• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
সাকিবকে ছাড়াই প্রাইম ব্যাংককে উড়িয়ে দিলো শেখ জামাল
চলমান ডিপিএলে সাকিব-তামিম দ্বৈরত দেখার অপেক্ষায় ছিল অনেকেই। তাবে প্রাইম ব্যাংকের হয়ে তামিম মাঠে থাকলেও ওমরাহ পালন করতে যাওয়ায় মাঠে নামা হয়নি সাকিবের। দলের সেরা তারকাকে ছাড়ায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৭৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে শেখ জামাল। শনিবার (৬ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে তামিমদের ২৯৩ রানের লক্ষ্য দেয় সোহানের দল। জবাবে দিতে নেমে ২১৯ রানেই গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। ৯ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে শেখ জামাল। এক ম্যাচ কম জিতে প্রাইম ব্যাংক আছে চারে।   টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯১ রানের উদ্বোধনী জুটি পায় শেখ জামাল। ৫৫ বলে ৪৩ রান করা সৈকত আলীকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রুবেল হোসেন। এরপর ৯৩ রানের জুটি গড়েন ফজলে মাহমুদ রাব্বি ও সাইফ হাসান। ৬০ বলে ৪২ রান করে রান আউট হন ফজলে মাহমুদ রাব্বি।   তবে হাফ সেঞ্চুরি পেরিয়েও ছুটতে থাকেন সাইফ হাসান। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের নবম সেঞ্চুরি পান তিনি। শেষ অবধি ১১৫ রান করে হাসান মাহমুদের বলে হিট উইকেট হয়ে সাজঘরে ফেরেন সাইফ। শেষ দিকে ইয়াসির আলি ২২ বলে ২৭ ও জিয়াউর রহমানের ৩২ বলে ৩৯ রানে ভর করে ২৯২ রানের বড় পুঁজি পায় শেখ জামাল। রান তাড়ায় নেমে দুই দফা জীবন পান তামিম ইকবাল। তার ক্যাচ ছাড়েন শেখ জামালের ফিল্ডাররা। শেষ অবধি ৭০ বলে ৬৯ রান করে তিনিই দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৪৮ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান আসে মোহাম্মদ মিঠুনের ব্যাটে।  সব উইকেটে হারিয়ে ২১৯ রান তুলতে পারে কোচ সালাউদ্দিনের শিষ্যরা। ১০ ওভারে ৫৩ রান দিয়ে চার উইকেট নেন শেখ জামালের টিপু সুলতান।  
০৬ এপ্রিল ২০২৪, ১৯:৫৬

জাতীয় দলে ফিরেই সাকিবের ফিফটি
বিশ্বকাপের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে প্রায় চার মাস পর দেশের জার্সিতে মাঠে নামবেন তিনি।  ম্যাচে নামার আগে ঘরোয়া ক্রিকেটে (ডিপিএলে) নিজেকে ঝালিয়ে নিয়েছেন দেশসেরা এই ক্রিকেটার। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলছেন তিনি। শুরু দিকে ম্যাচ না খেললেও জাতীয় দলের জন্য নিজেকে ফিট করতে ডিপিএলকে বেঁছে নেন সাকিব। এরপর চট্টগ্রাম টেস্টের দলে জায়গা করে নেন। দল ঘোষণার পর দিনই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৬৫ বলে ৫৩ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। বুধবার (২৭ মার্চ) গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে  প্রথম উইকেট পতনের পরই ব্যাট হাতে ক্রিজে আসেন সাকিব। শুরু থেকেই বেশ দেখেশুনে এগোতে থাকেন। সময়ের সাথে সাথে নিজের ব্যাটকে আরও শানিত করেন। একসময় তুলে নেন চলতি ডিপিএলে নিজের প্রথম অর্ধশতক।  এরপর আর ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি তারকা এই ক্রিকেটার। ব্যক্তিগত ৫৩ রানে থাকা অবস্থায় গাফফারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব। নির্ধারিত ওভারে ২৩৩ রান সংগ্রহ করে তার দল শেখ জামাল। আগের ম্যাচে টাইগার অলরাউন্ডারের ব্যাট থেকে এসেছিল ৩৪ রান। সব ঠিক থাকলে আগামীকাল চট্টগ্রামে দলে সঙ্গে অনুশীলন করবেন সাকিব। প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর এই টেস্টে ঘুরে দাঁড়াতে চাই টাইগাররা।
২৭ মার্চ ২০২৪, ১৫:১৭

