• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo
ছদ্মবেশে থাকা ৮৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ছদ্মবেশে থাকা ৮৪ বছরের সাজাপ্রাপ্ত মো. জসিম (৩০) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার (৩ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। মো. জসিম (৩০) হাতিয়ার মাইজছড়া ইউনিয়নের মৃত হাশেম ভান্ডারির ছেলে।  বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছদ্মবেশে থাকা গ্রেপ্তারকৃত আসামি জসিম পেশায় একজন জলদস্যু ও অস্ত্রধারী সন্ত্রাসী। নোয়াখালীর হাতিয়া, চট্টগ্রামের সন্দ্বীপ এবং ভোলা জেলার মনপুরায় জেলেদের অস্ত্রধারী বাহিনী দ্বারা অপহরণ করতেন। মুক্তিপণ না দিলে নির্যাতন করে মেরে ফেলতেন। জসিম জলদস্যু বাহিনীর ভয়ে কেউ মুখ খুলতে সাহস করতো না। এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন তিনি। র‍্যাবের গোয়েন্দা চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবলী এলাকায় একাধিক স্থানে অভিযান চালিয়ে জসিমকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ৮৪ বছরের সাজা ও থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
০৩ মার্চ ২০২৪, ১৭:১৭

শিক্ষাব্যবস্থার পরিবর্তন প্রয়োজন : জসিম উদ্দিন
বাংলাদেশের শিক্ষাব্যবস্থা পরিবর্তন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালীর সোনাইমুড়ীতে কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বর্ষপূর্তি উপলক্ষে নীলা জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।  জসিম উদ্দিন বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা পরিবর্তন করা প্রয়োজন। কারিগরি শিক্ষার উপর গুরুত্বারোপ করতে হবে। আমি শিক্ষাব্যবস্থায় ইন্ডাস্ট্রিজ সম্পর্কে আধুনিক জ্ঞান বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছি।  এ সময় তিনি নোয়াখালী-২ আসনে আলহাজ্ব মোরশেদ আলমকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করায় জনগণকে ধন্যবাদ জানান।  অনুষ্ঠান উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনের অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়ন সৈয়দ মোস্তফা কামাল পাশার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়