়ার যে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন, তাতে প্রতীয়মান হয় তিনি সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন।  তিনি আরও বলেন, বাংলাদেশের আদালতগুলোতে গত কয়েক মাস যাবত রাজনৈতিক নেতাদের দোষী সাব্যস্ত করে রায় প্রদান করা হচ্ছে। আদালতের ফরমায়েশি রায়ে দেশবাসীর মনে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে। ড. ইউনূসও তার ব্যতিক্রম নন। তিনি আন্তর্জাতিক অঙ্গনে একজন সমাদৃত ব্যক্তি। তাই আমরা অবিলম্বে তার হয়রানি বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। জামায়াতের ভারপ্রাপ্ত আমীর বলেন, সরকার দেশের জনপ্রিয় ব্যক্তিদেরকে ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে দেশকে নেতৃত্বশূন্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই পরিকল্পনার অংশ হিসেবেই জামায়াত আমীর মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল জনাব আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়। এ ছাড়াও জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে জেলে রাখা ও চিকিৎসায় অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে।
০২ জানুয়ারি ২০২৪, ২১:১৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়