• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ঈদের পর আন্দোলনে যাবে জাপা
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে বাধ্য করতে প্রয়োজনে ঈদের পর আন্দোলন করার কথা জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তাতে সায় দিয়ে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, এগুলো (দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ) করার জন্য আমাদের দায়িত্ব সরকারকে বাধ্য করা। জনগণের পাশে দাঁড়াতে না পারলে, জনগণের কোনো সমর্থন পাওয়া যাবে না। রোববার (১৭ মার্চ) সন্ধ্যায় মিরপুর ১২ নম্বরে জাতীয় পার্টি ঢাকা উত্তরের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন জাপা নেতারা। চুন্নু বলেন, সিন্ডিকেট ব্যবসায়ীরা সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জিনিসপত্রের দাম আরও বাড়িয়ে দিয়েছে। সরকারের উদ্দেশে তিনি বলেন, সাধারণ মানুষ রমজানে যাতে দিনানিপাত করতে পারে সেই ব্যবস্থা করে দেন। তিনি বলেন, আপনাদের প্রতারণামূলক কথা মানুষ আর বিশ্বাস করে না। সরকার যদি নিত্যপ্রয়োজনীয় পণ্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে না আনতে পারে, তাহলে চেয়ারম্যানকে বলবো ঈদের পরে মানুষের পক্ষে আন্দোলন করা প্রয়োজন। মানুষের পাশে দাঁড়িয়ে এসবের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে সরকারকে বাধ্য করা উচিত, যাতে সরকার জিনিসপত্রের দাম কমায়। জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, সরকারের অনেক ধরনের আশ্বাস আমরা শুনেছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা নিয়ে অনেক বড় বড় কথা শুনেছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেই, সাধারণ মানুষের নামে দলীয় কিছু নেতাকর্মীকে সুযোগসুবিধা দেওয়া হচ্ছে। গুটিকয়েক মানুষকে সুযোগসুবিধা দেওয়া হচ্ছে। সামাজিক ন্যায়বিচার বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। জনগণের ভালো দেখা আমাদের দায়িত্ব। তিনি বলেন, আমাদের দায়িত্ব সরকারকে বাধ্য করা এগুলো করার জন্য। প্রস্তুতি নিতে হবে, জনগণের পাশে দাঁড়াতে না পারলে জনগণের কোনো সমর্থন পাওয়া যাবে না। সংগঠন করতে হলে জনসমর্থন দরকার। জনসমর্থনের জন্য সেই রাজনীতি দরকার যেটা জনগণ চায়। সেই রাজনীতি করার প্রস্তুতি নিতে হবে। জিএম কাদের আরও বলেন, সরকারের কাজকর্ম ও খরচাখরচ দেখে মনে হয় না দেশের মানুষ কষ্টে আছে। ধুমধাম চলছে সবখানে। সরকারি কর্মকাণ্ডে চাকচিক্য চলছে। সাধারণ মানুষকে কষ্ট দিয়ে, সাধারণ মানুষের টাকায় এগুলো করা হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই।  
১৭ মার্চ ২০২৪, ২০:৫২

সেন্টুর পদত্যাগপত্র গ্রহণ করেননি জাপা চেয়ারম্যান
অসুস্থতার কারণ উল্লেখ করে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে শফিকুল ইসলাম সেন্টুর পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেননি পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদ।   মঙ্গলবার (১২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সোমবার রাতে রাজধানীর গুলশানে জাপা চেয়ারম্যানের বাসভবনে পার্টির শীর্ষ নেতাদের এক জরুরি বৈঠকে সেন্টুর পদত্যাগপত্রটি গ্রহণ না করে তাকে দলীয় কর্মকাণ্ডে মনোনিবেশের আহ্বান জানানো হয়।   বৈঠক শেষে শফিকুল ইসলাম সেন্টুকে দেওয়া এক পত্রে পার্টির নবনির্বাচিত মহাসচিব কাজী মামুনূর রশিদ বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে আলোচনাক্রমে জরুরি ভিত্তিতে শীর্ষ নেতাদের বৈঠকের পরামর্শ ও সিদ্ধান্ত অনুযায়ী আপনার (শফিকুল ইসলাম সেন্টু) দেওয়া পদত্যাগপত্রটি গৃহীত হয়নি। আপনাকে কো-চেয়ারম্যান পদে বহাল থেকে পার্টির সকল কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ করা যাচ্ছে।   মহাসচিবের চিঠিতে আরও বলা হয়, পার্টির প্রতি আপনার নিবেদিত ত্যাগ চেয়ারম্যানসহ দলের শীর্ষ নেতারা কৃতজ্ঞতার সঙ্গে সব সময় স্মরণে রাখবেন। আপনার (শফিকুল ইসলাম সেন্টু) ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে নেতাকর্মীদের আস্থা, বিশ্বাস ও সম্মানের মূল্যায়ন করবেন।   এর আগে সোমবার সন্ধ্যায় অসুস্থতার কারণ উল্লেখ করে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন শফিকুল ইসলাম সেন্টু।
১২ মার্চ ২০২৪, ১১:১১

