• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
৩০১৭ জনকে নিয়োগ দেবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর
ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসে ১৫টি পদে ৩০১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: ভূমি মন্ত্রণালয় অধিদপ্তরের নাম: ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পদের বিবরণ- চাকরির ধরন: অস্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ কর্মস্থল: যে কোনো স্থান বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, ৪০ বছরেও আবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে ৩১ জনের নিয়োগ, আবেদন ফি ২০০ টাকা বয়স: ২৪ মার্চ ২০২৪ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর আবেদনের নিয়ম: আগ্রহীরা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১-১৩ নং পদের জন্য ২২৩ টাকা, ১৪-১৫ নং পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। আবেদন শুরু: ২৪ মার্চ ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৪ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট
১৭ মার্চ ২০২৪, ২০:২৫

এইচএসসি পাসেই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে চাকরির সুযোগ
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে ৮২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের বিবরণ: ১. পদের নাম : সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা: ২টি বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। ২. পদের নাম: কম্পিউটার অপারেটর পদ সংখ্যা: ৫টি বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। ৩. পদের নাম: ড্রাফটসম্যান পদ সংখ্যা: ২টি বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫) যোগ্যতা: নূন্যতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পাস। ৪. পদের নাম: সহকারী রেকর্ড কিপার পদ সংখ্যা: ১টি বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) যোগ্যতা: নূন্যতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পাস।  ৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা: ১টি বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) যোগ্যতা: নূন্যতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পাস। ৬. পদের নাম: স্টোর কিপার পদ সংখ্যা: ১টি বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) যোগ্যতা: নূন্যতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পাস।  ৭. পদের নাম: সাব-সার্ভেয়ার পদ সংখ্যা: ২১টি বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) যোগ্যতা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট থেকে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) সার্টিফিকেট। ৮. পদের নাম: কম্পিউটার অপারেটর পদ সংখ্যা: ৩০টি বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) যোগ্যতা: নূন্যতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পাস।  ৯. পদের নাম: বাউন্ডারি আমিন পদ সংখ্যা: ১৩টি বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) যোগ্যতা: নূন্যতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এসএসসি বা সমমান পাস। ১০. পদের নাম: জিংক কারেক্টর পদ সংখ্যা: ২টি বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) যোগ্যতা: নূন্যতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পাস। ১১. পদের নাম: প্রিন্টার পদ সংখ্যা: ৩টি বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (প্রিন্টিং টেকনোলজি) অথবা কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে নূন্যতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পাস। ১২. পদের নাম: হিসাব সহকারী পদ সংখ্যা: ১টি বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বিভাগে নূন্যতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পাস। চাকরির ধরন: অস্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়সসীমা: ৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। আবেদন ফি: ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের (dlrs.teletalk.com.bd) এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করে অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। আবেদনের শেষ সময় :  ২৮ ফেব্রুয়ারি ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৫

সিটি জরিপ ও আরএস রেকর্ডে ভুলের সুনামি : হাইকোর্ট
‘সিটি জরিপ ও আরএস রেকর্ডে ভুলের সুনামি হয়েছে’ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বুধবার (৩১ জানুয়ারি) ঢাকার একটি রাস্তা প্রশস্ত করনের মামলার শুনানি চলাকালে এমন মন্তব্য করেন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ। মামলাটির বিষয়ে চূড়ান্ত কোনো আদেশ অবশ্য দেননি হাইকোর্ট। পরবর্তীতে মামলাটি ফের শুনানির জন্য আসবে। বুধবার হাইকোর্ট বেঞ্চ বলেন, সিটি জরিপ ও আরএস রেকর্ড ভুলে ভরা। এখানে যে ভুল করা হয়েছে তাতে সুনামি হয়ে গেছে। এই ভুল সংশোধন করতে ৫০ বছর লেগে যাবে। তবে, সিএস রেকর্ড সঠিক। এই রেকর্ডে যদি রাস্তা থেকে থাকে তাহলে আপনাকে ভবন ভাঙ্গতে হবে।  ১৯৫০ সালের জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন অনুযায়ী এই জরিপের কাজ পরিচালিত হয়। ১৯৯৮ সাল থেকে বর্তমানে চলমান জরিপকে বিএস খতিয়ান বা সিটি বলা হয়। যা এখনো সারা দেশে চলমান। শুধুমাত্র ঢাকা মহানগরীতে বিএস খতিয়ানকে সিটি জরিপ বলা হয়। এই সিটি জরিপের আরেক নাম ঢাকা মহানগর জরিপ।
৩১ জানুয়ারি ২০২৪, ১৩:৩৮

