• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
জামালপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
জামালপুরের দেওয়ানগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ এপ্রিল) উপজেলার পাররামরামপুর-পাথরের চর সড়কের মাঠের ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইফতারের আগে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মো. দেলোয়ার হোসেন (১৭) নামের একজন মারা যান। গুরুতর আহত মো. জীবন মিয়াকে (২২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত নয়টার দিকে মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল। তিনি বলেন,দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সদস্যরা। মোটরসাইকেল দুটি তদন্ত কেন্দ্রে আনা হয়েছে।
১০ এপ্রিল ২০২৪, ০৬:৩৯

জামালপুরে ট্রাকচাপায় সাবেক সেনাসদস্যের মৃত্যু
জামালপুরের মেলান্দহ উপজেলায় বালুবোঝাই ট্রাকচাপায় এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন। তার নাম জাহাঙ্গীর আলম হালিম (৬২)। সোমবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার হাজরাবাড়ী পৌর এলাকার স্থানীয় বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম হাজরাবাড়ী পৌর এলাকার চর আদিয়ারপাড়া গ্রামের মৃত শরীফ উদ্দিন মণ্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারগঞ্জ উপজেলা থেকে জামালপুর শহরের দিকে যাচ্ছিল একটি বালুবোঝাই ট্রাক। হাজরাবাড়ী বাজারে ট্রাকটি পৌঁছালে একটি অটোরিকশা ট্রাকটিকে অতিক্রম করতে গেলে ধাক্কা লাগে। এতে অটোরিকশা থেকে পড়ে গিয়ে ট্রাকচাপায় ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ওসি মো. রাজু আহাম্মদ। তিনি বলেন, ট্রাকচাপায় এক সাবেক সেনাসদস্য নিহত হয়েছেন। ট্রাকটিকে আটক করা হয়েছে। পরিবারের অভিযোগ থাকলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৫ মার্চ ২০২৪, ১৯:১৪

জামালপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
জামালপুরের দেওয়ানগঞ্জে বালতির পানিতে ডুবে ৭ মাস বয়সী রিয়া নামের এক শিশু মারা গেছে। রোববার (২৪ মার্চ) উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর ভাতখাওয়া গ্রামে এ ঘটনা ঘটে।  রিয়া ওই এলাকার নুসু মিয়ার সন্তান। এ ঘটনায় ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বিকেলে শিশুটি তার দাদা বানেজ উদ্দিনের সঙ্গে খাটে ঘুমাচ্ছিলেন। এ সময় বানেজ উদ্দিন জ্বরে কাতরাচ্ছিলেন। দুপুরে তার মাথায় পানি দেওয়ার পর বালতি খাটের নিচে রাখা ছিল। বিকেলে সকলের অগোচরে ঘুমন্ত অবস্থায় শিশুটি উল্টে বালতির পানিতে পড়ে মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস।  তিনি বলেন, শিশু মৃত্যুর ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জেনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
২৫ মার্চ ২০২৪, ০২:২৪

জামালপুরে ট্রেনে কাটা পড়ে ২ স্কুলছাত্রের মৃত্যু
জামালপুরের মেলান্দহ স্টেশনে দুই স্কুলছাত্রের ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার দুরমুট রেলওয়ে এলাকায় এ ঘটনা ঘটে। রেললাইনে বসে গেম খেলার সময় কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার উপপরিদর্শক এনামুল ইসলাম। তিনি জানান, রেললাইনে বসে গেম খেলার সময় কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয় তাদের। তবে ধারণা করা হচ্ছে, রেললাইনে বসে হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলার কারণে তারা ট্রেন আসার শব্দ শুনতে পারেনি। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
২২ জানুয়ারি ২০২৪, ১৫:২৮

জামালপুরে সেই মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
জামালপুরের সদর উপজেলার কোজগড়ে জামালপুর-টাঙ্গাইল মহসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া একটি মর্টার শেল বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী।  মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। জানা যায়, ঘাটাইলের ১৯ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিট মঙ্গলবার বেলা ১১টার দিকে নিরাপদ স্থানে শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। এ সময় এক কিলোমিটার এলাকাজুড়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।  ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল কাদেরের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। বোমাটি নিষ্ক্রিয় করতে কাজ করেন ক্যাপ্টেন মোহতাসিম।  এ বিষয়ে জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেনাজ ফেরদৌস বলেন, এটি ট্যাঙ্ক ধংসকারী একটি মর্টার শেল। ১৯৭১ সালে ব্যবহৃত হয়েছিল। তবে এই শেলটি কীভাবে এখানে এলো তা তদন্ত করে জানানো যাবে।  সোমবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কোজগড় এলাকার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে পরিত্যক্ত জায়গায় এ মর্টার শেলটি দেখতে পান স্থানীয়রা। 
০৯ জানুয়ারি ২০২৪, ১৩:৪৪

জামালপুরে রাস্তার পাশে মর্টার শেলের সন্ধান
জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের কোজগড় এলাকায় মর্টার শেলের সন্ধান পাওয়া গেছে।  সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় মর্টার শেলটি রাস্তার পাশে একটি পরিত্যক্ত জায়গায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। বর্তমানে জায়গায়টি ঘিরে রেখেছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।  খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস জানান, কোজগড় ছোট জংলার মতো জায়গায় মর্টার শেলটি পাওয়া গেছে। একটি প্রসেসিংয়ের মাধ্যমে এটি ডিসপোজাল করা হবে। ইতোমধ্যে ঘাটাইল ক্যান্টনমেন্টে যোগাযোগ করা হয়েছে। বোম ডিসপোজাল টিম মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছাবে। স্থানীয়দের ঘটনাস্থল থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
০৮ জানুয়ারি ২০২৪, ২৩:৫৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়