দ্বাদশ সংসদকে সম্পূর্ণভাবে সুন্দর বলা যাবে না : জি এম কাদের
দ্বাদশ জাতীয় সংসদকে সম্পূর্ণভাবে সুন্দর বলা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জি এম কাদের। তিনি বলেন, এই সংসদ জাতিকে কতটুকু প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে তা আশঙ্কার বিষয়। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ধন্যবাদ জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। জাপা চেয়ারম্যান বলেন, এবার সংসদে শতকরা ৭৫ শতাংশই সরকারদলীয় সদস্য। আর স্বতন্ত্র ২১ শতাংশ। তারাও প্রায় সরকারদলীয়। ৩-৪ শতাংশ শুধু বিরোধীদলীয় সদস্য। তাই সংখ্যার বিচারে দ্বাদশ সংসদে ভারসাম্য রক্ষা হয়নি। এই সংসদ কখনো নিখুঁতভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে না। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য ছিল সরকারি ও বিরোধীদল দুই পক্ষই সংখ্যায় কাছাকাছি থাকবে। তাহলে তাদের মধ্যে সমানে সমানে লড়াই হবে, নিজেদের মতামতকে প্রাধান্য দিয়ে তর্ক-বিতর্ক, ঝগড়াঝাঁটি হবে। সংসদে জনগণের পক্ষে সিদ্ধান্ত হবে। এটাই ছিল সংসদ তৈরি করার উদ্দেশ্য। যেহেতু সেটি হয়নি, তাই এটাকে সম্পূর্ণভাবে সুন্দর বলা যাবে না। এ সময় জি এম কাদের ১৯৯৬ সাল থেকে সংসদ সদস্য হিসেবে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিরপেক্ষ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন। আগের কয়েকজন স্পিকারের কথা তুলে ধরে তিনি বলেন, তারা দলীয় আনুগত্যে স্পিকার হলেও বাহ্যিকভাবে চেষ্টা করতেন নিরপেক্ষভাবে উপস্থাপন করার। আশা করছি আপনি নিরপেক্ষতা বজায় রাখবেন। বিরোধীদের মতামতকে সংসদে তোলার সুযোগ দেবেন। সংসদের ভারসাম্যের ত্রুটি কমানোর চেষ্টা আমরা অব্যাহত রাখব।
৩০ জানুয়ারি ২০২৪, ১৯:২৯

জাপা চেয়ারম্যানের উপদেষ্টার পদত্যাগ
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা ও সাবেক স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দিন পদত্যাগ করেছেন। রোববার (১৪ জানুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। নিয়াজ উদ্দিন নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। পদত্যাগপত্রে তিনি বলেন, সালাম নিবেন। আমি জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও গাজীপুর মহানগর কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। পারিবারিক ও ব্যক্তিগত কারণে দায়িত্ব পালন ও রাজনীতি করতে এ মুহূর্তে সক্ষম নই। এমতাবস্থায় আমি চেয়ারম্যান মহোদয়ের উপদেষ্টা ও গাজীপুর মহানগরের সভাপতিসহ সব দলীয় পদ থেকে পদত্যাগ করলাম। উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ ও গাজীপুর-৫ আসনে থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও নির্বাচনের কয়েকদিন আগে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। এর আগে গাজীপুর সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারান তিনি।
১৪ জানুয়ারি ২০২৪, ১৯:১৪