ব্যবসায় বড় বাধা দুর্নীতি: সিপিডি
সীমাহীন দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা ও বৈদেশিক মুদ্রার সংকটকে ব্যবসা বাণিজ্যে প্রসারে প্রতিবন্ধকতা বলে মনে করছেন উদ্যোক্তারা। তবে দুর্নীতিকে সবচেয়ে বড় বাধা বলছেন তারা। বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) জরিপে এসব তথ্য উঠে এসেছে। আর দুর্নীতির লাগাম টানতে ১০ দফা পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার (১৭ জানুয়ারি) ধানমন্ডির সিপিডি কার্যালয়ে ‘বাংলাদেশ ব্যবসায় পরিবেশ ২০২৩’ উদ্যোক্তা জরিপের ফলাফল প্রকাশ করে সিপিডি। প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন। সিপিডি জানায়, দেশে ব্যবসার পরিবেশ জানতে ঢাকা, সাভার ও গাজীপুরের ৭১ জন উদ্যোক্তার ওপর জরিপ চালানো হয়। এতে শীর্ষ তিনটি সমস্যাসহ মোটা দাগে ১৭টি সমস্যা চিহ্নিত করা গেছে। সেগুলো হচ্ছে- অপর্যাপ্ত অবকাঠামো, উচ্চ মূল্যস্ফীতি, অর্থায়নের সীমাবদ্ধতা, জটিল কর নীতি, বারবার নীতি পরিবর্তন, দক্ষ শ্রমশক্তির অভাব, উদ্ভাবনের সক্ষমতায় ঘাটতি, শ্রমশক্তিতে দুর্বল নৈতিকতা, উচ্চ করহার, জলবায়ু পরিবর্তন, সরকারের অস্থিতিশীলতা, অপরাধ ও চুরি, বিধিনিষেধমূলক শ্রম আইন ও দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা। গবেষণা প্রতিষ্ঠানটি জানায়, ছোট ছোট সরকারি সেবার ক্ষেত্রে ৮৫ শতাংশ ক্ষুদ্র ব্যবসায়ী সমস্যায় পড়লেও বড় ব্যবসায়ীদের সব ক্ষেত্রে সমস্যা কিছুটা কম। এছাড়া শতভাগ বড় ব্যবসায়ীর জন্য প্রধান সমস্যা দুর্নীতি, মাঝারি ৬১ শতাংশ ব্যবসায়ী দুর্নীতিকে সমস্যা মনে করছেন এবং ৫৬ শতাংশ ক্ষুদ্র ব্যবসায়ী দুর্নীতিকে সমস্যা বলে চিহ্নিত করেছেন।  সিডিপির পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, আমাদের জরিপে ৬৭ শতাংশের বেশি ব্যবসায়ী দুর্নীতিকে ব্যবসার সবচেয়ে বড় বাধা মনে করেন। ফলে, অনেক সম্ভাবনা থাকলেও প্রতিযোগী দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে পড়ছে বাংলাদেশ। সেই সঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভে অস্থিতিশীলতা বড় ব্যবসায়ীদের বেশি প্রভাবিত করেছে। গবেষকদের বরাত দিয়ে ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, সরকারি সংস্থার সেবা পেতে ঘুষ দুর্নীতি ঠেকানো না গেলে ব্যবসা বাণিজ্যের প্রসার চ্যালেঞ্জিং হবে। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের অভাব, লাগামহীন মূল্যস্ফীতি ও আয় বৈষম্য আগামী দিনে বাংলাদেশে বিনিয়োগের জন্য বড় চ্যালেঞ্জ হবে। এসব বিবেচনায় এখন থেকেই সঠিক পরিকল্পনা নিতে হবে। ব্যবসা বাণিজ্যে এমন পরিবেশ থেকে উত্তরণে ও দুর্নীতির লাগাম টানতে প্রতিটি সরকারি দপ্তরে ন্যায়পাল নিয়োগসহ ১০ দফা পরামর্শ সিপিডির। সেগুলো হচ্ছে- ব্যবসায় বাণিজ্যের পরিবেশের উন্নতিতে বিভিন্ন সরকারি কার্যালয়ের ১০০ দিন, ১ বছর, ৩ বছর ও ৫ বছরের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন; ন্যায়পাল কার্যালয় স্থাপন; সীমিত সময়ের জন্য খাত ভিত্তিক কিছু কমিশন গঠন ইত্যাদি।
১৭ জানুয়ারি ২০২৪, ২২:৪৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়