সাকিবের মাঠে ফেরার দিনে সিটি ক্লাবকে হারালো শেখ জামাল
বিপিএলের পর লঙ্কান সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। এরপর ডিপিএল দিয়ে মাঠে ফিরেছেন এই টাইগার অলরাউন্ডার। সাকিবের মাঠে ফেরার দিনে সিটি ক্লাবের বিপক্ষে ৪০ রানের জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।   বুধবার (২০ মার্চ) আগে ব্যাট করতে নেমে ১৪ বলে করেছেন মাত্র ১৯ রান। তবে বোলিংয়ে আলো ছড়িয়েছেন, নিয়েছেন তিনটি উইকেট। এতে ৪০ রানের জয় পায় শেখ জামাল। আগের রাতের বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। এ জন্য খেলা নির্ধারিত সময়ে শুরু হয়নি। ম্যাচের দৈর্ঘ্য কমে হয়েছে ৩৪ ওভারে। বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাটিং করে শেখ জামাল ৭৯ রানে প্রথম চার উইকেট হারায়।  পঞ্চম উইকেটে নুরুল হাসান সোহান ও ইয়াসির মিলে গড়ে ১৩৮ রানে জুটি। ৫৭ বলে ৬ চার ও ৪ ছক্কায় ইনিংস সেরা ৭৮ রানে আউট হন ইয়াসির। তবে সোহান ৬০ বলে ৮ চার ও ১ ছক্কায় ৭২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। সব মিলিয়ে নির্ধারিত ৩৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান তোলে শেখ জামাল। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রিপন মন্ডল ও সাকিবের দাপুটে বোলিংয়ে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রানে থামে সিটি ক্লাবের ইনিংস। ৩০ রানের কোটা পেরিয়েছেন শুধু শাহরিয়ার কমল ও সাদিকুর রহমান। কমল সর্বোচ্চ ৩৮ রান করেন ৪ চার ও ১ ছক্কায়। সাদিকুরের ৩৬ বলে ৩৫ রানের ইনিংসে ছিল ৫ চারের মার। এ ছাড়া আশিক উল আলম ২৫ ও ইরফান হোসেন ২৪ রান করেন। সাকিবের ৩ উইকেটের সঙ্গে সমান সংখ্যক উইকেট পেয়েছেন পেসার রিপন মন্ডল। এ ছাড়াও ২ উইকেট শিকার করেন শফিকুল ইসলাম।  
২০ মার্চ ২০২৪, ২০:৩৭

এবার ভাগ্নির বিয়েতে ভাইরাল হওয়া ‘জামাল কুদু’ গানে নাচলেন ববি
বলিউড অভিনেতা ববি দেওল, মাঝে লাইমলাইট থেকে দূরে ছিলেন। তার অভিনীত সিনেমা বক্স অফিসে সাফল্য পাচ্ছিল না। তবে গত বছর ‘অ্যানিমেল’ সিনেমার মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। সিনেমাটির ‘জামাল কুদু’ গানে মদের গ্লাস মাথায় নিয়ে নেচে মুগ্ধতা ছড়ান ববি দেওল। এবার ভাগ্নি নিকিতা চৌধুরীর বিয়েতে গ্লাস মাথায় নিয়ে নেচে ফের আলোচনায় ববি দেওল। যার ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এতে দেখা যায়, মঞ্চে দাঁড়ানো বর-কনেসহ অনেকে। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘জামাল কুদু’ গান। এ গানের তালে নাচছেন ববি দেওল। মাথায় গ্লাস নিয়েই ভাইরাল স্টেপে পা মেলালেন পরিবারের অন্য সদস্যরা। তবে ববিকে এই মামলায় টেক্কা দেওয়া অসম্ভব! হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ববির বোন অজিতা দেওলের মেয়ে নিকিতা চৌধুরী। উদয়পুরে বসেছে তার রাজকীয় বিয়ের আসর। ভাগ্নির প্রাক-বিয়ের অনুষ্ঠানে জমিয়ে নাচেন মামা ববি দেওল। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের বিখ্যাত কবি বিজন সমাদ্দারের লেখা কবিতাকে গানে রূপান্তর করা হয়। এর সংগীতায়োজন করেছিলেন ইরানের খাতারেহ গ্রুপ। ১৯৫০ সালে প্রথম সমবেতভাবে গানটি কণ্ঠে তুলেন খারাজেমি গার্লস হাই স্কুলের গায়করা। গানটি মুক্তির পর বিয়ের গান হিসেবে দারুণ জনপ্রিয়তা লাভ করে। ‘অ্যানিমেল’ সিনেমার জন্য ইরানের এই গান নতুন করে তৈরি করেন ভারতের হর্ষবর্ধন রামেশ্বর। প্রসঙ্গত,  ‘জামাল কুদু’ গানের অর্থ ব্যাখ্যা করে এ প্রতিবেদনে জানানো হয়েছে, এ গানের মুখ হলো— ‘জামাল জামালেক জামালু জামাল কুদু’। এর বাংলা অর্থ দাঁড়ায়, ‘ওহ, আমার ভালোবাসা, আমার প্রিয়, আমার মিষ্টি ভালোবাসা।’ পরের অন্তরার অর্থ দাঁড়ায়, ‘ওহ, আমার প্রিয়, আমার হৃদয় নিয়ে খেলো না/ আমাকে ছেড়ে নতুন জীবন শুরু করেছো/ আমি মজনুর মতো পাগল হয়ে যাচ্ছি।’
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়