স্বতন্ত্র জোটের শঙ্কা, তবুও আশায় জাপা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। কিন্তু সংসদের প্রধান বিরোধী দল কারা হবে, সেট এখনও নিশ্চিত নয়। একদিকে ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য, অন্যদিকে জাতীয় পার্টির মাত্র ১১ জন এমপি। ফলে স্বতন্ত্ররা এক জোট হলে কপাল পুড়তে পারে জাপার। তবে আশা ছাড়ছে না দলটি। সংসদের প্রধান বিরোধী দল হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। আরও পড়ুন : এমপি হয়েই নতুন চলচ্চিত্রে ফেরদৌস   গত ৭ জানুয়ারির নির্বাচনে ২৯৮টি আসনের বেসরকারি ফলাফলে ২২২টি আসন পেয়েছে আওয়ামী লীগ। এরপর সবচেয়ে বেশি আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। আর একাদশ সংসদে প্রধান বিরোধী দল থাকা জাতীয় পার্টি (জাপা) জয় পেয়েছে মাত্র ১১টি আসনে। এমন ভরাডুবির পরও দলটির আশা দ্বিতীয়বারের মতো তাদেরই বিরোধী দলের আসনে বসাবে সরকার। জাতীয় পার্টির নবনির্বাচিত এক এমপি নাম প্রকাশ না করার শর্তে বলেন, জি এম কাদেরকে বিরোধী দলের নেতা এবং জাপাকে সংসদের প্রধান বিরোধী দল করার আশ্বাসে বিএনপিহীন নির্বাচনে অংশ নিয়েছিল দলটি। এতে বন্ধুপ্রতিম একটি দেশের সম্পৃক্ততা রয়েছে। এ কারণে জি এম কাদের বিরোধী দলের নেতা হবেন।  এদিকে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলছেন, স্বতন্ত্ররা সংখ্যায় বেশি হলেও তারা তো কোনো রাজনৈতিক দল নয়। যেহেতু জাতীয় পার্টি রাজনৈতিক দল, তাই আমরাই বিরোধী দল হবো। আরও পড়ুন : কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলেন অঙ্কিতা   অন্যদিকে আওয়ামী লীগের পদে থাকা স্বতন্ত্র এমপিরা জোট করে বিরোধী দল হতে পারে বলে শপথের দিন আভাস দিয়েছিলেন কয়েকজন। টানা তৃতীয়বারের মতো ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়ী মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছিলেন, ‘এখনও বিরোধী দল গঠন হয়নি। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব। আমরা জোট অবশ্যই করব।’ চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের স্বতন্ত্র এমপি আবদুচ ছালাম বলেন, ‘শেখ হাসিনা সিদ্ধান্ত দিলে স্বতন্ত্র জোটে যাব। দলের সিদ্ধান্তের বাইরে নই।’ একই কথা বলেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র এমপি এম এ মোতালেব। এদিকে সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, স্বতন্ত্ররা যদি জোট করে স্পিকারের কাছে বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনের জন্য আবেদন করেন এবং তিনি সেটি গ্রহণ করেন, তাহলে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হতে পারবে না। এক্ষেত্রে ৬২টি জন স্বতন্ত্র সদস্য ওই জোটে না থাকলেও কোনো সমস্যা নেই। জাতীয় পার্টি থেকে নির্বাচিত সদস্যদের চেয়ে জোটের সদস্য বেশি হলে তারাই হবে বিরোধী দল। এখন নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীরা জোট করেন কিনা, সেটি দেখার বিষয়। আরও পড়ুন : তীব্র শীতে বিপর্যস্ত পঞ্চগড়   এ বিষয়ে জানতে চাইলে সাবেক চিফ হুইপ আব্দুস শহীদ বলেন, সংবিধানে বিরোধী দল গঠনের বিষয়ে কিছু বলা নেই। এবার স্বতন্ত্র সদস্য নির্বাচিত হয়েছেন ৬২ জন। তারা যদি গ্রুপ বা জোট করে আসে, স্পিকারের কাছে যদি আবেদন করেন, তবে ওই জোট বা গ্রুপই বিরোধী দল হবে, এতে কোনো বাধা নেই। এর আগে, ২০১৪ সালের নির্বাচনে বিজয়ী ১৬ জন স্বতন্ত্র প্রার্থী মিলে হাজী সেলিমের নেতৃত্বে একটি জোট তৈরি করেছিলেন। সেই জোটকে আনুপাতিক হারে তিনজন সংরক্ষিত নারী সদস্যের কোটাও দেওয়া হয়েছিল। সাড়ে তিন বছর পরে অবশ্য সেই জোটের নেতা হাজী সেলিমসহ বেশিরভাগ সদস্য আওয়ামী লীগে ফিরে যান। এ ছাড়া ১৯৮৮ সালের নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে ২৫১টি আসনে জয় পেয়েছিল। অন্যদিকে জাসদের নেতৃত্বে কম্বাইন্ড অপজিশন পার্টি পেয়েছিল ১৯টি আসন। আর স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছিল ২৫টি আসন। এ ছাড়া জাসদ তিনটি এবং ফ্রিডম পার্টি দুটি আসন পায়। সেসময় ফ্রিডম পার্টি ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সমর্থন নিয়ে আ স ম আব্দুর রব সংসদের বিরোধীদলীয় নেতা নির্বাচিত হয়েছিলেন।
১৪ জানুয়ারি ২০২৪, ১২:৪১

হেভিওয়েট ২ নেতাকে জাপা থেকে অব্যাহতি
হেভিওয়েট দুই নেতাকে জাতীয় পার্টি (জাপা) থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) জাপার যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাজী ফিরোজ রশীদ ও সুনীল শুভ রায়কে তাদেরকে নিজ নিজ পদসহ দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফিরোজ রশীদ সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবং সুনীল শুভ রায় দলটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। জাপা সূত্র জানায়, জাপার চেয়ারম্যান এবং মহাসচিবের পদত্যাগ চেয়ে বুধবার দলটির বনানী কার্যালয়ে বিক্ষোভ করেন পার্টির নেতাকর্মীরা। দলের ভেতর স্বেচ্ছাচারিতা, মনোনয়ন বাণিজ্য এবং স্বজনপ্রীতির অভিযোগে জি এম কাদের এবং মুজিবুল হক চুন্নুর অপসারণ দাবি করেন তারা। এসব ঘটনায় কাজী ফিরোজ রশীদ ও সুনীল শুভ রায়কে দায়ী করে তাদের সকল পদ-পদবি থেকে শুক্রবার অব্যাহতি দেওয়া হয়েছে।
১২ জানুয়ারি ২০২৪, ১৮:৪১

জাল ভোটের অভিযোগ এনে ভোট বর্জন জাপা প্রার্থীর
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. এনায়েত হোসেন ভোট বর্জন করেছেন। রোববার (৭ জানুয়ারি) এই আসনের বিভিন্ন কেন্দ্রে নৌকার সমর্থকদের বিরুদ্ধে জাল ভোট দেওয়ার অভিযোগ এনেছেন তিনি। এনায়েত হোসেন অভিযোগ করে বলেন, ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও তারাকান্দা ১০টি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে নৌকা সমর্থকরা জাল ভোট দিয়েছেন। এ ছাড়া ফুলপুর ও তারাকান্দার প্রায় সব কেন্দ্র থেকে লাঙ্গল প্রতীকের এজেন্ট বের করে দেওয়া হয়।  এ বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তাকে অবগত করলেও কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ লাঙ্গলের এজেন্টদের।  লাঙ্গল প্রতীকের প্রার্থী জানান, সার্বিক বিষয় ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলেও কোনো সহযোগিতা পাওয়া যায়নি। এ ছাড়া তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করা হলেও ফোন রিসিভ করেননি তিনি।
০৭ জানুয়ারি ২০২৪, ১৪:৫৪

ট্রাকের ধাক্কায় জাপা প্রার্থী আহত
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস বাসট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নুরুল ইসলাম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি বগুড়া-৩ আসনের সংসদ সদস্য। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন সরকার গণমাধ্যমকে জানান, উপজেলার আক্কেলপুর সড়কের নিজ বাসভবন থেকে নুরুল ইসলাম আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নে যাচ্ছিলেন। পথে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় বগুড়াগামী একটি মালবাহী ট্রাক তার ব্যবহৃত প্রাইভেটকারে ধাক্কা দেয়। এসময় কিছুটা আঘাত পান ও অসুস্থবোধ করেন নুরুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ওসি আরও বলেন, ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
০৬ জানুয়ারি ২০২৪, ০৮:৩৮

গাইবান্ধা- ৫ (সাঘাটা-ফুলছড়ি) আসন / নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার প্রার্থী আতা
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের জাতীয় পার্টির প্রার্থী আতাউর রহমান সরকার আতা ভোটের চার দিন আগে জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাঘাটা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক। বুধবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। এ সময় জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। আতাউর রহমান সরকার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ‘নির্বাচনী ক্যাম্প আগুনে পোড়ানো, কর্মীদের মোটরসাইকেল ভাঙচুর, প্রশাসনের অসহযোগিতা, কর্মীদের মারধর এবং হুমকিসহ সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। এ অস্থিতিশীল পরিবেশে নির্বাচন করা সম্ভব হচ্ছে না, যার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’ এ আসন থেকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাহমুদ হাসান রিপন ও স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলীসহ মোট ৫ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।  
০৩ জানুয়ারি ২০২৪, ২৩:১৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়